নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো তুমি..? ভালো আছো কি...?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯

কেমন আছো তুমি...?
ভালো আছো কী...?
বহুদিন হয় তোমাকে দেখিনা...!
কতদিন হলো পার- কতো মাস গেল!
বছরের পর বহু বছর, যুগ পেরিয়ে
আরএক যুগ প্রায়-তোমাকে শেষ দেখার।

খুব দেখতে ইচ্ছে করে প্রিয়তম,
জানতে মন চায়-তোমার খবর।
হয়েছো কতটা সুখী...?
মনে কি হয়'নি কখনো...?
একবারও কি ওই হৃদয় চায়'নি-
আমাকে দেখিবার...!

ভুলে গেছো কি...?
খুব যতনে গভীর ভালোবাসায়,
ফুলের পরশে আমার-
ঘুম ভাঙিয়ে দেওয়া সেই সকাল...!
কিংবা, গোধূলির আগমন দেখে,
খোলা আকাশের নিচে ঘাস বিছানায়
তোমার কোলে মাথা রেখে,
একান্ত কাটিয়েছিলাম পুরোটা বিকাল।
সবই কি ভুলে গেছো আজ...?

কতদিন কত মধুর স্বপ্ন-কথা দিয়েছো
এই হাতে রেখে হাত, পাশাপাশি বসা,
বলেছো, দুজনে একটি ঘর বাঁধবো-
শুধই ভালোবাসা থাকবে সেথা।
সুখ দুঃখ বা কঠিন বাস্তবতার-
কোনো আঘাতেই হবো না'তো আলাদা।

একসাথেই দুজন করবো বসবাস।
তোমার দেয়া ভালোবাসা-
স্বপ্ন আশাতে ছিল দৃঢ়তর বিশ্বাস।
কোন স্বার্থ তো দূরের কথা
মৃত্যুও আমাদের করবেনা একা!

আমি তো সেই বিশ্বাসেই ছিলাম,
মন-দিগন্তের সীমানা জুড়ে ছিল-
তোমারই বসবাস-আনাগোনা।
বিরহানল ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে,
বিজলি দ্বীপ শিখা-আলোর ঝলকে
তোমাকেই খুঁজে এই মন প্রিয়া।

কখনো বুঝেছো কি...?
আমাকে কতটা পুড়াবে তোমার শূন্যতা..?
ভাসাবে বেদনার মহাসাগরে সর্বদা...!!
প্রথম প্রেম, প্রথম ভালোবাসা
কভু যায় না ভুলা, এ এক নীরব যাতনা!
কখনওই ভেবেছো কি...?
চেয়েছো কি জানতে- আমার খবর...?
বলেছো কি কোন ভুলে....
কেমন আছো তুমি...? ভালো আছো কি...?
দীর্ঘশ্বাস হয়েও কি বেরিয়েছে কখনো...?

মনের ভুবন জোড়ে শূন্যতার বসবাস...!
দিগ থেকে দিগন্তের পথ ধরে
ছোটে চলেছি একা...। বড়ই একা...!
স্তব্ধ আমার চারিধার, নিকষ আঁধার।
চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার।
নিঃস্বতার নীরব আঘাতে
যন্ত্রণায় কাতর এই হৃদয়ের ভেতর-বার।

অসহ্য! দুঃসহ এই বিরহ যাতনা,
দিগন্তের সীমানা জুড়ে কষ্টের সমাহার।
তবুও থেমে নেই আমি...
চলেছি ছোটে প্রাণবন্ত, দুরন্ত-দুর্বার।
আমাকে যে ছুটতেই হবে-
দিতে হবে পাড়ি মহাসাগর-অথৈ আঁধার।
আমি জানি, আমি পারবো।
পারবোই, কখনওই চাই না হারিবার।

দৃঢ় থেকে দৃঢ়তর মনের এই জোর-বিশ্বাস,
আলো হয়ে থাকবে যতদিন দেহে আছে প্রাণ।
এই মন-ভালোবাসা রয়েছে আজও তোমার,
আজও এই মন আকাশে তুমিই পূর্ণিমা-চাঁদ।।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪

নাগরিক কবি বলেছেন: অসহ্য! দুঃসহ এই বিরহ যাতনা,
দিগন্তের সীমানা জুড়ে কষ্টের সমাহার।
তবুও থেমে নেই আমি...
চলেছি ছোটে প্রাণবন্ত, দুরন্ত-দুর্বার


ভাল লাগলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম। ভালো লাগাটুকু প্রেরণা হয়ে থাকুক।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

তোমার জন্য মিনতি বলেছেন: সকাল সকাল এত্ত মিনতি দেখে ভালই লাগলো।


এটা কি কবিতা না কাব্য?
ভালো হয়েছে ++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানিনা কি লিখেছি ভাই। বসে থাকার চেয়ে বেকার খেটেছি বলতে পারেন।


ভালো লাগাটুকু প্রেরণা হয়ে থাকুক।
শুভকামনা আপনার জন্য।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৮

অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগলো তাই জানিয়ে গেলাম


কবিতায়++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগে প্রীত হয়েছি। উৎসাহিত করায় কৃতজ্ঞ।




প্রেরণা হয়ে থাকবেন

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

অতৃপ্তনয়ন বলেছেন:
প্রথম প্রেম এভাবেই চাঁদের মতো থাকে মনের আকাশ জুড়ে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন। প্রথম প্রেম কখনো ভুলা যায় না।


দ্বিতীয় মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: কেমন আছে কিভাবে জানা যায় ভাইয়া! :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কঠিন প্রশ্ন করে গেলেন আপু!


মুখের দুটি শব্দ 'ভালো আছি' শোনেই বিশ্বাস করে ফেলি, যেহেতু মনের খবর জানার ক্ষমতা নেই। তবে একান্ত কাছের মানুষের মুখ দেখেও কিছুটা পরিমাপ করা যায়, কথা বলার ধরণেও বুঝা যায় কিছুটা। সেটাও অনুমান। আমি তো দেখিই না বহুদিন। অনুমান করবো কি করে। তাই জানতে চাওয়া।

আপনি ভালো আছেন তো আপু ?

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!:)

চেষ্টা করে যান আশারাখি লেখার মান আরো বাড়বে!:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা পেলাম ভাই।



চেষ্টা থাকবে আমার। আপনাদের উৎসাহ কাম্য।
শুভকামনা রইল। ভালোবাসা জানবেন সবসময়

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে +

ভালো লাগলো কবি ।
শুভ কামনা রইল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার লেখার নেশায় যে কয়জন ব্লগারের উৎসাহ প্রেরণা হয়ে কাজ করে তাঁদের মধ্যে আপনি একজন ভাই। আপনার প্রতিটি মন্তব্য আমাকে সাহসী করে লেখতে। কবি কি আর আমি হবো ভাই! আগে ফেসবুকে ঘুরতাম, এখন ব্লগে ঘুরি। আপনাদের দেখাদেখি উৎসাহিত হয়ে লেখতে সাহস করি এটুকুই।


প্রেরণা হয়ে থাকবেন সবসময়। ভালোবাসা জানবেন।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: ভালই লাগলো, যদিও কবিতা কম বুঝি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগায় উৎসাহিত হলাম।
মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা।



কবিতা আমিও বুঝি না ভাই, যা মনে আসে লেখি।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: লিখতে থাকুন...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ চাই হে প্রিয় কবি। আগমনে উৎসাহিত।


প্রেরণা হয়ে থাকুন। আপনার জন্য শুভকামনা সবসময়।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

পলাশমিঞা বলেছেন: দৃঢ় থেকে দৃঢ়তর মনের এই জোর-বিশ্বাস,
আলো হয়ে থাকবে যতদিন দেহে আছে প্রাণ।
এই মন-ভালোবাসা রয়েছে আজও তোমার,
আজও এই মন আকাশে তুমিই পূর্ণিমা-চাঁদ।।


এমন কবিতা লিখতে থাকলে মন নিস্তেজ হয়ে যাবে তো :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, নিস্তেজ হবে না। আপনাদের আন্তরিকতা আর আমার ভালো থাকার চেষ্টা মনকে সতেজ রাখবে।



মনের ভেতর কথা সব জমে জমে নষ্ট করে দিচ্ছে মন। সেগুলো ব্লগে লিখে নিজেকে হাল্কা করছি।


ভালোবাসা রইল নিরন্তর।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

পলাশমিঞা বলেছেন: তাইলে ঠিকাছে।

কষ্টকে ক্লিষ্ট করতে পারলে মন চনচনে হয়।

শুভ কামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই।
টিকে থাকুক সামুতে এমন আন্তরিকতা প্রতিটি ব্লগে।


অাপনার জন্য শুভকামনা সবসময়।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো থাকবেন। শুভ হোক পথচলা।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

উম্মে সায়মা বলেছেন: দীর্ঘতম দীর্ঘশ্বাস...
সুন্দর লিখেছেন।

পুড়াবে<পোড়াবে।
বানান টা একটু দেখবেন।
আপনার আগের কবিতায় ও এই ভুল দেখেছি।
তাই বললাম। কিছু মনে করবেন না।
ছোটে<ছুটে।

শুভ কামনা রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না আপু, মন খারাপের প্রশ্ন আসবে কেন। আমি আপনার আন্তরিকতাই দেখছি মন্তুব্যে, এটা আমার সৌভাগ্য মনে করছি।


আমার আসলে বানান একটু ভুলই হয়। ঠিক বোঝে উঠতে পারিনা। ঠিক করে নেবো আবার এডিট করে।
আপনার মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি। ভালোবাসা সবসময়।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
ভালো থাকবেন :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনিও ভালো থাকুন সবসময়।

শুভকামনা সবসময়।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২

টুশকি বলেছেন: "বহুদিন পরে হঠাত্‍ দেখা হলো
-কেমন আছো? ভালো আছো কি?
অবান্তর প্রশ্নটা জিজ্ঞেস করলাম
তুমিও বললে, তাই আমিও বললাম
-চলছে! ভালোই আছি!"

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, বহুদিন পর হঠাৎ দেখায় দুটি শব্দ "ভালোই আছি" জানতে পারলেও মোটামুটি ভালো লাগে। মনে তৃপ্তিকর একটা কিছু নেমে আসে, যাক ভালো আছে। কতটুকু ভালো আছে সেটা নিয়ে কোনো প্রশ্ন জাগে না। মনে সামান্য হলেও ভালো লাগাই কাজ করে। বহুদিন পরে হলেও তো হয়েছে দেখা, শোনতে পারলাম মুখের দুটো কথা। এটা বুঝি সৌজন্যতা।

ভালো লাগা রইল আপনার কাব্যিক মন্তব্য।
ভালো থাকুন সবসময়। শুভকামনা।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: দৃঢ় থেকে দৃঢ়তর মনের এই জোর-বিশ্বাস,
আলো হয়ে থাকবে যতদিন দেহে আছে প্রাণ।
এই মন-ভালোবাসা রয়েছে আজও তোমার,
আজও এই মন আকাশে তুমিই পূর্ণিমা-চাঁদ।।


বাহ , খুব সুন্দর লাগলো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে প্রেরণা পেলাম। আপনার মতো সুলেখকের প্রশংসা আমাকে উৎসাহিত করবে সবসময়। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতায় কষ্টের প্রকাশ স্বচ্ছ ও সহজবোধ্য হয়েছে।
প্রথম প্রেম, প্রথম ভালোবাসা
কভু যায় না ভুলা, এ এক নীরব যাতনা!
- সময় নীরব শুশ্রূষাকারী। সময়ে একসময় সবকিছু সয়ে যায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন স্যার, একসময় সয়ে যায় বা সয়ে নিতেই হয়।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।



শুভকামনা রইল হে প্রিয় কবি।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুখপাঠ্য ছন্দময় কবিতা ।
আমি তো সেই বিশ্বাসেই ছিলাম,
মন-দিগন্তের সীমানা জুড়ে ছিল-
তোমারই বসবাস-আনাগোনা।

কিভাবে ভূল হয়ে গেল হলোনা কবিতাটি!!!
নীজের উপরই আফছুছ হচ্ছে ।

শুভেচ্ছা রইল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে পেয়ে অনেক অনেক আনন্দিত হয়েছি ভাই। আফসুছের কিছু নাই ভাই। আমি তৃপ্ত আপনাকে দেরিতে পেয়েও।
প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে। কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভকামনা সবসময়।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই , আবারও আসায় কৃতজ্ঞ।



প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.