নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

এক ঝাঁক হাসিমুখ - ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠান ২০১৮

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩



আজ ২১শে ডিসেম্বর, শুক্রবার ব্লগ ডে উপলক্ষে একটি পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি খুবই ইনফরমাল, অর্থাৎ কোন আলোচনা সভার মত গুরুগম্ভীর কিছু ছিলো না। সবার মধ্যে বুক উপচে পড়া ভালোবাসা ভরা কিছু মুখ তুলে এনেছি আমার ক্যামেরায়। ছবি ব্লগটিতে বাছাই করা কিছু সুন্দর হাঁসিমুখ তুলে আনার চেষ্টা করেছি মাত্র।

১. ব্লগার রেজোয়ান তানিম। ভেবেছিলাম সবার হাঁসিমুখের ছবি তুলবো। হাঁসিমুখ কথাটা ইনার জন্য কম হয়ে যায়। উনি শুধু মুখ দিয়েই হাঁসেন না, অঙ্গভঙ্গিও জেনে খিল খিল করে হাঁসছিলো এদিন।


২. পাল্লা দিয়ে ছবি তুলতে ব্যস্ত লিলিয়ান আপু।


৩. ব্লগার সেলিম আনোয়ার। পুরো অনুষ্ঠানে বলেছেন তো সবাই, কিন্তু ভালো একজন শ্রোতা হিসেবে সবার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, হাঁসিমুখে নিজের অভিজ্ঞতাও বর্ননা করেছেন অল্প কয়েক লাইনে।

সরল অতি সরল একটি মাটির মানুষ। পাথুরে মাটি খুঁড়ে খুঁড়ে যে মানুষটি কঠিন শিলা তুলে আনেন, সে মানুষটি যে পলিমাটির মতো এতো নমনীয় হবেন বুঝতে পারিনি। সহজ-সরল-শিশুর মতো অপাপবিদ্ধ তার চোখ, কথা বলার ধরন। ভালো লাগলো-খুব ভালো লাগলো এমন আবেগী মানুষটিকে। - আহমেদ জী এস


৪. বক্তব্যের শেষে একটা পাঞ্চলাইন, আর সবার এক যোগে ও ও ও ও . . . ! নিক রসায়ন

এতোটুকু এক তরুন যে কবিতায় গা না ভাসিয়ে বিজ্ঞান নিয়ে লেখেন , বোঝার উপায় নেই। তার লেখা পড়ে আমার তো মনে হতো তিনি মধ্যবয়েসী কেউ। ভুলটা ভাঙলো কথা বলে। স্বল্পভাষী মনে হলো। অমায়িক একজন। - আহমেদ জী এস


৫. ব্লগার মৌরী হক দোলা। আমাদের অন এন্ড অনলি ক্ষুদে ব্লগার

এতোটুকুন একটি মেয়ে। প্রথম দেখাতেই আমি যখন বললুম, “পিচ্চি মেয়েটি আবার কে?”, তাঁর সপ্রতিভ উত্তর-মৌরী হক দোলা। দোলাই দিয়ে গেলো মনে। চোখে মুখে দারুন প্রত্যাশা নিয়ে এসেছেন মা’কে সঙ্গে করে। ব্লগিংয়ের প্রতি কতোখানি প্রানের টান থাকলে এমনটা হয়! যে বয়সে সোস্যাল মিডিয়ার নষ্ট স্রোতে তাঁর ভেসে যাবার কথা, সেই বয়সে সেই স্রোতের বিপরীতে সৃজনশীলতার তরী বেয়ে যাবার প্রত্যয় তার চোখে। এতোগুলো পরিনত মানুষের ভীড়ের মাঝেও ঘাবড়ে যায়নি এতোটুকু। - আহমেদ জী এস


৬. ব্লগার সাইনবোর্ড। রাজনীতি’র মতো এত সিরিয়াস বিষয় নিয়ে লিখলেও উনার এক্সপ্রেশানে সিরিয়াসনেস একদম ছিলো না

রাজনীতির মতো উথাল-পাতাল বিষয় নিয়ে যিনি লেখেন, তিনি মোটেও উথাল-পাতাল-জটিল কিছু নন। হাসি হাসি মুখে লজ্জা ছড়ানো শান্ত-স্নিগ্ধ এক মানুষ। কথা বলতে গিয়েও যেন ভেঙে পড়ছিলেন লজ্জায়! - আহমেদ জী এস


৭. ব্লগার এস এম ইসমাঈল। উনাকে খুব চাঁদগাজী বলতে ইচ্ছে করছিলো, কিন্তু না উনি চাঁদগাজী না। প্রেমের কবি! কি হিংসে হয়? পুরো অনুষ্ঠানে একাই এক হালি ব্লগার সমান ভালোবাসা জানিয়ে গেছেন সবার প্রতি। ব্লগার নিক উনার সব মুখস্ত।

ভেবেছিলুম কে এলেন! কিন্তু যিনি এলেন তিনি অনুষ্ঠাটিকে যেন অন্য আমেজে ভরিয়ে দিয়ে গেলেন। পড়ন্ত বেলার একজন। না, তাঁর সাথে সরাসরি কথা হয়নি। বলিনি, মনে হয় তিনি অনেকটা অসুস্থ্য ছিলেন এবং কথা বলতে তাঁর কষ্ট হচ্ছিল বলে। সেটাকে বাড়াতে চাইনি। তাঁর উপস্থিতিতে একটা সুরই মনে এলো - “যখন পড়বে না মোর পায়ের চিহ্ণ এই বাটে.....”। উনি যেন এই চির সত্যটাকে আবারও উসকে দিয়ে গেলেন। - আহমেদ জী এস


৮. ব্লগার অব্যক্ত কাব্য। হাঁসি হাঁসি এবং সুন্দর মিষ্টি হাঁসি


৯. ব্লগার বিদ্রোহী ভৃগু। কিছু মানুষ শুধু নিজে হাঁসেন না, হাঁসি আনন্দ ছড়িয়ে যান।

যতো দাঁত ভাঙা সব জটিল শব্দের সমাহার ঘটিয়ে যিনি কবিতা সাজান, সে মানুষটির হাসি কিন্তু মোটেও জটিল নয়, ঝকঝকে আস্ত দাঁতে মিষ্টি হাসির জোছনা ছড়িয়ে দেয়া এক মানুষ। দেখে মনে হলোনা বিদ্রোহ করতে জানেন, একদম বিপরীত মানুষ প্রেমে ও পুজায়। - আহমেদ জী এস


১০. ব্লগার কাওসার চৌধুরী। বাংলা পড়া, বাংলা দেখা, বাংলা শোনা যে রসগোল্লা’র থেকেও মিষ্টি, উনি তা উপলব্ধি করতে পেরেছিলেন। আমরা শুনেছি তাঁর উপলব্ধির সেই গল্প।

মনে হয় নিভৃতচারী এক মানুষ। এসেছেন সেই সুদূর সিলেট থেকে বাংলায় সেরা ব্লগ সামুর টানে । টানটা তার বাংলা ভাষার প্রতিও অদম্য। বাংলা যে কেন শিক্ষার একমাত্র বাহন হয়না, আক্ষেপ তা নিয়েও। নিজের ভাষনে বলেছেন তাও। নিজেকে লুকিয়ে রাখার চেষ্টায় রত এই মানুষটির প্রতি আকর্ষণ বাড়লো বটে। - আহমেদ জী এস


১১. ব্লগার লিলিয়ান, এত ছটফটে আর এত প্রানোচ্ছল একটা মানুষ। অর্ধেক মানবি, আর বাকি অর্ধেক ছবিটা

পরিচয় করতে গিয়ে তাঁকে একটি ধাঁধাঁর উত্তর জিজ্ঞেস করতেই আমার নামটি বলে দিলেন। আনন্দ-হাসি খুঁজে পেতে খুব উৎসাহী মনে হলো, সবার সাথে তার কথা ও ছবি তোলার বহর দেখে। সহজ, প্রানবন্ত একজন মানবী মনে হলো। - আহমেদ জী এস


১২. ব্লগার মনিরা আপু। জনকন্ঠ, মাইক দরকার নাই উনার।

চোখে মুখে অনেকটা দুষ্টু হাসির ঝিলিক। কবিতার প্রতি যেমন জোড়ালো আস্থায় তার অবস্থান তেমনি নিজের উপরেও দেখলুম তার আস্থার জায়গাটি। উপস্থাপক ও উৎসাহীদের বারবার ধরিয়ে দিতে চাওয়া মাইক্রোফোন অবলীলায় ঠেলে সরিয়ে, চোখের চকিত চাহনী হেনে দৃপ্ত গলায় বলে গেলেন নিজের কথা। এ পর্যন্ত তাঁর সাথে পরিচিত হইনি। শেষে উপস্থিত প্রায় সবার হাতেই দেখি এক একখানা বই। বিলিয়েছেন নাকি সেই একজনা। কাছে গিয়ে বই চাইতেই আবাক তাকিয়ে রইলেন মুখের দিকে। বললুম , আমি জী এস... আহমেদ জী এস। বিস্ময়ে ফেটে পড়ে কপাল চাপড়ে বলে উঠলেন-- ও মাই......জী এস ভাই আপনি! চোখে মুখে হাসির ঝিলিক ঝলসে উঠলো আরো একবার। ঐটুকুই। - আহমেদ জী এস


১৩. স্বল্পভাষী ব্লগার খুবই কম, আমি একটা লাইন ও শুনিনি প্রথম থেকে শেষ পর্যন্ত


১৪. ব্লগার সারাফাত রাজ। অনুভতি বুক উপচে পড়া, কিন্তু কিথা বের হচ্ছিলো না মুখ থেকে


১৫. ব্লগার হামিদ ভাই। কিছু মানুষ আছে, ছবি তোলার জন্য আলাদা করে বলা বা থামা’র প্রয়োজন হয় না। যতগুলো ছবি তুলেছি সব গুলোতেই এই ব্লগারকে দারুন মানিয়ে গেছে


১৬. ব্লগার মেঘনা পাড়ের ছেলে। মাইক বড় নিষ্ঠুর জিনিস। আবেগ কেড়ে নেয়।


১৭. নীমচাঁদ। একাই একশো। এত্ত এনার্জি একটা মানুষের থাকতে পারে!!

মনের তারুন্যে ভরপুর একজন। রসিকতা করছিলেন সবার সাথেই। তবে তার নিকটি যে ধার করা সে বয়ান শুনিয়েই বুঝিয়ে দিলেন, নিমপাতার মতো তেঁতো নন তিনি। অনুষ্ঠান অনেকটা তিনিই জমিয়ে রেখেছিলেন। - আহমেদ জী এস


১৮. ব্লগার সৈয়দ তাজুল ইসলাম


১৯. ব্লগার সত্যপথিক শাইয়্যান । ব্লগডে তে আসার সব চাইতে পরিপাটি মানুষ। উনার কাছে আমাদের নামে মাত্র প্রস্তুতি পানসে লাগছিলো খুব।


২০. ব্লগার সৈয়দ তারেক মাহমুদ


২১. ব্লগার মৈত্রী


২২. ব্লগার প্রামানিক

ভাঙা হাত, লোহা-লক্কর, বল্টু লাগানো শরীর নিয়ে এখানে এসে প্রমান করলেন - ভালোবাসি....ভালোবাসি....ব্লগটাকে ভালোবাসি। আমার নাম বলতেই এ্যায়সা জোড়ে বুকে জড়িয়ে ধরলেন যে মনে হলো, তার মতো না আমাকেও বুকের খাঁচায় নাট-বল্টু লাগাতে হয়!
আগাপাস-তলা রসিক একজন।
- আহমেদ জী এস


২৩. ব্লগার অলঅয়েজ ড্রিম


২৪. ব্লগার মাহতাব সমুদ্র


২৫. ব্লগার এসআর জনি


২৬.


২৭. ব্লগার ঘুড্ডির পাইলট


২৮. ব্লগার স্বর্নমৃগ


২৯. ব্লগার নাহিদ০৯


৩০. ব্লগার অগ্নিসারথি

ধংশের সারথী নয়, সৃষ্টির সারথী হয়ে আসা যে জন! ব্লগটাকে অনেকের আরো কাছে এনে সৌহার্দ্য সৃষ্টি করে গেছেন বাঁধা পেড়িয়েও। একেবারে শুরুর দিকে আঙুল গোনা যে পাঁচ সাতজন ছিলুম আমরা তাদের উষ্ণতায় বরণ করে নিলেও সেই থেকে তাঁর মুখে একটি আশংকা-উৎকন্ঠা আর অতৃপ্তির ছায়া লেপ্টে থাকতে দেখেছি। “বোধ হয় জমলোনা, তবে কি এই ক’জন মানুষ নিয়েই হবে মিলন মেলা!” এমন একটা গুমোট ভাব ছিলো চোখে মুখে । সময় বাড়তেই যখন আরো আরো মানুষের দেখা মিললো, সে মুখের গুমোট ভাব কাটলো বটে অনেকটা কিন্তু পরিতৃপ্তির দেখা অধরাই রয়ে গেলো। “ব্লগতরী”টিকে তবুও শেষতক ভালোবাসার ঠিকঠাক ঘাটে এনে লাগানোর এই মানুষটিকে তাই “ব্লগ সারথী” বলা ছাড়া আর উপায় থাকেনা। - আহমেদ জী এস


৩১. ব্লগার অপু দ্যা গ্রেট

গিয়ে যখন উঠেছি আসমা হলের ছাদে তখন আঙুল গোনা পাঁচ-সাতজন। কাভা আমার নাম ধরে লাফিয়ে উঠতেই টগবগে তারুন্যের শুভ্রতা মাখা আরো একটি ছটছটে- মুখ এগিয়ে এলো সামনে -“ আমি অপু।” স্নেহমাখা ধমকের সুরে বললুম “অপু আবার কি ? অপু দ্য গ্রেট , তাইনা ?” স্মিত হাসি ছড়িয়ে গেলো আপনার সারাটি মুখে। সে হাসি, মনে হলো, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বিশ্বজয় করে ফেলতে পারে। পেরেছেনও তাই। আসমা হলের ছাদে জড়ো হওয়া সেদিনের সবার মন জয় করতে পেরেছেন আপনি অনায়াসে। ভাঙা হৃদয়ের শোকও যে অবলীলায় জয় করে ব্লগ জয়ে বের হয়েছেন আপনি, বললেন অকপটে তাও। জীবনের সেই ক্রান্তিকালটাকে সামাল দিয়েই আপনি সত্যি সত্যিই “গ্রেট” বনে গেলেন মনে হয়! - আহমেদ জী এস


৩২.নন ব্লগার দুলাভাই


৩৩. ব্লগার জাদিদ - দ্যা কাল্পনিক ভালোবাসা

আন্ডারস্কোর দিয়ে যার নিক, তার পানে না চাইতেও চোখে যে পড়তেই হয়! কি অক্লেশে সবার কথা ধীর-শান্ত হয়ে উপস্থাপন করে গেলেন আমাদের। বর্ষীয়ান ব্লগার এস এস ইসমাইলকে তুলে ধরলেন পরম মমতায়। শোনালেন নিজের কথাও নিজের স্বভাবজাত চপলতায়। প্রশ্নের জবাব দিয়ে গেলেন একটুও না থেমে হাসি ঠাট্টা আর গাম্ভীর্যতা মিশিয়ে। মডারেটের এমন না হলে হয়না। সবাই-ই মডারেটর হতে পারেনা। মডারেটর হো তো এ্যায়সা- কাভা য্যায়সা.. - আহমেদ জী এস


৩৪. ব্লগের সর্বজন শ্রদ্ধেয় এবং গুণী লেখক আহমেদ জী এস সাহবের অংশগ্রহণ ব্লগ ডে'কে পূর্ণতা এনে দিয়েছে। এমন উঁচু মানের একজন লেখককে এভাবে সবার মাঝে পাওয়াটা সত্যি অনেক প্রেরণার। তিনি বয়সে যেমন তরুণ, তেমন মিশুকও বটে। উনার চমৎকার ব্যবহার ও আন্তরিক কথোপকথন সবাইকে মুগ্ধ করেছে।


*** নামগুলো জাদিদ ভাই এর স্মৃতি থেকে নেয়া। আর কিছু ছবির ক্যাপশনে সর্বজন শ্রদ্ধেয় এবং গুণী লেখক আহমেদ জী এস এর মন্তব্য আছে কিছু। কারো নামে ভুল থাকলে বা ছবি বাদ পড়ে গেলে ছবির নাম্বার সহ মন্তব্যে জানাবেন।

অনুষ্ঠানের সব ছবির এলবাম এখানে

মন্তব্য ১৭২ টি রেটিং +৪৭/-০

মন্তব্য (১৭২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: এইরকম হাসি আমি কখন দিলাম ভাই আমি নিজেই তো জানি না। খুব ভালো লাগল সবার ছবি পোষ্ট করার জন্য। ধন্যবাদ এরকম একটি পোষ্ট দেয়ার জন্য।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

নাহিদ০৯ বলেছেন: আপনার আরো কিছু মিষ্টি হাঁসিমাখা ছবি আছে। আপাতত এটাই বেস্ট।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

নজসু বলেছেন:



সবার নিক দিন দয়া করে।
না হলে চিনবো কি করে?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। নাম আপডেট করা হলো। তবে নামগুলো জাদিদ ভাই এর স্মৃতি থেকে নেয়া। কারো নামে ভুল থাকলে বা ছবি বাদ পড়ে গেলে ছবির নাম্বার সহ মন্তব্যে জানাবেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

সনেট কবি বলেছেন: চমৎকার পোষ্ট।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। আপনাকে দেখবো আশা করেছিলাম।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: এক কথায় চমৎকার! আপনার এ পোস্ট আজকের এ বহুল প্রত্যাশিত অনুষ্ঠানটি সমপর্কে জানার এবং এর ছবি দেখার জন্য মুখিয়ে থাকা অনেকের তৃষ্ণা মেটাবে বলে আমার বিশ্বাস।
অনেক, অনেক ধন্যবাদ সুন্দর হাসিমাখা এসব মুখ উপস্থাপনের জন্য।
পোস্টে প্লাস + +

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। আপনি আসলে আরো ভালো লাগতো।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
নিজ বিয়ের আয়োজনের খবর শুনার পর মানুষের হাসি যে এতো বিনোদিত আকারে কুৎসিত হয় সেটা নিজেকে না দেখলে বুঝতামই না! ;) (ছবিটা না পাল্টালে জাতি চিনবে না ;) )

নাহিদ ভাই, সকলের সাথে তোমার উপস্থিতি অনেক ভাল লেগেছে এবং (গভীর'আপনাদের+আমাদের) বিষয়টি ধরার জন্য ধন্যবাদ।

প্রমানিক দার সাথে বলতে চাই, "এইরকম হাসি আমি কখন দিলাম ভাই আমি নিজেই তো জানি না। খুব ভালো লাগল সবার ছবি পোষ্ট করার জন্য। ধন্যবাদ এরকম একটি পোষ্ট দেয়ার জন্য।"

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

নাহিদ০৯ বলেছেন: আপনার আনন্দে চোখ বন্ধ হয়ে এসেছে এটাতে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অন্য কোন ছবি থেকে কাটছাঁট করে একটা দিলে ভাল হবে হয়ত ;) ;)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

নাহিদ০৯ বলেছেন: আপনার ছবি পাল্টানোর ব্যবস্থা করা হচ্ছে।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার পোস্ট.....
++++++++++++++

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

নূর আলম হিরণ বলেছেন: আজ খুব ব্যস্ত ছিলাম, তারপরও মাঝেমাঝে ব্লগে এসেছিলাম কেউ কোন আপডেট দিসে কিনা দেখতে। এখন দেখে ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: এই অনুষ্ঠানের আয়োজকদের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ, উনারা এই আয়োজন না করলে আজকের এই নতুন মুখগুলোর সাথে পরিচয় হতে পারতাম না। নতুনদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

নাহিদ০৯ বলেছেন: আপনার সাথে পরিচয় হতে পেরে সবাই কত খুশি হয়েছি এটা দেখেন নি?? এটা অবিচার।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

আকিব হাসান জাভেদ বলেছেন: হাসি চোখে আজ সবার ভালোবাসা বিলিয়ে আছে । ছবি গুলো দেখেই মুগ্ধ হলাম । আর ভাবছি ব্লগাররাই হলো মানুষ । যারা লিখতে পারে, ভাবতে পারে মানুষের ভালোবাসা নিয়ে । এই ভালোবাসাটা আছে বলেই ব্লগারদের আমিও ভালোবাসি ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

নাহিদ০৯ বলেছেন: বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ঠিক করে বের হয়েছিলাম যে যাদের হাসিমুখ এর ছবি আসবে না তাদের ছবি পোষ্ট করবো না। কিন্তু পোষ্ট না করার মতো কাউকে দেখলাম না। পুরো অনুষ্ঠান ই সবার আনন্দে ঝলমল করছিলো।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

মাহমুদুর রহমান বলেছেন: আফসোস অধিকাংশ ব্লগারেই নাম লিখলেন না।
সবাইকে খুব দারুণ লাগছে।ছবিগুলো দেখেই প্রান ভরে গেছে কিন্তু না জানি বাস্তবে দেখলে কি যে ভালো লাগতে বলে বোঝানো যেত না।তবে আল্লাহ যদি বাচিয়ে রাখেন ইনশা আল্লাহ দেখা হবে একদিন।
পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

নাহিদ০৯ বলেছেন: ছবি বাছাই করে আপ করতে অনেক সময় লাগছিলো। সারাদেশে ইন্টারনেট স্পিড ডাউন করা হয়েছে। পাবলিক এর ধৈর্য্য বিবেচনায় পোষ্ট করে দেয়া হয়েছিলো তখন। তবে এখন আবার নাম যোগ করা হলো।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: অপেক্ষায় ছিলাম ছবি দেখার জন্য। ধন্যবাদ ভাইয়া পোস্টের জন্য। তবে নিচের ছবি গুলোর সাথেও সবার নাম দিয়ে দিলে পোস্টটি কমপ্লিট হতো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

নাহিদ০৯ বলেছেন: রিফ্রেশ করুন। নাম যোগ করা হয়েছে।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

কিশোর মাইনু বলেছেন: অবশেষে সবার চেহারা দেখা হল, আশা করি ভবিষ্যতে সামনাসাম্নি ও দেখা হবে

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

নাহিদ০৯ বলেছেন: আপনি আসেন নি কেন?

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ! এত দ্রুত সময়ে ছবিগুলো আপলোড করার জন্য। কয়েকদিন ধরে নেটের স্পীড খুবই কম। ফলে ছবি আপলোড হতে সময় লাগে। আপনাদের সকলের সাথে পরিচয়, দেখা হওয়া ছিলো দারুন একটা অভিজ্ঞতা। আপনাকে বিশেষ ধন্যবাদ সবার এত সুন্দর ছবি তোলার জন্য।

পাশাপাশি অনুরোধ রইল ব্লগ ডে গেট টুগেদার উপলক্ষে ঢাকা এবং ঢাকার বাইরে যতগুলো পোষ্ট এসেছে, তার সবগুলোর লিংক আপনার পোষ্টে সংযুক্ত করার জন্য।

কৃতজ্ঞতা জানবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

নাহিদ০৯ বলেছেন: অবশ্যই। সব পোষ্ট এর লিংক যোগ করছি। আমি আরো একটা পোষ্ট করবো আমাদের আড্ডার কিছু ছবি আছে।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো লাগছে ব্লগ দিবসের অনুষ্ঠানের ছবি দেখে। আমার যাবার ইচ্ছা থাকে সবসময়, কিন্তু অদ্ভুত কারণে ব্যাটে-বলে হয় না। আজও হলো না। সোয়া দশ বছরের ব্লগিং জীবনে বার তিনেক যেতে পেরেছি। ছবির সাথে নাম না থাকায় অচেনাদের চেনা গেলো না। পুরনো চেনামুখের মধ্যে সেলিম আনোয়ার, অলওয়েজ ড্রীম, মাহতাব আর কা-ভা এ কজনকে চিনতে পারলাম। নাম থাকায় লিলিয়ান আর মনিরা আপুকে চেনার মওকা পেলাম।
পোস্টের জন্য ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪

নাহিদ০৯ বলেছেন: আশা করি পরের বার দেখা হবে। ছবিতে নাম যোগ করা হয়েছে। একবার রিফ্রেশ করে দেখুন।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ডার্ক ম্যান বলেছেন: আমার ছবি দিলেন না কেন ??? আপনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, অথচ আমার কথা মনে রাখলেন না

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

নাহিদ০৯ বলেছেন: নিচে সব ছবির এলবাম লিংক দেয়া আছে। ওখানে মন্তব্য করে জানাতে পারবেন প্লিজ?

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন নয়ন ভাই! আপনার নতুন ক্যামেরার জন্য অনেক অনেক শুভকামনা! ব্লগার নয়নের ছবি কই?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

নাহিদ০৯ বলেছেন: নয়ন ভাই কে আপাতত লিস্ট এ দেখছি না। পোস্ট এর নিচে সব ছবির এলবাম লিংক দেয়া আছে। ওখানে মন্তব্য করে জানাতে পারবেন প্লিজ?

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কমেন্ট লিখতে লিখতে দেখি প্রায় সবার নাম জুড়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। তানিম ভাই জার্মানী থেকে এলেন কবে ?

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নাহিদ ভাই,
আমি সামুর আদালতে আপনার বিরুদ্ধে মামলা কম্মু! আপনি আমার আকিকা করা নামের তেরটা বাজিয়েছেন!

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

নাহিদ০৯ বলেছেন: সরি সৈয়দ তাজুল ইসলাম ভাই। ভুল হয়ে গেছে সৈয়দ তাজুল ইসলাম ভাই। কাফ্ফারা হিসেবে আপনার ছবি আপডেট করে দিলাম (লাইট সহ)। :p

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর খুবই সুন্দর হয়েছে
অফুরন্ত ভালবাসা সবার জন্য ।

..............................................................................

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব ব্লগারদের সঙ্গে আমিও আছি। দারুন সময় কাটলো। সবচেয়ে ভালো লেগেছে আমি, জাদিদ, ঘু_পা অলওয়েজ ড্রিম প্রমুখ রাজপথে নিয়নের আলোয় উদ্ভাসিত পূর্নিমা রাতের চা চক্রে।

যারা সময় দিয়ে এমন প্রাণবন্ত সময় উপহার দিলেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ নিমচাঁদ ভাই.....

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

নাহিদ০৯ বলেছেন: আসলেই। সন্ধ্যার আগে পরের পরিবেশ টা অন্যরকম সুন্দর ছিলো।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ৭ নং ছবিটি কি আসলেই চাঁদগাজী ওস্তাদের নাকি জে এস গুরুর ? :)
তবে পোস্টের সকলের জন্য শুভ কামনা থাকল । আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ।
এরকম একটা সুন্দর পোস্টের জন্য। কৃতপক্ষকেও অনেক ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

নাহিদ০৯ বলেছেন: না। এটা মজার ছলে লিখা হয়েছে মাত্র।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দারুন ছবি ব্লগে!
আপনার ক্যামেরা আর ক্যামেরার পিছনের মানুষ মানে আপনি দুটোই দারুন :)

সারথী ভাই উল্লেখ করেছেন নয়ন ভাইের ছবি মিস হয়েছে।
আমাদের সবার প্রিয় আহমেদ জি এস ভায়ার ছবিও কয়েকবার স্ক্রল করে খুঁজলাম। পেলাম না।
আপডেট করে সকলের তৃষ্ণার্ত চোখে প্রশান্তি দানের ব্যবস্থা করুন।

ধন্যবাদ অগ্নি সারথি ভায়া
ধন্যবাদ জাদিদ ভায়া
ধন্যবাদ উপস্থিত সকল ব্লগারগণকে। দারুন এক মিলন মেলার জন্যে কৃতজ্ঞতা আমাদের সামু পরিবারের প্রতি। :)





২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

নাহিদ০৯ বলেছেন: নিচে ছবির এলবাম দেয়া আছে। ওখানে মন্তব্য করে জানাতে পারবেন প্লিজ?

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২

আরোগ্য বলেছেন: ভাই আমি তো যাইনি। আট নাম্বারে আমার নাম কেন দিলেন? ভুলটা ঠিক করে দিন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

নাহিদ০৯ বলেছেন: অনাকাঙ্খিত ভুলের জন্য ক্ষমা চাইছি। নামগুলো জাদিদ ভাই এর স্মৃতি থেকে নেয়া। কারো নামে ভুল থাকলে বা ছবি বাদ পড়ে গেলে ছবির নাম্বার সহ মন্তব্যে জানানোর জন্য বলা হয়েছিলো এজন্যই।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

প্রামানিক বলেছেন: আমার গুরু আহমেদ জী এস ভাইয়ের ছবি দেখছি না

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

নাহিদ০৯ বলেছেন: জী এস ভাই কে আপাতত লিস্ট এ দেখছি না। পোস্ট এর নিচে সব ছবির এলবাম লিংক দেয়া আছে। ওখানে মন্তব্য করে জানাতে পারবেন প্লিজ?

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

অব্যক্ত কাব্য বলেছেন: ৮) নং ব্লগারেরর নিক অব্যক্ত কাব্য,
সংশোধন করে নিলে উপকৃত হবো।
সব ব্লগারে প্রতি অফুরন্ত ভালোবাসা।
ক্যামেরার পিছনের মানুষটি এবং ব্লগারকে ধন্যবাদ এমন পূর্নাঙ্গ একটি ব্লগ পোস্ট করার জন্য

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

নাহিদ০৯ বলেছেন: অনাকাঙ্খিত ভুলের জন্য ক্ষমা চাইছি। আপনার নাম ব্লগ লিংক সহ আপডেট করা হয়েছে। নামগুলো জাদিদ ভাই এর স্মৃতি থেকে নেয়া। কারো নামে ভুল থাকলে বা ছবি বাদ পড়ে গেলে ছবির নাম্বার সহ মন্তব্যে জানানোর জন্য বলা হয়েছিলো এজন্যই।

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সবাইকে দেখে খুব ভালো লাগছে....ছবির জন্যে অসংখ্য ধন্যবাদ

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাইকে যদিও দেখতে পারি নি তারপরেও যাদের দেখেছি সবাই যেনো ব্লগ সৌরভে বিমোহিত। সবার জন্য শুভ কামনা রইল।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ৮ নাম্বার হবে ব্লগার অব্যক্ত কাব্য।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। এই নাম ব্লগ লিংক সহ আপডেট করা হয়েছে।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ ! এক কথায় চমৎকার ! দারুন সুখানুভূতির একটি মুহূর্ত । উপস্থিত থাকতে পারলে দারুণ মজার হত। তবে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে ছবি দেখেও যে আবেগতাড়িত হয়ে পড়লাম ; তা মুখে বলে প্রকাশ করতে পারব না। আগামীবার উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করব।

এতদিন বিভিন্ন নিক সম্পর্কে যে ধারণা পোষণ করে আসছিলাম বাস্তবে ছবিতে তাদেরকে দেখে অসম্ভব ভালো লাগা অনুভূতি তৈরি হয়েছে। আপনার সচিত্র পরিচয় পর্বটি এ ক্ষেত্রে আমাদের মনের বহুদিনের কাঙ্খিত নিকগুলির সঙ্গে পরিচয় করিয়ে ব্লগে একে অপরের পরিচয় পর্বটিও যেন সম্পন্ন করেছে। অশেষ ধন্যবাদ আপনাকে । সঙ্গে উপস্থিত সকলকে আমার হার্দিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।


৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

কিশোর মাইনু বলেছেন: ভাই, আমি এখন চট্টগ্রামে, বাড়িতে এসেছি ছুটিতে। এখানেই অংশগ্রহণ করেছি।
পরেরবার ইনশাল্লাহ আপনাদের সাথেই করা হবে।

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

আকতার আর হোসাইন বলেছেন: ওয়ান এন্ড অনলি ক্ষুদে ব্লগার মৌরি হক দোলা আপু নয়। আরেকজন আছেন ওনারই ক্লাসমেট।

বাহ ছবিগুলো খুব সুন্দর। শেষের কয়েকটা ছবিতে ক্যাপশন নেই, শুধু নাম।

ইশ, যদি আমি উপস্থিত থাকতে পারতাম পুনর্মিলন অনুষ্ঠানটিতে। আক্ষেপ!!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

নাহিদ০৯ বলেছেন: নতুন ক্যাপশন লিখতে সময় লাগছিলো অনেক। পেন্ডিং রেখেছি। পরে আপডেট করবো।

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মানুষের হাসির চে' অধিক সুন্দর কিছু হয় না।
মৌরীর মতো এতো বেশি বয়সের কেউ যে ব্লগে আছে জানতামই না!
সেলিম ভাইরে পছন্দ হইছে। অন্যদেরও যদিও।
দুলাভাইরে ব্লগার বানানো হোক।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল
সবাইকে দেখে

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

মিখু হোসাইন তিতু বলেছেন: সবাইকে এক সাথে দেখে খুব ভালো লাগছে,...

শুভ ব্লগিং,ব্লগার এবং ব্লগ দিবস।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব সুন্দর এবং ভাল উদ্যোগ । শেষ সময় অব্দি থাকতে পারিনি । মাথা ব্যথা করছিল । আমি একটু অসুস্থ । তারপর ও এই ব্লগের সবাইকে দেখার ইচ্ছে ছিল তাই মিস করিনি । একটু আগেই চলে আসার কারনে দুঃখিত । সবাইকে খুব ভাল লেগেছে । সামাজিক সম্প্রীতি বর্তমান পৃথিবীতে খুব জরুরি । আশাকরি এমন আয়োজন অব্যাহত থাকবে । সামু ব্লগের সবার প্রতি ভালবাসা ।

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

রসায়ন বলেছেন: আগত ব্লগারদের সাথে দেখা ও কথা হয়ে দারুণ কেটেছিল সময়টুকু , ভবিষ্যতে ব্লগের অন্য আয়োজনে আরো অনেকে আসবেন বলে প্রত্যাশা করি ।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

রসায়ন বলেছেন:

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লাগলো অনেক দিন পরে ব্লগ ডেতে থাকতে পেরে !

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মনে হইতাছে চুল কাটতে গিয়া নাপিত ব্যাটায় ব্লগার ঘুড্ডির পাইলটের কান কইটা দিছে। নইলে এই বদ্ধ ঘরে এই ড্রেসআপ কেন :P

নিমচাঁদদার ড্রেসআপ দেইখা মনে হইতাছে মিষ্টিপান বিক্রির দোকানদার =p~

প্রামানিক ভাইরে মনে করেছিলাম আরও বয়ষ্ক কিন্তু ছবি দেইখা মনে হইতাছে তার মাথায় আর একবার টোপড় পড়ানো যাইবো !:#P

মনিরা আপুর টাইটেলটা পছন্দ হইছে আমার হে হে হে

ঢাকার অনেক পরিচিত ব্লগাররা অনুপস্হিত। নাকি তাদের ছবি তুলা হয় নাই?

সবাইকে একসাথে দেখে ভালো লাগলো। সামু ব্লগ দীর্ঘজিবী হউক। ব্লগের সাথে সংষ্লিষ্ট সবাইকে ধন্যবাদ মাতৃভাষায় নিজের মনোভাব প্রকাশের ব্যবস্হা করে দেবার জন্য। সবশেষে ধন্যবাদ জানা আপা ও অরিল দুলাভাইকে।

৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমি বাক রু!

৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৮

ঢাকার লোক বলেছেন: ভালো লাগল সবাইকে দেখে!! সামু ব্লগের সবার জন্য শুভ কামনা রইল।।

৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২০

পুলক ঢালী বলেছেন: ব্লগ আড্ডা আয়োজনের আইডিয়া দারুন এবং চমৎকার। যাদের সাথে কথা হয় তাদের দেখার মজা নিশ্চয়ই ভিন্ন রকম। এখন মন্তব্যের সময় ব্লগারদের চেহারা মানসপটে ভেসে উঠবে অন্যরকম ভালোলাগা কাজ করবে। ব্লগে যেসব কাদা ছোড়াছুড়ির ঘটনা ঘটে এরকম আড্ডা তা দুর করে বিষয়কে যুক্তিপূর্ন করে তুলবে বলে মনে হয়।
পোষ্টের জন্য ধন্যবাদ।

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩২

রেজওয়ান তানিম বলেছেন: সবাইকে শুভেচ্ছা। সবাইকে বাংলা ব্লগ দিবসের জন্য রইল আন্তরিক মোবারকবাদ। সকলে ভাল থাকুন। সুস্থ থাকুন, লিখুন মনের আনন্দে..

আপনাকে ধন্যবাদ ব্লগটি লেখার জন্য। সকলের ছবি ও নাম দেখে ভাল লাগল। শুভকামনা জানবেন

৪৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬

নতুন নকিব বলেছেন:



খুবই সুন্দর মিলনমেলা। এমন চমৎকার উদ্যোগ অব্যাহত থাকুক।

৪৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫২

এস এম ইসমাঈল বলেছেন:

আমি এলুম-খেলুম আর গেলুম, কী খেলুম জানেন, বস্তা ভরা ডজন ডজন কথা। অহহো
বলতে ভুলে গেছি, শুধু এগুলো খেলেই তো আর হবেনা, কারন এত্ত এত্ত কথা হাপুস-হুপুশ করে গিলে খেয়ে ব্লগারদের পিলে ফুলে ঢোল হয়ে রীতিমত বদ হজম হবার যোগাড়।
ওমা এদের মাঝে একজন ছিলেন পেশায় ডাক্তার। মনে হয় উনার প্রেসস্ক্রিশান মতাবেক কিছুক্ষন পরে সব্বাই কে ছোলা ভাজা আর মুড়ি দেয়া হয়, এক প্লেট করে। আর তার সঙ্গে আর কিছুক্ষ্ণণ বাদে যোগ হল এক কাপ রং চা। বুঝলাম আয়োজকদের রুচি আছে। কারন গত কদিন ধরে শীত বুড়ি আসি আসি করছিল। বুড়ির বয়েস হয়েছে তাই হাটতে কষ্ট হয়। সবাই নিজ নিজ ইন্ট্রো দিল। সঞ্চালক কাল্পনিক ভালবাসা। কেউ কেউ নিজেদের লেখা কবিতা পড়ে শোনালেন। একজন এসেছেন উত্তর বঙ্গ থেকে, তার জন্য একটা স্পেশাল হাত তালির রাউন্ড হল। আমার পাশে বসা ছিলেন বিদ্রোহী ভৃগু। আর ও আকজন ছিলেন, উনি পেশায় সাংবাদিক, ঢাকার একটা অনেক প্রাচীন পত্রিকায় কাজ করেন। উনি বয়সে আমার গুরুজন। তাই খুব সাহস করে তাঁকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার কত রান হল? উনি বললেন, ৬-৭, দাদূর উত্তর শুনে আমি ভাবলাম, এটা কি ভাবে হয়? আমি চিরকালই একটু মাথা মোটা। আবার একটু অবাক হয়ে বললাম, স্যরি স্যার, আপনার ব্লগিং এর বয়স জিজ্ঞাসা ক্ররি নাই।দাদু আমার ভুল শুধরে দিয়ে বল্ললেন, সাতষট্টি বছর। আমি মজা করে উনাকে ল্লাম, নো প্রবলেম দাদু, আপনি আমার চেয়ে মাত্র তিন রানে এগিয়ে আছেন। উত্তরে উনিও হেসে দিলেন। বয়সে বড় হলেও উনি কী সুন্দর স্যুট-বুট গায়ে দিয়ে এসেছিলেন। একজন একটা কবিতার বই সব্বাইকে উপহার দিলেন।তাও ওই লেখক নিজে না এসে অন্য একজন ব্লগার দিয়ে। খাওয়া আর আলাপ দুটোই সমান তালে চলছিল। এর পর শুরু হল ফটো সেশন। ব্লগার কাভা আমার দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে দেখে, আমাকে একটা চেয়ারের উপর বসে কথা বলার সুযোগ দিলেন। অসুস্থতার কারনে আমার কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছিল।
লোক জমা হয়েছিল প্রায় ২০-৩০ জন। মহিলা ছিলেন পাচ/ছয় জন। আমি দশ বছরের বেশী সময় ধরে ব্লগিং করছি, কিন্তু এরকম একটা মিলন মেলায় আসার সুযোগ কখনো হয়নি। , তাই বেশ উপভোগ করেছি। আয়োজকদের এরকম একটা সুন্দর মিলনমেলা আয়োজন করার জন্য আন্তরিক কৃ্তজ্ঞতা জানাই।এরপর এই প্লাটফর্ম ব্যবহার করে কিছু সমাজ সেবা করার প্রস্তাব দেয়া হলে সবাই তাতে সায় দিলেন। অবশেষে যার যার গন্তব্যে ফিরে যাবার পালা। ন্টে গাছটি মুড়োল আর আমার গল্প ফুরোল।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪

নাহিদ০৯ বলেছেন: আপনাকেই খুঁজছিলাম। কাউকে ছোট না করেই বলছি, আপনার উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আলাদা মাত্রায় নিয়ে গেছে। ৭ নাম্বারে আপনার ছবি দিয়েছি।

৪৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪০

এস এম ইসমাঈল বলেছেন: আপ্যায়নের জন্য ধন্যবাদ,আপ্যায়নের জন্য ধন্যবাদ, এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? আপ্যায়নের জন্য ধন্যবাদ,আপ্যায়নের জন্য ধন্যবাদ, এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? আপ্যায়নের জন্য ধন্যবাদ,আপ্যায়নের জন্য ধন্যবাদ, এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? আপ্যায়নের জন্য ধন্যবাদ,আপ্যায়নের জন্য ধন্যবাদ, এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়?? এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়??

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

নাহিদ০৯ বলেছেন: সকালে খালি পেটে আপনার ভার্চুয়াল কফি আর বিস্কুট খেয়ে নাস্তা করছি।

৪৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩১

বলেছেন: বাহ!! সবাইকে দেখে বেশ ভালো লাগলো ---

অপেক্ষায় ছিলাম ছবিগুলো দেখার জন্য -- ধন্যবাদ ও শুভ কামনা।

৪৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১০

কাওসার চৌধুরী বলেছেন:



নাহিদ ভাই, এত অল্প সময়ে চমৎকার সব ব্লগারের ছবি পোস্ট করেছেন দেখে খুব ভাল লেগেছে। আপনি যেমন ভাল লেখেন, তেমন ভদ্রলোক, ঠিক ততটুকু মিশুক। সারা অনুষ্ঠান জুড়েই আপনার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া একজন দক্ষ ফটোগ্রাফার এর মতো দুর্দান্ত সব ছবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

২৪ ঘন্টার যাত্রা শেষ করে বাসায় ফিরেই আপনার ব্লগ ডে'র পোস্ট পেলাম। সত্যি মুগ্ধ করার মত একটি আয়োজন। ব্লগারদের মাঝে চমৎকার রসবোধ এবং আন্তরিক ব্যবহার গেট টুগেদারকে সফল হতে সহায়ক হয়েছে। আশা করি, আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। স্পেশাল থ্যাংক; জাদিদ ভাই, অগ্নি সারথি ভাই, অপু দ্যা গ্রেট ভাই ও আপনাকে।

[আমার নামটি (১০) কাওসার চৌধুরী হবে ] ধন্যবাদ, নাহিদ ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

নাহিদ০৯ বলেছেন: আমি তো লাল হয়ে যাচ্ছি আমার ব্যাপারে মন্তব্য পড়ে। আপনিও অনেক জেন্টেলম্যান।

যান, আপনার ব্লগ লিংক সহ আপডেট করে দিলাম।

৫০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: শোকেশে রেখে দিলাম, ব্লগের রথি মহারথিদের ছবি সব সময় তো আর দেখা যায় না।


তবে আমার ছবি না পাইয়া কিন্তু কাইন্দালাইতে মন চাইতাছে :-B

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

নাহিদ০৯ বলেছেন: আপনার ছবি কি তোলা হয়নি??

৫১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
খুব সুন্দর। সবাইকে ভালোবাসা।

৫২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
ভালো লাগল সবাইকে দেখে!! সামু ব্লগের সবার জন্য শুভ কামনা রইল।
ব্লগারদের মাঝে চমৎকার রসবোধ এবং আন্তরিক ব্যবহার গেট টুগেদারকে সফল হতে সহায়ক হয়েছে। আশা করি, আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। স্পেশাল থ্যাংক; জাদিদ ভাই, অগ্নি সারথি ভাই, অপু দ্যা গ্রেট ভাই ও আপনাকে।
চট্টগ্রামেও আমরা একই রকম আয়োজন করেছিলাম। দেখার আর পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম এখানে Click This Link
শুভ কামনা রইল!

৫৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি নাহিদ ভাই ছবিগুলো দারুণ হয়েছে, আপনার ছবি তোলার হাত সত্যি অসাধারণ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

নাহিদ০৯ বলেছেন: এটাও একটা সিক্রেট।

হাঁসিমুখের ছবি খারাপ করে তোলা বেশ কঠিন কাজ।

৫৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর অনুভূতি। আবারো মিস করলাম। আমার জীবন মিসে ভরপুর। :(

৫৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

পবিত্র হোসাইন বলেছেন: খুব ভালো লাগলো সবাইকে একসাথে দেখে

৫৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার সব হাসিমুখ । এভাবেই অটুট থাকুক বন্ধন ।

৫৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

সোহানী বলেছেন: আহ্ অসাধারন প্রোগ্রামটি আবারো মিস্ করলাম। হয়তো জয়েন করার সুযোগ পাবো কোন একসময়।.......... প্রিয় কিছু মুখের দেখা পেয়ে ভালোলাগছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

নাহিদ০৯ বলেছেন: আপনার দেখা পেলে আমাদের ও ভালো লাগবে। যে কয়জন হাতে গোনা মানুষের ব্লগ লিংক বুকমার্ক করে রাখা আছে, তার মধ্যে আপনি একজন।

৫৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

নয়া পাঠক বলেছেন: আহ্ অসাধারন প্রোগ্রামটি মিস্ করলাম শুধুমাত্র জ্বরের কারণে। কি যে আফসোস্, আমি সারাদিন যেখানে কাটাই তার এত কাছে এই অনুষ্ঠানটি হল, অথচ আমিই কিনা যোগ দেতে পারলাম না... উফ.... এ আফসোস কি মিটবে আমার ...... ? তবুও প্রিয় কিছু মুখের স্থির ছবি দেখতে পেয়ে সীমাহীন ভালোলাগায় ভরে গেল হৃদয়।

৫৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

ব্লগার রাজিব নুর কই?
মোট কয় জনে ছিলেন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

নাহিদ০৯ বলেছেন: রাজিব ভাই আসেন নি। ৪০ জন এর মতো উপস্থিতি ছিলো। কেউ কেউ শেষ পর্যন্ত থাকতে পারেননি বলে গ্রুপ ছবিতে সবাইকে দেখানো সম্ভব হয়নি।

৬০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



বিশাল ও ভয়ংকরভাবে মিস করা হলো। সবার জন্য শুভেচ্ছা র'লো।

৬১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
খুব অল্প সময়ের মধ্যে চমৎকার একটি পোস্ট করেছেন। দারুন সব ছবি আর মজাদার উপস্থাপনায় চমৎকর কাজ। দারুন পরিপক্ক লেখা। আহমেদ জিএস ভাই, বিদ্রোহী ভৃগু ভাই অগ্নিসারথি ভাই নিমচাদ ভাই, রেজওয়ান তানিম ভাই তাদের সঙ্গে প্রথম দেখা হলো।সরাসরি স্বাক্ষাতে দারুন ভালো লেগেছে।

পারস্পরিক মতবিনিময়ের জন্য আলাদা সময় থাকলে আরো ভালো হতো। আমরা আরো বেশি পরিচিত হতে পারতাম।
লিলিয়ান আপু মুনিরা আপু দোলা আপু তাদের স্বতস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো বেগবান করেছে তাদেরকেও ধন্যবাদ। উনারাই পারবেন প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সেই সাহস ও দায়িত্ববোধ তাদের আছে।

৬২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইশ্! কী মিসই না করলাম। ঢাকায় থাকলে অবশ্যই চেষ্টা করতাম। এমন একটা অনুষ্ঠানে যোগ না দিতে পারার আফসোস আজীবন থেকে যাবে। তবে ভবিষ্যতে আপ্রাণ চেষ্টা করব। এতসব গুণী ব্লগারদের একসাথে চাক্ষুস করার সৌভাগ্য সবসময় হয় না।
আপনার সুন্দর পোস্ট ও ছবিগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ।

৬৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

সনেট কবি বলেছেন: যথেষ্ট ভাল হয়েছে। উপস্থিত থাকতে পারলে ভাল লাগতো। দারুণ মিস করেছি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

নাহিদ০৯ বলেছেন: আমার ইচ্ছে ছিলো সরাসরি আপনার মুখে আপনার কবিতা’র আবৃত্তি শোনার।

৬৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

নব ভাস্কর বলেছেন: দারুণ! অসাধারণ!! চমৎকার!!!
ভাল লাগলো, ভালবাসা রেখে গেলাম।

৬৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

সাইন বোর্ড বলেছেন: বাসা একটু দূরে হওয়ায় শেষ পর্যন্ত থাকা সম্ভব হয়নি, তবে যতক্ষণ ছিলাম, ভাল লেগেছে । সবার জন্য রইল আন্তরিক শুভ কামনা । আর বরাবরই আমি একটু আড়ালের মানুষ, তাই সামনে আসার দ্বিধাটা এখনো রয়েই গেছে ।

৬৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

সামিয়া বলেছেন: সবাইকে অনেক অনেক অভিবাদন জানাই, খুব খুব খুব আনন্দিত এত সুন্দর একটি আয়োজনের জন্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের ঐক্য আন্তরিকতা সামাজিকতা নিজেদের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। যা আমাদের প্রত্যেকের মনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে এবং ভবিষ্যতে ও করবে।
অনেক ব্লগারদের আগে থেকেই চিনি, কাউকে কাউকে প্রথম চেনা হল, ভালো লাগলো সবার অংশগ্রহণ, ভালো লাগলো হাসিমুখ গুলো দেখতে, ভালো লেগেছে জাদিদ ভাই এর প্রারম্ভিক ভাষণ। ভালোলেগেছে লিলিয়ান আপু আর মনিরা আপুর মিষ্টি মুখ। মনিরা আপু দেশে তো জানতামই না। অগ্নি সারথি ভাইয়ের চেহারায় সরলতা, অপু দা গ্রেট তো একদম লিকলিকে শুকনা।
মৌরিটা এত পিচ্চি!!!
প্রামানিক ভাই, কাউসার ভাই, আনোয়ার ভাই বিদ্রোহী ভাই সহ সবার অংশগ্রহন দেখে আবেগাপ্লুত হয়েছি। I am so proud of you all...

৬৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: ইয়ে য়ে য়ে য়ে য়ে

সবাইকে দেখে আমার খুবই মজা লাগছে!

অনেক সুন্দর লাগছে সবাইকে .....
আমি মুগ্ধ! মুগ্ধ! মুগ্ধ!!! কেনো???

কাভাভাইয়ার কথা শুনে আমি মুগ্ধ! কৌশিকভাইয়ার কবিতা ভয়েস শুনেও মুগ্ধ হয়েছিলাম অনেক আগে। কাভা ভাইয়াও কোনো অংশেই কম না!! :)

আহমেদ জি এস ভাইয়াকে দেখে তো বেশি মুগ্ধ!!! যাক এতদিনে আভাস পাওয়া গেলো অসূর্য্যস্পর্শা ভাইয়ার..... :)

অব্যাক্ত ব্যথা ভাইয়া তো হ্যান্ডসাম হিরো....

ঘুড্ডিভাইয়া তো অলওয়েজ লাল টুকটুক ইরানীম্যান....

কাউসারভাইয়া!!!!! ছবি দেখেই বুঝা যাচ্ছে মাথায় সারাক্ষন গিজ গিজ করে কত চিন্তা ভাবনারা....

বিদ্রোহী ভৃগুভাইয়া তো সদাই হরিষ। বিদ্রোহ বিদ্রোহ ভাব নেই চেহারায় কোনোই!!! :)

তানিমভাইয়ার লেকচার তো পুরাই এক কবিতা হয়ে গেছে!!!!! :)

লাল টুকটুক লিলিয়ান আপু! তাকে দেখে আমি মুগ্ধ এবং মুগ্ধ!!!!!

সেলিমভাইয়া হা হা লেকচারটা কি দিয়েছিলে ভিডিও জানতে চাই....

মৌরী পিচ্চি আপুটা!!!! লাভ ইউ সো মাচ!!!!

মনিরা আপুকে দেখে আমি মুগ্ধ!!!!!!!! এত্ত হাসিখুশি আপুটা!!!

উফফ হাপিয়ে গেলাম!! একটু পরে আসছি..... :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

নাহিদ০৯ বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমি মুগ্ধ। এত সুন্দর সব উপমা কিভাবে আসে মাথায়!!

৬৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবার সুস্থতা কামনা করি।
উপস্থিত হতে পারিনি বলে খুব কষ্ট লাগছে।

৬৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

ভুয়া মফিজ বলেছেন: ব্লগারদের নুরানী চেহারা দেখে খুবই আমোদিত হলাম, অনেকদিনের শখ ছিল। :)
ছবিগুলোর জন্য ধন্যবাদ।

৭০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

শাহাদাত নিরব বলেছেন: আফসোসের পাহাড়ের নিছে ধাবিত হয়ে আছি
যদি উপস্থিত থাকতে পারতাম তাহলে ডায়েরির পাতায় জীবনের সেরা মোমেন্ট লিখে রাখতাম।
সবার জন্য শুভ কামনা রইলো ।

৭১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: মেঘনা পাড়ের ছেলে - প্রিয় ভাইয়া!!!!!!!! তোমাকে দেখে আমি খুবই আনন্দিত!!!! :)
হামিদ - এই ভাইয়াটাকে অনেকদিন ব্লগে দেখিনি। তাই এতদিন পরে দেখে অনেক ভালো লাগলো!!!!
তাজুল ইসলাম- ভাইয়া আমি তোমাকে পিচ্চি ভেবেছিলাম!!! :P
সত্যপথিক শ্যাইয়ান- একদম যেমন ভেবেছি তেমনই তুমি ভাইয়ামনি!!!!
তারেক মাহমুদ- বাপরে! আগেই একদিন বলেছিলাম তোমাকেও স্কুল বা কলেজ পড়ুয়া ভাবতাম আমি! :)
মৈত্রী- আগে থেকেই দেখেছি ছবিতে আবারো ভালো লাগলো!!
প্রামানিক - একদম চেনা চেনা!
অলওয়েজ ড্রিম - একেবারেই অচেনা অচেনা!!!!
মাহতাব সমুদ্র- চেনা চেনা লুক!
এস আর জনি - এই যে আরেকটা পিচ্চি ভাবা ভাইয়া কিন্তু পিচ্চি না!
স্বর্ণমৃগ - সবচেয়ে সুন্দর নিকের মানুষ! যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই..... :)
অপু দ্যা গ্রেট - হুমমমম! এই নিকের সাথে এই মানুষটা যায়!!!!!
নাহিদ আর অগ্নিসারথী ভাইয়ারা তোমরা দুজন ভাই নাকি!!!!!!! এত্ত মিল!!!!!!! :) :) :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

নাহিদ০৯ বলেছেন: হা হা হা! আপনি মুখবয়ব গবেষনায় বেশ ধারালো মনে হচ্ছে। অগ্নিসারথী আমার মেলায় হারিয়ে যাওয়া ভাই হতে পারেন হয়তো। ;) ;)



আপনার গবেষনা বিবেচনায় দুই ভাই এর ছবি একসাথে দিলাম। :P

৭২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগল ব্লগারদের দেখতে পেয়ে। বোঝাই যাচ্ছে দারুন উপভোগ্য একটা প্রোগ্রাম ছিল

৭৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

ফয়সাল রকি বলেছেন: ভাগ্যিস অনুষ্ঠানটা মিস করেছি B-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

নাহিদ০৯ বলেছেন: এইটা আবার কেমুন কথা!!

৭৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

ফয়সাল রকি বলেছেন: এটা এক প্রকার আফসোস! :(( :(( :((

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

নাহিদ০৯ বলেছেন: ও আচ্ছা। তাহলে ঠিক আছে। B-)

৭৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

গরল বলেছেন: অসাধারণ আয়োজন, খুব ভালো লাগলো সবাইকে দেখে।

৭৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: শুধু মুখ!

চোখ, কান, নাক, পুরা বডি, বডি ল্যাঙ্গুয়েজ, মন এমনকি হস্তরেখা গবেষনাতেও আমি মহা বিশারদ ভাইয়ামনি! হা হা হা

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

নাহিদ০৯ বলেছেন: আপনার ছবি তোলার অপেক্ষায় থাকলাম। দেখা হবে তো.।?

৭৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

নিমচাঁদ বলেছেন: জাদীদ এবং অগ্নিসারথী দুইজন কেই আন্তরিক ধন্যবাদ । অংশ গ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ।
চমৎকার কিছু সময় কাটলো বহুদিন পর

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

নাহিদ০৯ বলেছেন: আপনিও অনেক মজার মানুষ। আপনার আনন্দের আরেকটি মুহূর্তের ছবি।

৭৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

হাবিব বলেছেন:



খুব আফসোস হচ্ছে.........
প্রচন্ড ইচ্ছা সত্তেও থাকতে পারলাম না :( :(

৭৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: হা হা হা আমিও অসূর্য্যস্পর্শা!
গুহার ভেতরে বন্দিনী থাকি!

তবে বলাও যায় না আহমেদ জি এস ভাইয়ার মত কখনও কোনোদিন হাজির হয়েও যেতে পারি....

গুহা থেকে মুক্তি পেলে আর কি!!!!

সেদিন গিয়ে গান শুনিয়ে দেবো
আমি যে আঁধারের বন্দিনী আমারে আলোতে নিয়ে যাও!!!!!!!!!

আলো আসুক আলো .....

হা হা হা হা :P

৮০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন রইল।

৮১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: মাই ব্যাড লাক।

৮২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

জয়া মানহা বলেছেন: মনে হচ্ছে অনেক কিছু মিস করলাম কিন্তু পরের বছর আর মিস করবো না।

৮৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেককেই চিনি আবার অনেককেই চিনি না। সবার প্রতিই ভালোবাসা রইলো।
ভৃগুদা, কাওসার চৌধুরী ভাই আর মেঘনা পাড়ের ছেলে ভাইকে দেখে খুব ভালো লাগলো।

৮৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

মাহের ইসলাম বলেছেন: অনেকগুলো প্রিয় কিন্তু অদেখা মুখ দেখে ভালো লাগল।
ভালো লাগার চেয়ে বেশী মিস করছি।

উদ্যোগ গ্রহনের পাশাপাশি অংশগ্রহণ করে এমন আয়োজন সার্থক করে তোলায় সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

৮৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: ব্লগের সর্বজন শ্রদ্ধেয় আহমেদ জী এস এর একটা ক্লোজ আপ ছবি কি কেউ তুলেন নাই?

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

নাহিদ০৯ বলেছেন: আমি অনুষ্ঠানের শুরুতে ২-৩ জনের বক্তব্য মিস করেছিলাম বোধয়। তারপরেও এই এলবামে খুঁজে দেখুন তো।

৮৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

হাসান মাহবুব বলেছেন: বাহ! খুব ভালো লাগলো সবাইকে দেখে।

৮৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: সুন্দর ক্যপশন সহ ছবি । ভালোলাগলো ।

৮৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: মিস করলাম :(

প্রিয় ব্লগারদের সিন্ধুকে ভরে রাখলাম।

৮৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: দারুণ শেয়ার। অনেক ধন্যবাদ।

৯০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জোকস বলেছেন: এখানে কি কি খাবার ছিলো?@ নিমচাঁদ ভাই দেহি শুধু খায় আর খায়।






অনেককে দেখে ভাল লাগলো।

৯১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অলওয়েজ ড্রিম বলেছেন: অনেকদিন পর ব্লগারদের এরকম একটি মিলনমেলার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুবই ভাল লাগছিল এবং বারবার মনে হচ্ছিল আবার কবে এমন একটি আয়োজনে উপস্থিত হতে পারব।
ব্লগার অগ্নিসারথি ও কাভাকে আন্তরিক ধন্যবাদ এই আয়োজনের জন্য। আর নাহিদ ভাই আপনার তোলা ছবিগুলোর জন্য সকলের পক্ষ থেকে ভালবাসা।

৯২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শায়মা আপু, ;)

মনিরা আপুর উদ্যোগে সবাই আমার জন্য তারে খোঁজা শুরু করে দিয়েছেন! ভৃগু ভাই তো খাছ ভাবে সাগরে ডুবিয়ে দিতে চাচ্ছেন! আপনি আমার জন্য দু'আ কইরেন যেন বাঁচতে পারি!

৯৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নাহিদ ভাই,
আপনার নাম ঠিক করে দিতে জাদিদ ভাই একদিনের বেশি সময় নেননি! জাদিদ ভাই আসলেই কর্মট প্রেমিক! যদিও ভালবাসা দিবসকে প্রেমফুল দেয়ার জন্য জমিয়ে রাখা ঐ পাঁচশত টাকা বিশাল হৃদয়ের অধিকারি ভদ্র পাগলের জন্য রক্ষা করতে পারেননি। ;)

ঘটনাটা স্মরণ হলেই হাসি পায়।
এখানটায় সম্ভবত পরিবর্তন আসবে ;) ;)
হা হা হা হা..

৯৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ, প্রাণবন্ত ছবিগুলি দেখে অনেক ভাল লাগলো।

৯৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

অন্তরন্তর বলেছেন: অনেক অনেকদিন পর সামু ব্লগ আবার জেগে উঠল আপনাদের এই প্রানের মিলনমেলায়। প্রথমে আপনাকে ধন্যবাদ এত সুন্দর পোস্টটির জন্য। ব্লগ দিবস ব্লগারদের মিলনমেলার সকল ব্লগারদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

৯৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরিচিত অপরিচিত সব ব্লগারের ছবি দেখে ঈদ আনন্দের মতই আনন্দ হচ্ছে। ধন্যবাদ ভাই।

৯৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংক ইউ নাহিদ ভাই

৯৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

পুলক ঢালী বলেছেন: বিশাল ব্যপার । প্রিয়তে নিয়ে রাখলাম। ব্লগাররা এসেছেন সবাই সামুর ব্লগার হিসাবে কিন্তু সামু কোথায় ? জানা ম্যাডাম এলে মনে হয় সোনায় সোহাগা হত। :D

৯৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

আমি তুমি আমরা বলেছেন: অনেক ব্লগারকে একসাথে দেখে ভাল লাগল, সাথে নতুন অনেককে চিনে রাখলাম।


সবার জন্য শুভকামনা রইল :)

১০০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

জাহিদ হাসান বলেছেন: না এসে তাহলে ভুলই করেছি দেখা যায়।
সব ব্লগারকে একসাথে দেখে ভাল লাগল। যদিও অনেক পুরান মুখকে দেখিনি।

১০১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: নাহিদ০৯,



এড়ানো যায়নি এমন কিছুর কারনে চমৎকার এই মাইলফলক পোস্টটিতে সাড়া দিতে দেরী হয়ে গেলো। মার্জনা কামনা করছি সকলের কাছে।
ব্লগারদের এই পুণর্মিলনীতে আসা অকুতোভয় সকলকে "এক ঝাঁক হাসিমুখ" বলাই যায় চোখ বুজে। বছরের এই শেষের দিনটিতে
সে সব মুখ যে একটা অন্য ইতিহাস রচনা করে গেছে তা আগামী দিনে আরো আরো হাসিমুখ দেখার প্রত্যয় রেখে গেলো মনে হয়!
পুণর্মিলনীতে উপস্থিত সব সহব্লগারদের শুভেচ্ছা অমন একটি বিকেল উপহার দেয়ার জন্যে।
লেখাটি অবশ্যই প্রিয়তে।


@ শায়মা !
" আহমেদ জি এস ভাইয়াকে দেখে তো বেশি মুগ্ধ!!! যাক এতদিনে আভাস পাওয়া গেলো অসূর্য্যস্পর্শা ভাইয়ার..."
এখানে আমাকে আবার আপনি দেখলেন কই !!!!!!!!!!!!! :( এখানেও মনে হয় আমি অনেকটা অসূর্য্যস্পর্শা-ই রয়ে গেলুম। আমার তো এখন কেঁদে কেঁদে গেয়ে যাবার কথা---
.........কোনখানে আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
আমি নেই........

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

নাহিদ০৯ বলেছেন: আপনাকে আমি মিস করে গেছিলাম। দেরি করে যাওয়ার জন্য দুঃখিত, আর ক্ষমা চাইছি আপনার ছবি মিস করে যাওয়ার জন্য। পোস্ট আপডেট করা হলো।

১০২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

টুনটুনি০৪ বলেছেন: চমৎকার পোষ্ট।
আমাদের ষড় ঋতু

১০৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯

কবীর হুমায়ূন বলেছেন: আফসোস হচ্ছে।

১০৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

কাওসার চৌধুরী বলেছেন:

ব্লগের সর্বজন শ্রদ্ধেয় এবং গুণী লেখক আহমেদ জী এস সাহবের অংশগ্রহণ ব্লগ ডে'কে পূর্ণতা এনে দিয়েছে। এমন উঁচু মানের একজন লেখককে এভাবে সবার মাঝে পাওয়াটা সত্যি অনেক প্রেরণার। তিনি বয়সে যেমন তরুণ, তেমন মিশুকও বটে। উনার চমৎকার ব্যবহার ও আন্তরিক কথোপকথন আমাকে মুগ্ধ করেছে।

ভাল থাকুন, অনেক অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকুন এই আশীর্বাদ রইলো।

১০৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাহ! কী চমৎকার! ব্লগার বন্ধুদের হাসি খুশি মুখ দেখে খুব ভালো লাগলো। আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

১০৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনে। :(

১০৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২

সুমন জেবা বলেছেন: ওহ্‌! মিস করলাম !
এমন একটা অনুষ্ঠান,এতসব গুণী ব্লগার..
যোগ না দিতে পারার আফসোস'টা রয়েই যাবে। তবে ভবিষ্যতে আপ্রাণ চেষ্টা করব।

১০৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

কামরুননাহার কলি বলেছেন: ওয়াও দারুন উপভোগ করেছেন সবাই।

১০৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

ভাবুক কবি বলেছেন: আহ! এমন আয়োজনে নিজেদের সম্পৃক্ত রাখতে পারলে বেশ তৃপ্তকর লাগতো। শিখতে পারতাম নতুন হিসেবে সকল অভিজ্ঞদের নিকট হতে অনেক কিছুই। লোভ জন্মালো আপনাদের মিলনমেলায় সংযুক্ত হবার।

১১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: যাদের ছবি এতদিন কল্পনায় আঁকতাম তারা দেখি আমার কল্পনার চাইতেও অনেক সুন্দর!!!
আহা এমন আয়োজন মিস করে খুবই খারাপ লাগছে :((

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৮

নাহিদ০৯ বলেছেন: একদম সঠিক কথা বলেছেন। সবার দুইটা করে পরিচয়। একটা মুখে আর আরেকটা আঙ্গুলে।

১১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

প্রবালরক বলেছেন: আমি ব্লগের বাইরের লোক। আপনাদের হাসি এবং উচ্ছ্বাসে আমিও নাড়া খেয়েছি। আপনাদের সবাইকে অভিনন্দন।
ব্লগের কান্ডারী একজন আপার কথা শুনি। তাঁকে দেখছি না যে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৮

নাহিদ০৯ বলেছেন: উনি আসতে পারেননি।

১১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, বেশ লাগছে বাঘা বাঘা সব ব্লগারদের দেখে ! :D

ব্লগার জুন আপু, শায়মা আপু নেই কেন ??

১১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঘুরে ফিরে বারবার কমেন্ট করতে ইচ্ছে করছি। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৭

নাহিদ০৯ বলেছেন: আমার ও মন্তব্য পড়তে খুব ভালো লাগছে। সবার অনুভুতির মধ্যে এতটা ভালোলাগা আর এতটা তৃষ্ণা!!

১১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

অতনু বারীশ বলেছেন: আমি একদম নব্য, তবে আগামীতে কোন মিলনীই মিস করতে চাই না।

১১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

মনিরা সুলতানা বলেছেন: ছবিয়াল ভাই !!!
অনেক অনেক ধন্যবাদ, চমৎকার সব ক্লিক এবং সেসব দেখার সুযোগ করে দেবার জন্য!

অসম্ভব ভালোলাগাময় দিন ছিলো, আপনার ক্যামেরা ঠিক ততখানি আনন্দ ই তুলে এনেছে সমস্ত ব্লগারদের জন্য।

খুবখুব পরিচিত নাম গুলো সেদিন হুট করেই তাদের নিজস্বতা ব্যক্তিত্ব নিয়ে সামনে এসেছেন। আজকাল একটু ব্যস্ত আছি বিধায় সবার লেখায় উপস্হিতি জানান দিতে পারছি না। সময় করে অনেক অনেক গল্পকথা হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ আপু এবং দুলাভাই কে। ভাইয়া অল্প কথায় অনেক কিছু বলেছেন। ব্লগার বউ হলে কি সুবিধা হয় ভাইয়া তা আমাদের কাছে উন্মোচন করে দিয়েছেন!!

আপনি যে ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে ব্লগডে তে উপস্থিতি জানান দিয়েছেন এটা বোঝাই যায়।

১১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পরিচিত নামগুলোর আড়ালের মানুষগুলোকে একসাথে দেখে খুবই ভাল লাগলো । এসে সবার সাথে পরিচিত হতে পারলে আরো ভাল লাগতো । সবার প্রতি রইলো অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৪

নাহিদ০৯ বলেছেন: হুমম। এই অনুষ্ঠানের শুরুতে সবাইকে ছদ্মবেশী ই মনে হয়েছিলো। চা চক্র এবং পরিচয় পর্বের পরে সেবাই নিজ নিজ নিক এরি পরিচয় থেকে বের হয়ে আসছে যখন, তখন পুরো পরিবেশ ই পাল্টে গেছে।

১১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

শামীম সরদার নিশু বলেছেন: বাহ রে বাহ!
অপলক দেখছি.....
ভালো লাগা সেই সাথে ভালবাসা ব্লগ পরিবারের জন্য।

১১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

ফাহমিদা বারী বলেছেন: ইস! গেলে কতজনের সাথে সাক্ষাত হয়ে যেত! মিস মিস!!

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৩

নাহিদ০৯ বলেছেন: আসলেন না কেন?

১১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সামু পরিবারের কিছু সদস্যদের একসঙ্গে দেখে খুব ভালো লাগল।অংশগ্রহন করতে না পারায় আফসোস হচ্ছে ।

১২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: নাহিদ০৯,




এবার মনে হয় এই একটি পোস্টেই দিনটিকে পুরোপুরি ধরা গেল। যেন একটি ব্লগ-ডে প্যাকেজ!

আমার নামোল্লেখে কৃতজ্ঞ।

১২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! চমৎকার !
এক পৃথিবী ব্লগার !

১২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

সোহানী বলেছেন: বলো কি আমার মতো অগাজগা মানুষের লিখা বুক করে রেখেছো!!!! সত্যিই আমি আপ্লুত, কৃতজ্ঞ।

অসংখ্য ধন্যবাদ নাহিদ। চুপি চুপি বলি আমার নামের একাংশ কিন্তু নাহিদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

নাহিদ০৯ বলেছেন: আপনি কিন্তু আমার বুকমার্ক এ থাকা একজন লেখক। প্লিজ বেশি বড় মন্তব্য করবেন না। হার্ট বিট বেড়ে যাবার সম্ভাবনা আছে।

১২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

ফেনা বলেছেন: আমি আইছিলাম কেউ দেখেনাই ......... =p~

১২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: পরের বার আমিও আসতে চাই পুনর্মিলনীতে ইনশাআল্লাহ

১২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবার মন্তব্য করলাম। কি যে একটা জিনিস মিস করলাম জীবনে , মাইক্রোফোন হাতে আমারও একটা ছবি থাকতে পারতো। কাঁপা কাঁপা ঠোঁটে বলে ফেলতাম , ' কি চমৎকার জীবন আমার।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.