নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

বিমান বালা ও নোলাক বাবুর অসম প্রেমের কাহানি ।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩





নোলক বাবু ক্লোজআপ ওয়ানের প্রথম আসরের প্রথম পুরস্কার জয়ী। এ পুরস্কার জয়ে তার জীবনধারায় দ্রুত অবনতি ঘটতে থাকে। ২০০৭ সালে নোলক একজন পথচারীকে রাস্তায় মারধোর করার কারণে কয়েকদিন জেল খাটেন। কিন্তু এইবার ঘটালেন অন্য কাহিনী। আসুন জানি সেই কাহিনি:



বিমানবালার সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুকে। সকাল পৌণে ১১টায় হিথ্রো থেকে বাংলাদেশ বিমানের (বিজি-০১৬) ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে আটক করা হয়।



বিমানের যাত্রীরা জানান, হিথ্রো থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। তিনি মদ্যপ অবস্থায় বিমানে উঠে বিমানবালাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় যাত্রীরা এর প্রতিবাদ জানালে তাদের উপরও ক্ষিপ্ত হন নোলক বাবু। এক পর্যায়ে বিমানক্রুরা তাকে বিমানের মধ্যে আটকে রাখেন।

সকাল পৌণে ১১টায় বিমানের ফ্লাইটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানের কর্মচারী ও যাত্রীরা মিলে নোলক বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে বিমানের পাইলট নোলক বাবু ও তার সিলেটি বন্ধু আহমদ’র বিরুদ্ধে অভিযোগ করেন এবং তাদেরকে বিমান থেকে নামিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যান।



ঘটনা টি ২৮ ফেব্রুয়ারীর অনেক দিন পর দেখলাম। তাই শেয়ার করলাম। ক্লোজ আপ ওয়ান যে আরও কত কিছু আমাদের উপহার দিবে।



ধন্যবাদ

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

টানিম বলেছেন: খবর টা পড়ে হাসি আসলো তাই শিরোনাম টা এমন ভাবে দিলাম । লোল ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

সািকল খান বলেছেন:

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

টানিম বলেছেন: আমাদের সাকিল খান কি ভয় পা্য় ? জাতি জানতে চায় / ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

বাংলার অপরূপ বলেছেন: আধাহাত ডোকার ব্যাঙ নদিতে পরছে, লাফাবই। ধইরা কঠিন মাইর দিলে বুঝব। মাইরের উপর ওষধ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

টানিম বলেছেন: মাইরের উপর মেডিসিন নাই ।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

শাকিল ১৭০৫ বলেছেন: মজাই লাগলো

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

টানিম বলেছেন: আমারও ভাল লাগলো আপনে আমার ব্লগ পড়লেন ।

৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

shfikul বলেছেন: ! ! !

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

টানিম বলেছেন: !!!! আমিও

৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

পেন্সিল চোর বলেছেন: ভালো লাগলো

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

টানিম বলেছেন: আপনাকে ধইন্যা ।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: আঙ্গুল ফুলে কলা গাছ হলে যায় হয় আর কি

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

টানিম বলেছেন: সেটাই । ধন্যবাদ

৮| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

লুছিফার বলেছেন: লোল

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

টানিম বলেছেন: লোল ।

৯| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

টানিম বলেছেন: পড়ে আসতে পারেন ।

Click This Link

কাজে আসবে ।

১০| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

ভিটামিন সি বলেছেন: হিথ্রো বিমানবন্দরে কেমনে গেলো??? ওতো জামালপুরে গান গাইত আর সন্ধ্যায় শহরের আদালত পাড়ায় ধোয়া আর সীসা টানতো।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

টানিম বলেছেন: হাহাহাহাহাহাহ ..। ভিটামিন সি । চরম কইছেন ।

১১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

পাস্ট পারফেক্ট বলেছেন: নোলক বাবু'র নাম নোলক বাবু না। নকল নোলক বাবু'র ফ্রেন্ড আসল নোলক বাবু প্রথমে রেজি কর্ছিলো। কিন্তু আসল নোলক বাবু পার্টিসিপাট করে নাই, এখন এই নকল নোলক বাবু নোলক বাবু সাইজা হান্দায় গেছে। পরে ধরা পরে কিন্তু গলা সোন্দর কবির বকুল বিচারক গং তার এই প্রতারণা মেনে নেয়।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

টানিম বলেছেন: কি বল্লেন আপনে ? এই খবর তো আগে শুনি নাই ।

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

একাকী বালক বলেছেন: আমার প্রথম কর্মস্থলে এক মজার বড় ভাই ছিল। তখন এই নোলক বাবু ক্লোজআপ ওয়ানে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে। ওই বড় ভাই কইছিল এই হালারে তো একবার সুপারি গাছে বাইন্ধা পিটাইছিলাম। হালায় আমাগো বাড়ির সুপাড়ি চুরি করছিল। বলছিল, দেইখেন কয়লা ধুইলে ময়লা যাইব না। আসলেই তাই।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

টানিম বলেছেন: একাকী বালক , আমি বুঝি না , সে ভাল গায়ক কিন্তু এমন সব কাজ করে, সে কি একটুও বুঝে না ? এত বড় আহাম্মকে স্টার বানানোর মানে কি ?

১৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.