![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঢাকার বাসিন্দা, আমাদের বাসায় ১৯৯৭ সালে কেনা কোরিয়ান হুন্দাই টিভিটার শেষমেষ লীলা সাঙ্গ হয়েছে। আগের দিনে টিভি কেনার জন্য এত ভাবতে হত না, পকেটে ২০-২৫ হাজার টাকা থাকলে সনি থেকে তানিন, যে কোন একটা কিনে নিলেই নিশ্চিন্ত হওয়া যেত। কিন্তু এখন টিভির জগতে অরাজকতা চলছে। ব্রান্ডের ছড়াছড়ি আর দামেরও কোন আগা মাথা নাই। আমি একটা ৩২ ইঞ্চি এলইডি কিনতে চাচ্ছি। কিস্তি কিংবা নগদে কোন ব্রান্ডের টিভিটা আসলেই ভালো হবে জানতে চাই। আর স্টেডিয়াম মার্কেটে টিভির কি অবস্থা তাও জানার ইচ্ছা আছে। সবাইকে অগ্রীম ধন্যবাদ।
©somewhere in net ltd.