![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা এবং রাত।
এই পর্যন্ত এই ব্লগে আমার তিনটি লেখা ছিল, এটা দিয়ে চারটা হল। আমি হিসাব টা দিলাম কারন আমি চাচ্ছি যে আপনারা আমার আগের লেখা গুলো পড়ুন। আমি লিংক দিয়ে দিচ্ছি-
লেখা- ১
লেখা- ২
লেখা- ৩
ধরে নিচ্ছি আপনি লেখাগুলো পড়েছেন।
আসলে এখানে লেখার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। আমি সারাদিন ই মোটামুটি অলস সময় কাটাই। তবে শয়তানের আড্ডাটা আমার মাথায় একটু কম। আমার আগের লেখাগুলো অই অলস সময়ের প্রোডাক্ট। লেখাগুলো মুলত আইডিয়া। আমাদের বর্তমান কিছু সমস্যা এর সম্ভাব্য সমাধান। সম্ভাব্য বলছি এই কারনে যে এইগুলো যেভাবে আমি চিন্তা করেছি ঠিক সেভাবে কাজে লাগানো নাও যেতে পারে। তাহলে লাভ কি?
লাভ আছে। এই আইডিয়া গুলোকে মডিফাই করা যেতে পারে, যা আমি একা পারবো না। আমরা একসাথে কাজ করলে সফল হব। আইডিয়া গুলোর যে সমস্যা বা খুত আছে সেগুলো বের করে সমাধান করা লাগবে।
আমরা সবাই দেশের ইতিবাচক পরিবর্তন চাই। কিন্ত কেউ নিজে সেটা করতে চেষ্টা করি না। এখন বলতে পারেন যে এইসব আইডিয়া দিয়ে কি পরিবর্তন করা সম্ভব? হ্যা, সম্ভব। শুরু টা আমরা করে দিলে দেখবেন বাকী কাজে অনেক সংগীসাথী জুটে যাবে।
তাহলে কিভাবে শুরু করা যায়?
খুব সহজ। স্বপ্ন দেখুন। কল্পনা করুন। বিশ্বাস করুন, এভাবেই সম্ভব। দেখবেন আপনি কি করতে পারেন।
সত্যি কথাটা হল আমার একার দ্বারা তেমন কিছু সম্ভব না। আমাদের সবার একটি লক্ষ্যে পূরনের জন্য কাজ করতে হবে। আর সেই লক্ষ্যটি হলো একটা স্বপ্নের বাংলাদেশ।
©somewhere in net ltd.