নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
১-অতৃপ্ত প্রেম
অনুক্ষণে বৃন্দাবনে
নীরব কথন,
ভুলতে নাহি পারি
হয় গো স্মরণ।
প্রেমালাপে হয়ে মত্ত
কতশত ক্ষণ,
ভেসেছি স্বপ্নলোকে
ঘুরেছি গগন।।
ভুলে যেও প্রিয়া, মোর
স্মৃতি করোনা স্মরণ,
অহর্নিশ ভাবনা, প্রেম
যতো আশা স্বপন।
হৃদয়ে জমানো, ভালোবাসা
তোমার প্রিয়তম,
বাতাসে দিও ছড়ায়ে
খুঁজে নেবে এই মন।।
২-পূর্ণতা পাবে মন
যদি সকাল না কভু আসে,
পৃথিবীকে ঢেকে রাখে অন্ধকার।
চন্দ্র-তারা যদি নিবে যায় সবে,
ভয় চেপে বসে পথ হারাবার।
মাঝি কভু না আসুক এ ঘাঁটে,
বন্ধ হয়ে যাক খেয়া পারাপার।
শুধু মনে রেখো-আঁধার ভেদ করে,
আমি আসবো তোমারি ওপার।
তোমার বাতায়ন রেখো খুলে,
দেখতে দিও চাঁদ মুখটি একবার।
চন্দ্র হয়ে রবে মোর-হৃদয় আকাশে,
তোমাতেই মিশে হবো একাকার।
যদি তোমায় পাই'গো আমার মাঝে,
চাই না সকাল-আলো নেই দরকার।
তোমারই রবো আমি জীবন-মরণে,
পূর্ণতা পাবে মন, ঘুচবে সকল আঁধার।।
৩-অতৃপ্ত
আমি যতবার সাজাতে চেয়েছি-
জরাজীর্ণ এলোমেলো এই জীবনটাকে,
পেয়েছি নতুন কোন সুখ-উপলক্ষ্য।
ততবার আমার সাজানো জীবনটা-
আরও বেশি অগোছালো হয়ে গেছে,
সবকিছুই ভেস্তে হয়েছি লক্ষ্যচ্যুত।।
আমি যতবার তোমাকে নিয়ে,
নতুন কোনো স্বপ্নে ভেসেছি-
সুখে রাঙাতে চেয়েছি ভুবন,
ভালোবাসার হিসেব করেছি সুক্ষ্ণ।
ততবার আমার সকল স্বপ্নগুলো
কাঁচের গ্লাসের মতোই ভেঙে-
টুকরো টুকরো হয়ে গেছে।
কোন টুকরো-তেই বহু কাঙ্ক্ষিত
সুখ নামের শব্দটি খুঁজে পাই'নি,
আমি হয়েছি কেবলই ব্যর্থ।।
সুখের আশায় ভালোবেসে ছিলাম,
ভেবেছি দুনিয়ার সবচেয়ে প্রিয়,
তোমার প্রেমের মুগ্ধতায়- মনটাকে
কানায়-কানায় করেছিলাম পূর্ণ।
সব স্বপ্ন আশা'ই আজ যেন মিথ্যে-
সবগুলো চাওয়া'ই হয়ে গেছে নিঃস্ব,
তুমিহীনা আমার পৃথিবীটাই আজ শূন্য।।
কোনো আশা নেই, নির্বাক ভাষা
অন্ধকারে যেন ছেয়ে আছে আজ
আমার আলোকিত সুখের পৃথিবী,
চোখে যেনো মহাসাগরের বসবাস,
চলছে, মন আর বিবেকের নীরব-যুদ্ধ।
হৃদয় ভাঙনের এই নিঠুর খেলায়
আমি'ই কি বোকা-না'কি তুমি মিথ্যে?
এই একটি প্রশ্নই আজ যেন বারবার
এলোমেলো করে দিচ্ছে আমার ভুবন
বিষিয়ে তুলছে জীবন-করছে অতৃপ্ত।।
৪-প্রেমের ছলনা
তোর পিরিতে আমি মরা
দেহ অন্তর আমার পুড়া।।
পাইলাম শুধু প্রেমের ছলনা!!
জীবন গেল দুঃখ সয়ে
সুখের দেখা নাই।
আমার মতো রইলাম আমি
দিবানিশি শুধুই ভাবি।
কিসের সুখে তোর আশাতে
এই জীবন কাটাই।।
পাইলাম শুধু প্রেমের ছলনা!!
আকাশ কান্দে, বাতাস কান্দে
ভাসিস'রে তুই প্রেম-তরঙ্গে।
আমার ব্যথা বোঝার কেহ নাই।।
দুঃখ আমার গলার মালা
দিন-রজনী বাড়ায় জ্বালা।
কি সুখ পাইলে আমারে কান্দাই।।
কত দিনের কত কথা
বাড়ায় কেবল বুকের ব্যথা।
ভুলতে গিয়েও ভুলতে নাহি পাই।।
নিশি জেগে স্মৃতির পাতা
তোর প্রেমেরি ছোঁয়ায় ভরা।
আমার মাঝেই রেখে দিতে চাই।।
৫-অসহায়
বিধি-রে...ও ও ও...বিধি-রে
তোমার খেলা তুমি-ই বুঝ
অন্যের বোঝা দায়।
কখন ভাঙো কখন গড়ো
ভাঙা গড়ার খেলা খেলো।।
ভাঙনের এই নিঠুর খেলায়
আমি অসহায়।
চোখ বুজিয়া রইলে কেনো
দেখো গো আমায়।।
ভালোবাসায় দিলা ভরে
আমার এই ভুবন।
সবকিছু'ই আজ মিথ্যে যেন
বিষাক্ত সব-লগন।।
পুড়ছি আমি প্রেম আগুনে
তুষের মতো শুধু'ই জ্বলে।
গন্ধ কি আর পাও না তুমি
এই অন্তর পুড়ায়!!
চোখ বুজিয়া রইলে কেনো
দেখো গো আমায়।।
মন ভাঙিয়া মনের সাথে
বাঁধো অন্য মন।
ভিখারি'কে সাজাও রাজা
দিয়ে সম্মান ধন।।
সকাল দেখি নিত্যদিনি
রাত্রি আসে ঠিক তেমনি।
জগৎ সংসার চলছে সবি
তোমারই কৃপায়।।
চোখ বুজিয়া রইলে কেনো
দেখো গো আমায়।।
৬-অতৃপ্ত-আত্মা
হয়তো মরে গেলেই সব চুকে যাবে...!
তোমার দেওয়া অহেলা
প্রেমের নামে মিথ্যে ছলনা
সামান্য ভালোবাসা, আর
এই নিষ্ঠুর পৃথিবীর সকল নির্মমতা
সব কিছু একদিন ঠিকই ফুরিয়ে যাবে।
আমি নিঃশেষ হয়ে যাবো-
কোনোএক সময় এই পৃথিবীপৃষ্ঠ থেকে,
কিছুই আর অবশিষ্ট থাকবেনা আমার।
তুমিও ভুলে যাবে আমাকে...! ভুলে যাবে,
আমি কোনোদিন ছিলাম- তোমার জীবনে।
হয়তো, মনে মনে তৃপ্তির শ্বাস ছেড়ে
বলবে-যাক, একটা ঝামেলা বিদায় হলো...!
হইনি অবাক, তোমাকে শুধু শুধুই
ঝামেলায় দাঁড় করিয়ে দিয়েছি।
বলেছি ভালোবাসি! পারিনি বুঝতে-
তোমার যোগ্য আমি নই, গরীব আমি,
গরীবের ভালোবাসতে নেই! বুঝিইনি!
তুমি মুখে মিষ্টি হাসি ফুটিয়ে রেখেছিলে,
আর অন্তরে ভেবেছো- অসহ্য'
কিভাবে এই ঝামেলা যাবে ছাড়ি।
বলেছি- তোমাকে ছাড়া আমার জীবনে
ঘিরে থাকবে শুধুই অন্ধকার।
তুমি ঠোটের কোণায় সামন্য হাসি জমিয়ে
হয়তো ভেবেছো মনে মনে- আশ্চার্য্য'
জীবনটাকে এই বুঝি করে দিবে- ছারখার!
আমি তোমার অন্তরের কথা বুঝতে পারিনি,
তোমার মনের ভাবনা আমি খুঁজে পাই-ই-নি।
মুখ আর ঠোটের হাসিতে হেরে গেছি বারবার।
তোমার মিথ্যে ছলনায় গেছি ডুবে-
হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছি
অন্তর থেকে তোমাকে চেয়েছি আপন করে
চেয়েছি সুখের ঘর বাঁধতে দু'জনে। পারিনি
তোমার সাথে ভালোবাসার ঘর সাজাতে।
আমি হেরে গেছি- নয়তো
হারিয়ে দিয়েছি তোমাকে- ভালোবাসায়।
আমি ব্যর্থ হয়েছি-মনের অতৃপ্ত বাসনায়
তোমাকে পোড়াতে পারিনি কামনার আগুনে।
বাঁধা ছিল হৃদয়ের, বিবেক সাঁই দেয়-নি।
আমার কামনা-বাসনা ইচ্ছা সব স্বপ্ন
তোমার কাছে রেখেছিলাম-আমানত হিসেবে,
তুমি সেই আমানত ধরে রাখতে পার-নি।
আমার সাথে করেছো বেঈমানী...
প্রতারণা করেছো আমার বিশ্বাস নিয়ে,
আমার ভালোবাসাকে তুমি করে গেছো তুচ্ছ।
তাই বুঝি আজ আমার বিবেকের ধ্বংসনে
তিল তিল করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে....!
কেন ভুল করলাম তোমাকে বিশ্বাস করে,
কেন তোমাকে ভাবতে পারলাম না শুধুই পুষ্প।।
আজিকে তাই, নয়নে ভর করেছে শ্রাবণ,
মনের ভুবন ভাসিয়ে চলেছে ভরি বরিখন্তিয়া।
ভালোবেসে আজও এ'হৃদয় করে নিবে বরণ,
দরশনে তোমার, তৃপ্ত হতে চায় অতৃপ্ত-নয়ন।
তাই বুঝি অনুভবে-বিরহের এই জ্বালা দারুণ,
স্মরিয়া তোমাকে যেন- ফাটি যাওত এই ছাতিয়া।।
তুমি তো দেখবে না কখনো, বুঝবেনা-
ফাটিতে চাহে এ বুক আজও তোমারে স্মরিয়া।
জমুক মেঘ আকাশে, ভাসুক হৃদয় শ্রাবণে
ঝরুক বৃষ্টি যতো মনের জমিনে, বুঝবেনা কেউ,
হয়'তো তুমিও তা- কখনওই জানবে না।
মরেই যাবো। ভাবি-না, নিঃশেষ হয়ে যাবো
এই প্রেমের ভুবন থেকে কখনওই আমি!
একদিন হয়'তো জীবনের অমোঘ নিয়মে
হবেই আমার মৃত্যুর পথে-যাত্রা।
ভুলেই থেকো তুমি, ভুলে যাক নিঠুর পৃথিবী,
শেষ হবে না কভু আমার এই ভালোবাসা।
ভেবো না কখনো- এই প্রেমের হবে মরণ,
না, মিটবে না কখনওই পাওয়ার এ'তৃষ্ণা।
শুধু জেনে রেখো, মানো চাই-বা না মানো
তোমাকে ঘিরেই থাকবে আমার- অতৃপ্ত-আত্মা।।
(ছবিগুলো নেট সার্চে পাওয়া)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন তবুও কষ্ট করে সেজন্য কৃতজ্ঞ ভাই।
লেখা আমার সার্থক হয়েছে। এর পর থেকে ছোট করবো ভাই।
মন্তব্যে উৎসাহিত ও আনন্দিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ছোট করার দরকার নেই ...........
যে কোন টপিক নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে থাকুন।
লিখতে লিখতে ভালো মানের লেখক হয়ে যাবেন ।
শুভ কামনা রইল ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটা হবে জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
কৃতজ্ঞতা রইল ভাই মন্তব্যে। আপনার আন্তরিকতায় উৎসাহিত ও প্রেরণা পেয়েছি ভাই।
ভালোবাসা হয়েই থাকুন সবসময়।
আপনার জন্যও রইল শুভকামনা।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
তোমার জন্য মিনতি বলেছেন: অনেক বড় করেই লিখেছেন অতৃপ্ত আত্মার কথন। ভালো লাগা রেখে গেলাম। রইল শুভকামনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে প্রেরণা পেলাম।
মন্তব্যে এসে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা রইল।
একটু বড় পোষ্ট না হইলে আর ব্লগ কেন। ফেসবুকই তো আছে ছোট পোষ্টের জন্য।
শুভকামনা জানবেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
তোমার জন্য মিনতি বলেছেন: শাহরিয়ার কবির ভাইয়ের ২ নং মন্তব্য ফলো করেন সাফল্য আসবেই।
ভালোবাসা অমর হয়েই থাকুক।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দ্বিতীয়বার আসায় কৃতজ্ঞতা রইল।
হ্যা ভাই, শাহরিয়ার ভাই সবসময় আন্তরিক মন্তব্যই করেন।
সে সবসময় শ্রদ্ধাভাজন।
ভালোবাসা অমর হয়ে থাকুক।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগলো কাব্য। আশা করি আরো ভালো হবে দিন দিন। সফল হোন প্রত্যাশা রাখি।
শেষের লেখাটা আরেকবার এডিট করে নিতে পারেন। সামান্য কিছু লাইন সাজালেই চমৎকার হতে পারে।
শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ ও ভালোবাসা রাখবেন ভাই। আমার চেষ্টা থাকবে ভালো করার।
হ্যা ভাই, শেষের লেখাটা আরেকবার এডিট করবো। আসলে গদ্যের মতো লিখেছিলাম লেখাটা, লাইন মিলাতে সমস্যা হচ্ছিল। তারপর একটু তাড়াতাড়িও ছিল। এখন দেখি কতটুকু এডিট করতে পারি।
আন্তরিকতায় কৃতজ্ঞ ভাই। ভালো থাকুন। শুভকামনা সবসময়।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
অতৃপ্তনয়ন বলেছেন:
আগামী দিনের সুলেখককে ফুলের শুভেচ্ছা জানিয়ে গেলাম। সঙ্গে ভালোবাসা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা হৃদয় দিয়ে গ্রহণ করলাম ভাই।
সুলেখক হতে পারবোনা ভাই। তবে লিখতে পারবো মনের না বলা কথাগুলো। আপনাদের উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকবে।
ভালোবাসা জানবেন ভাই।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
উম্মে সায়মা বলেছেন: এগুলো যদি অনুকাব্য হয় তবে আপনার নরমাল কবিতা কত বড় হবো!!
ভালো হয়েছে.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা জানাই।
প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকুক।
শুভকামনা রইল আপনার জন্য।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে পেয়ে পূর্ণতা পেল আমার সামান্য লেখাটি।
কৃতজ্ঞতা জানবেন আপু।
প্রেরণা হয়েই থাকবেন।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
মাশায়াল্লাহ ভালো হয়েছে, এবার বিরিয়ানী খান।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্,
আপনার প্রতিটি মন্তব্যেই আমি তৃপ্তির স্বাদ পাই। আজ তো মনের সাথে পেটও ভরিয়ে দিলেন।
ভালো লাগাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
নাগরিক কবি বলেছেন: তু"মি ঠোটের কোণায় সামন্য হাসি জমিয়ে
হয়তো ভেবেছো মনে- আশ্চার্য্য'
আমার জীবন এই বুঝি করে দিবে- ছারখার!
এই লাইন গুলো ভাল লাগছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।
ভালো লাগাটুকু আমাকে প্রেরণা যোগাবে ভাই।
শুভকামনা জানবেন।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয় কবি, পোষ্টে ভালোলাগা রেখে গেলাম।
অাপনার উত্তর উত্তর উন্নতি ও শুভকামনা করছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা আমার আছে, থাকবে। জানিনা কোনদিন 'কবি' হতে পারবো কিনা তবে আপনার মন্তব্য আমাকে সাময়িকভাবে কবি হওয়ার স্বাদ পাইয়ে দিল। আপনার উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকবে আগামীর পথে। কৃতজ্ঞতা জানবেন ভাই।
আপনার জন্যও ভালোবাসা আর শুভকামনা সবসময়।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
সব গুলি কবিতা পাঠ করলাম,
ভাল লাগল ,অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আগমনে ধন্য হয়েছি ভাই। পাঠ করেছেন জেনে কৃতজ্ঞ রইলাম। ভালো লাগাটুকু আমাকে উৎসাহিত করবে, প্রেরণা হয়ে থাকবে আপনার আন্তরিক মন্তব্য।
অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় লেখকের প্রতি। শুভকামনা সবসময়।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭
পলাশমিঞা বলেছেন: আমি প্রথম ভেবেছিলাম গল্প।
ছোট কাল থেকে বিশ্বাস করি অতৃপ্ত আত্মারা ভূত।
অনেক গান লিখেছেন এই পোস্টে।
কয়েকটা পড়েছি।
কষ্টের গান। বেশি কষ্ট ভালো না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো, উৎসাহিত হয়েছি। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
দুটি, গানের মতোই লিখতে চেয়েছি, মনে হচ্ছে পরেছি।
বেশি কষ্ট সত্যিই ভালো না ভাই, বেশি কষ্ট বেঁচে থাকা মানুষের আত্মাকেই অতৃপ্ত করে তুলে।
ভালোবাসা রইল আপনার আন্তরিক হৃদয়ে। শুভকামনা সবসময়।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
পলাশমিঞা বলেছেন: জানি কষ্টে মন ক্লিষ্ট। কিন্তু কষ্টকে বেশি লাই দিলে মাথায় উঠে নাচে।
ভালো থাকতে হয়। নইলে ভালো থাকা যায় না।
ভালো থাকবেন। আনন্দ উপভোগ করতে হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দ্বিতীয়বার মন্তব্যে আসায় আন্তরিকতা দেখছি আমি, কৃতজ্ঞতা জানবেন।
কষ্টগুলো জীবন থেকে বিদায় দিয়েছি, ভাবি না আর। তবে কাগজ আর কলমে লেগে আছে।
আপনার "আনন্দ উপভোগ করতে হয়" কথাটুকু উপদেশ হিসেবে থাকবে আমার মাঝে।
ভালোবাসা জানবেন। শুভকামনা সবসময়।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
পলাশমিঞা বলেছেন: কষ্ট চিন্তার খোরাক হলে ভালো, মারাত্মক কবিতা লেখায়।
ভুঁড়িওয়ালারও কিন্তু কষ্ট হয়। হজমশক্তি মন্দ হলে পেট ভরে খেয়েও কষ্ট হয়।
আমার জন্য দোয়া করবেন। আমি নানা হয়েছি। যমজ নাতনি হয়েছে। একটু বেশি করে দোয়া করবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
দোআ রইল ইয়া বড়
নাতনি হোক বড়সড়।
আপনার কপাল ভাল জোড়া নাতনি করবে হৃদয় আলো। নিত্যদিন রসিকতা পাবে নতুনত্ব।
তাড়াতাড়ি নাতনি যুগল বড় হয়ে উঠুক প্রত্যাশা রাখলাম।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
পলাশমিঞা বলেছেন: আপনার জীবন সফল হোক, অন্তর হোক নন্দিত।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপনার আন্তরিকতায়।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
অনুকাব্য পড়তে পড়তে জীবন শেষ .......
সুন্দর হয়েছে ।