![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
ভাষা হারিয়ে ফেলেছি । খুব হতাশ এই কান্ড দেখে । মানুষ এতো বেহায়া হয় কেমনে ??
তোরা যা করবি রাস্তায় বসে কর। তোরা হুমায়ুন আহমেদের বাসায় আ্যাটাক করবি কেন ???
পুরো খবর :
ঢাকায় আজ সকালে কথা সাহিত্যিক হুমায়ূন স্যার এর মা'র বাসায় ৩টি ককটেল বিস্ফোরিত হয়! ভাগ্যক্রমে ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ এসে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। আমি হাবীব ভাইকে ফোন করলাম। উনি নির্লিপ্ত কণ্ঠে বললেন, "আরে বোঝনা, ভাইয়া তো (জাফর ইকবাল স্যার) লিস্টে ৩ নাম্বার । ভয় দেখাইতে ককটেল মারসে আর কি।"
আমার মেরুদন্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। লিস্ট হয়ে গেছে! আবার!!!
এরপরও যদি আমরা বিরোধী দলের অফিসে ঢুকে শুধু তাদেরকেই গ্রেপ্তার করতে ব্যস্ত হই আর এদিক দিয়ে লিস্ট বড় হত থাকে, আর এরপরও যদি প্রধান বিরোধী দল (মনে হয় বিএনপি) শাহবাগীদের নাস্তিক প্রমান করতে জীবন দিয়ে দেয়, তাইলে আর কিছু বলার নাই।
মন মেজাজটা অসম্ভব খারাপ।
ওয়াহিদ ইবনে রেজা ভাই এর স্ট্যাটাস থেকে নেয়া ।
https://www.facebook.com/wahid.i.reza
ধন্যবাদ
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
টানিম বলেছেন: আপনার কাজ হয়া গেছে । ধন্যবাদ আপনাকে
২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
সাদা রং- বলেছেন: কি হচ্ছে দেশে, বোমাবাজি, ভাংচুর, অগ্নিসংযোগ এসব আর ভালোলাগে না।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
টানিম বলেছেন: আমি মুক্তি চাই । মুক্তি চাই ভাই । আর ভাল্লাগেনা ।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
নিজাম বলেছেন: তুই রাজাকার বলা সেই ময়না পাখিটা কী ওই বাসায় আছে? তাইতো বলি ওখানে হামলা কেন?
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
টানিম বলেছেন: হাহাহাহাহ । মজা পেলাম নিজ+আম ।
৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
ভিটামিন সি বলেছেন: আর ভাল্লাগে না। ছাইড়া দে মা কাইন্দা বাচি। হাসিনা-খালেদা আপনারা দেশটা ৩" মাটিসহ খুইদ্দা বঙ্গোপসাগরে নিয়া বসাইয়া দিয়া সেইখানে রাজনীতি করেন। সাথের আপনাদের লালিত কীটগুলি নিয়া যান। তারপর এই ভুখন্ডে যা থাকব তাই আমাদের সোনার বাংলাদেশ বানাবো।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
টানিম বলেছেন: এরা বুঝে না । কিছুই বুঝ না । এতো অবুঝ এর মতো রাজনীতি করলে চলে না । ওদের হারানোর কিছুই নাই , আমাদের আছে ।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
আহলান বলেছেন: ত্বকি হত্যার দ্বায় এখন জামাতের কাঁধ থেকে হস্তান্তরিত হয়ে শামীম ওসমানের কাঁধে পড়ছে .... এবার বুঝেন এসব কারা করতে পারে ....
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
টানিম বলেছেন: ধন্যবাদ
৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
২০১৩ বলেছেন: এইসব কাজ করে আর জামাতিদের দোষ দেয়া যাবেনা , পাবলিক জেনে গেছে ত্বকি কে কে হত্যা করেছে।
আসলে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর রাজনীতি দেশে ভালই শুরু হয়েছে , এখন কে কাকে মারে বোঝা বড় দায়।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
টানিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
পাকাচুল বলেছেন: হুমায়ুন আহমেদ ''তুই রাজাকার'' শব্দের আবিষ্কারক, এই শব্দটা রাজাকারদের গায়ে টিয়ার শেলের মতো বিধে, তাই বোমা হামলা করেছে