নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| অনুভবে ||

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

জানিনা, কেন যে তোমাকে মনে পড়ছে খুব,
ভালোবাসা কি আজ তবে, হলো ধারাল খুঁড়!

স্মৃতিগুলো এভাবে যে আর পোড়ায়নি কভু,
মুখে ঝরে'নি কভু এতো মধু-প্রেমের বো-ল।

দু-চোখ থেকে এতো অশ্রু কখনো ঝরেনিক
যেভাবে আজ বিরতিহীন ঝরছে অজরে...।

নিঝুম রাতে নীরবতা বুকে ধরে ভাবছি ;
তুমিও কি পুড়ো বিরহে? না আমিই একেলা
সর্বস্ব-বিশ্বাসে তোমায় ভালোবেসে ছিলাম!

ঐ-দূর দিগন্তের সীমানা পেরিয়ে দেখো'তো,
কি মধু-রাত যাচ্ছে একা! আজ ভরা পূর্ণিমা
রাঙা মোর হৃদয় তোমার প্রেম জোছনায়।

তুমি মোর চাঁদ-তারা, আমার হৃদয় শোভা,
শূন্যতায় নিকষ-আঁধারে তুমি জ্যোতি আলো।

আজো খুঁজি সেই সুখ, তব প্রেম অনুভবে
মন-কুঠরে বড় যত্নে রাখবো ভালোবেসে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

পলাশমিঞা বলেছেন: আজি শুরুটে ধাক্কা খাইনি।

পরে মাস্টরি করব। এখন পড়ে শেষ করি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আজ আর আপত্তি রাখিনি। ভালোবাসা দিয়েছি ঢেলে, চেয়েছি দিতে। পারছিনা ঠিকঠাক সেটাও জানি।

তবে আমার এই ষোলো থাকবে মাঝেমধ্যেই। চেষ্টা ষোলোতেই তৃপ্ত হওয়া।

আপনার উপদেশ সবসময় শিরোধার্য।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

পলাশমিঞা বলেছেন: তম প্রেম অনুভবে
তম না তব?

তম অন্ধকার,
তব তুমি অথবা তোমার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তুমি বোঝাতে চেয়েছি। ঠিক করে নিচ্ছি ভাই। কৃতজ্ঞতা গুরু।


৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আমিই মিসির আলী বলেছেন: আহা!
আজকাল কবিতাদের ও মনখারাপ হয়!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়ে ফেললাম বুঝি আলী ভাই! ক্ষমা করবেন মোরে।



কবিতা যদি এমান পচা লেখাও ট্যাগ খায় তো, মন খারাপ হবেই তো। কিন্তু কি করবো, ট্যাগ তো কবিতাই দেওয়া লাগে!

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ANIKAT KAMAL বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন, সুন্দ‌রের দি‌কে এ‌গি‌য়ে চলার অাভাস প‌া‌চ্ছি শুভ কামনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।


প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন ভাই।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

পলাশমিঞা বলেছেন: মনের ভাব প্রকাশ করা হলো বড় বিষয়। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, যেমনই পারি, মনের ভাবটুকু সামুতে রেখেই যাবো।


আপনার আন্তরিক মন্তব্য গুলো আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আমিই মিসির আলী বলেছেন: না নয়ন ভাই।

কবিতার গভীরতা আছে সেটাই বললাম। 8-|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটু সাহস পেলাম ভাই। আপনাদের উৎসাহই আমাকে আগ্রহী করে তুলে।



দ্বিতীয় বার আসায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইল।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

তোমার জন্য মিনতি বলেছেন: বাহ! চমৎকার চেষ্টা। ভালো লাগলো পড়ে। গভীরতম প্রেরমের সহজ প্রকাশ।


ভাই, 'বড় ভুল করে ছিলাম তোমায় ভালো বেসে' বেদনাটুকুও খুঁজে পেয়েছি।
খুব সুন্দর হয়েছে ভাই।
শুভ হোক আগামী সময়গুলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত ও আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।


আপনি মনোযোগ সহকারে পড়েছেন জেনে কৃতজ্ঞ। আসল ব্যাপারটাই ধরেছেন। এই লেখাটা মূলত সেই অক্ষরগুলোর অনুসরণেই লিখেছি। ভালো সময়ও গেছে মিলাইতে।
আবারও কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।
আপনিও ভালো থাকুন সবসময়।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

শূন্যনীড় বলেছেন: কবিতা পড়ে পূর্ণতা নিয়ে ফিরলাম।

এগিয়ে যান এভাবেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন যেনো প্রতিবারই পূর্ণতা দিতে পারি।



প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

অতৃপ্তনয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই।


ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
তুমিও কি পুড়ো বিরহে? না আমিই একেলা
সর্বস্ব-বিশ্বাসে তোমায় ভালোবেসে ছিলাম!

প্রেমের পুরানি একেলার...............
তবুও ভালোবাসায় আছে যাদু । B-)

কবিতায় +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, মনে হয় প্রেমের পোড়ানি একেলারই...। তবুও মানুষ ভালোবাসে, প্রেমের আশায় দেখে স্বপ্ন, তবুও অনুরাগে পথচলা।



প্লাস গুলো আমাকে উৎসাহিত করবে ভাই, প্রেরণা হয়ে থাকবে সবসময়।
ভালোবাসা জানবেন সবসময়।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২

বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন ভাইজান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

লেখা হিট!!!!!!!!!!!!!!!!!! আইমিন কতিপয় চোরেরর নজরে পড়েছেন আপনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই চোরদের কিভাবে ঠেকানো যায় ? বড় কষ্ট লাগে ভাই। একেকটা লেখা কত চিন্তাভাবনার যোগফল, তা আমিই বুঝি।



তবুও আপনার প্রতি কৃতজ্ঞতা। এরকম দুঃখের সংবাদ দিতে আন্তরিকতা লাগে। আপনার ভালোবাসা পেয়ে তুষ্ট হৃদয়।
অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। এই দুর্বলের প্রতি এভাবেই সদয় থাকবেন।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

শূন্যনীড় বলেছেন: এইসব চোরদের ঠেকানোর কি কোন ব্যবস্থা নেই!?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কোনো একটা ব্যবস্থা থাকা উচিৎ ছিল।



কষ্ট লাগে ভাই, খুউব।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ কবিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে 'অসাধারণ' পেয়ে যে কেউ আনন্দে আত্মহারা হবে। আমি পেয়েছি পূর্ণতা।



ভালোবাসা হয়ে থাকবেন সবসময়।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতার ভাব!! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হয়েছি ভাই। আপনার উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকুক।


শুভকামনা জানবেন সবসময়।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২১

উম্মে সায়মা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সন্দর শুনে আনন্দিত হইছি আপু। এটুকুই আমার প্রেরণা হয়ে থাকবে।


শুভকামনা জানবেন।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা ।

স্মৃতিগুলো এভাবে যে আর পোড়ায়নি কভু,
মুখে ঝরে'নি কভু এতো মধু-প্রেমের বো-ল।


স্মৃতি মনে কমেই যাচ্ছে মনে করে আসা হয়না অনেক কবিতাতে ।

অনেক শুভেচ্ছা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যা নাই ভাই, এইতো এসে পড়েছেন। মাঝেমধ্যে এই ছোট ভাইটাকে একটু আধটু উৎসাহিত করবেন সেটাই তো আমার মুগ্ধতা। আপনার আন্তরিকতা আমাকে সবসময় মুগ্ধতায় ভাসায়, তৃপ্তি পাই নিজের লেখনিতে। এই তো অনুপ্রেরণা।



ভালোবাসা জানবেন ভাই। অনেক অনেক মুগ্ধতায় শুভকামনা সবসময়।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল আপনার ধন্যবাদে। আমার প্রেরণা হয়ে থাকবে।
শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.