নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

এমন বালিশ কিডা কিডা চান ?

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪





ধরুন রাতে আপনে ঘুমানোর চেষ্টা করছেন, বালিশে মাথা রাখতেই সে আপনাকে আলতো করে ম্যাসাজ শূরু করে দিল। অথবা ধরুন খুব সকাল ঘুম ভাংগার জন্য আপনে আর আ্যালার্ম ঘড়ি ইউঝ করবেন না। আপনার বালিশ আপনাকে ম্যাসাজ করে / হালকা আ্যালার্ম দিয়ে জাগিয়ে দিবে ।









শান্তির ঘুমের জন্য অতি প্রয়োজনীয় বালিশটি হয়তো অদূর ভবিষ্যতে ভাঙ্গিয়ে দেবে আপনার ঘুম। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ঘুম ভাঙ্গাতে সাহায্য করবে, এমন এক বৈদ্যুতিক বালিশের পেটেন্টের জন্য আবেদন করেছে জাপানের টেক জায়ান্ট সনি

পেটেন্টের জন্য সনির করা আবেদন অনুযায়ী, এতে থাকবে একাধিক ইলেকট্রোড ও সেন্সর। ব্যবহারকারীকে ঘুমাতে সাহায্য করা থেকে সময়মতো ঘুম থেকে জাগিয়ে দেয়ার কাজটিও করবে সনির ‘ইলেকট্রিক বালিশটি’।







সনির এই বালিশ বাজারে আসলে আর হয়তো ঘুম থেকে উঠতে হবে না বিরক্তিকর অ্যালার্ম ঘড়ির শব্দে। কখন থেকে আপনি ঘুমানোর চেষ্টা করছেন সেটা নয়, বরং ঠিক কখন ঘুমিয়ে পড়েছেন তা জনা থাকবে আপনার বালিশটির। আর প্রয়োজনীয় ঘুমের পর বালিশটিই আপনাকে জাগিয়ে দেবে ঠিকঠাক।



এখনও বাজারে আসে নাই , আসলে আমিই আগে এক পিস অর্ডার দিতাম।



ধন্যবাদ সবাইকে ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

নীলতিমি বলেছেন: :) :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

টানিম বলেছেন: হাইসেন না । সেই দিন বেশী দুরে না , এমন এক খান বালিশ এর মালিক আপনিও হবেন । তখন আরামের ঘোরে টানিম কে আর মনে থাকবে না । ধন্যবাদ

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

মিল্টনফরইউ বলেছেন: :#) :#) :#)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

টানিম বলেছেন: এতো হাসি বালা না , মিল্টন ভাই । এরাম বালিশ আর বেশী দুরে না । ধইন্যা ।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

দূরে থাকা মেঘ বলেছেন: আরে,আমার ইদানীং খুব দরকার। কি করবো? আপনি যখন অর্ডার দিবেন,আমার জন্য ও একটা দিয়ে দিবেন।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

টানিম বলেছেন: ওকে দুরে থাকা মেঘ । আমার আপনার চেয়ে বেশী দরকার, রাতে ঘুম আসে না , আসলেও সকাল ১০টার আগে ঘুম ভাংগে না , অফিস এ যাই লেটে । বুঝেন অবস্থা । ধন্যবাদ ।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

রিমন রনবীর বলেছেন: B:-) B:-) B:-) B:-)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

টানিম বলেছেন: রিমন , আমার মতো তো অবস্থা হয় নাই তাই হাসতাছেন । হলে বুঝতেন । ধন্যবাদ

৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

শাকিল ১৭০৫ বলেছেন: আমার ও একখান লাগত

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

টানিম বলেছেন: আমিও শাকিল ১৭০৫ কে এক খান বালিশ দিতাম । ধন্যবাদ

৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

শামীম 776 বলেছেন: যে বালিশ দেখাইলেন আমার রাতের ঘুম হারাম করে দিলেন।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

টানিম বলেছেন: কি বলেন ? শামীম ভাই ? এতো আরামের বালিশ থাকতে ঘুম হারাম হবে কেন? লোল । ধন্যবাদ

৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

টানিম বলেছেন: ধন্যবাদ সব্বাইকে ।

৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই কখনও যদি ফাও বিলায়া থাকেন তাইলে আমারেও একটা দিয়েন........ :D :D :D

১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

টানিম বলেছেন: ওকে কাজী ভাই । কথা দিলাম আপনাকে । দিব । ধন্যবাদ

৯| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

টানিম বলেছেন: Ei Balisg maybe ar karo lagbe na ... lol

১০| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

ফকির সাইঁ বলেছেন: ভাই, রাতে ঘুম আসে না, এইরাম একখান বালিশ আমার চাই ই চাই...............কারন আমার যে বউ নাই, ।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

টানিম বলেছেন: ঠিক আমার মতো অবস্থা । চিন্তা কইরেন না ।

১১| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

ঢাকাবাসী বলেছেন: বাজারে আসবার জন্য অপেক্ষা করছি। চমৎকার পোষ্ট।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

টানিম বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী । আমিও অপেক্ষা করছি ।

১২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

কেএসরথি বলেছেন: প্রথম প্রথম সার্কিট ফেল হয়ে, কিছু শক খাবার খবর শোনা গেলেও যেতে পারে!

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

টানিম বলেছেন: লোল । ভালই বলছেন । ধন্যবাদ

১৩| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমার ঝুটের বালিশই বালা

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

টানিম বলেছেন: আহারে , আমার এইরাম একটা লাগতো । ধন্যবাদ

১৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

পেন্সিল চোর বলেছেন: ইলেকট্রিক জিনিষের ভরসা নাই।
মেসেজ দিতে গিয়া মাথা বেথা করাই ফেলে তাইলে ঐ বালিশ ছিরা আমি হাঁস মুরগীর খেতা বানামু!!! ;) ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

টানিম বলেছেন: হাহাহহা । পেন্সিল চোর । ভয় পায়েন না। সেদিন বেশী দুর না যেদিন আপনে ইলেক্ট্রিক বালিশ ইউজ করবেন । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.