![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
আমি সিলেটে থাকি । প্রায়শই মা বনফুল এন্ড কো: এর ফাস্ট ফুড ও বিস্কিট আনেন। (আমি নিজেও বনফুল এর মিষ্টি খাই রেগুলার) মা বিশেষ করে বিস্কিট ই আনেন বেশী । বনফুল চিটিগাং এর একটি বিখ্যাত খাবার ব্র্যান্ড এবং সিলেট, ঢাকা সহ অনেক জায়গায় তাদের শাখা - প্রশাখা বিদ্যমান । গতকাল , ১৫-০৫-২০১৩ এর কথা ।
মা সন্ধ্যার দিকে এই বিস্কিট এর প্যাকেট কিনে আনেন । নিচের ছবিতে দেখুন :
আমি চা দিয়ে খাচ্ছিলাম । হঠাৎ কেন জানি অর্ধেক খাওয়ার পর বিস্কিট এর দিকে তাকালাম । আবিস্কার করলাম খুব সুন্দর একটা মৃত পোকা বিস্কিট এর মাঝে শুয়ে আছে । ঠিক যেন ভালোবেসে আগলে রেখে একে অপরকে ।
দেখুন নিচের ছবিতে :
কি করব খাদ্যে এমন অবস্থা দেখলে বলুন ? পরের দিন তাদের দোকানে মা গিয়ে বলে আসলেন । তারা দু:খ প্রকাশ করা ছাড়া কিছুই করলো না ।
এটা সিলেটের রিকাবী বাজারের বনফুল শাখার কথা বল্লাম ।
ব্লগটা লিখলাম কিছু কারনে :
১। বনফুল এর খাবার ঢালাও ভাবে খাওয়া বন্ধ করেন ।
২। খাদ্য কিছু হলে তাদের ম্যানেজার কে জানান ।
৩। আমি যতদুর জানি তাদের কোয়ালিটি ইন্সপেকশন টিম নেই , আপনার যদি কেউ পারেন এই ব্যাপারে তাদের ভালো একটা শিক্ষা দিতে পারেন ।
৪। কিছু কিনার আগে একটু সাবধানতা অবলম্বন করুন ।
ধন্যবাদ । সবাই সুস্থ থাকুন , ভালো থাকুন ।
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪০
টানিম বলেছেন: নিক টা সন্দেহজনক !!!
২| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:১১
ইসটুপিড বলেছেন: ভাল লাগলে নিচের পোস্টগুলা দেখতে পারেন-
Click This Link
Click This Link
ধন্যবাদ সবাইকে ।
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪১
টানিম বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:১৯
রাজ হাসান বলেছেন: ভাই জাতিসংঘ তো আমাদের পোকা খেতে বলেছে তাই বনফুল সেই চেষ্টাই করেছে মাত্র।
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪১
টানিম বলেছেন: হাহাহাহাাহাহাহাহ ।
৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৩৯
রোহান মাকসুদ বলেছেন: সিলেটের বনফুল খুব ই নিম্নমানের।কথা সত্য।
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪২
টানিম বলেছেন: সিলেটের বনফুল খুব ই নিম্নমানের।কথা সত্য। ধন্যবাদ
৫| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫১
বাংলাদেশী দালাল বলেছেন: রাজ হাসান বলেছেন: ভাই জাতিসংঘ তো আমাদের পোকা খেতে বলেছে তাই বনফুল সেই চেষ্টাই করেছে মাত্র।
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৫
টানিম বলেছেন: hmmmm ... setai ...
৬| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৬
অমৃত সুধা বলেছেন: ‘খালেদা জিয়ার পরিণতি ভয়ানক হবে’: শেখ হাসিনা
http://dhakajournal.com/?p=7620
৭| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: আচ্ছা কোন মন্ত্রী মনে হয় বলেছেন কম খাওয়া দরকার, বনফুল মনে হয় সেই আদর্শে অনুপ্রানিত হয়ে ময়দার বদলে পোকা দিয়ে কম খাওয়ানোটা আমাদের মানাচ্ছে!
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৬
টানিম বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
৮| ১৭ ই মে, ২০১৩ রাত ৩:৫০
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।
৯| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫
টানিম বলেছেন: হুম ।
১০| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪১
েবনিটগ বলেছেন: পোস্ট পর্যবেক্ষন
১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৪
টানিম বলেছেন: হুম ।
১১| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ , যাবো না আর বনফুলে ।
১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৩
টানিম বলেছেন: ধন্যবাদ
১২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪
বনসাই বলেছেন: সব বনফুলই বনফুল এন্ড কোং না। এদের মালিকানাতে ঝামেলা আছে বলে শুনেছি। বনফুলের মিষ্টি নিয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে, এদের ঢাকার মগবাজার ওয়ারলেসের শাখায় কেবল টাটকা মিষ্টি পাওয়া যায়। এখানের বাসি মিষ্টি মিরপুরের শাখাগুলোতে পাঠিয়ে দেয় বলে আমার ধারণা। গাড়ি থেকে নামানোর সময় উপস্থিত হয়েও টাটকা মিষ্টি কিনতে পারি নাই। গত ৫ বছর নিজের টাকায় এদের মিষ্টি কিনি নাই। গত সপ্তাহে মামা নাতির জন্মের সুসংবাদের সাথে বনফুল এন্ড কোং এর প্রাণহরা এনেছিলেন। যা মুখে দিয়েই আমরা ডাস্টবিনে রেখে এসেছি।
আল্লাহ আমাদের রক্ষা করুন।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪
টানিম বলেছেন: আপনাকে ধন্যাবাদ । ঠিক বলেছেন । আল্লাহ আমাদের রক্ষা করুন।
১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১:২২
নিরব বাংলাদেশী বলেছেন: চোখ বন্ধ করে খেয়ে ফেলেন... আর কতকিছুতেই তো আমরা চোখ বন্ধ করে আছি যেমনঃ ভারতের মংলা বন্দর এখন থেকে ভৌগোলিক ভাবে বাংলাদেশে অবস্থান করবে
২৭ শে মে, ২০১৩ রাত ২:১০
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ রাত ১১:০৯
ইসটুপিড বলেছেন: মন্তব্য নেই তাও ৩৮ বার পঠিত । বড়ই কষ্টের ।
