নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

যেতে হবে বহুদূর...

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯


সবই তো দেখি হারিয়ে যায়, দেখছি- বাকি থাকেনা কিছু,
দিন যায়, মাস যায়, বছর-যুগের পর যায় কত যুগ।
প্রিয়া যায় প্রিয়া আসে, রয়ে যায় কেবল স্মৃতিরা চুপ,
স্বপ্ন ভাঙে, বিরহ পুড়ে, তবুও মানুষ কেন নেয় প্রেমের পিছু!!

প্রেমে বুঝি সুখ হায়! কত প্রাণ ঝরে যায়, হয়ে বেদনায় বিদুর,
দ্বীন-সংসার ভুলে, প্রিয়া নামের মালা গাঁথে, বুঝে না কভু দুখ।
ভালোবাসার কাঙাল হয়ে, প্রিয়া মনের আঙিনাতে-খুঁজে বেড়ায় সুখ,
স্বপ্নে সাজায় ঘর-বাড়ি, বাস্তবতার সাথে আঁড়ি, ভুলে আগামী-সুদূর।।

সব সুখ, সব গান, হঠাৎ হয়-বুক শ্মশান, প্রিয়া হারায়ে কিশোর,
স্বপ্নের ভালোবাসা-নতুন সুখে হারায়, বেদনায় ভরে রাখে বুক।
লেখা নাই, পড়া নাই, বিরহের গান গায়, হয় ভালোবাসায় ক্ষোভ,
ঘৃণায় ভরে পৃথিবী, বিষাদে কেঁদে উঠে বুক, মন যেন হয় পশুর।।

কেন ভাই, কেন এত পুড়ছ? ভুলে যাও প্রিয়া বিরহ-বেদনার সুর,
নতুন খুঁজে দেখো, প্রকৃতির মতো হও, তোমাকে যে 'যেতে হবে বহুদূর'।
ভালোবাসো দেশ-মানুষ, হইয়ো না রঙিন ফানুস, জীবন দেখো-কত সুমধুর,
পাবে তৃপ্তি, বাড়বে স্বাদ-দেখো সুপ্রভাত, বৃদ্ধ যুবক কিশোর।।

এসো, দেশের গান গাই, ভালোবাসি-বাংলা সাজাই, দেখি রংধনু,
বাংলার আকাশে, বাতাসে, প্রকৃতিতে মিশে যাই, খুঁজি মানুষের দুখ।
সামান্য সুখে, আভিজাত্যের লুভে যেন- কভু না হই উৎসুক,
ন্যায়কে ভালোবাসি-অন্যায় নাশিয়া, বুঝিয়ে দেই-আমি নই ভিতু।।


(ছিবগুলো নেট সার্চ করে পাওয়া)

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

জীবন সাগর বলেছেন: আমার কাছে ভালো লাগলো।



শেষ লাইনটায় রয়ে যেতে চাই। ভালো থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগায় কৃতজ্ঞতা রইল ভাই।



শেষ লাইনটাই প্রেরণা হয়ে থাকুক।
ভালো থাকবেন। শুভকামনা রইল।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

জীবন সাগর বলেছেন:
বাংলায় স্বাগতম

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটা সুন্দর দিয়েছেন। এটি কোন জায়গায় ভাই ?



আপনাকেও স্বাগতম রইল।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

অতৃপ্তচোখ বলেছেন: বাহ! খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো আমার।



২ নম্বর মন্তব্যের ছবিটিও সুন্দর 'জীবন সাগর'।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল। মন্তব্যে আসায় উৎসাহিত হইলাম।


ভাল থাকবেন। প্রেরণা হয়ে থাকুন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

জীবন সাগর বলেছেন: কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যে।


আমার ছবিটি, শালদীঘা স্কুলের পূর্ব কোনা থেকে বাহিরের দৃশ্য। লেপসিয়া, খালিয়াজুড়ি, নেত্রকোনা।
হাওড় এলাকা।

ভালো থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞ ভাই। বিভ্রান্ত না হয়ে জায়গার নামটা দেওয়ার জন্য।



ভালো থাকবেন। শুভকামনা রইল।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

তোমার জন্য মিনতি বলেছেন: লাইক প্রথমেই দিলাম।


কবিতায় ভালো লাগা।
আমাদের দেশ-মানুষকেই ভালোবাসা উচিৎ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যে।


ভালো থাকুন।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

নতুন নকিব বলেছেন:



কবিতাতো সেই! কিন্তু বানান সামলাবে কে?

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই বানান আমার বড় সমস্যা হয়ে যায়। চেষ্টা করি, তবুও কেমন যেন ভুল রয়েই যায়।



মন্তব্যে আসায় উৎসাহিত হয়েছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

ধ্রুবক আলো বলেছেন: কেন ভাই, কেন এত পুড়ছ? ভুলে যাও প্রিয়া বিরহ-বেদনার সুর,
নতুন খুঁজে দেখো, প্রকৃতির মতো হও, তোমাকে যে 'যেতে হবে বহুদূর'।
ভালোবাসো দেশ-মানুষ, হইয়ো না রঙিন ফানুস, জীবন দেখো-কত সুমধুর,
পাবে তৃপ্তি, বাড়বে স্বাদ-দেখো সুপ্রভাত, বৃদ্ধ যুবক কিশোর।।
বাহ্! চমৎকার, ভালো লাগলো....

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত ও আনন্দিত হয়েছি আপনার প্রশংসায়।
প্রেরণা হয়ে থাকবে আপনার এই মন্তব্য।


ভালো থাকবেন ভাই। শুভকামনা সবসময়।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে উৎসাহিত হয়েছি বাবু ভাই। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।



প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা সবসময়।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লিখেছেন। কবিতায় ভালো লাগা রেখে গেলাম।


শুভকামনা রইল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম।


মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

কাছের-মানুষ বলেছেন: ভাল লেগেছে অনেক । শুভেচ্ছা রইল ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম আনন্দের সাথে।



ভালো লেগেজে জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনাকেও প্রথম আসায় কৃতজ্ঞতার সাথে অভিনন্দন।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
কবিতা পড়ে হিংসা হচ্ছে। ভাবছি এই কাঁচা মরিচ নিয়ে একটা কবিতা লেইখা আগে প্রাকটিস করমু শেষে মাইয়াগো লইয়া কবিতা লেখমু।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চৌধুরী ভাইয়ের মতো রসিক মানুষ আমার বল্পে আসায় ব্লগ আমার পূর্ণতা পেল।





কাঁচা মরিচ নিয়ে লেখলে অনেক মেয়েই আপনার প্রেমে পড়ে যাবে। তখন দেখা গেল সামলানোই মুশকিল হয়ে গেছে হা হা ....

প্রথম আসায় কৃতজ্ঞতা ও অভিনন্দন রইল আমার রসিক ফরিদ ভাই।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন
পড়ে ভালো লাগলো।
শুভ কামনা রইল ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পরে পাইলাম ভাই।
ভালো লাগলো আপনার আগমনে।


মন্তব্যে উৎসাহিত ও প্রেরণা পেলাম।
আপনার জন্যও শুভকামনা সবসময়।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কিছুদিন ধরে ব্যস্ত ছিলাম,,,,,,,,,,,,,,
এখন থেকে আছি আপনাদের সাথে নিয়মিত । #:-S

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনে ভাল লাগলো ভাই।



আমিও আছি, থাকবো সামুতে, আপনাদের সাথে।
ভালোবাসা জানবেন সবসময়। শুভকামনা রইল।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: বেশ , ভালো লাগলো ।

শুভকামনা ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানতে পেরে উৎসাহিত হলাম।




প্রেরণা হয়ে থাকবেন। আপনার জন্যও রইল শুভকামনা।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন

চালিয়ে যান!:)

আশাকরছি ধীরে ধীরে আপনার লেখায় আরো পরিপক্কতা আসবে!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই। আপনার মন্তব্য আমাকে সবসময় উৎসাহিত করে।



শুভকামনা জানবেন সবসময়।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকুন ভাই

দোআ করবেন যেন আরো ভাল করতে
পারি

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



বক্তব্য একটাই এবং তা ভালো । তবে অনেক ছড়িয়ে ছিটিয়ে লিখেছেন ।
মোটামুটি হয়েছে কবিতাটি । কবিতা যে ঢেউ তুলে যায় হৃদয়ে , যা শুধু অনুভব করা যায় , ছন্দ-মাত্রায় যাকে বাঁধাও যায়না ; তেমন ঢেউগুলো অনেক জায়গাতেই অনুপস্থিত ।

শুভেচ্ছান্তে ।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে
চেষ্টা করি ভাই, পারি না পুরোপুরি,
কৃতজ্ঞতা জানবেন,
প্রেরণা হয়ে থাকবেন ভাই,
আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

ভাবুক কবি বলেছেন: ভালই লাগল ভাই

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকুন

শুভেচ্ছা জানবেন ভাই

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

ভবঘুরে যাত্রি বলেছেন: চমৎকার

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই

শুভকামনা রইলো

২০| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫০

অতঃপর হৃদয় বলেছেন: সব সুখ, সব গান, হঠাৎ হয়-বুক শ্মশান, প্রিয়া হারায়ে কিশোর,
স্বপ্নের ভালোবাসা-নতুন সুখে হারায়, বেদনায় ভরে রাখে বুক।
লেখা নাই, পড়া নাই, বিরহের গান গায়, হয় ভালোবাসায় ক্ষোভ,
ঘৃণায় ভরে পৃথিবী, বিষাদে কেঁদে উঠে বুক, মন যেন হয় পশুর।।


দারুণ লিখেছেন ভাইয়া।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ধন্য, ধন্য আমার চিন্তাধারা, ধন্য আমার কবিতার মতো করে সামান্য এই লেখা। বড় কৃতজ্ঞতা রাখছি আপনার এই আন্তরিক ভালোবাসায়। এতো পিছনে এসে এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রেরণা যোগানো যে আন্তরিক ভালোবাসারই প্রতিফলন!!!

অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.