![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কইরা নুরা আইছে...বাঁচতে হলে জানতে হবে.....
[নুরা পাগলা নারী হইতে শত হাত দুরে থাকে, কেননা, নারী ছলনাময়ী আর সংসারের বাধা। অধুনা মাজার হইতে মাজার ঘুরিতে ঘুরিতে নুরা পাগলা একখানা কিতাব হস্তগত হইয়াচে যাতে নারীদের সকল ছলনা বিস্তারিত বর্ননা করা হইয়াছে। ব্লগে
ইদানিং যেহেতু প্রচুর ছদ্মবেশী নারী নিক ঘুরাফিরা করিতেছে, নুরা পাগলা সামাজিক দায়িত্ববশত নারীদের শ্রেনী বিভাজন সম্পর্কে ব্লগারকুলকে জানাইতে ইচ্ছুক। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নের রচনা জ্ঞান এবং রম্যের আলোকে রচনা করা, রাগ করিয়া আবার কেউ শাক দিয়া ভাত খাওয়া যেন শুরু না করেন। ]
হস্তিনী জাতীয় নারী
নারীকুলের মধ্যে ইহারা সর্ব নিকৃষ্টা, ইহাদের দৈহিক গঠন পুরুষালী এবং দেহ অত্যান্ত স্হুল। ইহাদের মস্তজ বৃহত এবং চুল খুব খাট ও পাতলা ( দ্রষ্টব্য আন্তঃ জেলা ডাকাত সর্দার)। ইহাদের চুলের বর্ন মেটে, চক্ষুদ্বয় ক্ষুদ্র এবং ভিতরে প্রবিষ্ট। নাসিকা অধিক মোটা ও স্হুল, ওষ্টধর স্হুল এবং কাল।
দন্তগুলি চওড়া ও অসংবদ্ধ। গ্রীবাদেশ মোটা এবং বক্ষদেশ প্রশস্ত এবং কুচদ্বয়ের গঠন অসুন্দর। পায়ের গোছাদ্বয় স্হুল এবং হাটিবার সময় ইহারা বেশ শব্দ করিয়া থাকে, ইহাদের মুখের ভাষা কর্কশ এবং অশ্রবনীয়।
হস্তিনী নারীদের কাম-বাসনা এবং যৌন উত্তেজনা অতিশয় প্রবল। সদা সর্বদা ইহারা পরপুরুষ এবং পরনারীর সাথে সন্গম করিতে ইচ্ছা প্রকাশ করে থাকে। এক পুরুষ সম্ভোগে ইহারা তৃপ্ত হয়না, বহুগামিতা ইহাদের মজ্জায় মজ্জায়। একাধিক
পুরুষ অথবা নারী সম্ভোগে ইহার বেশ আমোদ লাভ করে। হস্তিনী নারী অসম্ভব পরিমান পানাহার করে থাকে। ইহারা ধর্ম বিষয়ক সকল বাধা নিষেদ কে মনে করে এবং বাহবা দেয় কিন্তু ব্যাক্তিগত জীবনে কোন অধর্ম পালন করে। ইহারা পরিষ্কার পরিছন্নতার দিকে উদাসীন, অলস এবং অকর্মন্য হইয়া থাকে।
হস্তিনী নারী খুবই রমনপ্রিয়, তবে তাহাদের শয্যার কোন ভালো মন্দের বালাই নাই, একরকম হইলে হয়। সন্গম কালে ইহার জোর জবরদস্তি পসন্দ করে। যে সকল পুরুষ নারী হিসাবে জীবন ধারন করে এবং পরিচয় দেয় তাহাদে হস্তিনী জাতীয়
নারী হিসাবে বিবেচিত করা যায়।
(চলবে, যদি পাঠক চায়.....)
২| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯
অমি রহমান পিয়াল বলেছেন: পরের কিস্তির অপেক্ষায় : শঙ্খিনি আর পদ্মিনী
৩| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩০
নু রা পা গ লা বলেছেন: হ, এটডা অইল টেইস ফটুক...আসলডা পাইলে টাঙ্গামুনে@হাসিব
৪| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩১
নু রা পা গ লা বলেছেন: অমি মিয়া, দৈর্য ধরেন, সবুরে মেওয়া ফলে।
৫| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩২
মনিটর বলেছেন: তার পরের পর্ব নাগিনী
৬| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩২
রিজভী বলেছেন: ৫
৭| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৫
নু রা পা গ লা বলেছেন: মনিটর ছাবতো দেহি এলেমদার মানুছ। আমি হালায় কম জানা মানুষ। তয় কিতাব যেই হান পাইছি হেইডা হালায় জব্বর এহান মাল। পাইবেন, ছবই পাইবে। তয় উপরওলা যহন দেয়।
৮| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৬
নু রা পা গ লা বলেছেন: শুকরিয়া রিযবি ছাব।
৯| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৬
রাজীব বলেছেন: শাকচুন্নি...
১০| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৭
মানুষ বলেছেন: ৫
১১| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৭
এস্কিমো বলেছেন: কঠিন পোস্ট....
১২| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৮
মুকুল বলেছেন: জনগুরুত্বসম্পন্ন পোস্ট
১৩| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪০
নু রা পা গ লা বলেছেন: মুকুল ছাব,
মনে লয় এইডা পাবলিকের কামে লাগবো?
১৪| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪২
ডাক্তার অব শিলাটাঈটিস বলেছেন: এটা কি আসমানী কিতাব?>
১৫| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৫
নু রা পা গ লা বলেছেন: আরে না, আছমানি অইব কেলা, আগের জ্ঞানি মাইছে মনে লয় লেকছে, তয় কিতাব হালায় একখান।
১৬| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৭
তুষার ০০৭ বলেছেন: 'নুরা পাগলা নারী হইতে শত হাত দুরে থাকে'
হাঃ হাঃ, মিথ্যাচার হইল কি? নাকি নারীগণ নুরা পাগলা হইতে যোজন দূরে থাকে?
বলছিলাম কি, আপনের যেই ফটুক দেখছি আর কি। ভাইটু, সেন্টু খায়েন না আবার, পাগল মানুষ, বিশ্বাস কি...
১৭| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫০
নাজিম উদদীন বলেছেন: এ ধরণের বিভাজন নারীর প্রতি অবমাননাকর। মেয়েদেরকে পণ্য হিসেবে বিবেচনা করা হয়।
মেয়ে দেখতে গিয়ে লোকে এখনও পায়ের গোছা দেখে।
আমি বলব,মানুষকে কোন সমীকরণে ফেলা যায় না।
১৮| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৩
ডাক্তার অব শিলাটাঈটিস বলেছেন: নাজিম মিয়া ডিসক্লেইমার দিসে তো নুরা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নের রচনা জ্ঞান এবং রম্যের আলোকে রচনা করা, রাগ করিয়া আবার কেউ শাক দিয়া ভাত খাওয়া যেন শুরু না করেন। ]
১৯| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১০
নু রা পা গ লা বলেছেন: তুষার মিয়া, কঠিন কতা কইছেন।
নাজিম ছাব, এইডা আপনের বুজ। এইডা একটা হাস্য রহস্য, বুজবার পারছেন?
২০| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১১
নু রা পা গ লা বলেছেন: বাইছাবেরা গেলাম, গলা ছুকাইয়া যাইবার লাগচে,
এক ছিলিম টাইনা আহি।
২১| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৫
রাশেদ বলেছেন: ৫
২২| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩০
মাথামোটা বলেছেন: পাচাইছি৷
২৩| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৩
আমি সাগর বলেছেন: ছবিটার জন্য ৫।
আর খাড়ান মিলাইয়া লই আমার পরিচিতারা কে কেমন
২৪| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৪
জেনারেল বলেছেন: চলুক!!!!!!!!!!!
২৫| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৫
পজিটিভ বলেছেন: ৫
২৬| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৮
পজিটিভ বলেছেন: সময়োপযোগি পোস্ট।
২৭| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
আসল-ট্রাপ বলেছেন: বাত্সায়নের কামসূত্র থিকা কপি পেস্ট, তারপরো ৫ দিলাম।
২৮| ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৬
ডাক্তার অব শিলাটাঈটিস বলেছেন: সোলায়মানী খোয়াব নামা থেইকা কপি পেষট মনে হইল আমার
২৯| ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:২৬
নু রা পা গ লা বলেছেন: বাইজানেরা, কিতাবে নাম জিগায়েন না। হেইডা কি আর আছে। টোকাইন্না জিনিছের আবার মলাট।
যাউক্কা, আপনেরা পছন্দভী করছেন, হেইডাই আমার ছান্তি।
৩০| ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৪
গনডার বলেছেন: পাচায়িত করা হইল
৩১| ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৪
মনিটর বলেছেন: ছবিটার ক্যাপশন কি?
৩২| ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২১
ভিমরু' বলেছেন: ছবিটা জুশ
৩৩| ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
মনিটর বলেছেন: প্প্বুপ্প্বক্কপ্প্ম েপ্প্ব্যপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম ে- - -- -
৩৪| ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৮
নুসরাত বাচ্চু বলেছেন: ১
৩৫| ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
অন্যরকম বলেছেন: ৫ লারা দিলাম!
হস্তিনী নারী হইতে সাবধান!
৩৬| ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪১
তীরন্দাজ বলেছেন: চাই না চলুক! তাই ১ দিলাম! দু:খিত নুরা পাগলা..!
৩৭| ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৫
উজ্জ্বল বলেছেন: পরের পর্ব কবে পামু?
৩৮| ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৬
উজ্জ্বল বলেছেন: পরের পর্ব কবে পামু? গেনের কতা পরতে মজা লাগে।
৩৯| ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৪
মনিটর বলেছেন: সহমত@/উজ্জ্বল
৪০| ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৫
নুভান বলেছেন: হেহেহেহে সোলেমানি খাবনামার থিক্কা চোতা মারা। যাউজ্ঞা এই লউ ৫। পদ্মিনি নারিরটা ছাপাইলে খবর দিও মামু।
৪১| ২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৮
সাধক শঙ্কু বলেছেন: ৫
৪২| ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
বাবা নুড়া বলেছেন: হাঁ ভাই আপনারা ঠিকই বলেছেন
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৭
হাসিব বলেছেন: ফটুক মিলে নাই