নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

গরিবি আমার অহংকার হয়েই থাকুক...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫


সুখের সময় হাত বাড়ালেই সবাই বন্ধু হয়ে যায়। হয়ে যায় আপন মানুষ। কেউ একান্ত। আবার কারো প্রিয় তালিকাতেও সেট হয়ে যায় নিজের নাম।

ভুল মানুষেরই হয়। কিছু ভুল ইচ্ছায়, আর কিছু ভুল মানুষ নিজের অজান্তেই করে থাকে। বর্তমানে ভুলের গুরুত্বও মানুষ টাকার উপরই করে। টাকাওয়ালা মানুষের কোন ভুলই ভুলের মধ্যে পড়ে না। আর গরীবলোকের সামান্য ভুলটুকুই হিমালয়সম হয়ে উঠে সমাজে। তাই হয়তো সবাই টাকার পিছনে ছুটে। ছুটতে ছুটতে নিজের বিবেক আর মানবিকতাও হারিয়ে ফেলে কোন এক সময়।

যেকোনো মূল্যে টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সুন্দরী নারী চাই। মানুষকে ভাগ করে ফেলি খুব সহজেই। মানুষকে দিন দিন অন্য কিছু ভাবতে শুরুকরে দেই। কাউকে ক্ষমতাধর হাতী- কাউকে হিংস্র বাঘ-হাঁয়েনা, ছাগল, ভেড়া, কুত্তা, বিলাই কোন কিছুই আর বাদ রাখি না। কখনো কখনো শুধু টাকার জন্যই মানুষকে আল্লাহ বা ভগবানের সাথেও তুলনা করে ফেলে কেউ কেউ!

সব কিছুর মূলে টাকা। এর জন্যই মনে হয় কবিরা টাকাকে অনর্থের মূল বলেছেন। কিন্তু বর্তমান সমাজে টাকাই সব। যার টাকা আছে- তার কাছে পৃথিবী ছোট্ট একটা গ্রহ মাত্র। আর যার কাছে টাকা থাকেনা- তার কাছে যেন নিজের গ্রামটাকেইে মনে হয় সমগ্র পৃথিবী।

যতো কথাই বলি আর যতই অনর্থ বানাই টাকাকে, আসলে কিন্তু প্রকৃতপক্ষে টাকা ছাড়া জীবনটাই অচল। সচল থাকেনা যেন কিছুই- প্রিয়ার ভালোবাসা, সন্তানের শ্রদ্ধা, বউয়ের আদর আর সমাজে মূল্যায়ন সবই শেষ। সব কিছুতেই নিজেকে মূল্যহীন করে তুলে, টাকাহীন মানুষের মূল্য খুঁজে পাওয়া যায় না। আমাদের সমাজ কারো গুণ দেখে মূল্যায়ন করতে জানেনা। যার যতো টাকা আছে তার ততো মূল্য-গুরুত্বপূর্ণ মানুষ তারাই সমাজের।

টাকার প্রয়োজন অবশ্যই আছে, থাকবে এবং অপরিসীম। তাই বলে কি টাকায় ব্যক্তির মূল্যায়ন করা ঠিক...? টাকায় মানুষকে ভাগ করা কতোটা যৌক্তিক...? সমাজ থেকে বৈষম্য কি দূর হওয়ার কোনো সম্ভাবনা আছে...? মানুষ কি কখনো শুধু মানুষ হিসেবে পরিচিতি পাবে...? দূর হবে কি সমাজ থেকে মানুষের এই বিভাজন...?

আমি গরীব বলেই হয়তো এসব ভাবছি। যদি আমারও অঢেল টাকা থাকতো, তাহলে হয়তো আমিও তখন এগুলো ভাবতাম না। মনেই হতো না এগুলো। কারো মুখে এসব শোনে উল্টো বলতাম- শালা আঁদার ব্যাপারী হয়ে জাহাজের খবর খুইল্যা বইছে;!

গরিবি আমার অহংকার হয়েই থাকুক....

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: মানুষের চিন্তা-ভাবনার গতিবিধি নিয়ন্ত্রিত হয় বোধহয় তার বর্তমান অবস্থানকে কেন্দ্র করেই।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে হয় তাই। মানুষ বর্তমান অবস্থানকেই মূল্যায়ন করে।



মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল ভাই।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাস্তবতা উঠে এসেছে লেখনীতে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করেছি ভাই। মন্তব্য পেয়ে উৎসাহিত।



শুভকামনা সবসময়।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগলো পড়ে। টাকাই মানুষকে গুরুত্বপূর্ণ করে তুলে।



ভালো লাগা জানবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, টাকাই মানুষকে গুরুত্বপূর্ণ করে তুলে।



মন্তব্যে কৃতজ্ঞতা রইল। শুভকামনা সবসময়।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


কাজ না করে যারা টাকার মালিক হয়, যারা অন্যের ভাগের সম্পদ দখল করে টাকার মালিক হয়, তাদের সমস্যা হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তা হয়তো হয়। তবে টাকায় পার পেয়ে যায় বেশিরভাগই। দু এক জনের সমস্যা হলেও তা থেকে কেউ শিক্ষা নিতে চায় না ভাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন

সবই টাকার খেলা!:)

টাকা জিনিসটা না থাকলে আজকের এই পোস্টটাও কিন্তু দিতে পারতে না ভাই!:):)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, টাকার প্রয়োজনিয়তা অপরিসীম।



শুভকামনা রইল ভাই।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ নতুন পোস্টে!

"যার টাকা আছে- তার কাছে পৃথিবী ছোট্ট একটা গ্রহ মাত্র। আর যার কাছে টাকা থাকেনা- তার কাছে যেন নিজের গ্রামটাকেইে মনে হয় সমগ্র পৃথিবী।"

-কথা তো মিথ্যে নয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই।



শুভকামনা রইল।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে ++
কথাগুলো ভালো লাগলো বেশ... অভিনন্দন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা রইল।



মন্তব্যে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকুন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন। অনেক শুভ কামনা রইল আপনার জন্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে উৎসাহিত ও আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন ভাই।



শুভকামনা সবসময়।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

সিগনেচার নসিব বলেছেন: অতীত খুড়েঁ প্রাপ্ত উপলব্ধিগুলো এক দারুণ
অনুসন্ধান চালিয়েছেন। +++




শুভেচ্ছা রইল অবিরত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা রইল নসিব ভাই। উৎসাহিত হলাম ভাই।



প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এতো টাকা দেখে তো মাথা নষ্ট হয়ে গেলে .......... B-)

টাকা দিয়ে সুখ কেনা যায় না ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা .... ভাই, আমারও মাথা নষ্ট হয়ে গেছে, এত টাকা মানুষ কেমনে কামাই করে!




জ্বি ভাই, আমি বিশ্বাস করি টাকা দিয়ে সুখ কেনা যায় না। তবুও ব্যর্থ চেষ্টা থেকেই যায়।

ভালোবাসা জানবেন ভাই। শুভকামনা রইল।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: অনেকদিন আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম, এক বয়স্ক লোক গভীর রাতে টাকার বান্ডিল গুলো বিছানার উপর সাজিয়ে- তারপর সেই টাকা গুলোকে একটা লাঠি দিয়ে মারে আর খুব কাদে । তখন একটা গানও হয়, 'টাকা তুই ক্যান সময় মতো আইলি না....' এই সিনেমার পরের কাহিনী হলো- এই লোককে তার প্রেমিকা ছেড়ে চলে যায় । তখন তার চাকরী ছিল না । মেয়েটা অন্য একটা লোককে বিয়ে লন্ডন চলে যায় । অনেক পরে এক সময় সেই লোকটির অনেক টাকা হয়, তখন সে বুঝতে পারে, টাকার জন্য ভালোবাসা হারিয়ে যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না । লোকটি গভীর দুঃখে গভীর রাতে টাকা গুলোকে মারে । কিন্তু তারপরও তার মনের ক্ষোভ দূর হয় না । সেই মেয়েটির জন্য তার বুকের ভেতর হাহাকার করে উঠে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় বেদনাময় কাহিনী শোনালেন ভাই। ছবিটার নাম আমার মনে হচ্ছে না। সম্ভবত আমিও দেখেছিলাম ছবিটি।
তবে 'টাকার পাহাড়' ছবিতেও দেখা যায় আপনার কাহিনীর মতোই। টাকার অভাবে ভালোবাসার মানুষ হারিয়ে যায়, আর যখন টাকা থাকে তখন ভালোবাসার মানুষ অন্য ঘরে।

টাকায় ভালোবাসা পাওয়া যায় না ভাই। তবে টাকার জন্যই অনেক ভালোবাসার পরাজয় ঘটে!
গরীবের ভালোবাসা সবসময় উপেক্ষিত হয়, মূল্য থাকেনা কিছুই!

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লেগেছে ।
তাইতো কবি বলেছেন
হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
দানিয়েছ মোরে খ্রিস্টের সন্মান ।


কামনা করি জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠোক ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার সামান্য চিন্তাভাবনা আপনার ভালো লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত হয়েছি ভাই।


কামনাটুকু চির অম্লান থাকুক। প্রেরণা হয়ে থাকুন আমার মন আকাশে।
শুভকামনা জানবেন সবসময়।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা হয়ে থাকুন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.