নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

মন আকাশে তম করেছিলাম চন্দ্র তারা,
হৃদয় গহীনে তোমা রেখেছিলাম সাজিয়ে।
তোমাকে পাই যেনো ছিল একান্ত কামনা,
প্রতিটি নিশিত সকাল কি'বা সন্ধ্যা সাজে।।

কাছে এলে অমানিশা মনে হতো পূর্ণিমা,
সকল বিরহ যাতনা নিমিষে যেতো দূরে।
পাহাড় সম ছিলো ভালোবাসা আর শ্রদ্ধা,
প্রজা সেজেই তম রেখেছিলাম রাণী করে।।

তুমি বুঝনি কভু খুঁজনি মোর ভালোবাসা,
মিথ্যে ছলনায় দিয়েছো সে হৃদয় পুড়িয়ে।
প্রেমের নামে তুমি শুধু করেছো প্রতারণা,
মন ভুবন মোর ডুবিয়ে দিয়েছো আঁধারে।।

নিকষ কালো হৃদয় রাজ্যে নেই চাঁদ তারা,
বিষাদিত মন ব্যথা দু'চোখ ভাসে শ্রাবণে।
প্রতি দীর্ঘশ্বাসে ভাসে জেনো একটি কথা,
বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে।।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:

আমার এক বন্ধু আজ পাঠিয়েছে আমাকে। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই সুলেখিকার আগমনে জানাই কৃতজ্ঞতা।



আপনার বন্ধুর পাঠানো ছবিটাতে লেখা কথাগুলোর সাথে আমিও একমত। কারণ, এই কথাটির সত্যতা খুব ভালো পাইছি। আপনার বন্ধুকে একটা ধন্যবাদ দিয়েন।
আমার ভালোবাসার শুভেচ্ছা নিয়েন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

কামরুন নাহার বীথি বলেছেন:

ভালবাসা দিবসে ব্যর্থতার কবিতা কেন ভাই!!!
লিখেছেন বেশ!!!



১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অন্যের ভালোবাসা দেখে নিজের কিছুটা আফসোস হয় তাই। মনে হয়, ভুল করেছিলাম ভালোবেসে।



প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে আমার। শুভকামনা সবসময়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন।
দ্বিতীয়বার মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌ বেশ............ শুভেচ্ছা অফুরান!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত।


প্রেরণা হয়ে থাকুন।
ভালোবাসা নিরন্তর।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

অতঃপর হৃদয় বলেছেন: ভাল ছিল। ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল ছিল জেনে উৎসাহিত।



মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য জান্তে পেরে উচ্ছসিত ভাই।



প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য আমাকে উৎসাহিত করবে।



প্রেরণা হয়ে থাকুন সবসময়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় চৌধুরী ভাইয়ের আগমনে পেলাম পূর্ণতা। উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত।

কবিতার ক'ও জানিনা। কেবল ইচ্ছা চেষ্টা আর সামু ব্লগারদের উৎসাহ প্রেরণা পেয়েই কবিতার মতো করে লেখি।

আপনি আসায় প্রেরণা সাহস বেড়ে গেল। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন। শুভকামনা সবসময়।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: লেখাটা চুরি হয়ে গেছে ভাইয়্যু !!:):)

মিষ্টি কই!!:):)লেখাটা চুরি হয়ে গেছে ভাইয়্যু !!:):)

মিষ্টি কই!!:):)

লেখাটা চুরি হয়ে গেছে ভাইয়্যু !!:):)

মিষ্টি কই!!:):)লেখাটা চুরি হয়ে গেছে ভাইয়্যু !!:):)

মিষ্টি কই!!:):)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হায় হায় ভাই! গত সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত অনেক চিন্তাভাবনা করার পর তৈরি করে সকালে সামুতে দিয়েছি। আমার ফেসবুক প্রোফাইলেও সামু থেকে শেয়ার দিয়েছি। আপনি না জানালে এই চোরদের চোরির খবর জানাতামই না।

এখন কি করবো ভাই! এত কষ্টের লেখাটা এভাবে চুরি হয়ে গেল!


কৃতজ্ঞ ভাই আপনার কাছে। কিছু করতে না পারি, জানতে পারলাম, কাঁদতে তো পারবো।
সত্যিই কান্না পাচ্ছে আমার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিষ্টি খাওয়ামু ভাই আপনারে। আপনার তদন্তের কৃতিত্বে।

আমার কান্দন আইতাছে। কষ্টের লেখাটা চুরি হইয়া গেল!


৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ওনাদের ভদ্র ভাবে ইনবক্স করেন। আর বলেন আপনার নাম ব্যবহার করতে!:):)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেখি ভাই, তাদের ফেসবুকে খুঁজে পাই কিনা। প্রথমে ভালো ভাবেই বলবো।


আপনার প্রতি কৃতজ্ঞতা ভাই, আপনার তদন্তের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানবেন।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আগে ফেসবুক থেকে ঘুরে আসি ভাই।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

ভাবনা ২ বলেছেন: সুন্দর পোষ্ট পাঠে ভাল লাগল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত।
কৃতজ্ঞতা জানবেন।


শুভকামনা রইল। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসায় ভুল নেই ............
আগে নিজেকে ভালোবাসতে হতে তারপরে অন্যকিছু ভাবতে হবে ।


মন ভাঙ্গা গড়া দিবসের শুভেচ্ছা রইল । =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, আগে নিজের প্রতিই এখন সমস্ত ভালোবাসা। যখন অন্যকে ভালোবেসে ছিলাম তখন নিজের প্রতি ভালোবাসা ছিল না। যদি নিজের প্রতি ভালোবাসা রাখতাম তবে হারাইতাম না।

ভাঙা গড়া দিবসে আপনাকেও অনেক অনেক ভালোবাসা ভাই।
প্রেরণা হয়ে আছেন, থাকবেন।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার কবিতা চুরি হয়েছে জেনে দু:ক্ষবোধ জাগল। এখন থেকে লিখলে নিচে বি:দ্র: দিয়ে লিখে দিবেন এটা মহান চোরদের জন্য রচনা করেছি। তারা চাইলে চুরি করতে পারে। ফল পেতে পারেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সহমর্মিতা জেনে কৃতজ্ঞতা রইল। মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাই।


আমার মতো আনাড়ি লেখাও চুরি হয়! দুঃখ রাখবার জায়গা কেমনে!

তার উপর এক জন চোরকে সুন্দর করে বুঝিয়ে বলে আসলে সে বলছে 'ঠিক বলেছেন' অথচ এখনো তার নিজের নামেই আছে!

ভালোবাসা জানবেন ভাই। শুভকামনা সবসময়।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা যদি আপনার জীবনে বাস্তবতা হয় আমি বলব ঘুরে দাড়াতে, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে........শুভ কামনা জানিয়ে গেলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, এটা আমার জীবনের বাস্তবিক চিত্র। আপনার পরামর্শ আমার জীবনে উপদেশ হিসেবে থাকবে।



আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা জানবেন।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আপ্যায়নে মুগ্ধতায় কৃতজ্ঞতা জানবেন।


প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

ভাবুক কবি বলেছেন: দারুণ ছন্দে ছন্দায়িত করেছেন ভাই। তবে লেখা চুরি হয় বিধায় লিখার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়।

ছোট্ট লেখকের জগতেও স্বাগতম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আমাকে উৎসাহ প্রেরণা দিবে। মন্তব্যে কৃতজ্ঞতা।



হ্যা ভাই, লেখার ইচ্ছেটা একটু স্তম্ভিত হয়েছিল, আপনাদের উৎসাহ আন্তরিকতায় আবার অাশা বাড়ছে।

আপনাকেও সুস্বাগত রইল। শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

মির্জা তানিয়া বলেছেন: চমৎকার।পড়ে ভালোলাগলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে।



প্রেরণা হয়ে থাকবেন।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

শূন্যনীড় বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.