![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
আজকের ব্লগের এর লেখার আইডিয়াটা বেশ পুরোনো । বলিউডের অনেক পছন্দের নায়িকাদের মেকাপ এর আগের ও পরের ছবি নিয়া ব্লগ । আসুন , ঘুরে যান একটু আনন্দের জন্য এই ব্লগ টা লেখা । নিচক মজা নেবার জন্য । বলতে পারেন লুলীয় মজা ।
১। ঐশ্বরিয়া রাই মেকাপ এর আগে
ঐশ্বরিয়া রাই মেকাপ এর পরে :
২। কারিনা কাপুর মেকাপ এর আগে :
কারিনা কাপুর মেকাপ এর পরে :
৩। ক্যাটিরিনা কাইফ মেকাপ এর আগে :
ক্যাটিরিনা কাইফ মেকাপ এর পরে :
৪। রানি মুখার্জী মেকাপ এর আগে :
রানি মুখার্জী মেকাপ এর পরে :
তো যে যাই বলেন না কেন , সুন্দর হবার জন্য সুন্দর মুখের দরকার লাগে না , লাগে একটা সুন্দর মনের ।
সবাইকে শুভরাত । সুস্থ থাকুন ভালো থাকুন ।
আমার আরেকটি লেখা । সময় সুযোগ হলে দেখে আসতে পারেন ।
এরশাদ সাহেব কি মাঝে মাঝে ইয়াবা সেবন না করে কথা বলেন ?
প্লেনের কোন সিটে বসবেন ? আসুন জেনে নিন
২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০১
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।
৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: রানি মুখার্জী বাদে আর সবাই মেকাপের আগে সুন্দর।
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৯
টানিম বলেছেন: হাহাহাাহাহা /
৪| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
খাটাস বলেছেন: নক্শী কাঁথার মাঠ বলেছেন: রানি মুখার্জী বাদে আর সবাই মেকাপের আগে সুন্দর সহমত।
স্যার বেশ মজা পেলাম।
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
টানিম বলেছেন: খাটাস ভাইরে স্যার ডাকছেন কেন ?
ব্লগ এইসব ডাইকেন না । সারাদিন শুনতে শুনতে বোর লাগে / আপনাদের মাঝে আসি একটু মজা করার জন্য । ধন্যবাদ মন্তব্য দেয়ার জন্য ।
৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪৭
ইন্তাজ ভাই বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
টানিম বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:০৩
এরিস বলেছেন: তফাৎ করার জন্যেই তো মেকাপ। লুকিংই যদি না বদলালো, তাহলে অযথা ১ মণ ওজনের বার্ণিশ মেরে লাভ কি??
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
টানিম বলেছেন: মোক্ষম কথা । আমি তো এমন ভাবি নাই !!! ধন্যবাদ
৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪০
ফারজানা শিরিন বলেছেন: বেশী একটা তফাত পাইনি ।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০
টানিম বলেছেন: হুম । আমিও তফাৎ পাই নাই , ভালো লাগে , বুঝেনইতো ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ২:৩০
টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে । আর যারা বিরক্ত হবেন পোস্টে এসে তাদের কাছে ক্ষমা প্রার্থী । অনেক সময় নিজের লেখা গুলা রিপোস্ট করতে বিবেক এ বাধে । তাই রিপোস্ট না এমন ভাবে উপস্থাপন করলাম ।