![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
এই ছবি ইদানিং আপনার কাছে পরিচিত তাই না ? প্লিজ পোস্টটি শেয়ার করুন আপনার ১ টি শেয়ারে হয়তো ১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবার সুযোগ পাবে ।
কোথায় দেখেন এই ছবিটা আপনারা বলেন তো ?
সব ১৮ + পেইজে । কুকুর গুলা কত জগন্য হইছে এই ধরনের বিজনেস করে ।
অ্যাডমিট কার্ড হারায় যাওয়ার এই একটা পোস্ট দেখি সবাই শেয়ার করছে , যারা শেয়ার করে তারা কি বোর্ড পরীক্ষা দেয় নাই ? কারন আমরা সবাই জানি যে হারিয়ে যাওয়া অ্যাডমিট এ স্কুল / কলেজ এর নাম থাকে যা ওখানে ফেরত দিলেও হয় । তাছাড়া স্ব-স্ব শিক্ষা বোর্ড অফিস তো আছেই । আপনে যদি এই ধরনের পোস্ট শেয়ার করেন আমার মনে হয় আপনি জীবনেও বোর্ড পরীক্ষা দেন নি ।
এতো গেলো আমার কথা । আসুন আরেকটু গভীরে যাই ,
ফেসবুকে নতুন করে একটা নিয়ম চালু হইছে , নিয়মিত পেইজে এ লাইক/কমেন্ট/ শেয়ার না পড়লে পেইজ আ্যাক্টিভিটি কমে যায় । পেইজ ভিজিবিলিটি আস্তে আস্তে কমতে থাকে । তাই সব ১৮ + পেইজের মালিকদের ঘুম হারাম কন্ডিশন হইছে । তাদের পেইজ তো চালাতে হবে , নাইলে বিভিন্ন রাবিশ জিনিষের আ্যাড হবে না । বিভিন্ন ভাবে টাকা কামানোর উপায় বন্ধ হয়া যাবে ।
তাই সাবধান করছি আপনাদের , দয়া করে এই ধরনের পোস্ট শেয়ার করবেন না । ভালো থাকুন । ধন্যবাদ
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮
নিশ্চুপ শরিফ বলেছেন: ভালো বলছেন। দেখেন ছবিতে কোনও রেজি নাম্বারও নাই। জদি সত্যি পাবি তাইলে রেজি নাম্বার রোল নাম্বার কেন দিবি না? এতে তো যদি কেও তার আসে পাসের পোস্ট দেখে কন্টাক্ট করতে পারে। এইগুলা আসলে পেজের লাইক শেয়ার পাওয়ার ধান্দা।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২০
টানিম বলেছেন: ধন্যবাদ শরিফ ভাই । আরো কিছু ১৮+ ধান্ধা আছে বৈকি । ভালো থাকবেন ।
৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪
তামিম ইবনে আমান বলেছেন: এ জিনিসটা আজ আমিও খেয়াল করলাম
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৫
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ তামিম ভাই । ভালো থাকুন ।
৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৬
কালো স্বপ্ন বলেছেন: ভালো জিনিস।ভালো লাগল।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯
টানিম বলেছেন: প্রো পিক এর মাইয়াডা সুন্দর । দেইখাই ভালো লাগলো । ধইন্যা । গভীর রাতে ব্লগ ঘুরে দেখলেন ।
৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৮
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: শেয়ার বিজনেস।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০
টানিম বলেছেন: হুম ।
৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
C/O D!pu... বলেছেন: চোখে পড়েছিল... ধন্যবাদ সতর্ক করার জন্য...
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০
টানিম বলেছেন: ধন্যবাদ । নাইস নিক ।
৮| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫
একজন আরমান বলেছেন:
আপনার সচেতনতামূলক পোস্ট আমার খুব ভালো লাগে।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার পোস্ট শেয়ার করছি।
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
টানিম বলেছেন: ধন্যবাদ আরমান ভাই । ভালো থাকুন ।
৯| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: মনে হয় টাকা শেষ তাই পেজের ট্রাফিক বাড়ানোর জন্য নতুন ফন্দি
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৫
টানিম বলেছেন: হাহাহহাহহাহাহহাহাাহ। ধন্যবাদ
১০| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
সিয়ন খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
টানিম বলেছেন: ধন্যবাদ
১১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২
বাংলার হাসান বলেছেন: ভালো বলছেন।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
টানিম বলেছেন: thnx
১২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
লিন্কিন পার্ক বলেছেন:
বুঝলাম তাইলে !
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
টানিম বলেছেন: হাহাহাহহাহাহাহ । ধইন্যা ভাইজান
১৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
কাজলরেখা-০১ বলেছেন: ami ekmot apni thick i bolechen vaia tnx.
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
টানিম বলেছেন: হমমমম । ধন্যবাদ
১৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
নোবিতা রিফু বলেছেন: জিনিসটা তুলে ধরার জন্য ধন্যবাদ...
আসলে ইদানিং ফেসবুক এ এতোটাইপের বোকামানুষ দেখি যে এখন আর কারও ভুল শুধরাইতে ইচ্ছা করে না, বিরক্ত হইয়া গেছি... :-<
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
টানিম বলেছেন: THANKS ...
১৫| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
কালোপরী বলেছেন: good
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১
টানিম বলেছেন: hmmm ... Thnx
১৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭
দেশে ভালোবাসা নাই বলেছেন: ধন্যবাদ
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
টানিম বলেছেন: U welcome ....
১৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: জানিয়ে ভালো করেছেন ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
টানিম বলেছেন: ধন্যবাদ
১৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রিপোর্ট করেন না কেন?
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
টানিম বলেছেন: আপু রিপোর্ট করতাম কিন্তু ১৮+ পেজে এ যায়া করব ??? যারা বুঝার বুঝবে । আমি শুধু জানিয়ে দিলাম । ধন্যবাদ । ভালো থাকবেন ।
১৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০১
দায়িত্ববান নাগরিক বলেছেন: কত জনের যে কত রকমের ধান্দা বোঝা মুশকিল।
ধন্যবাদ একজন আরমান !
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
টানিম বলেছেন: ধন্যবাদ নাগরিক ভাই ।
২০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
একজন নিশাচর বলেছেন: আমি এই পোস্ট প্রথম দেখেছিলাম গত ২৭শে মার্চ •٠·বুললেই তু বুলবেন বুলছি·٠• পেজে। আমি সাথে সাথেই কমেন্ট করছিলামঃ
ভাই, এটা ধোকা দেয়ার জন্য হতে পারে। কেননা যদি সত্যি কোন ADMIT কার্ড পাওয়া যেত তাহলে রোল/রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা উল্লেখ করত এই পোস্টার এ। রোল/রেজিস্ট্রেশন নং উল্লেখ করলে কিন্তু ব্যাপারটা আরো সহজতর হত। কেননা কোন না কোন কলেজের স্টুডেন্ট সেটা দেখেই বুঝে নিত পারত যে এটা তার কলেজের রোল/রেজিস্ট্রেশন নং কিনা। এবং সে হয়ত সাহায্য করতে পারত।
আশা করি বুঝতে পেরেছেন।
যাই হোক, আপনার পদক্ষেপ কে সাধুবাদ জানাই।
ভাল থাকবেন।
ধন্যবাদ টানিম ভাই।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
টানিম বলেছেন: দারুন নিশাচর ভাই । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৫
টানিম বলেছেন: যদি কারো ভালো লাগে মন্তব্য করবেন । আপনাদের মন্তব্য আমাকে নতুন কিছু লিখতে অনুপ্রেরনা যোগাবে । ধইন্যা ।