![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর
প্রেসিডেন্ট
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
দুবাই
সংযুক্ত আরব আমিরাত
বিষয় : বাংলাদেশ-ভারতে কোয়ার্টার ফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়াল নিয়োগ প্রসংগে।
জনাব,
আপনি অবশ্যই অবগত আছেন যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামী ১৯ মার্চ বাংলাদেশ ভারতের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধি হিসেবে আপনি একদা বিসিবির প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন। কমার্শিয়াল ক্রিকেটের জনক ও তথাকথিত মোড়ল নিজেদের স্বার্থের জন্য আইসিসি’র মোড়কে যা-ইচ্ছে-তা করতে পারে। অনেকে মনে করে কোন ম্যাচের ম্যাচ আফিসিয়াল কে হবে সেটাও নাকি বিসিসিআই ঠিক করে দেয়। ক্রিকেট বিশ্বের অন্য অনেক কিছুর মতো বিসিসিআই নিজেদের পছন্দ অনুযায়ী সি গ্রেডের আম্পায়ারা/ম্যাচ অফিসিয়াল নিয়োগ করতে পারে যাদের দ্বারা খেলার ফলাফল পরিবর্তনে সহযোগিতা পেতে পারে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে মোড়লদের কুরুচীপূর্ণ মন্তব্য বন্ধ করার জন্য টাইগার টীম মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিচ্ছে। মাঠের বাইরে ক্রিকেটের সমর্থক আপামর জনসাধারণও তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনাদের লেভেলের দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। সময় এসেছে বাংলাদেশের ক্রিকেটকে দিয়ে আপনি যা পেয়েছেন তার কিয়দাংশ ফেরত দেওয়ার। আমরা ফেভার চাইনা বরং জেন্টলম্যান গেমের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ ফেয়ার খেলা নিশ্চত হোক এটাই চাই। মাঠের খেলার ফলাফল মাঠেই নির্ধারিত হোক সেটাই একমাত্র চাওয়া। আশাকরি মাঠে নিরপেক্ষ আম্পায়ার নিশ্চিতকরনে আপনার করনীয়টুকু করবেন।
অতএব, বাংলাদেশ ক্রিকেটের শুভাকাংখী হিসেবে আপনার নিকট আবেদন এই যে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে যাতে নিরপেক্ষ আম্পায়ার দ্বারা পরিচালিত হয় সেদিকে দৃষ্টিপাত করতে আপনার মর্জি কামনা করছি।
নিবেদক
বাংলাদেশের ষোল কোটি ক্রিকেট পাগল মানুষ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৬
নতুন বলেছেন: আগামী 21 মার্চ ???
না কি ১৯ শে মাচ`/??
Headquarters:
INTERNATIONAL CRICKET COUNCIL
Street 69, Dubai Sports City
Sh Mohammed Bin Zayed Road
Dubai, UAE
PO Box 500 070
Dubai, UAE.
Phone: +971 4 382 8800
Fax: +971 4 382 8600
[email protected]
এই ঠিকানায় পাঠাইয়া দেন..