![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
বন্ধু-সতীর্থ সাকিব আল হাসান বিয়ে করে ফেলেছেন। তিনি এখন `শ্বশুরালয়‘ যুক্তরাষ্ট্রেই আছেন স্ত্রীর সঙ্গে। তামিমই বা পিছিয়ে থাকবেন কেন! এবার জাতীয় দলের এই ওপেনারও সিদ্ধান্ত নিলেন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার।
এ মাসেই তিনি তার নারী ভক্তদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। আগামী ২৭ জুন আয়শা সিদ্দিকির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার। দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে তাদের সম্পর্ক চিরস্থায়ী হচ্ছে। গত মাসে দুবাই থেকে বিয়ে উপলক্ষে শপিংও করেছেন তামিম ইকবাল খান। উল্লেখ্য, এ বছরই সাকিব আল হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
শুভকামনা তামিম ভাই । ভাবীকে নিয়ে সুখে থাকুন ।
ধন্যবাদ ও শুভরাত ,
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬
টানিম বলেছেন: হুম। যান । ধন্যবাদ
২| ১১ ই জুন, ২০১৩ রাত ১:৩০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: শিশিরের মত কাউরে পাইল না!!
সাকিবের মত ভাগ্যবান এই পুলা না
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬
টানিম বলেছেন: হাহাহহাহাহাহাহাহ । ধন্যবাদ
৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১:৪৫
সাহাদাত উদরাজী বলেছেন: িটিজেনশিপ নিয়ে কিছু জানলে জানান! সবাই মেরিকা যেতে চায়!
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭
টানিম বলেছেন: ওকে পাইলে জানাবো । ধন্যবাদ
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ২:২৩
মিতক্ষরা বলেছেন: Khub sundari meye. Eto sundar mone hoi jeno Bombay film star.
May Allah bless them.
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮
টানিম বলেছেন: হম । ধন্যবাদ
৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল ভালা
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭
জাহিদ ২০১০ বলেছেন: গত মাসে দুবাই থেকে বিয়ে উপলক্ষে শপিংও করেছেন তামিম ইকবাল খান। উল্লেখ্য, এ বছরই সাকিব আল হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
লেখায় ভুল হইসে তো সাকিব তো ১২/১২/১২ তে বিয়া করছে।
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪
টানিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ১:২৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: যাইগা!
আমারও বিয়ের বয়স হয়ে আসল।