নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

আমি শাহরুখের মত হতে চাই সাক্ষাতকারের চুম্বক অংশ (বাসর রাত স্পেশাল)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১





ওরে শাহদাত, বিয়ে তো করলি, এখন তর রেপুটেশন মত বাসর রাইতেও ওয়াইড দিস না রে! জীবনে অন্তত এই খানে লাইনে থাকিস, বাপ।



ক্রিকেটারই তাঁর আসল পরিচয়। কিন্তু ঝোঁক নেই কোন দিকে! ফ্যাশন, হেয়ারকাট থেকে শুরু করে হুটহাট গাড়ির মডেল বদলানো—অন্য ক্রিকেটারদের থেকে সবকিছুতেই আলাদা শাহাদাত হোসেন। ইদানীং আগ্রহী হয়ে উঠেছেন রুপালি জগৎ নিয়েও।









কি ধরনের মেয়ে পছন্দ?

** ডেফিনেটলি ফর্সা হতে হবেই হবে। সবচেয়ে বড় কথা চামড়া ফর্সা থাকলেই হয় না। দেখতে সুন্দর লাগতে হবে। লম্বা লাগবে, আর কিউট লাগবে অনেক।





মোট কয়টা প্রেম করেছেন?

** প্রেম করছি...উমম...করেছি ভাই । প্রেম করছি কয়টা...উমম...দুইটা দুইটা, হ্যাঁ দুইটা।



আপনি তো প্লে বয়......

** করি না আর কি...। যারা ছিল, তারা এখন আর কেও নেই।

আপনার মেয়ে ভক্ত তো প্রচুর...

এখন কি অবস্থা জানিনা। লেটেস্ত খোঁজ নিইনি। আগে ছিল অনেক। যখন দলে ছিলাম, ফ্যানের অভাব ছিলনা। অবশ্য আল্লাহ্‌র রহমতে এখনো খারাপ না, ভালো। অনেকে ফোন- টন করে।



অ্যাকশন নায়ক হতে চান, না রোমান্টিক নায়ক?


** অ্যাকশন না, রোমান্টিক। আমি সব সময় শাহরুখ খানকে পছন্দ করি। আমি শাহরুখের মতো হতে চাই।



আপনার তাহলে নায়ক হওয়ার ইচ্ছা আছে...

** হ্যাঁ, ইচ্ছা আছে নায়ক হওয়ার। সত্যি কথা। নাটক- ফাটক, মডেলিং করে লাভ নাই। একটা সিনেমা করলে পরিচালকও ভালো টাকা কামাতে পারবে, আমারও পরিচিতি বাড়বে।



প্রথম সিনেমায় নায়িকা হিসেবে কাকে চাইবেন?

** হা হা হা। বাংলাদেশী নায়িকাদের আমার পছন্দ না। সিরিয়াসলি। যেগুলো আছে, সব মোটা মোটা। এগুলার একটাকেও আমার ভালো লাগে না। আমি মডেলদের মধ্যে থেকে নায়িকা বেছে নেব। মডেলদের মধ্যে থেকে লম্বা লম্বা মেয়ে বেছে নেব।



স্মার্ট থাকার জন্য নিজে কোনো চেষ্টা করেন নাকি প্রকৃতি প্রদত্ত?

** সে রকম চেষ্টা কোনো কিছু নেই। ভালো ড্রেস পরা, ভালোভাবে হাঁটা, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা—এসবই। যেমন ধরেন, ব্রেট লি কেমন? ব্রেট লি খুব মিশুক, স্মার্ট না? আমি সব সময় ব্রেট লি, শোয়েব ওদের ফলো করি। ওরা কীভাবে হাঁটে, কথা বলে। এ ছাড়া আর কোনো কিছু নেই। আমার নজর সব সময় ওপরের দিকে ছিল। এখনো তাই আছে।



মৌলিক একটা পার্থক্য তো আমরাও দেখি, তারা মেকআপ নিয়ে তারকা, আপনারা মেকআপ ছাড়া তারকা...

** এটাই হল কথা। এটাই মানুষ দেখতে চায় বেশী করে। আফ্রিদিকে সবাই পছন্দ করে কেন? কারণ ও মেকআপ করে না। যেটা তার ভালো লাগে ওটাই। ফিল্মে অনেক সময় পাউডার পুওডার দিয়ে কালো লোককে ফর্সা করে ফেলে। আমাদের মধ্যে ওসব কিছু নেই।



প্রায়ই দেখি শেভ না করে অনেক দিন থাকেন। মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে ঘোরেন। রহস্য কী?

** রহস্য কিছুই না। দাড়ির ব্যাপারে আসলে আমার শহীদ আফ্রিদিকে বেশি ভালো লাগে। আমার দাড়িও ওরকমই। প্লেয়াররা সবাই বলে দাড়ি থাকলে আমাকে আফ্রিদি আফ্রিদি লাগে। বিদেশে গেলেও দাড়ি থাকলে কেউ বলে না যে আমি বাংলাদেশি। বলে পাকিস্তানি।



আজ তার বাসর রাত শুভ হউক । ধন্যবাদ

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

টানিম বলেছেন: তার মনের মতো বউ হলো । ভাবী কে আপনারা আর্শীবাদ করবেন মন্তব্যের মাধ্যমে । ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬

টানিম বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

রৌহান খাঁন বলেছেন: আশা করি বিয়ের পর পারফরম্যান্সে কিছুটা উন্নতি হবে -

বাসর রাত শুভ হউক

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

টানিম বলেছেন: লোল রৌহান খাঁন । ধন্যবাদ

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

ফকির সাইঁ বলেছেন: বুইড়া ভামরা শাহাডৎ---বিয়া করলো দুধের বাচচা একটা মাইয়া রে, যে কিনা পড়ে ইনটারে :P :P :P :P , এটা কিছু হইলো---- এই অপরাধে আই সি সি এখন শাহাদৎ এর বরুদধে মামলা করতে পারে!

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

টানিম বলেছেন: চরম এক খান কামের কথা ফকির সাই । ভালা লাগলো । সবই কপাল ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

মুচি বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ খেলোয়ার বিয়া কইরা ফর্ম হারায়, আর শাহাদাতের তো বিয়ার আগেই ফর্ম নাই, এখন যে ওর কি হইব??


B:-) B:-) B:-)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

টানিম বলেছেন: লোল । সেটাই ওর যে কি হবে । ধন্যবাদ

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯

মিঠাপুর বলেছেন: বাসর রাতের ফার্ষ্ট উইকেটে ব্যাটিং এর সময় অবশ্যই হেলমেট পইরা লইস... :P

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

টানিম বলেছেন: ::P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

ফকির সাইঁ বলেছেন: মিঠাপুর বলেছেন: বাসর রাতের ফার্ষ্ট উইকেটে ব্যাটিং এর সময় অবশ্যই হেলমেট পইরা লইস... :P

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫

টানিম বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১২

বাংলাদেশী দালাল বলেছেন: বিদেশে গেলেও দাড়ি থাকলে কেউ বলে না যে আমি বাংলাদেশি। বলে পাকিস্তানি। X( X( X(

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

টানিম বলেছেন: X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

স্বপনবাজ বলেছেন: ব্যাপক বিনুদুন !~

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

টানিম বলেছেন: Thanks স্বপনবাজ ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.