নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনই মানুষের সবচেয়ে ধ্রুব বৈশিষ্ট্য, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পরিবর্তন হয়না, সে হয় পশু না হয় দেবতা।

অন্ধের যষ্ঠী

সত্য সন্ধানী

অন্ধের যষ্ঠী › বিস্তারিত পোস্টঃ

ধর্মের কোপ ও "ধর্মভীরু" বাঙালির ইউ টার্ন

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

ধর্ম আসলে কি? আমরা যা তাই আমাদের ধর্ম। উপর থেকে ধর্ম চাপিয়ে দেয়া যায় না। সিংহ হরিণ দেখলে দৌড়ে যায় শিকার করতে, আবার পেট ভরা থাকলে চুপচাপ বসে থাকে, আর এগুলোই সিংহের ধর্ম। আর হরিণের ধর্ম সিংহকে দেখে পালানো। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হল ক্ষুধা, রাগ, হিংসা, প্রেম, দয়া, মায়া, ভালোবাসা, বিবেক। আমরা যেগুলোকে ধর্ম বলি যেমন ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ বা খ্রীস্টান ধর্ম; এরা প্রকৃত অর্থে কোন ধর্ম নয়। এরা মানুষের সহজাত ধর্মকে নিয়ন্ত্রণের চেষ্টা করে মাত্র। কিন্তু আসলেই কি এরা তা পারে? আর কিতাবে যা বলা থাকে, তাই কি আসলে ধর্ম? ৭১ এ পাকিস্তানিরা ইসলাম ধর্মকে বগলদাবা করে বাঙালি নিধনে নেমেছিল। পুরো মুসলিম বিশ্ব সেদিন তাদের এই হত্যাযজ্ঞ আর নারীদের সম্ভ্রম হননে সমর্থন যুগিয়েছিল। আবার আরব দেশগুলো পাকিস্তানকে এই যুদ্ধে আর্থিকভাবে সাহায্য করেছিল যাতে তাদের প্রিয় ছোটভাই পাকিস্তান ও ইসলাম বিজয়ী হতে পারে। তখন কিন্তু ইসলাম বইয়ের পাতা থেকে উঠে এসে বলেনি "তোমরা অন্যায় করছ"। কারণ তার সেই শক্তি নেই। কিন্তু আমরা সেদিন শুধু পাকিস্তানকেই পরাজিত করিনি, পরাজিত করেছিলাম পুরো আরব বিশ্ব তথা মুসলিম বিশ্বকেও। আমাদের যুদ্ধটা ছিল এদের সবার বিরুদ্ধে, আমরা জয়ী হয়েছিলাম। কিন্তু আজকে অবাক লাগে যখন আমাদের বলা হয় আমরা নাকি ধর্মপ্রাণ ধর্ম ভীরু মুসলিম, আমাদের রাষ্ট্র ধর্ম নাকি ইসলাম। তাহলে আমরা কিভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করলাম? নারায়ে তকবির না দিয়ে জয় বাংলা বললাম? আমরা সাচ্চা মুসলমান হলে তো আমাদের তো সেদিন আরব বিশ্বের বিচার মেনে নিয়ে পাকিস্তানীদের বুলেটে জীবন দিয়ে সোজা বেহেসতে চলে উচিত ছিল তাই না? পকিদের যৌন জিহাদকে সেদিন বিনা প্রতিবাদে হাসি মুখে মেনে নেয়া দরকার ছিল, তাই না? মেনে নেয়ার দরকার ছিল জামাতের ঝোপ বুঝে কোপ মারার রাজনীতিকে। কিন্তু সেদিন তো বাঙালি ঈশ্বর প্রেরিত সম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, রুখে দিয়েছিল ধর্মকারীদের। তাহলে আজ কেনো এই পিছুটান। আজ কেনো পাকিস্তান, জামাত বা আরবদের জন্য বাঙালি মাতম করে? আজ কেনো মুক্তিযোদ্ধাদের নাস্তিক বানানো হয়? যে ইসলাম আর মুসলিম বিশ্ব আমাদের রক্ত ঝরিয়েছে, তাদের দোষ ধরলে যদি কেউ নাস্তিক হয়, তাহলে প্রতিটি বাংলাদেশি নাস্তিক, যদি সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়, আমিও তাদের মধ্যে একজন, এবং আমরাই বিজয়ী, তারা পরাজিত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

আজাদ মোল্লা বলেছেন: আপনি কি ইসলাম ও মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন ।
আমার কিন্তু তাহাই মনে হয় ।
আর আমাদের কে সাথে ছিলো না ছিলো ,
আল্লাহ কিন্তু সাথে ছিলো ।
তাই তো বির বাংগালী অসম্ভব কে সমস্ত করলো ।
ওরা আমাদের অহংকার ।
বেঁচে আছে আমাদের মাঝে ,
থাকবে সারাজীবন ।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৯

অন্ধের যষ্ঠী বলেছেন: আপনি মনে হয় আমার লেখাটা না পড়েই জোশের উপর মন্তব্য করে ফেলেছেন। আমরা নই বরং ইসলাম আর মুসলিম বিশ্বই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম। ইসলাম তো তাই যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ বলে? সেই কারনেই সুন্নীরা ঠিক, শিয়ারা বেঠিক। আরবরা ঠিক, বাঙালি বেঠিক। আপনি বলছেন আল্লাহ আমাদের পক্ষে ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সাচ্চা মুসলিমরাও দাবি করে যে আল্লাহ তাদের পক্ষে। আল্লাহ আসলে আসলে কার পক্ষে? তিনি কি আপনাকে কিছু বলেছেন? আর আপনি যে বললেন কেউ আমাদের পক্ষে ছিলনা, সেটা কে বলল? ভারত আমাদের পক্ষে ছিল, রাশিয়া আমাদের পাশে ছিল, আপনাদের চোখে যারা আল্লাহর শত্রু, মালাউন, নাস্তিক। আর আমার মা বোনের গায়ে যারা হাত দিয়েছিল, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। সেটা যেদিনই হোকনা কেন। আর মুসলিম বিশ্ব আমাকে খাওয়ায় বা পড়ায় না বা আমি তাদের কেনা গোলাম নই যে তাদের অন্যায়কে মেনে নিতে হবে। আপনি পারলে ঠেকান।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৩৩

আজাদ মোল্লা বলেছেন: আপনি যুদ্ধ করবেন আমাকেও সাথে নবেন ,
যুদ্ধ হবে পাকিস্তানী হারামিদের সাথে ।
এখানে ইসলাম কেন আসবে ।
আমরা আমাদের মা বোন কে বাচাবো কোরবো ,
যুদ্ধ মারবো পাকিস্তানী ।
আর কেউ কারও গোলাম না ।
কথাটা রাখবেন মনে ।
অন্যাকে বলিনি মেনে নিতে ।
অন্যায় কারি কোন ধর্মের হয়না ।
আর আমি আপনাকে কেন ঠেকাতে যাবো ,
যদি থাকেন সত্য এর মাঝে ।
আল্লা বা ভগবান বলেনি কাউকে এসে ।
আর আমি লিখে ছিলাম , কে সাথে ছিলো না ছিলো
আল্লাহ ছিলো সাথে ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭

কাউন্টার নিশাচর বলেছেন: মুক্তিযুদ্ধকে নাস্তিকরা বাপ দাদার সম্পত্তি করার প্রচারণা চালাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.