নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি। অনলাইনে থাকতে ভালো লাগে। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি, নাহিদ ইসলাম ৩৫০

ব্যস্ত শহরে, ঠাশ বুনোটের ভিড়ে আজো কিছু মানুষ, স্বপ্ন খুঁজে ফেরে... আমি সেই স্বপ্ন খুজে ফেরা একজন মানুষ..

নাহিদ ইসলাম ৩৫০ › বিস্তারিত পোস্টঃ

সবাইকে লেখার আমন্ত্রন জানাচ্ছি নতুন বাংলা ব্লগ “আইডিয়া বাজ” এ।

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৬

মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের ব্লগিং জগতে যুক্ত হলো আরেকটি নতুন নাম “আইডিয়া বাজ ” ।

খুব অল্প সময়ে ব্লগটি সামু, আমারব্লগ, পিসিহেল্পলাইনবিডি, টিউনারপেজ সোনার বাংলা সহ বাংলাদেশের অন্যান্যা জনপ্রিয় ব্লগের মতো জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করছি । তাই সকল ব্লগারদের “আইডিয়া বাজ ” এ লেখার আমন্ত্রন জানাচ্ছি।

একটি ভাল ব্লগের যেসব সুবিধা থাকে তার সবই পাবেন “আইডিয়া বাজ ” এ। তাই সকলকে আমন্ত্রন জানাচ্ছি একবার হলেও ঘুরে আসুন “আইডিয়া বাজ ” থেকে ।

www.ideabuzz.net

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০

জ্যাকসন বলেছেন: বেশির ভাগ কন্টেন্ট কপি করা মনে হচ্ছে। আর লেআউটে কিছু ভিন্নতা আনলে ভাল হয়। নতুন কিছু করার চেষ্টা করুন।
আপনাদের সফলতা কামনা করছি।

২| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২১

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধন্যবাদ আপনাকে। এখানে আমি নতুন লিখছি।

৩| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

পরের তরে বলেছেন: একটা পুরানো লেখা পোষ্ট করে আসলাম। তবে আনেকটা টেকটিউন.কম এর মত একটু ব্যতিক্রম হইলে আরো ভাল হত।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধন্যবাদ আপনাকে। লেখা পোষ্ট করার জন্য।

৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৮

মনিরুল হাসান বলেছেন: সাইটের অশালীন অ্যাডগুলো সরিয়ে ফেলুন। ওগুলো দেখে আর ঐ সাইটে যেতে ইচ্ছে করে না।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: অশালীন অ্যাড বলতে আপনি কি বুঝাচ্ছেন (এডসেনস)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.