![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবশ্রী ভট্টাচার্য
প্রায় একঘণ্টা হয়ে গেল। অনির্বাণ বসে আছে। দু’কাপ কফি শেষ। কফির কাপের কারুকার্য মুখস্থ হয়ে গেছে। টেবিলের ফুলদানিতে রাখা লাল গোলাপটার কটা পাপড়ি, তাও মোটামুটি গোনা শেষ। মেনু কার্ডের প্রত্যেকটা আইটেম, তার দাম সব প্রায় বার পাঁচেক পড়া হয়ে গেছে। ঘরে কটা টেবিল চেয়ার পাতা আছে তা, দশ বার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গোনা হয়ে গেছে। দেওয়ালে যে কটা ওয়েল পেন্টিং আছে, তার ওপর একটা আস্ত আর্টিকেল লিখতে পারে। এমনকি ওর টেবিলে যে টেবিল ক্লথটা পাতা আছে, তার লাল ফুলের সবুজ পাতার উপরের দিকে যে পাকা হাতে সামান্য গোঁজামিল দেওয়া হয়েছে,সেটাও নজরে পড়ে গেছে
পুরো পড়তে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.