![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
উইন্ডোজ এক্সপি/ উইন্ডোজ সেভেন যে যা ব্যবহার করেন সমস্যা নেই । আপনাদের সবার জন্য ছোট্ট একটা টিপস। যা আপনাদের পিসি কে রাখবে ঝামেলা মুক্ত এবং ইন্টারনেট স্পিড ও বাড়বে । আমরা অনেকেই Control Panel এ যেয়ে উইন্ডোজ অটোমেটিক আপডেট অফ করে দেই । কিন্তু আপডেট কি আদৌ বন্ধ হইছে ? মাইক্রোসফট কিন্তু ঠিক ই আপডেট হচ্ছে । আপনারা জানেন না।
আবার অনেকেই উইন্ডোজ আপডেট অফ করার পর মাইক্রোসফট পাইরেটেড এর খপ্পরে পড়েন । ডেস্কটপ কালো হয়ে যায় এবং উইন্ডোজ স্টার্ট আপ এর সময় অনেক গুলা মেসেজ আসে ।
আজ এই ঝামেলা থেকে চির মুক্তি দিব । সাথে আপানাদের ইন্টারনেট স্পিডও বেড়ে যাবে ।
কি ভাবে করবেন :
১. আপনার পিসি এর Control Panel এ যান ।
২. এইবার Administrative Tools এ যান ।
৩. Administrative Tools থেকে Services এ ক্লিক করুন ।
৪. এখন Windows Update Properties খুজে বের করুন । এটা অটোমেটিক দেয়া আছে , এখন এটা Disabled করুন এবং Ok করে বের হয়ে আসুন ।
এখন দেখুন ইন্টারনেট এর স্পিড বাড়লো কিনা । না বাড়লে কমেন্ট করে জানান । বিফলে পোস্ট গায়েব হবে ।
বি: দ্র : গত দুই সপ্তাহ , গুনে গুনে দুই সপ্তাহ সামু ব্লগ আমাকে ব্লক করেছিল । থাবা বাবা এবং আসিফ ভাইকে নিয়া একটা লেখা দিছিলাম তাই । খুব দম বন্ধ করা পরিবেশ ছিল । আজ সামু আমাকে আবার সেইফ করলো । ধন্যবাদ সামহোয়ারইন ব্লগ । ভুল শুদ্ধ যাই করি আমাকে ব্যান করো না । আমি সত্যই তোমাকে অনেক ভালবাসি ।
ধন্যবাদ ...
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
আতিকুল০৭৮৪ বলেছেন: apnar kotha moto kaj korlam,,dekhi kaj hoi kina,,asolei oita automatic dewa cilo jodio ami update manual off rakhcilam..thanks
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
টানিম বলেছেন: ধন্যবাদ আতিকুম ০৭৮ ভাই । কাজ হবে ।
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
একজন নিশাচর বলেছেন: ধইন্যা।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
টানিম বলেছেন: ধন্যবাদ একজন নিশাচর ।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬
ফরেক্স ট্রেডার বলেছেন: অনেক ধন্যবাদ, দরকারী পোষ্ট
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
টানিম বলেছেন: কাজ হলো কিনা জানাবেন । ধন্যবাদ আপনাকে ।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
আকাশের অনেক রং বলেছেন: কইরে ভাই,
খালি লোডিং...
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
টানিম বলেছেন: ভাইরে হাসালেন । লোডিং তো হবেই , কিন্তু কোন দিন আপনার পিসি পাইরেটেড বলে ধরা খাইব না এবং স্পিড ১ কেবিপিএস হলেও বাড়বে । ধন্যবাদ
৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
অর্ণব আর্ক বলেছেন: ঐ মিয়া বাই আন্নের কথা মতও গুতাইয়া ঐ সারভিক্স পাইলাম মাগার উইন্ডোজ আপডেট প্রপর্টিজই পাইনা।
কাহিনী কি?
কম্পুর টাইপ _এক্স পি।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
টানিম বলেছেন: অর্ণব আর্ক ভাইরে , একটু কষ্ট করে খুজে দেখুন । সবাই পাইছে । আপনেও পাবেন । ধইন্যা ।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
বাংলার হাসান বলেছেন: কাজ হইছে
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
টানিম বলেছেন: ধইন্যা । ভাইডি ।
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ম্যানুয়ালি আটো আপডেট অফ করা থাকলে উইন্ডোজ. আপডেট হয় এই টাইপের উদ্ভট কথা কই পাইলেন!!!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
টানিম বলেছেন: ভাইরে কই পাইলাম সেটা বড় কথা না । আমার সিস্টেম এর স্পিড বাড়ছে এটা বড় । আমি সেটা নিজে করে তারপর আপনাদের বল্লাম । আপনার উইন্ডোজ আগে আপডেট হত কিন্তু এখন মোটেও হবে না । ধন্যবাদ
৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
আই লাভ ইউ, ম্যান বলেছেন: ১ কেবি হইলেও বাড়ছে...ধইন্যা
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
টানিম বলেছেন: ধইন্যা বাইডি ।
১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
কর্কট রাশি বলেছেন: কাজ হইছে।ভালো লাগলো। ++++
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
টানিম বলেছেন: ধইন্যা ।
১১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
এন ইউ এমিল বলেছেন: ঐ মিয়া বাই আন্নের কথা মতও গুতাইয়া ঐ সারভিক্স পাইলাম মাগার উইন্ডোজ আপডেট প্রপর্টিজই পাইনা।
কাহিনী কি?
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১
টানিম বলেছেন: খুজে খুজে বের করেন । মিয়া বাই । একটু খুজুন । পেয়ে যাবেন ।
১২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।
১৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: ভাই, আমিও সার্ভিস উইন্ডোজ আপডেট প্রপার্টিজ খুঁজে পাচ্ছি না।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
টানিম বলেছেন: সার্ভিসেস অপশন এ ক্লিক করেন এবং নতুন যে পেইজ আসবে তার নিচ থেকে ৮ নং অপশন টা হলো Windows Update . এখন দেখেন কাজ হয় কিনা । ধন্যবাদ
১৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
টানিম বলেছেন: ধন্যবাদ সামহোয়ারইন ব্লগ ।
১৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
ভুল উচ্ছাস বলেছেন: থ্যাংকস।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
টানিম বলেছেন: আপনার কাজ হলে আমি খুশী । ধন্যবাদ
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫
আধখানা চাঁদ বলেছেন: ঐ টানিম, আমার তো কইমা গেল।
এনিওয়ে, ভালু লাগা দিলাম তাও। ( আসলে আগের মতই আছে, তবে জিনিস টা শিখা ভাল লাগসে)
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
টানিম বলেছেন: ওকে চাদ । ভাল লাগছে আপনার আমারও ভাল লাগলো । ধন্যবাদ
১৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
("_") বলেছেন: উইন্ডোজ আপডেট প্রপর্টিজ নাই,
আপনি মনে হয় এক্সপি ইউজ করেন। তাই পাইছেন।
উইন্ডোজ সেভেন এ "উইন্ডোজ আপডেট প্রপর্টিজ" নাই।
তবে "উইন্ডোজ আপডেট" আছে।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
টানিম বলেছেন: আমি সেভেন ইউজ করি । আপনে কমেন্ট গুলা দেখেন কাজ হয়ে যাবে । আমি ঠিক করে দিয়েছি । ধন্যবাদ
১৮| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
টানিম বলেছেন: ধন্যবাদ
১৯| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
কষ্ট - ১ বলেছেন: ভাল পোস্ট
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩১
টানিম বলেছেন: কাজে আসলে আপনাকেও ধন্যবাদ
২০| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
পথ-হারা এক পথিক বলেছেন: শেয়ার্ডের জন্য ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
টানিম বলেছেন: হুম । ধইন্যা ।
২১| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৯
কবিরউইনার বলেছেন: ভাই আমার টাতে Windows Update Properties নাই। আমি কি করবো প্লিজ বলেন। নইলেতো আমি শেষ।
০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩৪
টানিম বলেছেন: অবশ্যই আছে । আপনে ভালো করে খুজে দেখুন । না থাকলে আমাকে আপনার অপারেটিং সিস্টেম এর কোনটা জানান । আমি জানাতে ট্রাই করবো । ধন্যবাদ
২২| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
িরয়াজ উিদ্দন বলেছেন: ভাই আপনার কথামত কাজ করলাম.. মনে হয় কিছুটা বাড়ছে.. তয় ব্রড়ব্যান্ড় স্পীড় হ্যাক করার কোনো পদ্ধতি থাকলে একটু বইলেন...এই অধমের খুবই উপকার হয়..
১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৪
টানিম বলেছেন: ওকে । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
টানিম বলেছেন: কাজ হলে মন্তব্য করবেন ।