নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে ভালবাসি, মিথ্যাকে ঘৃনা করি।

সামসুন নাহার

সত্যকে ভালোবাসি, মিথ্যাকে মনেপ্রাণে ঘৃণা করি।

সামসুন নাহার › বিস্তারিত পোস্টঃ

হোম বেইজ ডাটা এন্ট্রি অথবা আউটসোর্সিং এর কাজ করতে চাই।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ঘরে বসে থেকে থেকে রোরিং হয়ে যাচ্ছি। বাসায় বসে ডাটা এন্ট্রি অথবা আউটসোর্সিং এর কাজ করতে চাই প্লিজ আমাকে এব্যপারে কেউ সহযোগীতা করুন। আমি বাংলা ইংরেজী টাইপ স্পিড ৫০ ওয়ার্ড আপ। কিভাবে কোথায় পাবো?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

যোগী বলেছেন: এই লাইনটা সম্পর্কে আমার কোন ধারনা নাই।
জাস্ট গুড লাক ফর ইউ!!!

২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আপনার জন্য শুভ কামনা। আমিও চাই।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সিস্টেম বলেছেন: freelancer.com or elance.com a first ekta account open korun.

tarpor aro help lagle awaj diyen

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

সামসুন নাহার বলেছেন: একাউন্ট করলে কি হবে তাতো বলবেন? বিস্তারিত বলুন প্লিজ

৪| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বেবি বলেছেন: mail ; [email protected]

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

সামসুন নাহার বলেছেন: ইমেইল একাউন্ট দিলেন কেন? কি করবো? আপনাকে ইমেইল করবো?

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

সিস্টেম বলেছেন: একাউন্ট করলে আউটসোর্সিং করতে পারবেন

৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

নিতাই দাদা বলেছেন: নিচরে লিংক দেওয়া সাইট গুলোতে সাইন আপ করেন । তাহলে আপনার আশা সফল হবেই-- যদি আপনি কাজের প্রতি অবহেলা না করেন ।

https://www.odesk.com/
http://www.freelancer.com/

যে ভাবে সাইট গুলো কাজ দেয়:

আমাদের বাংলাদেশে যেমন বিডিজবসে যেটা করা হয় । ঠিক সেই কাজেই উপরের সাইটগুলো করে । তবে একটু ব্যতিক্রম ।এখানে কাজ দেওয়া হয় অনলাইনে আবার কাজ আদায় করে নেয় অনলাইনে । আপনাকে রিমোটলি কাজের জন্য এপলাই করতে হবে । মানে আপনি যেটা চাচ্ছেন । আপানেক ওরা ওনলাইনে কাজ দিবে আপনি যদি করে দিতে পারেন তাহলে আপনাকে তারা পেমেন্ট করবে । পেমেন্টাও হবে অনলাইনে । সেক্ষেত্রে পেওনার কার্ড,যে কোন অনলাইন ব্যাংকে টাকা দেয়। শুধু্ তাইনা আরো অপসন আছে ।

আপনাকে যা যা করতে হবে :
১.প্রথমে আপনাকে সাইটে রেজিট্রেশন করতে হবে ।
২.প্রয়োজন হলে -আপনি যে কাজটা পারেন তার উপর আপনাকে এক দুইটা পরীক্ষা দিতে হবে (কঠিন না-জাস্ট এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন এই আর কি)
৩.দেখবেন অনেক ধরনের জব আছে । আপনি যে ধরনের কাজ পারেন সেগুলোতে এপ্লাই করতে থাকেন । এই কাজটাকে বলা হয় বিট করা । এভাবে দিনে কয়েকটা বিট করতে থাকেন । বিট করতে হলে আপনাকে কভার লেটার লিখতে হবে । ওটা যেন একটু ভালো হয় । সেদিকে খেয়াল রাখাতে হবে ।
তারপর বাইয়ার(যে আপনাকে কাজ দিবে) যদি আপনাকে কাজ দেওয়ার ইচ্ছা পোষন করে তাহলে আপনাকে ইন্টারভিউ এর জন্য মেসেজ দিবে । যদি আপনার কথা তার কাছে নির্ভরযোগ্য মনে হয় তাহলে কাজ পেতে কোন সমস্যা হবেনা ।

আরো অনেক জানার আছে । যদি আপনি রেজিস্ট্রেসন করে নিয়ম কানুন গুলো পড়ে নিতে পারেন তাহলে আশা করি সমস্যা হবে না । আর সমস্যা হলে ফেবুতে ওডেস্ক নিয়ে যে কোন প্রশ্ন করতে পারেন । লিংক : https://www.facebook.com/groups/odeskhelp/

৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

সামসুন নাহার বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা করছি। সমস্যা হলে জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.