![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"
খবরঃ প্রথম-আলোর জনমত জরিপ ২০১৩ অনুসারে আওয়ামিলীগকে ভোট দিতে চান ৩৬% মানুষ, বিএনপিকে ভোট দিতে চান ৫০% মানুষ।
এক বাসার গৃহকর্ত্রী তাঁর বুয়া নিয়ে ভীষন রকমের অসন্তুষ্ট ছিলেন। বুয়ার কাজ-কারবার খুবই খারাপ! ঘর মুছতে জানে না, কাজে ফাঁকি দেয়... ইত্যাদি। তিনি শেষমেশ বুয়া পালটে ফেললেন।
ঘরে আসলো নতুন বুয়া। কিন্তু দুঃখের বিষয় হল, নতুন বুয়ার পারফর্ম্যান্স গৃহকর্ত্রীর মনে ধরে নি। তিনি গজগজ করতে লাগলেন- "ধুর! আমার আগের বুয়াটা কত্ত ভালো ছিলো!"
অতঃপর তিনি আবার বুয়া পাল্টালেন। নতুন বুয়া আসলো। এই বুয়ার কীর্তিকলাপ দেখে বেচারি গৃহকর্ত্রী বেজায় নাখোশ। বুয়ার কাপড় ধোয়া একেবারেই হয় না। আবারও তিনি মন্তব্য করলেন- "ধুর! আমার আগের বুয়াটা কত্ত ভালো ছিলো।"
আবারও নতুন বুয়ার আগমন। ঘটনাচক্রে এই বুয়ার রান্না খারাপ। যথারীতি গৃহকর্ত্রী রেগে আগুন হয়ে ঘোষণা করলেন- "তুমি কিরকম বুয়া! আমার আগের বুয়াটা কত্ত......"
(মন্তব্য নিষ্প্রয়োজন)
©somewhere in net ltd.