![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
:-) → :-| → :-( অনেক কিছু বলে ফেললাম... www.gplus.to/naffi www.facebook.com/naffi
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?অনেক দিন পর ব্লগে আসা।
আজ রাত থেকে ইনশাল্লাহ রামাদানের শেষ ৫ টি বিজোড় রাত শুরু হতে যাচ্ছে। আল্লাহ ভাল জানেন এর মাঝে কোনটি কাদরের রাত। চলুন দেখি হযরত আয়েশা ( রা: ) হযরত মোহাম্মাদ ( সা: ) এর কাছে কাদর সম্পর্কে কি জানতে চেয়েছিলেন।
Aishah (May Allah be pleased with her) reported:
I asked: "O Messenger of Allah! If I realize Lailat-ul-Qadr ( Night of Decree ), what should I supplicate in it?" He ( PBUH ) replied, "You should supplicate:
Allahumma innaka 'afuwwun, tuhibbul-'afwa, fa'fu 'anni ( O Allah, You are Most Forgiving, and You love forgiveness; so forgive me) ."
[At-Tirmidhi].
হযরত আয়েশা ( রা: ) থেকে বর্ণিত...
আমি জিজ্ঞাসা করি, "হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল-কাদর, তাহলে আমার সে রাতে কি দোয়া করা উচিত?" তিনি ( সা: ) উত্তর দেন, "তোমার দোয়া করা উচিত:
আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন, তুহিব্বুল-'আফওয়া, ফা' ফু 'আন্নি ( হে আল্লাহ, আপনি সবচাইতে ক্ষমাশীল, এবং আপনি ক্ষমা ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করুন )। "
[তিরমিযি]
اللهم إنك عفو تحب العفو فاعفُ عني
আরবী টা দিলাম যাতে 'আলিফ' এবং 'আইন' এর পার্থক্য বোঝা যায়।
ছোট এবং সুন্দর একটি দোয়া
১। http://sunnah.com/riyadussaliheen/9/205
০৯ ই আগস্ট, ২০১২ ভোর ৬:০৫
নাঈমুল হাসান বলেছেন: আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ২:০৭
শিপন মোল্লা বলেছেন: মহান আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুন ও শবে কদর নসিব করে দিন। আমিন।