নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতা আর আমি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯


আমি আর তুমি-
যখন মিলিত হই
হই দুজন মুখোমুখি-
তখন-ভুলে যাই দুনিয়া
সকল বাস্তবতা ভুলে
কেবল তোমায় দেখি।
তোমার মাঝে মিশে থাকা
আমার সুখগুলো খুঁজি
খুঁজি তৃপ্তি,
ভালোবাসার মাধুরী মিশানো
মনের আকাশে দেয়
প্রেম উঁকি।।

চারিধার নীরব স্তব্ধ-
সুনসান হয়ে যায় আমার ভুবন
যেন ঋষি,
ধ্যান-জ্ঞান-সমস্ত সত্ত্বায় কেবল
মিশে থাকো তুমি।
তোমার প্রতিটি লাইন জুড়ে-
মিশে থাকে আমার সব
সুখের অনুভূতি,
কল্পনা আর স্বপ্নের মিলন ঘটে-
যখন থাকি আমি আর তুমি।।

প্রিয়ার ভালোবাসা
বিচ্ছেদ, বিরহ যাতনা
এক নিমিষেই যাই ভুলি!
তোমার প্রতিটি শব্দ
ছন্দ-তালে দেখি হিয়ার নাচন
এ নয় পাগলামী।
এ এক গভীর ভালোবাসা
একান্ত আবেগ মিশানো কথা,
তোমার জন্য হব যুগিনী,
তপস্যা-সাধনায় বেঁধে রাখবো
হব না কভু আলাদা-
কবিতা আর আমি।।

আকাশ-পাতাল
দিনের আলো-রাতের অন্ধকার
নীরবতায় অনুভবে খুঁজি,
তোমায় গড়বো বলে,
শব্দের পর শব্দ সাজাই
যেন ইট-পাথরে ইমারত গড়ি।
কত মধুর এই সম্পর্ক!
ভালোবাসার গভীরতা আর
মুগ্ধতায় পূর্ণ, চির অমর সঙ্গী,
হাসি-কান্না, আনন্দ-উল্লাস
বেদনায়-সুনিবিড় বন্ধনে আবদ্ধ
আমি আর তুমি।।

আমায় পাগল বলো না,
ভেবো না সময়-জ্ঞানহীন
কিংবা সাধক-সন্যাসী।
প্রেমে অন্য আসুক-চাই'না
তাই তো স্তব্ধ, ভাষাহীন
খুব নীরব আর একা আমি।
ভাবনায় প্রেম-শব্দের সন্ধানী
স্বপ্নের আকাশে কল্পনায় উঁড়ি।
মিশেই রবো-কবিতা আর আমি,
ডরি না, কেউ না দিক স্বীকৃতি।

মন্তব্য ৩৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

জীবন সাগর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কবিতা প্রেমে।


শুভ কামনা কবির জন্য

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা আমার প্রেরণা হয়ে থাকুক।



শুভকামনা রইল।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

জীবন সাগর বলেছেন: এই ছবিটাই পারফেক্ট হতো। তবুও খারাপ হয়নি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার ছবিটা সুন্দর হতো। আমার কাছে ছিল না। আমি এমন একটা ছবিই নেটে খুঁজছিলাম। না পেয়ে ওই দুটোই দিয়েছি।


আপনার আন্তরিকতা আমার প্রেরণা হয়ে থাকবে। শুভকামনা রইল।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

অতৃপ্তনয়ন বলেছেন: সুন্দর কবিতা প্রেম। ভাল লাগলো।




কবিতা প্রেমীকে শুভেচ্ছা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিও রইল শুভেচ্ছা। ভালো থাকবেন।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

তোমার জন্য মিনতি বলেছেন:



"আমায় পাগল বলো না
ভেবো না সময়-জ্ঞানহীন কিংবা সাধক-সন্যাসী,
চাই না এ প্রেমে অন্য আসুক
তাই তো স্তব্ধ আমি-খুব নীরব, একা থাকি।
ভাবনায় প্রেম আমার-শুধু শব্দের সন্ধানে
স্বপ্নের আকাশে কল্পনায় উঁড়ি,
আমি আর তুমি আছি-থাকবো
ভয় করিনা, কেউ না দিক স্বীকৃতি।।"

সুন্দর হয়েছে ভাই। স্বীকৃতির দরকার কি, আত্মতৃপ্তিই বড় আমার কাছে।
ভালো লাগা রেখে গেলাম +++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত ও উৎসাহিত করলেন ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।


প্রেরণা হয়ে থাকুন।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

নতুন নকিব বলেছেন:



কঠিন কবি! কঠিন সময়! কঠিন কবির চোখ,
কি হারায়ে- কিসের ব্যথায় মনে এত শোক?

সব ভালতো?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছন্দের তালে মন্তব্য আমাকে উৎসাহিত করলো ভাই।
কোন শোক নেই আর, সব ভুলে যাই যদি কবিতা পাই।
এ এক দারুণ নেশা, এ প্রেম সবার বোঝার ক্ষমতা নাই।


ভালো আছি ভাই। আন্তরিকতায় কৃতজ্ঞতা রইল।
শুভকামনা সবসময়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লাগলো, লিখতে থাকুন, স্বীকৃতি পেয়ে যাবেন,
শুভ কামনা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পড়ে উৎসাহিত ও আনন্দিত হয়েছি ভাই।
আপনার ভালো লাগা আমার প্রেরণা হয়ে থাকবে।


স্বীকৃতি খুঁজি না ভাই, আপনাদের ভালোবাসা পেয়েই ধন্য হতে চাই।
শুভকামনা রইল সবসময়।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

শুভকামনা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হইলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।


শুভকামনা সবসময়।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

অতৃপ্তচোখ বলেছেন: টিকে থাকুক কবিতা প্রেম।



ভালো লাগা রেখে গেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকুন।



শুভকামনা রইল

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আর তুমি ছাড়া দুনিয়া চলে না।


খুব সুন্দর লিখেছেন ।
শুভ কামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আগমনে উৎসাহিত হয়েছি আমি, ধন্য হয়েছে আমার লেখা।
আপনার মন্তব্যে ভালোবাসা, রইল কৃতজ্ঞতা।


আপনার প্রশংসা আমার কাছে প্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভকামনা জানবেন।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সব কথা বলা হয়েছে, সবকিছু জানতে দেয়া হয়েছে, কোন কিছু আড়ালে নেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আড়াল রেখেই লাভ কি ভাই। মনের কথা জমিয়ে রেখে পচানোর চেয়ে ভালো হোক আর মন্দ বলে দেওয়াই ভাল। তাতে একটা অন্তত বোঝা যায়।



আপনাকে মন্তব্যে পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের। আপনার মন্তব্য আমাকে সবসময় উৎসাহিত করে।
প্রেরণা হয়ে থাকবেন।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

লুসিফার ০১ বলেছেন: ভালোবাসা ব্যাপারটা অসহ্য লাগ্লেও লেখাটা ভালো ছিলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।



শুভকামনা রইল।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: কল্পনা আর স্বপ্নের মিলন ঘটে-
যখন থাকি আমি আর তুমি।।
- বেশ ভাল, তবে অনেক ক্ষেত্রে কল্পনা আর স্বপ্ন তিরোহিত হয়েও যায়, যখন 'তুমি আর আমি' সামনা সামনি হয়। উভয়ে তখন বাস্তবে নেমে আসে।
২ নং মন্তব্যে জীবন সাগর এর দেয়া ছবিটা ভাল লেগেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কবিতার বিষয়বস্তু বোঝাতে চেয়েছিলাম 'কবিতা'কে। কবিতার প্রতি আমার ভালোবাসা আর কবিতা লেখার চেষ্টায় আমি আমার স্বপ্ন আর কল্পনারই মিলন ঘটিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। আমার লেখায় প্রিয়ার চেয়েও কবিতার প্রতি বেশি মনোযোগী বোঝাতে চেষ্টা করেছি। প্রিয়ার মুখোমুখি হলে বাস্তবতায় বসবাস করতে থাকি ঠিক, কিন্তু কবিতার মুখোমুখি হলে আমি স্বপ্ন আর কল্পনাতেই ঘুরতে থাকি।

হ্যা, ২ নং মন্তব্যের ছবিটাই ভালো হতো। আমি অনেকক্ষণ খুঁজেও ছবিটা পাইনি। তাই এই ছবিটাই দিয়েছিলাম। এখন ছবি কেটে আবার প্রথমে ছবি নেওয়া সম্ভব হবে না। তাই নিতে পারছিনা।

আপনার মন্তব্য সবসময় আমাকে কিছুনা কিছু শেখায়। কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।
শুভকামনা সবসময়।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে অনেক ভাল লাগল ।
হাতে একটু সময় নিয়ে পরে অাবার আসব ।
শুভেচ্ছা রইল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি ভাই। আপনার মন্তব্য আমাকে সবসময় প্রেরণা দেয়।



শুভেচ্ছা জানবেন। ভালোবাসা সবসময়।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর, শুভেচ্ছা জানিয়ে গেলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা পেয়ে ধন্য হলাম ভাই। প্রশংসা টুকু আমার প্রেরণা হয়ে থাকুক।



সময়করে একবার আসায় কৃতজ্ঞতা রইল। শুভকামনা সবসময়।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন

স্বীকৃতি নিয়ে ভাবার সময় কোথায়!:) কবি এমিলি ডিকেনসনের কোন কবিতাই কিন্তু তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি! ব্যাপারটাতো স্বীকৃতি না পাওয়ারই মতো নাকি? তবুও কিন্তু তিনি “ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ” এর মতো দারুন সব কবিতা লিখে গেছেন!

কবিতায় ভালোলাগা রেখে গেলাম!:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই।



স্বীকৃতি নিয়ে ভাবিনা ভাই। আপনাদের উৎসাহই আমার জন্য যথেষ্ট।
আপনার ভালো লাগা আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভকামনা রইল ভাই।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা




কবিতা আর আমি-
নির্বাক নিঃশব্দ আর
নিঃস্বতা'র পৃথিবী।
শূন্যতায় ডুবে থাকি-
ধ্যান-জ্ঞান আমার
স্বপ্নের রাজ্যেশ্বরী।।
তম সঙ্গমে ডুবি-
খুঁজি তৃপ্তির সমাহার
হয় স্বপ্নরা জয়ী।
সহস্রাব্দের ঝুড়ি-
ভরা সুখিত কল্পনার
সে অমর সঙ্গিনী।।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

জীবন সাগর বলেছেন: শিরোনাম এবার ঠিক হয়েছে মনে হচ্ছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও আসায় কৃতজ্ঞতা জানবেন।
আন্তরিকতা প্রেরণা হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.