নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| অস্তিত্বে ||

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

সৃজেছি তোমায় হৃদয় গহীনে,
চন্দ্রসূর্য আর গ্রহ-তারা দিয়ে।
রশ্মি হয়ে থাকবে মন আকাশে,
হারানো-ভয় নাই কভু আঁধারে।

দিবস কাজের ফাঁকে যদি পাই,
ক্লান্ত প্রহর-ব্যস্ততা ভুলে যাই।
জাগি পূর্ণিমা রাত, স্বপ্ন সাজাই;
ভোরের স্নিগ্ধ হাওয়া তুমি তাই।

দূর আকাশের নীল দেবো তোকে,
রঙিন সাত রঙে দেবো সাজিয়ে।
সাদা মেঘের শুভ্রতা গায়ে মেখে,
হারিয়ে যাবো দুজন অজানাতে।

অমানিশা রাত, তুমি কাছে নাই;
বুকে শূন্যতা, আঁধারে ডুবে যাই।
ধ্রুবতারা হয়ে তুমি আছো তাই,
স্বপ্নের ভুবনে মিশে যেতে চাই।

স্বর্গ-নরকে মত্ত তোমায় নিয়ে,
পাপপুণ্য সবই তোমাকে ঘিরে।
ইহকাল পরকাল ভালোবেসে,
মরতে চাইগো প্রিয় তব কুলে।

তৃষ্ণাতুর চোখে আকাশে তাকাই,
মন বাসনাতে যে স্বপ্ন সাজাই।
খুঁজি হৃদয় মাঝে, বাঁশি বাজাই,
আসো না তুমি, তবু মন পুড়াই।

পুড়লে হয় কি প্রেম খাঁটি ভবে,
জ্বালো আগুন আরও পুড়ো তবে।
দগ্ধ মনে যাবো তোমা নাম জপে,
সেজে মুনিঋষি সাধু বনে জনে।

তোমার ভাবনাতে সাজি গোসাই,
ভক্তি ধ্যানে কভু সেজেছি নিমাই।
আমি সাজবো ঘুড়ি তুমি নাটাই,
জানো তো, যেই কৃষ্ণ সেই কানাই।

তুমি আছো আমার হৃদয় জুড়ে;
রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম খর তাপে।
হয়ে মেঘ ছায়া থাকবে আকাশে,
তুমি বাস্তবতা, রয়েছো অস্তিত্বে।

অনুভবে তাই ভালোবেসে যাই,
থাকবো তোমাতে পাই'বা না'পাই।
তুমি ছাড়া আর কেহ মনে নাই,
আশায় বেঁধে বুক তোমাকে চাই।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

নাগরিক কবি বলেছেন: ভাই সুন্দর হইছে। বুজতে পারছি আপনি প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই যা বলছেন! আমার আবার প্রেম আছে নাকি। যেটুকু তার সবটুকুই জ্বালা, দুঃসহ দহন।


প্রশংসাটুকু আমার প্রেরণা হয়ে থাকুক। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
ভালোবাসা সবসময়।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

সামিয়া বলেছেন: মিষ্টি প্রেমের কবিতা, ভালোলেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন আপু, শুভেচ্ছা জানবেন। স্বাগতম।।


ভালো লেগেছে জেনে প্রীত হয়েছি, অনুপ্রাণিত। প্রেরণা হয়ে থাকুক মন্তব্য।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

তোমার জন্য মিনতি বলেছেন: গ্রেট ভাই, দারুণ হয়েছে।

চল্লিশ লাইন!!! আবার দশ অক্ষরের মিল!!!
অসাধারণ ভাই। ভালোবাসা জানবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও ভালোবাসা রইল ভাই।


চেষ্টা করেছি মিলাইতে, কতটুকু পারছি বুঝতেছি না।
প্রশংসা টুকু আমার প্রেরণা হয়ে থাকবে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

তোমার জন্য মিনতি বলেছেন: সত্যিই বলছি ভাই, আমার কাছে দারুণ লাগলো আপনার এই কবিতাটি। আপনার শেষের কবিতাগুলি কষ্টের ফসল। সফল হয়েছেন। শুভকামনা জানবেন।

আপনার-

তৃষ্ণাতুর চোখে আকাশে তাকাই,
মন বাসনাতে যে স্বপ্ন সাজাই।
খুঁজি হৃদয় মাঝে, বাঁশি বাজাই,
আসো না তুমি, তবু মন পুড়াই।

পুড়লে হয় কি প্রেম খাঁটি ভবে,
জ্বালো আগুন আরও পুড়ো তবে।
দগ্ধ মনে যাবো তোমা নাম জপে,
সেজে মুনিঋষি সাধু বনে জনে।

তোমার ভাবনাতে সাজি গোসাই,
ভক্তি ধ্যানে কভু সেজেছি নিমাই।
আমি সাজবো ঘুড়ি তুমি নাটাই,
জানো তো, যেই কৃষ্ণ সেই কানাই।

তুমি আছো আমার হৃদয় জুড়ে;
রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম খর তাপে।
হয়ে মেঘ ছায়া থাকবে আকাশে,
তুমি বাস্তবতা, রয়েছো অস্তিত্বে।' এই ষোলো লাইনই একটা কবিতা হয়ে যায়। চল্লিশ পেয়ে তো আরও মুগ্ধ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো। আন্তরিকতায় মুগ্ধতা।



ভালো থাকুন, আর এভাবেই পাশে থাকুন ভালোবাসা হয়ে।
শুভকামনা জানবেন সবসময়।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

তোমার জন্য মিনতি বলেছেন: আপনিও ভালো থাকুন, শুভকামনা সবসময়।


থাকবো ভাই পাশে
বড় ভালোবেসে
হৃদয়ে নিয়ে মুগ্ধতা।
মুগ্ধ রিপ্লে দেখে
আনন্দে মন ভাসে
ভালো লাগে কবিতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ দিয়েছেন ভাই। মন্তব্যে মুগ্ধতা জানবেন।
প্রেরণা হয়ে থাকুন সবসময়।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ কবিতা। তবে চোর যদি চুরি না করে তবেই ভাল হয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হলাম মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।



চোরদের জন্যই মাঝেমধ্যে মনে করি লিখবো না। কিন্তু লিখেই ফেলি আবার।
ভালোবাসা হয়ে থাকবেন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

অতৃপ্তনয়ন বলেছেন: ভালোবাসা রইল ভাই, শুধুই ভালোবাসা।
অসাধারণ লিখেছেন। মুগ্ধ হয়ে ফিরলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে মুগ্ধতা দিতে পেরে ভালো লাগছে ভাই।



প্রেরণা হয়ে থাকবেন সবসময়। শুভকামনা জানবেন।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

শূন্যনীড় বলেছেন: কবিতা পড়ে ঘুচে গেল শূন্যতা।
ভালো লাগা রইল কবিতায়।
আপনার চেষ্টা সফল হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার শূন্যতা ঘুচাতে পেরে আনন্দিত ও উৎসাহিত হয়েছি।


চোরেরা নিজেদের নাম লাগিয়েই সফল হয়ে যায়!

আন্তিরকতা জানবেন। শুভকামনা সবসময়।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

শূন্যনীড় বলেছেন: আপনার আন্তরিক রিপ্লেতেও মুগ্ধতা ভাই।


লিখে যান নিজের মতো করে। চোরদের ভয় করে আর লাভ কি। চোর তো চোরই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিও মুগ্ধতা জানবেন।


চোরদের ভয় করে লাভ কি, চুরি তো ঠেকানো যায় না।
ভালোবাসা জানবেন সবসময়।।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: একই কবিতায় তুমি আর তোকে ব্যবহার করলে কেমন যেন লাগে ।

সৃজেছি তোমায় হৃদয় গহীনে,


দূর আকাশের নীল দেবো তোকে,


হারান ভয় নাই কভু আঁধারে।......... এখানে কি হারানোর হবে?

কবিতাটি আধুনিক করে লেখা যেত বোধহয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে দাদা আমি সমান সংখ্যক অক্ষর মিলাতে গিয়ে এমনটি হয়েছে।

হারান টা হারানো হতো ভুল হইছে উকার দিতে র দেইনি অক্ষর গত সামঞ্জস্যতা বজায় রাখতেই।


হারান এডিট করে নিচ্ছি দাদা।

আন্তরিক মন্তব্যে ভালোবাসা জানবেন দাদা।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:
সাদা মেঘের শুভ্রতা গায়ে মেখে,
হারিয়ে যাবো দুজন অজানাতে।


.......সুন্দর প্রেমের কবিতায় ভালোলাগা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, আপনার উপদেশ কিছুটা অনুসরণ করতে শুরু করেছি।



আপনারাই আমার প্রেরণা। আগে ফেসবুকে ফালতু সময় নষ্ট করেছি। এখানে আপনাদের উৎসাহ পেয়ে লিখতে শিখছি।
মন্তব্যে অনুপ্রাণিত ভাই।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তৃপ্তিদায়ক ভাই, পুরাই মুগ্ধতা। ক্লান্তি কিছুটা কমলো তরতাজা চা পেয়ে।



ভালোবাসা যেনো ভাই শুধু ভালোবাসা।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

পলাশমিঞা বলেছেন: ভালোবাস মানুষকে ভালোমানুষ বানায়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম খাঁটি কথা ভাই- ভালোবাসা মানুষকে ভালোমানুষ বানায়।




আপনার ঘুম ভাঙছে । সকাল থেকে অপেক্ষা করে এখন রাত ১০ টা প্রায়।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়েছে ভাইজান, মাত্র ৭ ঘণ্টা আগে ঘুম থেকে উঠেছি।

মারধর করার জন্য অপেক্ষা করছিরেন নাকি :((

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাত ঘন্টা!!!! কই দেখলাম না তো।




আসলে হয়েছে কি, আপনার দেওয়া ফর্মুলা ফলো করছি তো..... সেটাই জানাইতে চাইছিলাম।

ডরাইছেন নাকি ?

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

পলাশমিঞা বলেছেন: ভাইগো আজকাল আমি হরিণের মত, পেট গুড়ুম শব্দ হলে লাফ দিয়ে ওঠি।


আমার ফর্মুলা আবার কিতা? :-*

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওই প্রথমে ফেসবুকে নোট পরে এখানে, সেটা।



মুছে দিয়েছি এড দিয়ে।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

পলাশমিঞা বলেছেন: এখন নকল করে সাথে রিপট করবেন।

সবাই মিলে রিপট শুরু করলে চোররা চোখে পথ দেখবে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছু বললেই ব্লক মারে, তখন আর সেই আইডি খুঁজে পাইনা।


আমাকে পাঁচ ছয় জন ব্লক মারছে।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

পলাশমিঞা বলেছেন: পোস্ট রিপট করবেন। চোরের জানে ডর বেশি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, মনে থাকবে। আর না পারি যদি তো আপনারা আছেনই, একটু হেল্প করবেন। এই আর কি।


আপনার আন্তরিকতায় কৃতজ্ঞতা জানবেন।
ভালোবাসা সবসময়।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুভবে তাই ভালোবেসে যাই,
থাকবো তোমাতে পাই'বা না'পাই।
তুমি ছাড়া আর কেহ মনে নাই,
আশায় বেঁধে বুক তোমাকে চাই।
কবিতাই বটে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যথেষ্ট উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবে আপনার মন্তব্য । আপনার মতো গুণি লেখকের মুখে প্রশংসা সত্যি আমার জন্য সৌভাগ্যের।


ভালোবাসা জানবেন সবসময়। প্রেরণা হয়ে থাকুন আমার আগামীর পথে।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর লিখেছে। লাইন, ছন্দ শব্দ চয়ন এক কথায় অসাধারণ। আমি এ রকম পারি না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পারেননা বলতে আপনি কবিতায় মনোযোগী হন না এটাই সমস্যা। আপনারা হলেন গুণি লেখক। আমি বসে থাকার চেয়ে বেকার খাঁটি এই জন্য যে আপনাদের মতো বিশদভাবে কোনোকিছু বিশ্লেষণ করতে পারি না।
ভাই, আমি আপনাদের উৎসাহকেই প্রেরণা মনে করে কবিতা লেখতে যাই। কতটুকু হয় এই ধারণাও আমার মধ্যে নাই।


আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই। আপনার মন্তব্যের আন্তরিকতায় আমি সত্যিই ধন্য হয়েছি ভাই।
শুভকামনা আর ভালোবাসা জানবেন সবসময়।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

উম্মে সায়মা বলেছেন: পুড়লে হয় কি প্রেম খাঁটি ভবে,
জ্বালো আগুন আরও পুড়ো তবে।
দগ্ধ মনে যাবো তোমা নাম জপে,
সেজে মুনিঋষি সাধু বনে জনে।

তোমার ভাবনাতে সাজি গোসাই,
ভক্তি ধ্যানে কভু সেজেছি নিমাই।
আমি সাজবো ঘুড়ি তুমি নাটাই,
জানো তো, যেই কৃষ্ণ সেই কানাই।

এই লাইনগুলো বেশি ভালো হয়েছে....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন যেনো পুরো লেখাই কোনোএক দিন ভালো লাগাতে পারি।




শুভকামনা জানবেন সবসময়। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ইহকাল পরকাল ভালোবেসে,
মরতে চাইগো প্রিয় তব কুল।
হুমম, গভীর ভালোবাসা, পরকালের কথা কে জানে!? একজনমই তো ভালোবাসা আসে কি আসে না।
কবিতায় +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির মন্তব্য পেয়ে আনন্দিত। উৎসাহিত হলাম আপনাকে পেয়ে।



প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
একজনমই এই ভালোবাসা জেগে থাকুক মুগ্ধতায়।
শুভকামনা আপনার জন্য।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: আসাধারণ হয়েছে কবিতা ।
মুগ্ধ হয়ে পাঠ করলাম ।
যেমনি শব্দমালা তেমনি
সুন্দর উপমা ।

প্রতিটি চরণেই ভাল লাগা
যেমনটি তুলে দেয়া হল
তুমি আছো আমার হৃদয় জুড়ে;
রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম খর তাপে।
হয়ে মেঘ ছায়া থাকবে আকাশে,
তুমি বাস্তবতা, রয়েছো অস্তিত্বে।


ভাল লাগার কবিতাটিকে নিয়ে গেলাম প্রিয়তে ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হয়েছি ভাই, আমার লেখা আপনার মতো গুণি আর ব্লগে সবার প্রিয় সুলেখকের প্রিয়তে স্থান পেয়েছে জেনে। কিবতাটি সাজাইতে সকাল থেকে রাত প্রায় দেড়টা পর্যন্ত সময় লেগেছিল ( ফাকে নিজের কাজকর্ম করেছি)। আমার লম্বাসময়ের কষ্ট বিফল যায়নি। দোআ করবেন যেনো আরও ভালো করতে পারি ।


মন্তব্যে মুগ্ধতা ভরেছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনাকেও শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসায় শুভকামনা রইল।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: খুশী হলাম কবিতা লিখার জন্য ধিশক্তি প্রয়োগ ও সময় দেয়ার কথা শুনে ।
দুনিয়ার সবচেয়ে কষ্টের কাজ ভাল অর্থবোধক একটি কবিতা লিখা ।
কবিতায় যা বলা যায় তা যায়না বলা কিছুতেই ।
কোন কোন ছোট একটা কবিতা লিখতে কেটে
যেতো সারা রাত ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, কবিতা অনেকেই খুব তাড়াতাড়ি লিখতে পারে, আবার অনেকেই পারেনা। আমিও তাড়াতাড়ি পারিনা। তবে কিছু কবিতা লেখা যায় গদ্যের মত করে। এখানে সময় লেগেছে বেশি কারণ, প্রতিটি লাইনে অক্ষর সংখ্যা সমান, এই সমান অক্ষরে শব্দচয়ন করতে, লাইন সাজাতে একটু বেশি সময়ই লেগেছে।


আপনার প্রতিও শুভকামনা রইল ভাই।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

নিয়াজ সুমন বলেছেন: মুগ্ধতা ছোঁয়ে গেল অসাধারন লেখায়। ভালোবাসা নিও কবি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আন্তরিকতায় মুগ্ধ, আপনার জন্যও ভালোবাসা সবসময়।




যেটুকু ক্রান্তি ছিল জমা মন ঘরে
সব যেনো মুছে গেলেন মন্তব্যে,
এমন মুগ্ধতা, ভালোবাসা ছেড়ে
কেমনে হারাবো কোনো দুঃখে!
ভালোবাসা নিয়ছি মনের সুখে
স্নিগ্ধতা ছোঁয়ে গেলো এ হৃদয়ে
ভরে গেল বুক অমৃত কথনে
কৃতজ্ঞচিত্তে প্রেম দিলাম ঢেলে।

শুভকামনা রইল।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নয়ন ভাই । এভাবে ভাল ভাল কবিতা আমাদেরকে উপহার দিতে থাকুন । অনেক শুভ কামনা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে অনেক উৎসাহ পেলাম হে প্রিয় লেখক,কবি। আন্তরিকতায় মুগ্ধতা। দোআ করবেন, আমার চেষ্টা থাকবে।




বুক ভরা ভালোবাসা ভাই। আপনাদের উৎসাহই আমার প্রেরণা, আপনাদের ভালো লাগাই আমার সফলতা।
শুভকামনা জানবেন নিরন্তর।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: দুঃখ পেয় না ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিচ্ছি!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখ করেই বা কি লাভ ভাই!!!!!!


কষ্ট তো লাগে যখন ভাবি মানুষের মনে কি কোনো সৌজন্যতা নাই! সবার হৃদয়ই কি পুড়ে পুড়ে ছাই! বিবেকহীনতা কি আমাদের করছে গ্রাস। অন্যের লেখা নিজের নামে নির্দ্বিধায় যদি চালাতে পারে তবে কিভাবে বুঝবো এরাই শিক্ষিত সমাজ? এই কি তবে শিক্ষা এদের!!! যে শিক্ষা বিবেকটাকে জাগ্রত করতে পারে নাই?


আপনার জন্য কৃতজ্ঞতায় বুক ভরা ভালোবাসা। সামু মডারেটর'রা খালি ঘুমায় .... ঘুমায়....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.