![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
মিষ্টি কার না প্রিয় । আমি প্রতিদিন না পারি সপ্তাহে ২ দিন মিষ্টি খাই । মিষ্টি খেলে ব্রেন খুলে । যাই হোক , আজকের পোস্ট মিষ্টি নিয়ে । আসুন দেখি মিষ্টি গুলা কে :
১। কালোজাম :
২। ক্রিম জাম :
৩। গোলাপ জামুন :
৪। চমচম :
৫। চিনিহীন রসগোল্লা :
৬। জাফরানওয়ালা লাড্ডু :
৭। তালের ক্রিম জাম :
৮। পানতোয়া :
৯। বাতাসা :
১০। বাদামের রসে মিষ্টি :
১১। মাওলাতুন :
১২। মিষ্টি দই :
১৩। মুড়কি :
১৪। যুগলবন্দী :
১৫। রসকদম :
১৬। রসমঞ্জুরি :
১৭। রাজভোগ :
১৮। লেংচা :
১৯। জিলেপী :
কেমন লাগলো জানাবেন ।
ধন্যবাদ সবাইকে । মিষ্টি মোবারাক ।
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ক্ষুধা লেগেছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
টানিম বলেছেন: আহারে !!! । এখনতো বল্লে লাভ হবে না । আপনে তো আম্রিকা থাকেন , আমার স্কলারশীপ হলে আমিও আসতিছি , তখন খাওয়াব । আর হ্যা, আপনে আমার ব্লগ পড়েন না, আজ দেখলেন। ধইন্যা আপনাকে । @ স্বর্ণা
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
পেন্সিল চোর বলেছেন: খুবই মিষ্টি একটা পোস্ট
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
টানিম বলেছেন: ধন্যবাদ পেন্সিল চোর । ভাল থাকুন, মিষ্টির সাথেই থাকুন ।
৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
পেন্সিল চোর বলেছেন: আমার ৩ নাম্বারডা লাগবো।
লালডা!!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
টানিম বলেছেন: Oka ... Apnk 3 # ta Dilm ...
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
নতুন বলেছেন: মাইনাস....
এই সব ছবি ব্লগে দেয়ূা ভাল না....
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০
টানিম বলেছেন: লোল নতুন ভাই । এই পোস্টকে গদাম সহকারে মাইনাস দেন । তাও যদি জিবে জল আটকাতে পারেন । ধন্যবাদ
৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯
বোকামন বলেছেন:
সম্মানিত টানিম
রাত বিরাতে ক্ষুধা পেটের ক্ষুধাতো আরো বাড়াইয়া দিলেন
এই গরীব কী করিবে
না পারি খাইতে না পারি চাইতে ............
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
টানিম বলেছেন: বোকামন : ভাইরে কি আর করবেন ? ... আমিও একটু আগে খাইছি চিনিহীন রসগোল্লা ২টা । ধইন্যা ।
৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: সব খেয়ে নিলেও আমার ক্ষুধা
কম্বেনা কারন খাওয়া ভীষণ বাধা
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
টানিম বলেছেন: আমারও একই দশা পরিবেশ ভাই । খালি খাতি ইচ্ছে করে । ধন্যবাদ
৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
শান্তা273 বলেছেন: লোভনীয়!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
টানিম বলেছেন: আহারে শান্তা বেচারী । ধন্যবাদ
৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
বিডি আমিনুর বলেছেন:
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
টানিম বলেছেন: ধন্যবাদ বিডি আমিনুর ভাই । খাতি চান নাহি দুইডে ?
১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
প্রিন্স হেক্টর বলেছেন: নলি বাশে তেল ডইলা আপনারে পিডাইডে মন্চায়।
আপাতত জুতা সহকারে মাইনাস।
জিহ্বা দিয়া বন্যা নামতেছে। এখন যে আমার ক্ষিদা লাইগা গ্যালো এর জন্য দায়ী কে... কে... কে... কে... কে... কে... কে.. (প্রতিধ্বনি হইতেছে)
প্রিয়তে এবং চতুর্থ+
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।
১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: লোল নতুন ভাই । এই পোস্টকে গদাম সহকারে মাইনাস দেন । তাও যদি জিবে জল আটকাতে পারেন । ধন্যবা
মালগুলিরে আর একবার দেখতে আবার ঢুকলাম পোস্টে...
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
টানিম বলেছেন: হাহাহহাহাহাহা... ব্যাপুক মজা পাইলাম নতুন ভাই । দারুন কমেন্ট । ধন্যবাদ
১২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২
প্রিন্স হেক্টর বলেছেন: আবার আইলাম
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
টানিম বলেছেন: খাইছেন নাকি ? নাকি খালি উকি ঝুকি মারতাছেন ???
১৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
প্রিন্স হেক্টর বলেছেন: আবার আসছি
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০
বাংলার হাসান বলেছেন: খালি ছবি দিয়ে এভাবে কষ্ট দেয়া ঠিক হয় নাই।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪
টানিম বলেছেন: কষ্ট আর কষ্ট । সকাল হলেই খাতি পারবেন । হাহাহাহাহাহ। ধন্যবাদ
১৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৬
কালো যাদু বলেছেন:
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০
টানিম বলেছেন:
ধন্যবাদ
১৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬
উড়োজাহাজ বলেছেন: বেশী খাইতে পারি না। তবে খাইতে মুঞ্চায়। দু একট দিয়েন!
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯
টানিম বলেছেন: সব আপনাদের জন্য । খাতি থাকেন । ধন্যবাদ
১৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাই কি মজা লইলেন ???
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:১১
টানিম বলেছেন: নারে ভাই মজা নিলাম না । সবাইকে খাওয়ালাম । মেলাদিন কিছু খাওয়াইনা ব্লগ কে । তাই আজ খাওন দিলাম। ধন্যবাদ
১৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৪
উড়োজাহাজ বলেছেন: লেখক বলেছেন: নারে ভাই মজা নিলাম না । সবাইকে খাওয়ালাম । মেলাদিন কিছু খাওয়াইনা ব্লগ কে । তাই আজ খাওন দিলাম। ধন্যবাদ। জনা আপাকে কয়েকটা খাওয়ান। তাইলে খুশি অইবো।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
টানিম বলেছেন: জানা আপা তো থাকলেই হলো। উনি সব পাবে । তার জন্যই সব মিষ্টি এর ৩টা বরাদ্ধ । ধন্যবাদ
১৯| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮
বাংলাদেশী দালাল বলেছেন: মালগুলা টক
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
টানিম বলেছেন: ছি ছি মাল বল্লেন দালাল ভাই ??? আমি খাইছি কই টক না তো ??? ধন্যবাদ
২০| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২২
মাক্স বলেছেন: চিনিহীন বাদে সবই ভাললাগসে!
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
টানিম বলেছেন: আমার ফেভারিট চিনিহীন রসগোল্লা । ধন্যবাদ
২১| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১
ইসটুপিড বলেছেন: এই বালপুস্টও নির্বাচিত পাতায় পাঠানির লিগা রিপুস্ট মারান লাগে? হায়রে বাঙালি
২২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: মিস্টি ভালা পাই না
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
টানিম বলেছেন: ki kon ???? Thanks
২৩| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
মামুন রশিদ বলেছেন: মিষ্টির পোস্টে মাইনাচ
মিষ্টির ছবি দেখাবেন, খাওয়াবেন না ?
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
টানিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই , খাওয়াব । অপেক্ষায় থাকুন ।
২৪| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: মিষ্টির প্রতি আমার লোভ ব্যাপক !! কিন্তু দুই তিনটা খাওয়ার পর আর খাইতে পারিনা !!
এত মিষ্টির জন্য আপনারে প্লাস।
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
টানিম বলেছেন: কালা মনের ধলা মানুষ, পারবেন । রসগোল্লা খাইতে পারবেন। অনেক মজা ।
২৫| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
ডক্টর এক্স বলেছেন: আসলাম, দেখলাম। প্লাস দিয়ে গেলাম।
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
টানিম বলেছেন: দুইটা মিষ্টি খেয়ে যান । ধন্যবাদ
২৬| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: খাইছে রে আমার প্রিয় রসের খাবার সব এক সাথে।
তবে একটা আইটেম বাদ পড়ছে। টাঙ্গাইলের বিখ্যাত চমচম, ১ পিছ ১ কেজি।
জীবনে ১ বার খাওয়ার সুযোগ পাইছি মাত্র।
প্লাস দিত পারলাম না
রসের পোস্টে রসগোল্লা ০০০
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭
টানিম বলেছেন: ওহো আবদুল্লাহ ভাই , আগামী পোস্টে আপনার টাঙ্গাইলের বিখ্যাত চমচম, আনা হবে । ধন্যবাদ
২৭| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯
ঢাকাবাসী বলেছেন: এত চমৎকার রসালো মোহনীয় মিষ্টি পোষ্ট প্রায় মিস করেছিলুম! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
টানিম বলেছেন: আপনিও ভাল থাকুন। ধন্যবাদ
২৮| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: মিস্টি কি বাংলালিন্ক দামে পাইছেন?
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
টানিম বলেছেন: না ভাই । মিষ্টির দাম ভালই । তাই কম খেতে হয় । ধন্যবাদ
২৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯
ইখতামিন বলেছেন:
মিষ্টি খেতে মনে চায়
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
টানিম বলেছেন: Okay ... khaya nen ... mela misti disi ...lol ...
৩০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
টানিম বলেছেন: Ar kew misti khaben na ???????????
৩১| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
শীলা শিপা বলেছেন: টানিম বলেছেন: কার কোনটা ভালো লাগে জানাবেন । আমার সাথে দেখা হলে খাওয়াব । কথা দিলাম।
কবে ফ্রী আছেন সেটা বলেন।বেশি না শুধু ১৫, ১০,৫, ১ এই গুলো আনলেই চলবে আমার জন্য।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
টানিম বলেছেন: শিলা দি , আপনে কই থাকেন। জানান দিয়েন।সিলেট থাকলে আওয়াজ দেন কালই খাওয়াব । আর আপনার পছন্দ এর তুলনা নাই । সব ৫ এর গুনিতক , শুধু ১ ছাড়া । যাই হোক , ইন্জিনিয়ার কিনা , তাই একটু বেশী বুঝলাম । ধন্যবাদ
৩২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: জলে (জিভের) তো পোস্ট ভিজে গেল রে.......উহহ ......
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
টানিম বলেছেন: আহ : কি বলেন ??? খেয়ে নেন ২টা । ধন্যবাদ
৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: মিষ্টি মিষ্টি মিষ্টি
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
টানিম বলেছেন: আমি তুমি আমরা মিষ্টি খাব ।
৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
সাদেক বলেছেন: ধুর মিয়া কি দিলেন ? দেইখা তো খাইবার মুন চায় ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
টানিম বলেছেন: হাহাহাহা .. ধন্যবাদ
৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আবার খিদা লাগছে.........
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
টানিম বলেছেন: ওকে । আবার খাওয়া শুরু করেন । ধন্যবাদ
৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন:
ভাবছিলাম বলবো বর্তমানে খাদ্য নিয়ন্ত্রণের ঝামেলায় আছি
কিন্তু এমন মিস্টি দেখলে নিয়ন্ত্রণ দূরে থাকুক ...
ধুরো আপনি মানুষটা সুবিধার না
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬
টানিম বলেছেন: হাহাহাহ । মজা পেলাম আরজুপানি । ধন্যবাদ মন্তব্যের জন্য । ২ /১ মিষ্টি এতো বড় বিষয় না ।
৩৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
খাটাস বলেছেন: স্যার মিষ্টি অপছন্দ, আমার জন্য কোন ঝাল আইটেমের বেবস্থা করা যায় না?
ভাল পোস্ট।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
টানিম বলেছেন: ওকে খাটাস ভাই , আপনার জন্য ঝাল পেটিস ও ঝাল ভেজেটেবম স্যান্ডউইচ থাকবে । আমি এই ২টা খুব মজা পাই । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্ট আগে দেখি নাই কেন ? এখন নিজের উপর ভীষণ রাগ হইতাছে।
পুরা ডায়বেটিক্স হইয়া গেলো। এমনিতেই মিস্টি দেখলে লোভ সামলাইতে পারিনা। ডাক্তার কইছে মিষ্টি না খাইতে এখন উপায় ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬
টানিম বলেছেন: আহারে কান্ডারী ভাই । ব্যাপার না ২/১টা মিষ্টি সমস্যা করবে না । আপনার মিষ্টির দাওয়াত রইলো । ধন্যবাদ
৩৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: ওরে..............!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
টানিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
টানিম বলেছেন: কার কোনটা ভালো লাগে জানাবেন । আমার সাথে দেখা হলে খাওয়াব । কথা দিলাম ।