| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাঈম জাহাঙ্গীর নয়ন
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
মিষ্টি কথার ভাষণ চাই না---
চাই, সাধারণ মানুষের অধিকার;
খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান আইনের সু-শাসন
প্রতিটা নাগরিক যে অধিকারের দাবীদার।।
প্রয়োজন দেখিনা ওয়াদা তোমার---
নিজের প্রাপ্ত দায়িত্বই পালন কর;
মানুষকে ভালোবাসো, দায়িত্ব অবস্থান নয়
তবেই, তোমাকে খুঁজে নিবে বারবার।।
ভাষণ, ওয়াদা অনেক শুনেছি ---
শুনতে শুনতে হয়ে গেছে কান ভার-
নীতিবাক্য, মিষ্টি কথায় হাততালি বাড়ে
পেটে ক্ষুধা-থাকে ঘর অন্ধকার।।
৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ভাই।
উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
২|
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: শেষ স্তবকটা ভাল হয়েছে। তবেকবিতায় কিছু বানান ভুল আছে, যা সম্পাদনা করে নিলে ভাল হয়।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরনো লেখায় আপনার মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত।
আমি আসলে ভুলটুকু বুঝতে পারিনি। দেখি ঠিক করতে পারি কিনা।
আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ।
প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল সবসময়
৩|
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: ওয়দা < ওয়াদা
দায়ীত্বই < দায়িত্বই
দায়ীত্বাবস্থান < দুটো শব্দের সন্ধি বিধিসম্মত নহে।
কানভার < কান ভার
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার এই আন্তরিকতা আমার প্রেরণা হয়ে থাকবে আগামী দিন গুলিতে।
আমি এখনই ঠিক করে নিচ্ছি।
একবুক ভালোবাসা আপনার জন্য।
৪|
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সাহিদা সুলতানা শাহী বলেছেন: 
দেশে খাদ্য ঘাটতি নেই। এটা খালেদার ষড়যন্ত্র।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথা একেবারে মিথ্যা বলেন নাই।
মন্তব্যে পেয়ে উচ্ছসিত হয়েছি। কৃতজ্ঞতা রইল।
শুভকামনা সবসময়।
৫|
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: ৬ নম্বর মন্তব্যটা মুছে দেবেন এবং ঐ মন্তব্যের উত্তরটা ৭ নম্বর মন্তব্যে দেবেন! আমি চাইনা ওই মন্তব্যটা আপনি ছাড়া অন্য কেউ দেখুক!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার প্রতিউত্তর পড়েছেন জেনে ভালো লাগলো।
আমার ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন,
'নাঈম জাহাঙ্গীর নয়ন'
৬|
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: ব্লগে কোন কিছু খোলামেলা আলোচনা করা ঠিক নয়! আপনার উপরের প্রতি মন্তব্যটা আপনাকে সমস্যায় ফেলবে! ওটাকে মুছে দিন!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুছে দিয়েছি ভাই।
আপনাদের কয়েকজনকে আমি বিশ্বাস আর শ্রদ্ধার চোখে দেখি সবসময়। তাই খোলামেলা বলেছি অকপটচিত্তে।
আপনার পরামর্শ আশা করছি ভাই।
আমি নোটিফিকেশন দেখে সেখান থেকে পোষ্টে যেতে পারছি না, নেয় না। তার জন্য পোষ্টে গিয়ে প্রতিটি মন্তব্য করতে হচ্ছে।
৭|
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার ফেসবুক প্রোফাইল নাঈম জাহাঙ্গীর নয়ন
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১২
কালনী নদী বলেছেন: সুন্দর কবিতা ভাই। শুভ কামনা জানবেন।