নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

২ ক্লিকে যে কোন সাইটের যে কোন ভিডিও ডাউনলোড । বিফলে আমাকে যা ইচ্ছা বলিয়েন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

নেট থেকে ভিডিও নমানোর জন্য আপনারা হয়ত এফ ডি এম/ আই ডি এম ইউজ করেন । আমিও করতাম এক সময়। এখন করি না। এখন চরম এক খান জিনিষ ইউজ করি । আজকে খুব ছোট্ট একটা আ্যাড অন এর কথা বলব । যা আপনার মজিলা ব্রাউজার এ থাকলে দুনিয়ার তাবৎ ওয়েবসাইট থেকে ২ ক্লিকে ভিডিও নামাতে পারবেন।



আগে দেখে নিন কি কি সুবিধা আপনে পাবেন :



১. ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে ভিডিও নামাতে পারবেন। শুধু একবার ঐ ভিডিও খানা আপনার ১ সেকেন্ড চালাতে হবে ।

২.যে সব সাইট থেকে সচরাচর ভিডিও নামাতে দেয় না , তাদের সাইট থেকে ধুমাইয়া ভিডিও নামাতে পারবেন ।

৩.এই আ্যাড অনের সাথে আলাদা একটা প্লেয়ার আছে । ইচ্ছা করলে সেটাও ব্যবহার করতে পারবেন ।

৪. যে কোন ধরনের ভাইরাস/ম্যালওয়্যার মুক্ত ।



কিভাবে ব্যবহার করবেন:



আপনার মজিলা থাকতে হবে । এটা মজিলা তে কাজ করে ।



নাম: নেট ভিডিও হান্টার ।



এই জায়গা থেকে ডাউনলোড করুন : http://netvideohunter.com/



মানে ওয়েব সাইটে এ যাবার পর ইনস্টল নামের একটা অপশন পাবেন । শুধু ঐ জায়গায় ক্লিকান। ১/২ সেকেন্ড পর ফায়ার ফক্স ব্রাউজার আপনার কাছে একটা অনুমতি চাইবে । আপনে Allow অপশন এ ক্লিক করবেন । ব্যাস কাজ শেষ । এখন ১০৩ কেভি এর একটা ফাইল নামবে এবং আপনার কাছে ইনস্টল এর জন্য অনুমতি চাইবে ।

আপনে Install Now এ ক্লিক করবেন । তার পর একটা আপনার মজিলা একটা রিস্টার্ট মারেন। এখন দুনিয়ার যে কোন ওয়েব সাইট থেকে ভিডিও নামান।



ধরেন , কোন সাইটে আপনে ভিডিও দেখছেন, এখন নামাতে চাইছেন, আপনে আপনার ব্রাউজার এর ঠিক উপরে বাম পাশে খেয়াল করবেন/ অথবা নিচে ডানে খেয়াল করবেন, খুব ছোট্ট একটা প্লে বাটন দেখবেন। ঐ খানে ক্লিক দেন । নেট ভিডিও হান্টার তার লিস্টে আপনে যে ভিডিও দেখছেন সেটা দেখাবে । তারপর শুধু ডাউনলোড মারেন। শেষ।



ধন্যবাদ সবাইকে । কাজে লাগলে কমেন্ট দিয়েন ।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

দুরন্ত-পথিক বলেছেন: ভাই তার আগে আইডিএম কি আনইনষ্টল করতে হবে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

টানিম বলেছেন: না না ভাই মোটেও কিচ্চু করতে হবে না। অনলি ১০৩ কেভি ফাইল । আগে আমার মেথড টা দেখেন , যদি মজা পান তবে আইডিএম আনইনষ্টল করে নিবেন । ধন্যবাদ

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

এঞ্জেল বয় বলেছেন:
দেখি ট্রাই করে। আগে বলেন মুভি নামানো যাবে কি না। ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

টানিম বলেছেন: বিলকুল । যা ইচ্ছা নামতে পারবেন । আমিতো ইউ টিউবে শুধু মুভি টা ১ সেকেন্ড দেখি ডাউনলোড মারি । ধন্যবাদ

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

দুরন্ত-পথিক বলেছেন: আমার ও তাই কথা মুভি নামানো যাবে কি না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

টানিম বলেছেন: বিলকুল নামানো যাবে । যে সাইটে মুভি আছে জাস্ট ঐ সাইটে যাবেন , তারপর মুভি টা গুনে গুনে ১ সেকেন্ড চালাবেন তারপর ডাউনলোড মারবেন । কাম না করলে আমাকে বলবেন । আমি এখনও পর্যন্ত এর বিফলতা পাই নাই । ধন্যবাদ

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: চেষ্টায় আছি। কাজে লাগলে কমুনে। এখন কাজ করি, পরে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

টানিম বলেছেন: ওয়েট করলাম । ওকে ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

এঞ্জেল বয় বলেছেন:
টানিম ভাই ধন্যবাদ আমি নামালাম একটা গান এইমাত্র। বাট ডাউন লোড ইস্পিড মনে হয় একটু কম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

টানিম বলেছেন: ভাই ধন্যবাদ । আমার তো স্পিড ভাল্ই থাকে । বেপার না । আপনের কামে লাগলে আমার এই পোস্ট সার্থক । ধন্যবাদ

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

মোঃ মহিউদ্দিন বলেছেন: Mozilla Firefox সাপোর্ট করছে না কি করবো ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

টানিম বলেছেন: মহি ভাই আপনার মজিলা কোন ভার্সন ?

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

টানিম বলেছেন: মহি ভাই, আপনে Click This Link থেকে নামান ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মোঃ মহিউদ্দিন বলেছেন: Mozilla Firefox ভার্সন ১৮

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

টানিম বলেছেন: আপনে Click This Link ক্লিক করে ডাউনলোড করেন । এমন সমস্যা হবার তো কথা না ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

টানিম বলেছেন: যারা ক্রোম ইউজ করেন তারা http://netvideohunter.en.uptodown.com/ ক্লিকান ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: পারতাছি না। ক্লিকাইতে ক্লিকাইতে অস্থির।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

টানিম বলেছেন: নাঈমুল ইসলাম ভাই , এমন তো হবার কথা না । সবাই পারছে । আপনেও পারবেন । ধন্যবাদ

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ব্লগ ৪১৬ বলেছেন: কঠিন জিনিষ দিলেন ভাই। থ্যাংকস।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

টানিম বলেছেন: কামে লাগছে তো । আপনাকেও ধন্যবাদ

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

মোঃ আসাদুল ইসলাম বলেছেন: ++++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

টানিম বলেছেন: ধন্যবাদ

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অশ্রুহীন মন বলেছেন: এখন ১০৩ কেভি এর একটা ফাইল নামলো না কেনো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

টানিম বলেছেন: সবার তো ডাউনলোড হল । আপনার না হবার কারণ দেখছি না । আবার দেন । ধন্যবাদ

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

টানিম বলেছেন: আহারে , সামু বুঝলো না । ব্লকে থাকা কত কষ্টের ।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শায়মা বলেছেন: বাহ !!!!

গুড!!!:)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ শায়মা আপু ।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

রোদেলা দুপুর বলেছেন: ভালো লাগলো। কাজ হইছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

টানিম বলেছেন: কাজ হইছে জেনে ভাল লাগলো । ধন্যবাদ

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৩

উড়োজাহাজ বলেছেন: থ্যাঙ্কু অনকে অনেক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

খাটাস বলেছেন: ++++++++++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৮

টানিম বলেছেন: ধন্যবাদ খাটাস ভাই ,

২০| ০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২২

মাসুম রৌদ্র বলেছেন: ফ্লাস ভিডিও ডাউন লোডার ও এক ই কাজ করে

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২১| ০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

শুভ্র৯৫রকস বলেছেন: ট্রাই করে দেখি।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

টানিম বলেছেন: অবশ্যই দেখবেন । ভালো লাগতেই হবে ।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

হাসানস০০৭ বলেছেন: দারুন কাজের। :P :P :P :P :P :P :P :P :P :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

টানিম বলেছেন: ধন্যবাদ

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: পুরানা জিনিস... আমার ব্রাউজারে সেট করা আছে কয়েক বছর আগে থেকে...

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

টানিম বলেছেন: প্রায় দেড় বছর আগের লিখা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.