নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি পোলাডারে ব্লগে খাইলো...

নাফিস ইফতেখার

অন্ধ-কালো ফুল...ফুরনো পুতুল...হাওয়া দিক ভুল বারো মাস...এলানো কাজল... ভাঙা রাজমহল...বিষের ছোবল ঝরা শ্বাস...

নাফিস ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

রিলেশনের ঝগড়া (Extended)

১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪২



"রিলেশনের ঝগড়া" পোস্টটার খসড়া লিখেছিলাম ভার্সিটির একটা খাতায়। যখন সেটাকে ব্লগে আনতে গেলাম, তখন ক্লাসে বসে আসা ভাবনাগুলোর কিছু বাসায় এসে হারিয়ে যায়। হয়তো এতোই সংক্ষেপে লিখেছিলাম পরে আর মনেই করতে পারিনি আসলে কি লিখেছিলাম। তারই কয়েকটা পয়েন্ট পরে আপনিই মনে পড়ে যায়, আর তাই এই সম্পূরক পোস্ট।



দূরত্ব: দূরত্ব রিলেশনের শান্তির বড় শত্রু এবং ঝগড়ার প্রভাবক।



● Long Distance রিলেশনশিপে দূরত্বটাই অধিকাংশ ঝগড়াকে টেনে এতোদূর নিয়ে যায়, হয়তো কাছাকাছি থাকলে একবার দেখা হলেই এটা আর কোন ব্যাপারই ছিলো না।



● দূরত্ব মনে সন্দেহ সৃষ্টি করে। উদাহরণস্বরূপ: যে ছেলেটি ঢাকায় থেকে রাজশাহীর মেয়েটির সাথে রিলেশন চালিয়ে যাচ্ছে সে স্বভাবতই জানে না মেয়েটি কোথায় যাচ্ছে/কি করছে/কার সাথে দেখা করছে। সারাদিন হয়তো মাথার মধ্যে এ কথাগুলাই কাজ করে। আর তার ওপর ফোন এনগেজ পাওয়া আর ফেইসবুকে রোমান্টিক স্ট্যাটাস দেখে সন্দেহপ্রবণতা তো আছেই। সব মিলিয়ে একটা খুবই বিতিকিচ্ছিরি অবস্থা হয়। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো, এক্ষেত্রে চাইলেও রিলেশনের ঝগড়ার মহৌষধ: 'সামনা-সামনি দেখার' সুযোগটাও নেই।



● সামনা-সামনি দেখা হওয়াটা ঝগড়ার সবচেয়ে বড় ওষুধ। হয়তো পুরো ঝগড়াটাই হয়েছে ফোনে/ফেইসবুকে এবং দু'জনেই অথবা একজন তার যুক্তিবলে শক্ত অবস্থানে আছেন। কিন্তু শুধু একবার সামনে দেখা হলে দু'জনের কেউই হয়তো আর যুক্তির ধারও ধারবেন না। সামনা সামিনি দেখার পর ঝগড়া না মিটিয়ে যাওয়াটাই বরং বেশি শক্ত।



● রিলেশনের একটা পর্যায়ে গিয়ে (যাদের প্রথম রিলেশন) দু'জনেই 'দেখা করার' সাথে ঝগড়া মেটানোর সম্পর্কটি অনুধাবন করে, একে ওষুধ হিসেবে কাজে লাগানোর বুদ্ধিটা শিখে ফেলেন।



কমন ডায়লগ:



● "তোমার সাথে কথা আছে..."



● "কার সাথে দেখা করেছো? কাকে দেখে স্ট্যাটাস দিসো?"



● "তুমি কি আমাকে অবিশ্বাস করছো?"



● "দেখা করবো... কখন পারবা?"



● "আমার আর কিছু ভালো লাগছে না... প্রতিবার কি ঝগড়া মিটাতে আমাদের এভাবে দেখা করতে হবে? আমরা কি ঝগড়া না করে থাকতে পারি না? এই জন্য রিলেশন করেছিলাম?"



● "মনের ভেতর এতো কিছু ভেবে চিন্তে রাখি... তোমায় বলবো বলে। কিন্তু বিশ্বাস করো, তোমার কাছে আসলে সব ভুলে যাই। আর কিছু বলতে ইচ্ছে করে না... রাগটা ধরে রাখতে পারি না।"



● "প্রতিবার সেই একই গল্প। ঝগড়া হবে। দু'জনে কেঁদে-কেটে একাকার হবো। কিন্তু দেখা করার পরে আবার সব ঠিক... আমার আর ভালো লাগে না..."



বয়স: কাপলের বয়স ঝগড়ার আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান:



● সমবয়সী/কাছাকাছি বয়সের কাপলের ঝগড়াগুলো অপেক্ষাকৃত কম ভায়োলেন্ট হয়। সেখানে তর্কের চাইতে যুক্তির খেলাই বেশি চলে। কথার মার-প্যাঁচও তাকে অনেক বেশি। Direct কথা খুব কম হয়, আর হলেও একদম ঝগড়ার শেষের দিকে গিয়ে হয়। এধরণের ঝগড়া চলেও বেশ ধীর গতিতে। কোন কোন ক্ষেত্রে মাস অব্দি গড়াতে পারে।



● কাপলের বয়সে মোটামুটি পার্থক্য থাকলে ঝগড়াগুলো তুলনামূলকভাবে এক্সট্রিম পর্যায়ের হবে। এ জগড়ায় প্রায় সব কথাই Direct হয়ে থাকে। নিজের অবস্থানটা জানিয়ে দেয়ার ইচ্ছেটা দু'জনের মধ্যেই প্রবলভাবে কাজ করে। এ ধরণের ঝগড়া বেশ তাড়াতাড়ি এগোয় এবং মিটেও যায় (বা বিপরীতটা) খুব তাড়াতাড়ি। ঝগড়ার একদম শেষে গিয়ে একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না, এর বাদে আর খুব কম বৈধ Logic-ই এ ধরণের ঝগড়ায় খুঁজে পাওয়া যাবে।



● কথায় কথায় রিলেশন ভেঙে দেয়ার বিষয়টিও বেশি দেখা যায়। এমনটা সমবয়সীদের ক্ষেত্রে দেখা যায় না, কারণ দু'জনেই জানে দু'জনের দৌড় কতোটুকু।



*উল্লেখ্য, এখানে সিরিয়াস রিলেশনশিপ নয় এমন রিলেশনে কাপলের 'কথায় কথায় ছেড়ে চলে যাওয়ার' বিষয়টি নিয়ে বলা হচ্ছে না। সেটা খুবই স্বাভাবিক।*



কমন ডায়লগ:



● "তাইলে যাও? তোমার তো সেটাই ইচ্ছা তাই না? রিলেশন রাখার দরকার কি?"



● "মনে রেখো, ছেড়ে চলে যাওয়ার কথা তুমি বলছিলা... আমি বলি নাই..."



এইবার একটা ডায়লগ চক্র:



ওকে, বাই... ভালো থেকো... তুমি অনেক ভালো কাউকে deserve করো। আমার মতো ফালতু ছেলে/মেয়েকে তোমার লাগবে না। শুধু মনে রেখো... কেউ একজন ভালোবেসেছিলো। (ফোন কাট)



(আবার রিং)



"চলে যাবা? না? ওকে যাও। সবতো এমনিতেই গেছে... তুমি আর থেকে কি করবা? আসলে আমার কপালেই ছিলো না।" (ফোন কাট)



(আবার রিং)



যাবো না... আমি পারবো না...



(নীরবতা)



"নাহ, আর থেকে কি হবে? সবতো বলেই দিসো..."



(নীরবতা)



"I'm Sorry... আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না (এখানে নাম হবে)।"



পারবা... মুখে যখন আনতে পারসো তখন থাকতেও পারবা। আর তোমাকে ছাড়া আমার কিছু হবে না। চিন্তা করো না, আমি উল্টা-পাল্টা কিছু করবো না। একটু মন খারাপ হবে... হয়তো একটু কাঁদবো... হয়তো অনেক। হয়তো আর কোনদিন কাউকে বিশ্বাস করতে পারবো না... But it's OK... আমি ভাববো আমার কপালে ছিলো...



Please...



(নীরবতা)



Please... আমি আর পারছি না।



(নীরবতা)



ওকে ঠিক আছে... ফিরবা নাতো। ওকে! মনে রাইখো আর কোনদিন আমার ভয়েস শুনতে পারবা না। চাইলেও পারবা না। বাই! (ফোন কাট)



(চক্র শেষ!)



ক্যারিয়ার ও বিয়ে: ক্যারিয়ারের ঝগড়াটা রিলেশনের প্রো-লেভেলের ঝগড়া। ইনফ্যাক্ট এই ঝগড়ায় একটা ব্যাপার নিশ্চিত হয়েই যায় - বিয়েটা এখন শুধু সময়, সুযোগ আর ভাগ্যের ব্যাপার মাত্র। কিন্তু ছেলের চাকরি, ক্যারিয়ার গোছানো ও শেষমেষ বিয়ের এ ঝগড়াটা রিলেশনের আর যে কোন ঝগড়ার চেয়ে বৈশিষ্ট্যে আলাদা -



● মেয়ে ছেলেকে নির্দিষ্ট সময় বেঁধে দেয়। এ সময়রে মধ্যে তাকে চাকরী খুঁজে বের করে ক্যারিয়ার গোছাতে হয়।



● আবার সময় বেঁধে দেয়া গতে পারে বিয়ের ক্ষেত্রেও। বাসায় সম্বন্ধের কথা তোলা বা বিয়ের প্রস্তাব পাঠানোর (বা পালিয়ে বিয়ে) জন্য বেঁধে দেয়া হয় সময়। অনেকদিন ধরে রিলেশনের পর একটা ছেলে এ পর্যায়ে এসে টের পায় বিয়েটা আসলে সহজ নয়।



● রিলেশনের প্রথমে "পরে দেখা যাবে বলে" যে ব্যাপারগুলোকে সে ঠেলে এ পর্যন্ত নিয়ে এসেছে তা এবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।



কমন ডায়লগ:



● "আমি আর অপেক্ষা করতে পারবো না, ৪ মাস সময় আছে তোমার কাছে। এর মধ্যে কিছু করো, না হলে আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে। তখন কি করবা?"



● "বাসায় একটার পর একটা সম্বন্ধ আসছে। আর কতদিন ঠেকিয়ে রাখবো আমি?"



● "বাসায় বলো... বাকিটা আমি দেখবো। তুমি শক্ত থেকো।"



● "যখন হাত ধরেছিলা তখনতো সাহস কম ছিলো না, এখন হঠাৎ বিয়ের কথা ওঠাতে পিছপা কেন?"



● "আমার সমস্যাটাতো বোঝো..."



একই বিষয়ে লেখকের অন্যান্য জ্ঞানগর্ভ গবেষণাসমূহ:



১. প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀

২. রিলেশনের শুরু

৩. রিলেশনের ঝগড়া

৪. ছেলেদের ব্রেক আপ

মন্তব্য ৩৩ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৫

নাঈমুল হাসান বলেছেন: প্রথম :)

১৭ ই জুলাই, ২০১১ রাত ১:৫৬

নাফিস ইফতেখার বলেছেন: :)

২| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৬

কষ্ট কন্যা বলেছেন:
ওয়াচ থেকে জেনারেল, জেনারেল থেকে সেফ হওয়ার পর থেকে গত কয়েকদিনে বেশ কয়েকটা লিখা পোষ্ট করলাম। পোষ্টগুলো প্রথম পাতায় প্রকাশ হবার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পোষ্টও প্রথম পাতায় আসল না। এব্যাপারে ব্লগের ফিডব্যাকে রিপোর্ট করলাম, মডুদের মেইল করলাম কিন্তু দু:খের বিষয় আজও তার সমাধান হলো না!! আজও আমার লিখা প্রথম পাতায় আসল না। জানি না, বিষয়টা কি? নাকি মডুদের আমাকে পছন্দ হয় নি । নাকি মডুরা গাজা খেয়ে ঝিমানোর কারনে বিষয়টির প্রতি নজর দিটে পারছে না। আজকের পরও যদি আমার লিখা প্রথম পাতায় প্রকাশ না পায় তবে সামুকে ছালাম। হয়ত এতে সামুর কিছুই যাবে আসবে না, তবে সামুকে ছারতে আমার খুব খারাপ লাগবে। গুড বাই সামু, গুড বাই এভরীবডি!!!!!

Click This Link

১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: খাইসে! মডু ভাইয়েরা প্লিজ একটু নজর দিন। নতুন লেখক/লেখিকাদের এভাবে হারাতে চাই না।

৩| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৮

অণুজীব বলেছেন: এবার আগে ভাগে চলে এসেছি.........।

১৭ ই জুলাই, ২০১১ রাত ১:৫৬

নাফিস ইফতেখার বলেছেন: বাহ্! :)

৪| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৯

ঠোঁটকাটা নির্লজ্জ বলেছেন: আমার ভাগ্য কিছুটা ভালো যে ও ফেসবুক টেসবুক ব্যবহার করেনা! :#)

তাই বহুত খুচরা ঝগড়ার হাত থেকে বেঁচে যাই! :P

১৭ ই জুলাই, ২০১১ রাত ১:৫৭

নাফিস ইফতেখার বলেছেন: খুচরা না, অনেক বড় বড় সমস্যা থেকেই বেঁচে যান...

৫| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৯

সিস্টেম বলেছেন: B-)

১৭ ই জুলাই, ২০১১ রাত ২:২২

নাফিস ইফতেখার বলেছেন: ;)

৬| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৫০

স্মার্ট গাই বলেছেন: স্মার্ট পোস্ট

৭| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৮

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: :!> :!> :#> :#> টেঁকি পোস্ট B-)) B-))

৮| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ওহহ এইটুকু বাকী ছিল তাহলে। নাকি এটা আরো Extended হবে ?

বিভিন্ন মানুষের মনের কথা কিভাবে একজনের মনে আসে সেটা বড়ই চিন্তার বিষয় :)

৯| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:০৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কোপা পোস্ট ;) ;) ;)

১০| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:১৬

নীল কষ্ট বলেছেন:


গবেষণার বিষয় হিসেবে মন্দ না এবং বিনোদনের জন্যও না

১১| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:১৭

কমরেড কামরুল বলেছেন: জ্বালাময়ী পোস্ট B-))

১২| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:২০

নাইটফল বলেছেন: নাফিস ভাই, কষ্ট কন্যার মত আমারো একি সমস্যা। ৭ বার অভিযোগ জানাইলাম। কিন্তু কেউ কোন কথা কানে দিল না।

১৩| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:২৬

তারেক আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো ।

১৪| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:২৯

মিশু কুতুবি বলেছেন: ভাইজানের দেহি অনেক অভিজ্ঞতা... ধন্যবাদ বাস্তবতা শেয়ার করার জন্য।

১৫| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:৩৩

সাকিন উল আলম ইভান বলেছেন: boss ajk apnar purota post amar jonno,distance:((:((:((:((

১৬| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১:৪১

একরামুল হক শামীম বলেছেন: তুমি তো দেখা যায় রিলেশন গবেষক হয়ে গেছো :)

১৭| ১৭ ই জুলাই, ২০১১ রাত ২:০০

জাহাজী পোলা বলেছেন:



রিলেশানে ঝামেলার কারনে আজ আমি আমার ২ টা ফেসবুক একাউনট ডী একটীভ কর্লাম, ২ টা নাম্বারই চেঞ্জ কর্লাম, ব্লগেও আর আসব না (আপাতত, সামু ছাড়া আমি কখনই থাকতে পারব না),

আপনার পোস্টই আমার শেষ কমেন্ট।


দেখা যাক, কথাকার পানি কোথায় যায়। /:)

১৮| ১৭ ই জুলাই, ২০১১ রাত ২:৫৩

ঐশ বলেছেন: আপনার লেখা পড়ে যদ্দুর মনে হয়, আপনি উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত তরুণ সম্প্রদায়ের রিলেশন নিয়ে ব্যাপক গবেষণা করেন। আমার মনে হয় আপনার ক্ষেত্রটা (বয়েস এবং সামাজিক শ্রেণীভেদ উভয় বিবেচনায়) আরেকটু EXTENDED করা উচিৎ :D

১৯| ১৭ ই জুলাই, ২০১১ রাত ৩:৩৯

আকাশ_পাগলা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথ্যা হয়ে গেছে।
ওরে যা মিলল রে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

পড়ি আর হাসি :) :) :)

২০| ১৭ ই জুলাই, ২০১১ সকাল ৮:৪০

ছাইরাছ হেলাল বলেছেন:

গবেষণাটি তৃণমূলে নিয়ে গেলে আপনার কর্মটি
আরও সমৃদ্ধ হত বলে মনে হয়।

২১| ১৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৪

ব্লাক উড বলেছেন: আমি 'সেইফ' স্টাটাস পাবার পর এখন পর্যন্ত দুটো পোস্ট লিখে যথাযথ ভাবে পোস্ট দিয়েছি-কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার একটি লেখাও প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়নি। বিষয়টি ফিডব্যাকে জানিয়েছিলাম-কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অন্যকোনো ভাবে মডারেটরের দৃস্টি আকর্ষন করতে নাপেরেই অপ্রসাংগীক ভাবে আপনার পোস্টে মন্তব্য করে-আমার সমস্যাটা জানালাম। এবিষয়ে আমি কি করতে পারি-জানালে বাধিত হবো।

২২| ১৭ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৪

জিসান শা ইকরাম বলেছেন: ● "আমার আর কিছু ভালো লাগছে না... প্রতিবার কি ঝগড়া মিটাতে আমাদের এভাবে দেখা করতে হবে? আমরা কি ঝগড়া না করে থাকতে পারি না? এই জন্য রিলেশন করেছিলাম?" হা হা হা , দারুন :) :)

গবেষনা খুব ভালো হয়েছে :)

২৩| ১৮ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৫

অবধারিত বলেছেন: মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: .....টেঁকি পোস্ট....

কমরেড কামরুল বলেছেন: জ্বালাময়ী পোস্ট

জাহাজী পোলা এইসব কি কয়? ওনাকে যাইতে দেয়া হইবে না...

২৪| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৯

চর্যা পদ বলেছেন: গবেষণা একদম নিখুত।:)

২৫| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০২

রিতা ইসলাম বলেছেন: :) দারুন লাগলো :)

২৬| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:১০

রিতা ইসলাম বলেছেন: :) দারুন লাগলো :)

২৭| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৮:০৫

আবদুর রহমান (রোমাস) বলেছেন: বরাবরের মতই জ্বালাময়ী পোষ্ট :)

২৮| ১১ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৩

মিন্ট বলেছেন: যাক বাবা, ঝামেলা বুঝে রিলেশন বাদ দিয়েছিলাম, এত গন্ডগোলে পাকানোর দরকার নেই ;) ;) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.