![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত রূপে দেখি তোমায় প্রত্যহ নারী
..................................................
কত রূপে দেখি প্রত্যহ তোমায় নারী
তবু কি চিনতে পারি, কতনা গুণেরি
সমাহার তুমি প্রতিটাই কিনা যার
পরিচয় বহন করে নিজস্বতার।
বিশদ বিচার করলে প্রতিটা গুণ
মনে হবে এক একটা সুপ্ত প্রসূন
ফোটে যখন যার জন্য সেই হয়ত
উপলব্ধি করে মাহাত্ম্য অন্তর্নিহিত।
সেহতু অনেকেই না বুঝে পড়ে ফাঁদে
কেউ হাসে কেউ বা চোখের জলে কাঁদে
পৃথিবীটা বড় বিচিত্র জায়গা কি না
কেউ জানেনা কখন জোটে হাসি কান্না।
তাই নারীর গুণের সঠিক মর্যাদা
দিতে পারেনা সব পুরুষই সর্বদা।
সবার জন্য উন্মুক্ত ব্লগিং প্লাটফর্ম www.ideabuzz.net
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: কবিতার বিষয়বস্তু ভাল, তবে বানানে সমস্যা রয়েছে।