নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংগাল মানব

বাংগাল মানব › বিস্তারিত পোস্টঃ

সময় গেলে সাধন হবে না- বিসিবি’র হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২০

বিসিবি মিডিয়ার সামনে কিছু বলছে না মানে তারা এমন একটা পথেই হাঁটছে সেটা পাবলিকলি বলার মতো সাহস তাদের নেই। তারা জানে সেটা পাবলিকলি বললে তারা জনরোষের মুখে পড়বে। বিসিবি নানান টালবাহানা করতেছে। সময়মত উপযুক্ত সিদ্ধান্তের মুলো ঝুলানোর চেষ্টা করে। তবে নানান দিকে ফিসফাঁস শোনা যাচ্ছে। বিসিবির পরিচালকদের মধ্যে বেশিরভাগই নাকি বিগ-৩ প্রস্তাবের পক্ষে মতামত দিয়েছে বা দিতে বাধ্য করা হয়েছে। ভাবতেই অবাক লাগে এদের হাতে আমাদের ক্রিকেট। ষোল কোটি মানুষের ভালোবাসা। বিসিবি কি বোঝে না ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আবেগ কতটুকু। এটা কি আগুন নিয়ে খেলা নয়? এরা আমাদের ক্রিকেটকে কোথায় দেখতে চায়।



দুঃখ লাগে এই ভেবে যে বর্তমান ক্রিকেট বোর্ডে অন্য যেকোন সময়ের চাইতে অনেক বেশি ক্রিকেটপ্রাণ লোক আছে। সাবেক জাতিয়দলের খেলোয়াড়ের আধিক্য আছে। সবচেয়ে বড় কথা এমন কিছু মুখ আছে যারা বহুদিন এদেশের ক্রিকেটকে সারভ করেছেন। তাদের সামনে এধরনের সিদ্ধান্ত কিভাবে আসে বিসিবি থেকে।



বিসিবির কথা দিলাম, তারা পদ হারানোর ভয়ে কিছু বলছে না। ধরে নিলাম ব্যাক্তিগত স্বার্থের কাছে দেশের ক্রিকেটের স্বার্থকে বিক্রি করে দিয়েছেন। এদের বাইরেও এদেশে অনেক জনপ্রিয় ক্রিকেটার বা ক্রিকেট সংগঠক আছে । তাদের মুখে কুলুপ কেন। নাকি তারাও ভবিষ্যৎ পদলাভের আশায় এখন মুখ খুলছে না। অনেকে খেলোয়াড়/সংগঠক তো আবার 'হরেক মাল' ধরে এমপি -মন্ত্রী হয়ে খেলার স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ উদ্ধারে নিজেদের ব্যস্ত রাখছেন। তারা ভুলে যান এই খেলাই তাদের এতদূর নিয়ে এসেছে। সাবেক ক্রিকেটারদের নীরবতায় খুব বেশি হতাশ। তারা পাবলিক অপিনিয়ন তৈরি করে বিসিবি বা সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারে।



সরকারের উচ্চ পর্যায় মনেহয় ক্ষমতার জ্বরে আক্রান্ত। হানিমুন পিরিয়ড চলছে এম্পি-মন্ত্রীদের। গায়ের জোরে প্রায় বিনা প্রতিবাদে আর কিছু বিদেশী শকুনের সহযোগিতায় ক্ষমতায় আহরণ করে সরকার ক্রমান্বয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ছে । জনগণের ম্যান্ডেটের নামে গায়েবী ম্যান্ডেটের কথা বলে "যাহা ভালো লাগে" স্টাইলে চলছে সবকিছু। একটা জোচ্চোর ছিল আগে বিসিবি'তে। মোস্তফা কামাল । আইসিসির প্রেসিডেন্ট পদে পাকিস্তানের ভোট পাওয়ার জন্য এদেশের খেলোয়াড়দের হালের 'মৃত্যু উপত্যকা' পাকিস্তান সফরে পাঠাতে চেয়েছিল। কিন্তু জনগনের দাবির মুখে তারা পারেনি শেষ পর্যন্ত। এদেশের ক্রিকেট পাগল মানুষ একাট্রা হলে এবারও জনগণের সিদ্ধান্তই বহাল থাকবে।



দেশে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন আছে। তাদের পক্ষ থেকেও আমরা প্রতিবাদ আশা করতে পারি। তারাও চুপচাপ আছেন। এরকম হতে পারে বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী হয়ে কেউ হয়রানীর শিকার হতে চাচ্ছেন না। কিন্তু এ অবস্থায় চুপ থাকার সুযোগ নেই। সরকার ও বিসিবিকে প্রেসার ক্রিয়েট করার জন্য ক্রিকেট প্রিয় প্রত্যেককে যার যার অবস্থান থেকে এধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোন দল বা গোষ্ঠীর ক্ষমতার রাজনীতির স্বীকার যাতে এদেশের ক্রিকেট না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।



আমাদের দেশের বিরোধী দল কখনো কোন পপুলার ইস্যুতে মাঠে থাকে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য আর পালাক্রমে লুট করার জন্য বিরোধী দলের ভূমিকা পালন করে ক্ষমতায় যাওয়ার জন্য জিহ্বা বের করে লোল ফেলে। সেজন্য পাবলিকও তাদের এখন কলা দেখাতে পিছপা হয়না। বিরোধীদলের ন্যায্য দাবীতেও পাবলিকের 'ফিস-ফাস' টাইপের বেশি তারা সমর্থন পায় না। এখন তো আবার 'আম্রা-আম্রাইতো' টাইপের বিরোধী দল দাড় করাইছে "ইউটোপিয়ান" সরকার। কিন্তু বাস্তবের বিরোধীদলও দেখি অন্য সবকিছুর মতো এই বিষয়েও সরকার সাথে সুর মিলিয়ে ভারত-বিরোধীতা এড়িয়ে যাচ্ছে। একেই বলে ক্ষমতার মোহ। একজন মাওলানা ভাসানীর আসলেই খুব দরকার এদেশে যে কিনা ক্ষমতার পেছনে না ছুটে কেবল জনগণের দাবীর পেছনে ছুটবেন।



হালের ক্রেজ কাম প্রেসার গ্রুপ গনজাগরণ মঞ্চ দেখি অনেক কিছুতেই মাথা ঘামাতে চায় কিন্তু এই বিষয়ে তাদের মাথা ব্যাথা নাই। নাকি সংখ্যালুগু পরীক্ষা দেওয়ার পর অবকাশ যাপনে আছে। নিজেদের অবসথানকে বিতর্কিত করার ক্ষেত্রে নিজারাই কি কম দায়ী?! নিজেদের অবস্থান পরিষ্কার করার এটাও একটা সুযোগ ছিল।



সরকার/বিসিবি’র ভারত অবিরোধীতাকে কেউ কেউ সরকারের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা বন্দোবস্তের প্রতিশ্রুতির সাথে মেলালেও এখন কিছুই বলার থাকবে না। যতক্ষণ না সরকার বা বিসিবি এই বিষয়ে নিজেদের পজিশন দেশের ক্রিকেটের স্বার্থ অনুযায়ী নেবেন। জনগণের মনের সন্দেহ দূর করার দায়িত্ব সরকার।



সময় গেলে সাধন হবে না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

সীমাহীন ভালবাসা বলেছেন: ভালো লিখেছেন

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

ফিলিংস বলেছেন: অতি উত্তম কথা বলেছেন। দ্বায়িত্ব শুধু সরকারের একার না এ দায়িত্ব সবার।
নিজ নিজ অবস্থান থেকে সবার প্রতিবাদ জানানো উচিত। দু্ই দলেরই দুর্বলতা
তুলে ধরেছেন তো তাই লেখাটা অনেকে পড়লেও মন্তব্য করছেনা।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

ফিলিংস বলেছেন: সবাই অন্যের দোষ খুজে নিজের টা কেউ দ্যাখেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.