![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
সমাজের বাস্তবতা নিয়ে এই লেখাটি ।তাই মডারেটর ভাইয়ের কাছে অনুরোধ মাইনাস করার আগে একটু দেইখেন । শুধু আইন টা আছে কিনা জানতে চাই ।
এই পোস্ট টা শুধু ফান করার জন্য না । এই প্রথম কোন লুলীয় টাইপ পোস্ট দিলাম, তাও একটা বির্তক থেকে। কিছু দিন আগে এক Law এর কলিগ সাথে কথা হচ্ছিল । হঠাৎ কথা প্রসংগে একটা কথা বল্লেন , সেটা এরকম ছিল ।
বাংলা ভাষা ভাষী এই উপমহাদেশে ফৌজদারি আইন ১৮৬০: ধারা ৪৯৭ - পরকীয়া
Penal Code, 1860 (Act no. XLV of 1860) : Section 497
কোনো পুরুষ (বিবাহিত/অবিবাহিত) যদি কোনো বিবাহিতা নারীর সঙ্গে তার স্বামীর অনুমতি ব্যতিরেকে সম্পর্ক স্থাপন করেন, তবে তা পরকীয়া হিসেবে গণ্য যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর এবং জরিমানা।
কিন্তু এ ঘটনার সাথে সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সে নির্দোষ। কাজেই উপ-মহাদেশের আইনের দৃষ্টিতে পরকীয়ার জন্যে কেবল পুরুষ দায়ী, নারী নয়। আপনার স্ত্রী আপনার চোখের সামনে ও যদি পরকীয়া করে, আপনি তার বিরুদ্ধে কোনো আইনি সহায়তা পাবেন না। বড়জোর তালাকের জন্যে আবেদন করতে পারবেন মাত্র।
আমি অবাক হয়ে শুনলাম। উনি কি ফাযলামো করলেন ? নাকি সত্য কথা বল্লেন ? হাসব না গম্ভীর থাকব কিছুই বুঝলাম না । অবাক হয়ে রইলাম, এই উপমহাদেশে পরকীয়া এর শাস্তি শুধু ছেলেরা পাবে ? এটা কেমন আইন?
আমি সার্পোট করি । কিন্তু যে জামানা আসছে তাতে মেয়েরা কি ধোয়া তুলসী পাতা ? আপনারা কি মনে করেন ?
আপনদের কাছে প্রশ্ন ।
ধন্যবাদ
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
এম ই জাভেদ বলেছেন: নারি পুরুষ উভয়েরই সাজা সমান হওয়া উচিত। এ ভারি অন্যায়।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
টানিম বলেছেন: হুম । ভারী অন্যায় ।
৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
ভুল্কিস বলেছেন: চিন্তার বিষয়
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
টানিম বলেছেন: চিন্তা করেন ।
৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
সামুদ্রিক বলেছেন:
৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
সামি আদনান বলেছেন: purush nirjaton.
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
টানিম বলেছেন: সেটাই ভাই । আইন টা আছে ?
৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
নাহিদ সৈকত বলেছেন: ইডা কিতা শুনালেন ??
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
টানিম বলেছেন: যেডা শুনাইলাম সেটা কি সত্য ?
৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
জানতে চায় বলেছেন: sticky kora hok
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩
টানিম বলেছেন: জাতি জানতে চায় । লোল । ধন্যবাদ
৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
একজন ঘূণপোকা বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
টানিম বলেছেন: লোল । ভাইরে এইডে কি দেলেন ?
৯| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: পুরুষ নারীর সাথে যে দেখছে তারেও সাস্তি দেয়া দরকার (আগে যেহেত প্রয়োজনের কম ছিল তাই এখন ভুর্তুকী হিসেবে অতিরিক্ত দেযা হউক) !!!
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২
টানিম বলেছেন: ওকে কাজী ভাই । ধন্যবাদ
১০| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৮
কাজী মামুনহোসেন বলেছেন: পুরুষ নারীর সাথে যে দেখছে তারেও সাস্তি দেয়া দরকার (আগে যেহেত প্রয়োজনের কম ছিল তাই এখন ভুর্তুকী হিসেবে অতিরিক্ত দেযা হউক) !!!
১১| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১১
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই নারী পুরুষের সাথে যে দেখছে তাকেও শাস্তি দেয়ার বিধান করা হউক (আগে যেহেতু কম ছিল এখন ভুর্তুকি হিসেবে অতিরিক্ত দেয়া হউক) ।
আর ভাই আপানকে এই আইন সম্পর্কে ধারনা দিছে কে ?
১২| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৩
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই নারী পুরুষের সাথে যে দেখছে তাকেও শাস্তি দেয়ার বিধান করা হউক (আগে যেহেতু কম ছিল এখন ভুর্তুকি হিসেবে অতিরিক্ত দেয়া হউক) ।
আর ভাই আপানকে এই আইন সম্পর্কে ধারনা দিছে কে ?
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
টানিম বলেছেন: ভাল করে পড়ে দেখুন কে ধারনা দিছে ।
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
পথহারা সৈকত বলেছেন: এমরান হুজুরের কাছে এর একটা বিহিত চেয়ে আবেদন করা যেতে পারে।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
টানিম বলেছেন: পথহারা এই এমরান হুজুর ড়া কিডা?
১৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
টানিম বলেছেন: পড়ে আসতে পারেন। কাজে আসবে ।
Click This Link
১৫| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
শিশু বিড়াল বলেছেন: হ্যা এটা সত্য। পরকীয়া অবশ্যই জঘন্য একটা ব্যাপার এবং পুরুষ নারী উভয়েরই শাস্তি হওয়া উচিৎ। তবে প্রশ্ন যখন তুললেনই একটা কথা আমি বলি। আপনার পোস্টের শুরুতে পড়ে মনে হয়েছিল প্রশ্নটা আপনি করবেন। কিন্তু করেননি। প্রশ্নটি এরকম:
পরকীয়ার ডেফিনেশন অনুযায়ী...
কোনো পুরুষ (বিবাহিত/অবিবাহিত) যদি কোনো বিবাহিতা নারীর সঙ্গে তার স্বামীর অনুমতি ব্যতিরেকে সম্পর্ক স্থাপন করেন, তবে তা পরকীয়া হিসেবে গণ্য যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর এবং জরিমানা।
এখানে লক্ষনীয় পুরুষ বিবাহিত বা অবিবাহিত হলেও নারীকে শুধু বিবাহিতা বলা হচ্ছে। এর মানে কি কারো স্বামী যদি একজন অবিবাহিতা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে তবে তা কি পরকীয়া হিসাবে গন্য হবেনা?
মেয়েরাও যে আরেক মেয়ের স্বামীর সাথে ঐ স্স্রীর অনুমতি ছাড়া সম্পর্ক স্থাপন করে তাও কি পরকীয়া নয়??
বিষয়টা ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
টানিম বলেছেন: ধইন্যা । শিশু বিড়াল । আপনে গঠন মুলক একটা মন্তব্য দিলেন ।
১৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
টানিম বলেছেন: সবাইকে ধন্যবাদ
১৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
ভুল উচ্ছাস বলেছেন: আমি এর তেব্র নিন্দা জানাই।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯
টানিম বলেছেন: আমিও নিন্দা জানাই ।
১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
টানিম বলেছেন: যে কাজে দিলাম, কিন্তু কোন মন্তব্য নেই । পোড়া কপাল