![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
নারীদের মোটেও লজ্জিত ও ছোট করতে এই পোস্ট দেই নাই । দেশে দেশে কিছু অদ্ভুত নিয়ম আছে যা চোখে পড়ে । ব্লগের সব নারীদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা । পোস্টের ছবির জন্য দু:খিত । এই দৃশ্য কখনই কাম্য নয় ।
আইনের চোখে সবাই সমান হলেও দেশ ভেদে আইনের ভিন্নতা দেখা যায়। দেশ-বিদেশে এমন কিছু আইন আছে যেগুলো অদ্ভুত বলে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। আইন নাগরিক জীবন, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মাণের হাতিয়ার। ৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল লিখেছিলেন, ‘আইনের শাসন যে কোন ব্যক্তিশাসনের চেয়ে ভাল’।
যেমন ধরা যাক হংকংয়ের কথা। সেখানে স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে। তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে।
জাপানে কোনে মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না। থাইল্যান্ডে ৩০ বছরের বেশি বয়সি অবিবাহিত নারী দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নতুন দেশ সামোয়াতে নিজের বৌয়ের জন্মদিন ভুলে যাওয়াটাই বে-আইনি।
পশুপালন পাশ্চাত্য-প্রাচ্যে খুব চলে। গৃহপালিত পশুরু নামকরণও হয়। এর তালিকায় শুকরও রয়েছে। কিন্তু ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ান রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মেয়ের বাসরঘরে তার মায়ের (রেঁচে থাকলে) উপস্থিতি বাধ্যতামূলক।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চলে নিজস্ব আইন, রীতিপদ্ধতিতে। এক রাজ্যের আইন অন্য রাজ্যে মানার প্রয়োজন নেই। আর নিজস্ব আইন থাকায় কেন্দ্রের আইনও তোয়াক্কা করে না লোকে। কলোরাডো অঙ্গরাজ্যের রয়েছে নিজস্ব এক অদ্ভুত আইন। তা হচ্ছে- যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা যাবে না। রাজ্যের আইন এ কাজকে চুরির সামিল বলেই মনে করে। এবং এজন্য যে সাজা তা প্রতারণা বা ছিনতাইয়ের সাজার সমান।
ইন্ডিয়ানায় রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়। আরাকানসায় মাসে দুইবার বউ পেটালেই দণ্ড। তবে একবার বৌ পেটালে আইনে আটকাবে না। আর নেভাদায় বৌ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আধ ঘন্টা বেঁধে রাখা হবে। তার বুকে ‘বউ পিটিয়ে’ লেখা পোস্টার লাগিয়ে দেওয়া হবে।
আরিজোনায় সাবান চুরি করে ধরা পড়লে তার শাস্তি ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।
শীতে তুষার জমে যায় রাস্তা-ঘাটে, আঙ্গিনায়। আর সেই তুষারে নেমে জমাট তুষার তুলে গোল্লা বানিয়ে ছুড়ে মারা একটি নির্দোষ খেলা। কিন্তু যুক্তরাষ্ট্রের ইলিনয়ের কথা ভিন্ন। এখানে আইন করে বলা হয়েছে, শীতকালে কোনো শিশু জমে থাকা তুষার দিয়ে বল বানিয়ে গাছের দিকে নিক্ষেপ করতে পারবে না।
আর দেশটির দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় এলাকার ভুখন্ড গুয়ামের আইন হচ্ছে- কোনো কুমারি মেয়ে বিয়ে করতে পারবে না। এখানে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে মেয়েদের কুমারিত্ব মোচন করে। পরে তাদের দেওয়া সনদ দেখিয়ে মেয়েদের বিয়ে হয়।
শেষ করলাম, এই ছবি দিয়ে :
যতই বল্লাম, বউ শাষণ নিয়া , আমি এখন বিয়ে করি নাই । আল্লাহ যাতে আমাকে এই সব বউ শাষন থেকে দুরে রাখেন এবং সবচেয়ে ভাল ব্যবহার করে এমন নারী পাই ।
ধণ্যবাদ
পুরো লেখা সংগৃহীত ।
২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১
কাজী মামুনহোসেন বলেছেন: //বিভিন্ন দেশে যেভাবে শাষণ করা হয় বউকে //
হেডলাইন আর পোস্ট আকাশ পাতাল ব্যাবধান..... (দু একটা লাইন চাড়া )
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৭
টানিম বলেছেন: কাজী ভাই এতো খুত ধরেন কেন ? ঘুমানোর আগে এরাম একটা পোস্ট দিলে ক্ষতি কি ? একটু ফাযলামো হলো । ধন্যবাদ
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২২
উৎস১৯৮৯ বলেছেন: আরিজোনায় সাবান চুরি করে ধরা পড়লে তার শাস্তি ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
টানিম বলেছেন: লোল ।
৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৫
লিন্কিন পার্ক বলেছেন: জাপানে কোনে মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।
এইটা সম্ভবত ভুয়া
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
টানিম বলেছেন: লিনকিন পার্ক ধন্যবাদ । একটা টপিক নিয়া লিখছি , কিন্তু এখনও শেষ করতে পারলাম না। তাই এই পোস্ট দিছি।
৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬
বুড়ো বলেছেন: মন্দ না।
পুরনো পোস্ট কপি-পেস্ট উইথ নতুন হেডিং !
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২
টানিম বলেছেন: আপনার কমেন্টাও মন্দ না । গাঘু মানুষ ।
৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
জাবেদ ফেনী বলেছেন: শেষের টা যদি সত্যি হয় তবে জাতিসংঘের উচিত ওই হালার গোরে গ্রেফতার করা বা নুনু কেটে দেয়া এইচ আই বি কি এমনি এমনি ছড়ায় নাকি?
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪
টানিম বলেছেন: জাভেদ ভাই , কিরাম কথা কন ? এতো গরম হবেন না । ধণ্যবাদ
৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সবগুলাই ভুয়া তথ্য। যেখান থেকে কপি পেষ্ট করেছেন ঐখানে আমার বিস্তারিত একটা কমেন্ট ছিল।
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
টানিম বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮
কাজী মামুনহোসেন বলেছেন: দেখছেন আমার মন্তব্যের মূল্য কত ?
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২
টানিম বলেছেন: হাহাহাহাহহাহা/ নো কমেন্ট । ধন্যবাদ
৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫০
মেহেদী ফারূক সজীব বলেছেন: ভালই লাগছে । তবে শিরোনামের সাথে পোষ্টের আরো মিল থাকলে ভাল হত ।ধন্যবাদ ।
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫১
টানিম বলেছেন: ধণ্যবাদ সজীব ভাই । ভালো থাকুন।
১০| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
কাজী মামুনহোসেন বলেছেন:
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
টানিম বলেছেন: )
)
)
)
)
)
১১| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
মুচি বলেছেন: দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় এলাকার ভুখন্ড গুয়ামের আইন হচ্ছে- কোনো কুমারি মেয়ে বিয়ে করতে পারবে না। এখানে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে মেয়েদের কুমারিত্ব মোচন করে। পরে তাদের দেওয়া সনদ দেখিয়ে মেয়েদের বিয়ে হয়।
পেশা হিসেবে খারাপ না- কি বলেন?
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
টানিম বলেছেন: মুচি , কি কন এই সব । শুনতেই লজ্জা লাগলো । ছি আপনে এতো খারাপ ।
১২| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২
অন্য পুরুষ বলেছেন: মজার অনেক তথ্য আছ। ভাল লাগলো।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
টানিম বলেছেন: আপনে মজা পেলে আমি খুশী ।ধন্যবাদ
১৩| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৯
দাদুভাই বলেছেন: ভিন্নধর্মী তথ্যবহুল পোষ্টে +++
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
টানিম বলেছেন: ধন্যবাদ দাদুভাই
১৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫
তোমোদাচি বলেছেন: জাপানে কোনে মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।
এটি সহ অধিকংশই ভুয়া !
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
টানিম বলেছেন: B:-) B:-)
১৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি জাপানি মেয়ে কে প্রণয়ের প্রস্তাব দিব, সবাই কে জানাও
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
টানিম বলেছেন: ওকে । সবাইকে জানাই দিলাম । ধন্যবাদ
১৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো.....
ধন্যবাদ ... ভাল থাকবেন
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
টানিম বলেছেন: স্পাইসিস্পাই001 ধন্যবাদ .
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৪
টানিম বলেছেন: মন্তব্য না পেলে লেখতে ভালো লাগে না । ধন্যবাদ