নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা চাই

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

ভালোবাসা.....
কারো স্বপ্ন, কারো আশা, কখনওবা প্রতিক্ষা।
কারো জীবনে হয়ে ওঠে একেবারেই দুরাশা।।

আমি জানিনা, হয়'তো বা বুঝি না।
কখনো আর খুঁজি না, এ-যে এক দুঃসহ যন্ত্রণা।।
কেউ জানেনা, কখনওই বোঝে না।
হৃদয় ব্যথা- আমাকে কখনো কেউ খোঁজে না।।

তবু চেয়ে রই, নিশিদিন জেগে রই।
কল্পনায় সাজাই স্বপ্ন, যদি পেয়ে যাই প্রিয়তমা।।
রাখিব খুব যতনে, এই হৃদয় গহীনে।
বড় আদরে- মনের রাণী করে, কখনো ছাড়িবনা।।

ভালোবাসায় বাঁধিব ঘর, আমি হবো বর।
হৃদয়ের রাজ্যে রাণী বানাবো, আমি হবো রাজা।।
মনের আকাশে তারে, রাখিব চন্দ্র করে।
ঘুচে যাবে আঁধার, ভুবনজয়ী- ছড়াবে জোছনা।।

আমি হবো মহাসুখী, ভুলিব পৃথিবী।
প্রিয়া রবে মনের সীমানা জুড়িয়া, পাবো পূর্ণতা।।
মিটে না, আমার এ'স্বাদ কভু মিটে না।
হয়'না পূর্ণ স্বপ্ন আশা, আসেনা প্রিয় ভালোবাসা।।

ভালোবাসা! তুমি আমার হলে না।
যা পেয়েছিলাম- সেটুকু তো ছিল কেবল ছলনা।।
গরীব ভাবিছে, দিয়েছে শুধু বেদনা।
আভিজাত্যের মোহে আমাকে সে কভু বুঝল'না!!

ভালোবাসা চাই, শুধু ভালোবাসা।
যে ভালোবাসা কখনো অর্থের কাছে হারবে না।
জীবন ভরিয়ে দিবে মুগ্ধতায় কখনো কাঁদাবে না।।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। তবে সাধু-চলিত মিশ্রণ বাদ দিতে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বোঝে উঠতে পারিনা ভাই। চেষ্টা করি তবুও ভুলটুকু থেকেই যায়।


ভালো হয়েছে জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি।
প্রেরণা হয়ে থাকবেন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসা! তুমি আমার হলে না।
যা পেয়েছিলাম- সেটুকু তো ছিল কেবল ছলনা।।

শেষের কবিতা মত তাকে বলে ফেলুন ..।
অনেক চাওয়া পাওয়ার হিসাব মিলে গেছে ...
হে বন্ধু এবার বিদায় B-)

সুন্দর হয়েছে+

সুমন দার কথা একটু মাথায় রাখবনে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, তাকে বিদায় জানিয়েছি অনেকদিন অাগেই। তবুও লেখতে বসলেই তার প্রতারণাময় ভালোবাসা পোড়াতে থাকে। লেখাতে প্রকাশ করেই হাল্কা হতে চাই মাত্র।


প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই। উৎসাহিত হয়েছি সুন্দর হয়েছে জেনে।
সুমন ভাইয়ের কথা স্মরণে থাকে, তবুও হয়ে ওঠে না ভুল থেকে বেরিয়ে আসা।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১০

তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো কবিতা।



ভালোবাসা রেখে গেলাম +++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে থাকুন।


আপনার জন্যও ভালোবাসা নিরন্তর।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

অতৃপ্তনয়ন বলেছেন: ভালোবাসা চাওয়া ভালো লাগলো।
শুভকামনা রইল নিরন্তর।



ভালোবাসা দিয়ে গেলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগায় উৎসাহিত হলাম।


ভালোবাসা পেয়ে আনন্দিত হয়েছি।
প্রেরণা হয়ে থাকুন।
আপনার জন্যও শুভকামনা রইল।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে!:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহ প্রেরণা আগ্রহ সবই ভাই আপনারা।

ভালোবাসা জানবেন ভাই।


৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩১

অতঃপর হৃদয় বলেছেন: সুমন কর বলেছেন: ভালো হয়েছে। তবে সাধু-চলিত মিশ্রণ বাদ দিতে হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, এটা সমস্যা যা চেষ্টা থাকে কিন্তু থেকেই যাচ্ছে।


ভাল থাকুন সবসময়।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লট সুন্দর, শব্দ নির্বাচনে আরেকটু সতর্কতা আবশ্যক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই। আমার চেষ্টা থাকবে। মাঝেমধ্যে উকি দিয়ে একটু উৎসাহ দিয়ে যাইয়েন।



শুভকামনা জানবেন।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শামীম সরদার নিশু বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই দেখবো, আসছি।


জানিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা রইল।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:
ভালোবাসায় বাঁধিব ঘর, আমি হবো বর।
হৃদয়ের রাজ্যে রাণী বানাবো, আমি হবো রাজা।।
মনের আকাশে তারে, রাখিব চন্দ্র করে।
ঘুচে যাবে আঁধার, ভুবনজয়ী- ছড়াবে জোছনা।।


...........এখানটায় তো বেশ ভালো ছিলো, শেষে এমন বিরহ দিলেন কেন ভাই?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য ভাই আপনাকে পেয়ে।


সেই আশা টুকু আমার পূরণ হয়নি ভাই। সেট আর লোকিয়ে রেখে কি করবো, তাই বলে দিয়েছি।
তাই বুঝি আমাকে দেখে লোকে সহজেই বলে দেয় কষ্টবিলাসী।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার ভালোবাসার প্রতীকী চিহ্ন ভাই এটাই।
কোন রকম জোড়াতালি দিয়ে রেখেছি। তাই সুখের সাথে উচ্ছাসের মাঝে কষ্টের কথা বেদনার কথা বেরিয়ে আসে।


ভালোবাসা জানবেন ভাই।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

শূন্যনীড় বলেছেন: চমৎকার সাজিয়েছেন। ভালো লাগলো কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগায় উৎসাহিত হয়েছি। ভেতরে এসে জানিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতায় এক রাশ মুগ্ধতা ।
আমি জানিনা, হয়'তো বা বুঝি না।
কখনো আর খুঁজি না, এ-যে এক দুঃসহ যন্ত্রণা।।
কেউ জানেনা, কখনওই বোঝে না।
হৃদয় ব্যথা- আমাকে কখনো কেউ খোঁজে না।।


কেন যে এত সুন্দর কবিতাটি কোন ভুলে যে গিয়েছিল চলি
নীজের মাথারই চুল ছিড়তে ইচ্ছে করছে ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই ,চুল ছিড়বেন না ,ওই মাথা যে খুব প্রিয় মাথা ,আমাকে প্রতিটি পোষ্টেই দেয় মুগ্ধতা ,মুগ্ধ হই জেনে আসি অনেক কিছু।




শুভকামনাটুকু আমার আগামীর প্রেরণা হয়ে থাকবে ভাই। আপনার মুগ্ধতা আমাকে উৎসাহিত করবে আরও ,পাবো সাহস নির্ভরতা।
শুভকামনা জানবেন, সবসময় ভালোবাসা।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসায় মুগ্ধতা ,আন্তরিকতায় ধন্য।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.