![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের ফাঁদ পেতে সর্বস্ব কেড়ে নিয়ে সরে পড়ে ইন্দো-কন্যারা। তারপর? তারপর আবারও স্বপ্ন গড়ার গল্প দেখে বাংলাদেশি ছেলেরা৷ হয়তো সেটা কখনও হয় দুঃস্বপ্ন! স্বপ্নের মালয়েশিয়ার বাস্তব চিত্রটা প্রবাসীদের কাছে বড়ই নিষ্ঠুর।
মালয়েশিয়ার রাস্তায় স্বপ্ন ওড়ানো প্রবাসীদের জীবনের ডায়েরির পাতা উল্টিয়ে দেখা যাচ্ছে, যে ছেলেটি দেশে কখনও কোনও ধরনের কাজ করেনি, এখন সে মালয়েশিয়ার রাস্তায় ঝাড়ুদারের কাজ করে। নিয়তির খেলাকে ভাগ্য মনে করে কাজ করে চলে সে। কারণ, স্বপ্নের দেশে পাড়ি জমাতে এক গাদা সুদের টাকা জমিয়ে এসেছে সে, সঙ্গে ‘বন্ধক’ দিয়ে এসেছে মা-বাবার সুখ-শান্তিও। যে কোনও উপায়ে মা-বাবার মুখের হাসি ফেরাতে হবে৷ সুদের টাকা শোধ করে নত করে দিতে হবে মহাজনের রক্তচক্ষু। কেউ হয়তো এই সংগ্রামী জীবনে টিকে থাকে, আবার কেউ থেমে যায় মাঝপথেই। স্বপ্নের দেশে এসে স্বপ্নের পুঁজি জীবনটাকেই শেষ করে দেন কেউ কেউ
বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন.
©somewhere in net ltd.