![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ কর্মসুচিতে যোগ দেয়া মুসল্লির আক্রমণের মুখে সেলুনে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করলেন।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে মহাখালীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাখালীর ফ্লাইওভারের নিচে অস্থায়ী গণজাগরণ মঞ্চ থেকে মতিঝিলে লংমার্চে অংশগ্রহনকারী আলেম-ওলামা ও সাধারণ জনতাকে বাধা দেয়া হচ্ছিল।
এক পর্যায় হেফাজতে ইসলামের লোকজন তাদের ধাওয়া করে। তখন তারা পাশেরে চুল কাটার একটি সেলুনে গিয়ে আশ্রয় নেন। এরপর হেফাজতের লোকজন অস্থায়ী গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে। তবে শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুন সুস্থ আছেন বলে জানা গেছে।
শাহরিয়ার কবির বলেন, “আমিই ছিলাম হামলাকারীদের টার্গেট। হামলার ধরণ দেখে বুঝেছি, তাদের এই হামলা পূর্বপরিকল্পিত।”
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় হঠাৎ তারা উত্তেজিত হয়ে সমাবেশে হামলা চালায় ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।
শাহরিয়ার কবির বলেন, “পরিকল্পিতভাবে জামায়াত-শিবির ও হেফাজতের লোকজন আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যতক্ষণ তারা হামলা চালায়, আমার দিকেই তাদের নজর ছিল। আর আমাকে বাঁচাতে গিয়েই আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।”
তিনি বলেন, “শুক্রবারও আমাকে মোবাইলফোনে কয়েকজন হুমকি দেয়। আজ (শনিবার) সকালে হামলাকারীরা আমাকে দেখামাত্র ইটপাটকেল, পানির বোতল ছুড়ে মারে।”
মুনতাসীর মামুন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, “হামলার সময় পুলিশ নীরব ছিল। তারা ব্যবস্থা নিলে এমন হতো না। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা চালিয়েছে।”
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “সমাবেশ চলাকালে হেফাজতের মিছিল যাচ্ছিল, এ সময় সমাবেশ বিরোধী বক্তব্য শুনে হেফাজতের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কজন উত্তেজিত হয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।”
হামলা শেষে হেফাজতের সদস্যরা মহাখালী কাঁচাবাজার এলাকায় স্লোগান দিতে থাকে। নির্মূল কমিটি ও আওয়ামী লীগের ব্যানার ছিঁড়ে নেয় তারা।
বেলা পৌনে ১১টার দিকে শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন এলাকা ত্যাগ করেন। মিছিল এলে পুলিশ নির্মূল কমিটির সমাবেশস্থল ঘিরে দাঁড়ায়। পরে মিছিল সহ হেফাজতে ইসলাম স্থান ত্যাগ করে মতিঝিলের দিকে চলে যায়।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
টানিম বলেছেন: কি করবেন বলুন ? আমার আপনার নিজেদের নিরাপত্তা যেখানে নাই সেখানে কি আপনে পাবেন বলেন ?
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
নিরব বাংলাদেশী বলেছেন: কাগু ডরায় গেসে। এট্টু পানি দেন মাথাডা ভিজাক
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
টানিম বলেছেন: লোল । কি যে বলেন । বড্ড হাসি পেলো । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এম আর সুমন বলেছেন: মনে হয় আশেপাশে মুরগীর ফার্ম পাওয়া যায়নি........তাই সেলুন..........
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
টানিম বলেছেন: লোল । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
নােয়ফ চৌধুরী বলেছেন: উনি গোপ ফালাইতে গেছিলেন
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
টানিম বলেছেন: হাহাহাহাাহহাহাহাহাহাহাাহহ,....
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহালে....
সরাকারী হুকুম আহকাম নিয়া বাস ট্রেন লঞ্চ বন্ধ কইরাও দেখে লাখে লাখে মানুষ!!!!
প্রতিরোধ করব কি তব্দা খাইয়া গেছে গা....
সন্ধ্যার পরে খেল হইল- আরে আরে কিছু হিরোইজম নাইক্যা!!! ঝোলা পুরাই খালি!!.
তাই ফেরার পথে ভউ ভউ কইরা দৌড়া দৌড়ি কইরা ইমেজটা ঠিক রাখলার চেষ্টা করল আর কি
আরে রাম পাঠারা - যেটি লোক আসছিল- মুইতা দিলেও গোনা-জাগরনরী রা ভাইসা যাইতি!!!
মাইর দেওনেরতো জায়গাই নাই!!! আবার হিরোইহজম মারায়!!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
টানিম বলেছেন: ধন্যবাদ ভাইজান ,
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এস এইচ খান বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহালে.........আরে রাম পাঠারা - যেটি লোক আসছিল- মুইতা দিলেও গোনা-জাগরনরীরা ভাইসা যাইতি!!!
মাইর দেওনেরতো জায়গাই নাই!!! আবার হিরোইহজম মারায়!!!!
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
দমকল৮৬ বলেছেন: উনি গোঁফে কলপ দিতে গিয়েছিলেন ।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
টানিম বলেছেন: মজা পাইলাম দমকল৮৬ । ধন্যবাদ
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
Toriqul বলেছেন: কাকু তো বিরাট মুক্তিযোদ্ধা উনি যুদ্ধ না করে পালালেন কেন?
এবার বুঝতে পেরেছি উনি মুরগি খুজতে ছেলুনে গিয়েছিলেন। হা হা হা হা..................
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
টানিম বলেছেন: হা হা হা হা..................
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
কাকতড়ুয়া007 বলেছেন: নােয়ফ চৌধুরী বলেছেন: উনি গোপ ফালাইতে গেছিলেন
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
টানিম বলেছেন: লোল ।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
ক্ষুধিত পাষাণ বলেছেন: ইশ আগে জানলেতো আমি ঐ নাপিতের দ্বারা আমার গুপ্ত কেশ কর্তন করিয়ে আসতাম।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
টানিম বলেছেন: কি কথা কলেন মিয়া ভাই ।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
আনোয়ার,চট্টলা বলেছেন: পুলিশ নীরব না থেকে কি করবে? সরকারের বয়স আর কয় দিন আছে সে খেয়াল আছে?
ইটপাটকেল, পানির বোতল-এগুলো কোন অস্ত্র হলো মিয়া?
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
মেঘ বলেছে যাব যাব বলেছেন: দমকল৮৬ বলেছেন: উনি গোঁফে কলপ দিতে গিয়েছিলেন ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: তয় একটা জিনিস খিয়াল কৈরা, মুক্তিযুদ্ধের সময় শাহরিয়ার আর মুন্তাসিরের যুদ্ধের মাঠ থিকা লৌড় দিয়া পালানির ট্রেনিংটা কিন্তু যবর হৈসিল, এত বছর পরে বুড়া শইল নিয়া মহাখালিতেও লৌড়য়া জান বাচায়া ফেলল!
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
এই আমি সেই আমি বলেছেন: বুঝলাম শাহরিয়ার দৌড় দিছে এই মর্দে মুমিনদের ভয়ে । আর এই সমস্ত মরদদের জন্যই আজ ৬০ লক্ষ ইহুদি ১২০ কোটি মুসলমানরে দৌড়ের উপর রাখছে ।
১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
আশফাক সুমন বলেছেন: যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: তয় একটা জিনিস খিয়াল কৈরা, মুক্তিযুদ্ধের সময় শাহরিয়ার আর মুন্তাসিরের যুদ্ধের মাঠ থিকা লৌড় দিয়া পালানির ট্রেনিংটা কিন্তু যবর হৈসিল, এত বছর পরে বুড়া শইল নিয়া মহাখালিতেও লৌড়য়া জান বাচায়া ফেলল! ---------
৭১ এর রাজাকারদের বিচার চাই, ইসলাম বিদ্বেষী ভারতিয় দালালদের ও রেহাই নাই ।
হিফাজতে ইসলাম জিন্দাবাদ
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪
টানিম বলেছেন: ৭১ এর রাজাকারদের বিচার চাই, ইসলাম বিদ্বেষী ভারতিয় দালালদের ও রেহাই নাই । আপনার সাথে একমত আশফাক সুমন।
১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫
এ মতিন বলেছেন: গণজাগরণ-বিদ্রোহ-বিপ্লব-আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে।শাহবাগ তো হয়েছে সরকারের পক্ষে। এটা গণজাগরণ নয় গণদালালি।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ....তুমি শিবিরের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর