![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
বাংলাদেশে বড় আতংকের নাম এখন মিডিয়া । দেশে প্রায় ২২ টি টিভি চ্যানেল আছে । আসুন এক নজরে দেখে নিই এই সব টিভি চ্যানেলের মালিক কারা কারা ।
১। ইনডিপেনডেন্ট টিভি : মালিক আওয়ামী ব্যবসায়ী দেউলিয়া সালমান এফ রহমান ।
২। ৭১ টিভি : মালিক কট্টর আওয়ামী বাম সাংবাদিক মোজাম্মেল বাবু ।
৩। দেশ টিভি : মালিক আওয়ামী সাবেক এম. পি সাবের চৌধরী কিন্তু চালাচ্ছেন আওয়ামী এম . পি আসাদুজ্জামান নুর ।
৪। বৈশাখী টিভি : মালিক ডেসটিনি গ্রুপ কিন্তু চালাচ্ছেন আওয়ামী - বাম সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল ।
৫। গাজী টিভি : মালিক আওয়ামী এম.পি ।
৬। বাংলাভিশন : চালাচ্ছেন এক কালের বাম যুব নেতা মোস্তফা ফিরোজ । সব চাইতে বেশি শেয়ার সাবেক নগর পিতা বি এন পি এর।
৭। চ্যানেল আই : মালিক ফরিদুর রেজা সাগর , বাম-আওয়ামী সাংকৃতিক কর্মী।
৮ । এটি এন বাংলা : মালিক মাহফুজুর রহমান । আওয়ামী লীগের মানুষ । চালাচ্ছেন আওয়ামী বাম সাংবাদিক জ .ই . মামুন ।
৯। এটি এন নিউজ : চালাচ্ছেন আওয়ামী পন্থী মুন্নী সাহা ।
১০। মোহনা টিভি : মালিক আওয়ামী এম.পি কামাল মজুমদার।
১১। সময় টিভি : মালিক আইন প্রতিমন্তি কামরুল ইসলাম ।
১২। চ্যানেল ২৪ : আওয়ামী লীগ নেতা মান্নার সব হুকুম চলে।
১৩। এন টিভি : বি .এন। পি এর ফালু সাহেবের । কিন্তু প্রফেশনাল হবার চেষ্টা করতাছে । কিন্তু সাংবাদিক গুলা আ. লীগ এর ।
১৪ । দিগন্ত টিভি : ভয়ে ভয়ে চলতাছে । কখন কি জানি হয় ।মালিক জামাত নেতা মীর কাশেম
১৫ । ইসলামী টিভি : যেমন ছিল আছে । নো কমেন্ট । বি.এন.পি নেতা ও খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার।
১৬ । বিটিভি : মালিক যখন যে আসে সে । আমাগো টিভি, সরকারী টিভি ।
১৭। চ্যানেল ১ : এখন বন্ধ করা । কিন্তু মালিক ছিলেন বি.এন.পির নেতা মির্জা আব্বাস। বন্ধ হবার কারন টা শুধু রাজনৈতিক ।
১৮। আর. টিভি : মালিক বেঙ্গল গ্রুপ ।
সাকার ছিল একটী চ্যানেল। নিউজের। সিএসবি নামের। কিন্তু ১/১১ এর সময় বিপ্লবী হতে গিয়ে সরকারের কোপানলে পড়ে বন্ধ হয়েছে।
১/১১ না হলে ফালু আরেকটী চ্যানেল আসত সেটার নাম হত "এন টিভি প্লাস" মেশিনারিজ ও নাকি এসে গিয়েছিল। ১/১১ এর ঝরে স্তগিত।
সালাহুদ্দিন ও নাসির উদ্দিন পিন্টূও অনুমতি পাইছিল এসএন টিভি নামে। ১/১১ এ শেষ।
ঠিক করে দিলাম। আপনাদের কমেন্টের আ্যানসার ও দিলাম ।
ধন্যবাদ সবাইকে ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
টানিম বলেছেন: Thanks ////
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭
তিমিরবিদারী বলেছেন: দিগন্ত টিভি : ভয়ে ভয়ে চলতাছে । কখন কি জানি হয় ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
টানিম বলেছেন: লোল ।
৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: দিগন্ত আর ইসলামী টিভির মালিকের নাম কইলেন না !! (নাকি ভাসুরের নাম মুখে আনতে নাই??) আর টিভির মালিক জানি কেডা??
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
টানিম বলেছেন: ভাইডি । কিছু কলাম না । আমরা তো সবাই জানি এই গুলা জামাতের জিনিষ । তয় মালিক হতি পারলি মন্দ হত না।
৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
আমি ব্লগার হইছি! বলেছেন: শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: দিগন্ত আর ইসলামী টিভির মালিকের নাম কইলেন না !! (নাকি ভাসুরের নাম মুখে আনতে নাই??) আর টিভির মালিক জানি কেডা??
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
কালো স্বপ্ন বলেছেন: দিগন্ত-জামাত নেতা মীর কাশেম
ইসলামিক টিভি-বি.এন.পি নেতা ও খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার।
তবে একটা কথা একাত্তর টিভি পুরাই সরকারের দালাল।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
টানিম বলেছেন: ধন্যবাদ । ধন্যবাদ । সত্য কথা । কালো স্বপ্ন
৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯
পাইলট ভয়েচ বলেছেন: বক্স বক্স দেখা যায় কিছু কিছু লিখা
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
টানিম বলেছেন: বুঝলাম না । পাইলট
৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাল পোস্ট।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭
টানিম বলেছেন: ধন্যবাদ
৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: সব দেখি আওয়ামী রাজত্ব। বিএনপির অবস্থা জামাতের চেয়েও খারাপ দেখি
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬
টানিম বলেছেন: দেখেন কাম । বি এন পি পাচ বছর কি করলো? বলতে পারেন ? ধন্যবাদ
৯| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।
১০| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭
েসাহাগ২৫কগগ বলেছেন: দিগন্ত আর ইসলামী টিভির মালিকের নাম কইলেন না !! (নাকি ভাসুরের নাম মুখে আনতে নাই??) আর টিভির মালিক জানি কেডা??
০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪২
টানিম বলেছেন: এই বিষয়টা সবাই জানে তাই আমি বলি নাই । বলতে আমার সমস্যা হবে কেন? আমি এডিট করে ঠিক করে দিব । ধন্যবাদ
১১| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৪
আহলান বলেছেন: চ্যানেল ওয়ান বন্ধ হওয়ার কারণ কি? ইটিভি কে চালায়? এস এ টিভির মালিক কোন পার্টি, জানতে মুঞ্চায়।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
টানিম বলেছেন: আমি যদি জানতে পারি তবে আপনাদের জানতে আমার ৫ মিনিট সময় লাগবে , ধন্যবাদ
১২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: সব রাজনীতিকরন..........এখন খালি হলুদ সাংবাদিকতা না......বার্জার পেইন্টের মতো সব কালারের সাংবাদিকতা পাওয়া যাবে.......।
শুধু এই টিভি না........আপ্নে একটু খোজ করলেই এভাবে সব প্রাইভেট ভার্সিটি, প্রাইভেট ব্যাংক, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠান........সবগুলেতেই পাবেন এভাবে রাজনীতির কালো ছায়া..........।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
টানিম বলেছেন: মেহেদী । আপনার কথা শত ভাগ সত্য। ধন্যবাদ
১৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
নিভৃত সরল ভাবনা বলেছেন: রিপ্লাই এর জবাব দেন। আমি ও জানতে চাই....
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬
টানিম বলেছেন: হুম । ভাইরে সকাল হলেই কাজে আসি । সব সময় তাই পোস্ট দিতে পারি না । তাই আ্যনসার দিতে লেট হলো । ধন্যবাদ
১৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৪
akash144 বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
মাহবু১৫৪ বলেছেন: +++++
১৪ এবং ১৫ নম্বরের রিপিট দিয়েছেন।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
বাংলার মানুষ ২০১০ বলেছেন: আমি একটি আওয়ামী চ্যানেলে জব করি.. আর নিজ চখ্খে হলুদ সাংবাদিকতা কত প্রকার ও কি কি ; তা অবলোকন করি।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
টানিম বলেছেন: ভাই আপনে পোস্টান কেন ? আর কত অপেক্হা করবেন ?
১৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
বাংলার মানুষ ২০১০ বলেছেন: নতুন আই ডি তে এখনো পারমিশন পাই নাই তো! তাই।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
টানিম বলেছেন: হুম। ভাই আপনার ব্লগ এ ঘেছিলাম কিন্তু বাতিল দেখলাম ।
১৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
বিপ্লব৯৮৪২ বলেছেন: ৮ । এটি এন বাংলা : মালিক মাহফুজুর রহমান । আওয়ামী লীগের মানুষ ।
তথ্যে ভুল আছে না হয় মাহফুজ মিডিয়ার সবচেয়ে বড় ধান্ধাবাজ।
২০০১ এ নির্বাচনের আগে বি চৌধুরীর “সাবাস বাংলাদেশ” অনুষ্ঠান দেখেছিলেন ?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
টানিম বলেছেন: মাহফুয শেখ হাসিনা কে বলে বাচাল তাও কোন প্রবলেম হয় না । কিছু বুঝলেন ?
১৯| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
মি.সিম্পলম্যান বলেছেন: ভাইয়া প্রলেমের একটা সলুশন দিবেন বলেছিলেন Click This Link
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১
টানিম বলেছেন: হুম । আমি দিব ।
২০| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
টানিম বলেছেন: পড়ে আসতে পারেন। কাজে আসবে ।
Click This Link
২১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
তাহিতি তাবাসুম বলেছেন: একুশে টিভির মালিক কে জানেন??এই চ্যানেল টা কিছুটা সত্য খবর প্রচার করে।৭১ পুরা দালাল
।+++
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
টানিম বলেছেন: ধইন্যা । তাহিতি । আমি জানতে পারলে আপডেট করে দিব । ৭১ সম্পর্কে সবাই নাখুশ । সত্য কথা ।
২২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
জিয়া চৌধুরী বলেছেন: হায় হায়, বিএনপি ক্ষমতায় আসলৈ ৫টি চ্যানেল ছাড়া আর কোন চ্যানেল থাকবেনা।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
টানিম বলেছেন: লোল। বি . এন . পি আসলে কিছ্ছু হবে না ।
২৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে
২৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
অনন্ত আরেফিন বলেছেন: আর টিভি তো মনে হয় এখন আর ফালুর আন্ডারে নাই
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
টানিম বলেছেন: সেটাই । পোস্ট এ আসার জন্য ধন্যবাদ
২৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
পাতি মাস্তান বলেছেন: ৭১টিভি >>=পাকিস্থানের হানাদার বাহীনির বুলেট একই জিনিস
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০
টানিম বলেছেন: ধন্যবাদ পাতি মাস্তান
২৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
টানিম বলেছেন: ধন্যবাদ সব্বাইকে ।
২৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
বাকাট্টা বলেছেন: চ্যানেল ১ এর মালিক মির্জা আব্বাস নয়,বিএনপি নেতা খুলনার মাজেদ এবং ব্যবসায়ি মামুন(তারেক রহমানের বন্ধু। আক্রোশটা গেছে এই চ্যানেলের উপর দিয়া)
বৈশাখি টিভির মালিক ছিলেন মির্জা আব্বাস। ১/১১ এর স্ময় জোর করে বিক্রি করতে বাধ্য করেছে মইন বাহিনী।
আর টিভি ও জোর করে বিক্রি করতে বাধ্য করে মইন বাহিনী। ঐটার মালিক বেঙ্গল গ্রুপের মালিক আওয়ামি নেতা।(বছর খানেল আগে শুনেছিলা ফালু চেষ্টা করতেছে এটা আবার ফিরিয়ে আনতে, আনতে পেরেছেকিনা জানিনা)
বাংলাভিষন এর মালিক সাদেক হুসেন খোকা, কিন্তু চ্যেনেল ভরে ফেলেছে বাম আর আম দিয়ে।
সাকার ছিল একটী চ্যানেল। নিউজের। সিএসবি নামের। কিন্তু ১/১১ এর সময় বিপ্লবী হতে গিয়ে সরকারের কোপানলে পড়ে বন্ধ হয়েছে।
১/১১ না হলে ফালু আরেকটী চ্যানেল আসত সেটার নাম হত "এন টিভি প্লাস" মেশিনারিজ ও নাকি এসে গিয়েছিল। ১/১১ এর ঝরে স্তগিত।
সালাহুদ্দিন ও নাসির উদ্দিন পিন্টূও অনুমতি পাইছিল এসএন টিভি নামে। ১/১১ এ শেষ।
বিএনপি একটি চ্যানেলের সুফল তুলতে পারেনি(সিএসবি কিছু চেষ্টা করেছিল কিন্তু সময়টা ছিল ভুল), সব গুলাতে আম আর বাম দিয়ে ভরে ফেলেছে।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
টানিম বলেছেন: আপনার মন্তব্য টা আগে পেলে আমার পোস্ট এডিট করতে পারতাম আপনার দেয়া তথ্য দিয়ে । এখনও করতে পারি । ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন।
২৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
বিভ্রান্ত _পথিক বলেছেন: ৭১টিভি মোজাম্মেল বাবু,নামটা লিখেন না কেণ?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
টানিম বলেছেন: হুম ঠিক করছি । ধন্যবাদ
২৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
দুর্বার বলেছেন: কারেকশন করেন ভাই।
১. আর টি ভি : বেঙ্গল গ্রুপ
২. বাংলাভিশন : কয়েকজন মালিক। সব চাইতে বেশি শেয়ার সাবেক নগর পিতা বি এন পি এর।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
টানিম বলেছেন: ওয়েট আমি আপডেট দিব । ধন্যবাদ
৩০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
টানিম বলেছেন: সবার কমেন্ট দেখে ফাইনাল আপডেট দিলাম । লেট হলো । তাই দু:খিত । ধন্যবাদ সবাইকে ।
৩১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
সারোয়ার হাবিব বলেছেন: Can you plz mention the name of all channels,I cannot read the name of those.
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
টানিম বলেছেন: আমি সোজা বাং;লায় লিখলাম । সব কিছুই লিখা আছে । ধন্যবাদ
৩২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮
নিঃসংগ যোদ্ধা বলেছেন: এসএ টিভি এবং মাই টিভি'র মালিক কে জানতে চাই।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১১
টানিম বলেছেন: হাহাহাহা । ওকে জানাবো । আমি জেনে নিই আগে । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট।