নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| একুশ আমার ||

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১


বাংলা ভাষা ভাই- ভালোবেসে,
একুশের মাঝে মিশে থাকা মোর ভাইয়ের প্রাণ।
বাংলা মায়ের আঁচল তলে,
ফুলের মতোই বিশুদ্ধতায় বাংলা ভাষার এ ঘ্রাণ।।

বীর বাঙালির স্বপ্ন চোখে,
মাতৃভাষার কাব্য গাঁথা জয় উল্লাস আর মান।
দৃঢ় প্রতিজ্ঞা লক্ষ্যের পথে,
সাধ্য কি আর রুখতে পারে লাখো জনতার বান।।

একই ব্যথা সবার বুকে,
ভাষার উপর আঘাত এলে যায়-ও যদি জান।
শোষক গোষ্ঠীর বিষ রক্তে
স্নান করেও রক্ষা করবো মাতৃভাষার সম্মান।।

তাই বুঝি ভাই দলে দলে,
রাজপথের ভীত কাঁপিয়ে দেয় বাংলার স্লোগান।
শোষক শাসক কেঁপে ওঠে,
ভাষা কেড়ে নিতে চালিয়েছিল বন্দুক শটগান।।

বাতাস ভারী আকাশ কান্দে,
রক্তের মাঝে রাজপথ ভাসে কান্দে শহর গ্রাম।
শহীদ হলো ভাষার প্রেমে,
রফিক, শফিক, বরকত, শফি, জব্বার, সালাম।।

নির্মম ভাবে শহীদ হয়ে,
ভাষার জন্য আন্দোলনে অহিউল্লাহ, আউয়াল।
স্বাধীন ভাষা দিলেন এনে,
তাঁদের জন্য বলতে পারি আমরা বীর বাঙাল।।

একুশ আমার, ভালোবেসে
বুক কুঠরে রাখছি তারে সেই'তো বাংলার গান।
বাংলা ভাষায় গানটি ধরে,
হৃদয় ভরাই বাংলা সুরে জুড়াই আমার প্রাণ।।

একুশ আমার অহংকারে,
ফেব্রুয়ারির একুশ যে আমার জাতীয় নিশান।
শহীদ যাঁরা তাঁদের জন্যে-
স্থান হৃদয় জায়নামাযে জানাই শ্রদ্ধা সম্মান।।


( গতকাল সারাদিনের চিন্তাভাবনার ফসল কবিতা 'একুশ আমার' কারো ভালো লাগলে সফলতা।

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

নাগরিক কবি বলেছেন: ভালবাসা বেচে থাকুক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই , ভালোবাসা বেঁচে থাকুক সবসময় সুন্দর পৃথিবীজুড়ে।



মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

(কবিতা/লেখা যাই হউক , সম্পর্কিত একটু মন্তব্য আমাকে প্রাণবন্ত করতে পারতো আরও )

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের মাতৃভাষা নিয়ে খুব সুন্দর একটি কবিতা। আমাদের ভাষা বেঁচে থাকুক স-মহিমায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাক ,আপনার মন্তব্যে বুঝলাম যে ,যাই হউক অন্তত এতটা খারাপ হয়নি। সাহস পেলাম ভাই মন্তব্যে।
প্রশংসাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।


মাতৃভাষার প্রতি ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল ভালোবাষাময় সুন্দর পৃথিবীজুড়ে।
ভালোবাসা জানবেন সবসময়।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

নাগরিক কবি বলেছেন: হা, হা লেখা ভাল হয়েছে। তাইতো ভালবাসার কথা বললাম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শান্তি পেলাম ভাই ,তৃপ্ত হলাম আপনার মন্তব্যে। আবারও আসায় কৃতজ্ঞতা জানবেন।



ভালোবাসা আর শ্রদ্ধায় বেঁচে থাকুক সকল ভাষা শহীদ সকল মানুষের অন্তরে।
শুভকামনা সবসময়।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

খোলা মনের কথা বলেছেন: সারাদিনের চিন্তাভাবনার ফসল সার্থক লাভ করেছে। ভাবধারা, লেখার শব্দগুলো সুন্দর হয়েছে।

ভাষা আন্দোলনের মাসে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।

ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তৃপ্ততা দিয়ে গেলেন ভাই। মনের সংকোচন দূর হল।

প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে সবসময়। ভালোবাসা জানবেন।

ভালোবাসা আর শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি।
শুভকামনা আপনার জন্য।। ধন্যবাদ পেয়ে কৃতজ্ঞ রইলাম।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

পলাশমিঞা বলেছেন: ভাবতে ভালো লাগে এখনও বিবেক জেগে আছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুণি লেখকের কাছ থেকে গুণি প্রশংসা পেয়ে মুগ্ধতায় ভরে গেল আমার অন্তর বিতর বাহির।


প্রেরণা অনুপ্রেরণা সব আপনাদের ভালোবাসায় পাই। শ্রদ্ধা আর ভালোবাসায় ,আপনাদের উপদেশ পাওয়ার আশায় বসে থাকি অধীর আগ্রহে। অপেক্ষার প্রহর ছোট করায় কৃতজ্ঞতা জানবেন।
অান্তরিকতা বেঁচে থাকুক সবসময়।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: লিখেছেন একুশ নিয়ে, তাই আর কি বলবো। এটা তো আমাদের জীবনেরই অংশ।

শোষক গুষ্ঠীর বিষ রক্তে.......... গোষ্ঠীর হবে।

আপনার কবিতা ভবিষ্যতে আরো ভাঙবে বলে আশারাখি।

শুভকামনা রইল নয়ন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা দাদা ,একুশ আমাদের জীবনেরই একটা অংশ ,আমাদের বীরত্বকাব্য।


ভুল ধরিয়ে দেয়ায় কৃতজ্ঞতা জানবেন। আমি আসলে বুঝতে পারিনি। ঠিক করে নেবো।
মোবাইলে কি যেন হয়ে গেলো। মোবাইল ভার্সন চেঞ্জ হচ্ছে না। তাই রিপ্লে দেরি হয়েগেল।

প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে আগামী পথে। কৃতজ্ঞতা জানবেন, ভালোবাসা সবসময়।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

পলাশমিঞা বলেছেন: ভাষা কেড়ে নিতে চালিয়েছিল বন্দুক শটগান।।

বীর যখন হুঙ্কার ছাড়ে তখন কামান জব্দ হয়ে যায়।

আপনার জন্য দোয়া করি, লেখালেখিতে সাফল্যের সাথে সম্মানি হবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: : আমার আনন্দের সীমা ছাড়িয়ে গেল ভাই। সুপ্রিয় গুণি লেখকের গুণি মন্তব্যে মুগ্ধতায় ভাসছি। বেড়ে গেল শ্রদ্ধা ভালোবাসা। আমার আগামীর পথে প্রেরণা হয়ে থাকবেন।


হ্যা, ভাই বীরের হুঙ্কারে কামানও লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়।

আপনার আশীর্বাদ আমার জীবন পাথেয় হয়ে অনুপ্রাণিত করবে সবসময়।
আন্তরিকতায় কৃতজ্ঞতা রইল।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আনন্দের সীমা ছাড়িয়ে গেল ভাই। সুপ্রিয় গুণি লেখকের গুণি মন্তব্যে মুগ্ধতায় ভাসছি। বেড়ে গেল শ্রদ্ধা ভালোবাসা। আমার আগামীর পথে প্রেরণা হয়ে থাকবেন।


হ্যা, ভাই বীরের হুঙ্কারে কামানও লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়।

আপনার আশীর্বাদ আমার জীবন পাথেয় হয়ে অনুপ্রাণিত করবে সবসময়।
আন্তরিকতায় কৃতজ্ঞতা রইল।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের প্রথম প্রহরে
নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝরিয়ে।

অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করি ভাষা শহীদদের


আপনার মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

(মোবাইলে সমস্যা হচ্ছে আমার।)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

পলাশমিঞা বলেছেন: কবিভাই, আপনি আমাকে চিন্তিত এবং শঙ্কিত করছেন।

আমি শুধু বলব, আপনি একজন সফল লেখক। মনে ভাব ভাষায় ব্যক্ত করা অনেক কঠিন বিষয়। আপনি তা সহজে করতে পারছেন।
ভাষা, বানান, বাক্য এবং ব্যাকরণের দিকে খেয়াল রাখবেন।

নদীতে ভেলা ভাসালে হাতে লগি অথবা বৈঠা রাখতে হয়, নইলে হাত দিয়ে নাও বাইতে হয়।
সবসময় সতর্ক থাকবেন।
আপনার মঙ্গল হোক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিন্তিত ও শঙ্কিত হওয়া কোন কারণ নেই। আমি জ্বালাতন করব না। মাঝেমধ্যে ঠেকলে সহযোগিতা চাইব। এই টুকুন।


প্রশংসিত হয়ে উচ্ছসিত, অনুপ্রাণিত। প্রেরনা থাকবেন সবসময়।

পরামর্শটুকু উপদেশ হয়ে থাকবে।

কিন্তু -
নদীতে ভেলা ভাসালে হাতে লগি অথবা বৈঠা রাখতে হয়, নইলে হাত দিয়ে নাও বাইতে হয়। - এইটুকু বুঝি নি পুরোটা।

শুভকামনা রইল সবসময়।

( মোবাইলে সমস্যা হচ্ছে লি খ তে)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

পলাশমিঞা বলেছেন: নদীতে ভেলা ভাসালে হাতে লগি অথবা বৈঠা রাখতে হয়, নইলে হাত দিয়ে নাও বাইতে হয়।

কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে নদীতে ভাসলে স্রোত ভাঠিতে নিয়ে যাবে। লক্ষ্যে পৌঁছতে হলে লগি অথবা বৈঠা বাইতে হয়।
সোজা কথায় বলি, সাধ্যসাধনা করতে হবে। নইলে বেশি কষ্ট করতে হবে। অভিধান হাতের কাছে রাখবেন। শব্দে ভাব এবং আবেগ বদলে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অত কি আর বুঝি ভাই। তবে বলতে পারি আমার চেষ্টা থাকবে যথেষ্ট।
লেখা লেখির মূল্য নির্ধারণ করার মতো অভিজ্ঞতা আমি এখনো অর্জন করতে পারিনি।
আপনাদের অনুসরণ করে যতটুকু পারি, সেটুকুই আমার সফলতা।

আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করে ভাই সবসময়।
ভালোবাসা থাকবে সবসময়। শুভকামনা রইল।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

পলাশমিঞা বলেছেন: ভাই ডাকলে আমি ছায়া হই। ভাই ডেকেছেন ছায়ার মত পাশে পাবেন ইন শা আল্লাহ।

দোয়া করি আপনার আশা পূরণ হোক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভরে গেলো ভাই, আমার অন্তর মন সবই মুগ্ধতায় ভরে গেল মন্তব্যের ভরসায়


এমন আন্তরিকতাই আমাকে ফেসবুক থেকে ব্লগে ড্রাফট করছে। এখন বুঝতেছি আমার চাওয়া আকাঙ্ক্ষা ব্লগেই খুঁজে পাবো। তার প্রমাণ পাইলাম। ব্লগ আসলেই জ্ঞান ভাণ্ডার, আমার কাছে এমনটাই মনে হচ্ছে। সামুর প্রতি কৃতজ্ঞতা জানাই।

জ্ঞানী মানুষের সঙ্গ পাওয়াও সৌভাগ্যের।
আপনার আশীর্বাদ প্রেরণা হয়ে থাকুক।

কৃতজ্ঞতা ভাই।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: এটা চমৎকার হয়েছে। +।

কুঠরে < কোঠরে, হবে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা আমার জীবনে প্রেরণা হয়ে থাকবে ভাই।


ভুল ধরিয়ে দিবেন আদেশের মত করে, আমি তাতে মুগ্ধ হই, আন্তরিকতা খুঁজে পাই।

এডিট করে নিব ভাই।
কৃতজ্ঞতা জানবেন।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

পলাশমিঞা বলেছেন: দয়া করে আমার জন্য দোয়া করবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্য অবশ্যই ভাই। আপনি ভালো থাকলেই আমি কিছু হয়ে জানতে পারবো


আপনার জন্যে দোআ করাতেই আমার মঙ্গল ভাই। আমি লোভী ভাই হা হা হা।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সকল শহীদানের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

কবিতায় ++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। ভালোবাসা নিরন্তর। প্লাজগুলো প্রেরণা হয়ে থাকবে সবসময়।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

পলাশমিঞা বলেছেন: আল্লাহু আকবার।

আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সকল সফলতা দান করবেন। আমাকেও সকলভাবে সফল করবেন। আমনি।

(এই দোয়া কিন্তু অন্তর থেকে বেরিয়েছিল, এই জন্য নিজেকেও সামিল করেছি)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আমিন।

হ্যা ভাই বিশ্বাস করি দোআ মন থেকেই বেরিয়েছে। লেখক কবিদের মন উদার প্রকৃতির হয়।

ভালো থাকুন অনন্তকাল ভালোবাসা হয়ে মানুষের মাঝে।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০

পলাশমিঞা বলেছেন: কৃতজ্ঞতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আন্তরিকতায় আমিও মুগ্ধ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


২১'শের উপর কবিতা, সব সময়ই শ্রদ্ধা হিসেবে নেয়া হয়।

তবে, ১৯৫২ সালের বিপ্লবীরা সেদিনের শহীদদের প্রানের মুল্য বুঝতে পারেননি; তারা উর্দুকে ঠেকায়েছেন, কিন্তু বাংলা ভাষাকে জাতির মাঝে ছড়ি্যে দেয়ার জন্য কাজ করেননি; প্রতিবাদ করা ছিলো তাদের একটা সাধারণ অভ্যাস মাত্র।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা।
কারণ, ব্লগের সবাই জানেন, চাঁদগাজী ভাইয়ের প্রশংসা পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান। সেদিক থেকে আমার সৌভাগ্য আজ এ টা মানছি। আমি সত্যি খুউব আনন্দিত হ লাম ভাই। এটুকুই আমার প্রেরণা হয়ে থাকবে।


সেজন্যই মনে হয় বাঙালি বীরের জাতি।

হ্যা ভাই, বাংলা ভাষার প্রতি এদের মানুষ অন্যায় করছে, সঠিক মূল্যায়ন করিনা হয়তো।
সকল উদাসী মনোভাব ভেদ করে বাংলা ভাষার প্রতি যত্নশীল হওয়া জরুরী।

মুগ্ধ হয়ে ভালোবাসা জানাই।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২২

ডঃ এম এ আলী বলেছেন: একুশ নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন
ভাল লাগার মাত্রা ছুয়ে যায় কবিতার
প্রতিটা ছত্রে ছত্রে ।
ভাল লাগল এই লাইনটি খুব বেশি করে ।
তাই বুঝি ভাই দলে দলে,
রাজপথের ভীত কাঁপিয়ে দেয় বাংলার স্লোগান

কামনা করি একুশ হয়ে উঠুক স্লোগান ঘরে ঘরে
বাংলা ভাষার মর্যাদা সমুজ্জল হোক বিশ্ব মাঝারে।

এ ব্লগে আমার প্রথম লিখা
একুশের চিরায়ত স্লোগান
নামে একটি কবিতা আছে
নীচের লিংক ফলো করে
দেখা যেতে পারে ।

একুশের চিরায়ত স্লোগান

অনেক অনেক শুভেচ্ছা রইল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিবাদন গ্রহণ করবেন হে প্রিয় লেখক, আপনার প্রশংসা আমার জীবনে প্রেরণা হয়ে থাকুক সবসময়। আন্তরিতায় কৃতজ্ঞতা জানাই। আমার চেষ্টার সফলতা পেয়ে গেলাম মন্তব্যে।

বাংলা ভাষার প্রতি ভালোবাসা চির অম্লান থাকুক, শ্রদ্ধা আর ভালোবাসা হয়ে স্মরণে থাকুক সকল ভাষা শহীদের বীরত্বকাব্য।

ভালোবাসা জানবেন ভাই, সবসময় শুভকামনা।

আপনার লিঙ্কে যাচ্ছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লিঙ্কে যেতে পারছিনা ভাই, কি যেন লেখা ভাসছে। দেখবো অবশ্যই।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

ধ্রুবক আলো বলেছেন: শহীদ যাঁরা তাঁদের জন্যে-
স্থান হৃদয় জায়নামাযে জানাই শ্রদ্ধা সম্মান।।
++++
সফল...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহ সাহস ভালোবাসা প্রেরণা সবই দিয়ে গেলেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।

ভালোবাসা আর শ্রদ্ধা হয়ে থাকুন আমার মনে প্রেরণা হয়ে।
শুভকামনা সবসময়

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাষার মাসে এমন কবিতা খুব ভাল। শুভ কামনা রইল কবি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

অনেক বড় উপাদি দিয়ে গেলেন সোহেল ভাই!!! আমি 'কবি' হওয়ার যোগ্য নই, চেষ্টা করি মনের কথাগুলো, চিন্তাভাবনা গুলো সাজিয়ে রাখতে। আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই আগ্রহ। আপনাদের ভালোবাসা আন্তরিকতাই আমার সফলতা।

ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল মানুষের অন্তরে।
শুভকামনা জানবেন সবসময়।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

শামীম সরদার নিশু বলেছেন: আপনার সফলতায় ভালো লাগা রেখে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকল কষ্ট ভুলে অনুপ্রাণিত হলাম প্রিয় ভাই। আপনার ভালোবাসায় মুগ্ধতা। আন্তরিকতায় কৃতজ্ঞতা জানবেন।


ভালোবাসা বেঁচে থাকুক মানুষের অন্তরে।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

বিলিয়ার রহমান বলেছেন:

নাঈম ভাইয়ু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!দুষ্ট খোকারা তোমায় খুব ভালোবাসেন!!!:)



২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি কমু ভাই দুঃখের কথা! এমন ভালোবাসাও কি কেউ চায়! এই নিচের চোর 'ফরিদুল হৃদয়'কে সেদিন বলে আসলাম, কুত্তা আমারে ব্লক দিয়ে রেখেছে। এখন আর দেখতেই পাই না।

আপনি না ধরে দিলে আমি কখনওই ধরতে পারতাম না এই চোরদের। কৃতজ্ঞতা রইল আপনার প্রতি। আন্তরিকতায় মুগ্ধতা ভাই।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের মিঞা ভাই ওরফে পলাশ মিঞা ভাই অনেক জ্ঞানী লোক, উনি লন্ডনে থাকেন। ওনার কথা মেনে লিখতে পারলে ভালো, না পারলেও লিখতে থাকেন, এক সময় লেখা আরো ভালো হতে বাধ্য......শুভ কামনা জানিয়ে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, মিঞা ভাইয়ের কথা আমার স্মরণে থাকবে, চেষ্টাও করবো। যতটুকু পারি সেটুকুই আমার সফলতা। আমার প্রেরণার উৎসই হলেন আপনারা। আপনাদের মাঝে থেকেই আমার লেখার আগ্রহ। উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সবসময়। দোআ করবেন, যেন পারি আরও ভালো করতে।

আপনার জন্যও শুভকামনা থাকবে ভাই, সবসময় ভালোবাসা জানবেন।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তৃপ্ত হলাম ভাই। মুছে গেল ক্লান্তি।

আন্তরিকতায় সবসময় শ্রদ্ধা আর ভালোবাসা রইল ভাই।
শুভকামনা।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




আপনার এই সুন্দর কবিতাটিও চুরি হয়ে গেছে দেখে আপনার কবিতার লাইনের একথাই মনে হলো -----
একজন লেখকের ভাষা কেড়ে নিতে এখনকার চোরেরা চালিয়ে যাচ্ছে কপি-পেষ্ট এর শটগান।

ধিক্‌ ঐ সব হারাম খোরদের !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসলাম ভাই দুঃখেও। খুব সুন্দর সাজিয়েছেন লাইনটি। কপি-পেষ্ট এর শটগান লিয়া একটা কবিতা লিখবো ইচ্ছা জাগিয়ে দিলেন।

হ্যা ভাই, আমিও ধিক্ ওই বেহায়া হারাম খোরদের।

আপনাকে পাশে পেয়ে নতুন করে সাহস পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরিব জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.