নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ডাগরডোগর ওই চোখে যেনো মায়া ঝরে,
স্বর্গ পরী অঙ্গে যেনো রূপের আগুন জ্বলে।
খোলাচুলে মেঘের ছায়া যেন বাতাসে উঁড়ে,
তাই দেখে পাগল আমি সোনা বন্ধুর প্রেমে।
পাশের বাড়ি রোজ দেখি বন্ধু আমার আসে,
আউলা চুলে বাউলা বেশে থাকি পন্থ চেয়ে।
হাটার তালে অঙ্গ দোলে বাতাস লাগে মনে,
প্রেম সুখে শীতল যেনো হৃদয় পোড়া তাপে।
হবেই দেখা রোজ ভাবি মন জানালা খুলে,
হৃদয় মাঝে বিরাজ করে দেখিনা দুচোখে।
মনের আশা ভালোবাসা কেমনে বলি তারে,
কতো কিছুই দেখে বন্ধু 'বুঝলো না আমারে!
দেখে ঐ মুখ ভরবে এ'বুক প্রেমে-র সুখে,
স্বপ্ন ভাঙা নিশিত ব্যথা সবই যাবো ভুলে।
প্রভাত বিকাল উদাস দুপুর এ প্রত্যশাতে,
হয়'না দেখা আসে'না সে হৃদয় শুধু পুড়ে।
কষ্টে ভরা প্রহর গুলো একলা বসে ঘরে,
ভাবছি বন্ধু একটি-বার খুঁজল না আমারে!
পরাণ আমার বানে ভাসে বন্ধুরে না দেখে,
কেমন করে বলো সখি থাকে আমায় ভুলে!
(ছবিটি প্রিয় শায়মা আপুর নিজস্ব আর্ট করা, অনুমিত হয়ে প্রকাশ)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে ভাই একপিষ্ঠ প্রেম বোঝাতে চেয়েছি। যা কখনো মুখে বলা হয়নি, তবে দুজনের চেনা জানা অনেক দিনে এমন কিছু।
ভালো লাগাটুকু আমাকে প্রেরিত করবে ভাই। লাইকটা প্রেরণা হয়ে থাকবে সবসময়।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
শায়মা বলেছেন: আজকেরটা তো পুরাই ময়মনসিংহ গীতিকা!!!!!!!!!
ভাইয়া তোমার বাড়ি ময়মনসিং নাকি!!!!!!!!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, ময়মনসিংহের কাছাকাছি, শেরপুর জেলা!
আমি কিন্তু আসলে ময়রনসিংহ গীতিকার সম্পর্কে কিছু জানিনা।
আমারটা কেমন হলো সেটা বলবেন।
প্রিয় আপুকে মন্তব্যের ঘরে পেয়ে উচ্ছসিত হলাম।
প্রেরণা পেলাম আপু।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম প্রিয় কবি । প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
ভালোবাসা জানবেন সবসময়।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
শূন্যনীড় বলেছেন:
ডাগরডোগর ওই চোখে যেনো মায়া ঝরে,
স্বর্গ পরী অঙ্গে যেনো রূপের আগুন জ্বলে।
খোলাচুলে মেঘের ছায়া যেন বাতাসে উঁড়ে,
তাই দেখে পাগল আমি সোনা বন্ধুর প্রেমে।"
বর্ণনা ভালো লাগলো। ছন্দে ছন্দেই পড়লাম ভাই।
মনের কথা সাহস করে বলে দেওয়াই ভালো, চেপে রাখতে নেই। তাতে কষ্ট পেতে হয়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। পড়েছেন জেনে কৃতজ্ঞতা রইল।
হ্যা ভাই, মনের কথা চেপে রাখতে নাই, না বললে পরে পস্তাতে হয়। আমার যদিও সেরকম সময় পার হয়ে গেছে। নতুনদের এই দিকে খেয়াল দেওয়া উচিৎ। যেন আমার মতো ভুল কেউ না করে।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
শায়মা বলেছেন: ভালো হলো বলেই তো বললাম!!!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখন পুরোপুরিভাবে বুঝলাম আপু। আমার সংকোচ দূর হলো। সাহসী হলাম।
প্রেরণা হয়ে থাকবেন আপু ।
আপনার আর্ট করা চোখ নিয়ে একটা কবিতা লেখার আশা আছে আমার, বিষয়বস্তু ভাবছি। ঠিক কিভাবে বোঝাবো সেটা ঠিক করতে পারলেই লেখতে একদিনেই হয়ে যাবে।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবি দেখছি প্রেমের কবিতায় পরিণতির কথা ভাবা শুরু করে দিয়েছে!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, পরিণত আর হতে পারছি কই। আপনাদের আন্তরিক উৎসাহ আমাকে প্রেরণা দেয়। নতুন লিখতে সাহস পাই।
প্রেম নিয়ে থাকাই নাকি ভালো, তাই প্রেম খুঁজতেছি ভাই....।
ভালোবাসা জানবেন ভাই।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
শূন্যনীড় বলেছেন: আপনিও ভুল করেছিলেন তবে......!!
তাই বুঝি মনে এতপ্রেম, বিরহ, দহন !!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার করা ভুল আর কবিতায় না বলে একা মনে ভালোবেসে ভুল করার মধ্যে তফাৎ আছে ভাই।
অনেক সময় বলার মধ্যেও ভুল থাকে। আমি বলেই ভুল করেছিলাম।
এখনে কেবল এক পক্ষের ভালোবেসে বিরহে পুড়ার কথা বলতে চেয়েছি। প্রেম কি বুঝে নেওয়ার কিছু নেই!! শুধু মুখে ভালবাসি বললেই বোঝা যায় ভালোবাসে, চলাফেরা বন্ধুত্বের মাঝে কি বোঝে নেওয়া যায় না!
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮
অতৃপ্তনয়ন বলেছেন:
হবেই দেখা রোজ ভাবি মন জানালা খুলে,
হৃদয় মাঝে বিরাজ করে দেখিনা দুচোখে।
মনের আশা ভালোবাসা কেমনে বলি তারে,
কতো কিছুই দেখে বন্ধু 'বুঝলো না আমারে! ভালো লাগা রইল ভাই।
প্রেমেই থাকুন সবসময়। শুভকামনা রইল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেমেই থাকবো পাশে থাকবেন এভাবেই। মন্তব্যে উৎসাহিত হয়েছি।
শুভকামনা জানবেন সবসময়
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
নাগরিক কবি বলেছেন: ভাল লাগছে ভাই। ছড়া ছড়া ভাব আছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গীতিকবিতার মতো।
ভালো লাগলো জেনে অানন্দিত হলাম।
প্রেরণা হয়ে থাকুন সবসময়।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
এটা গীতি-কবিতার কাছাকাছি, ভালো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। আপনার কাছ থেকে 'ভালো' পাওয়া আমার বিরাট পাওয়া। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী দিনগুলোতে।
শুভকামনা জানবেন হে প্রিয় লেখক। ভালোবাসা সবসময়।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা। রবীন্দ্র নজরুল কি তবে আবার ফিরছে?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে জেনে খুশি হয়েছি, অনুপ্রাণিত।
ভাইগো, অত বড় বইলেন না। আমার কাছে উপহাস মনে হয়। আপনাকে অন্যরা বোকা কইবো। আমি নতুন, চেষ্টা করি আপনাদে উৎসাহ পেয়েই। এখন কবিতার ক ও বুঝিনা।
মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকবে। আপনার জন্য একবুক ভালোবাসা।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০২
আমিই মিসির আলী বলেছেন: শখিরা ভাই! পাষাণী।
ভুলে যাওয়া, ভুলে থাকা অত্যান্ত সহজ কাজ তাদের জন্য।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খাঁটি কথা বলছেন ভাই, সখিরা বড্ড পাষাণী। কিচ্ছু বোঝেনা স্বার্থ ছাড়া।
থাকুক ভুলেই থাকুক।
আপনার জন্য শুভকামনা রইল, সখিদের থেকে দূরে থাকুন।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দের কবিতা++
তবে শুধুই প্রেমের গোন্ডি।
এখান থেকে একটু বের হওয়া যায়না ভাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বের হবো ভাই, কিন্তু সবাই যদি উপহাস শুরুকরে দেয় সেই ভয়ে সমাজ বাস্তবতা দারিদ্র্যের কশাঘাত মানবিকতার দিক থেকে কিছু লিখতে ইচ্ছে করলেও সাহস পাই না। হয়তো বা ঠিকঠাক পারবোও না। তবুও চেষ্টা করবো ভাই, তেখি পারি কিনা। দোআ করবেন।
মন্তব্যে প্রশংসাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে ভাই। কৃতজ্ঞতা জানবেন।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৫
অরুনি মায়া অনু বলেছেন: আহা বোঝেনা সে বোঝেনা,,,,
কি আর করা।
ভাল লিখেছেন।
শায়মাপু চমৎকার ছবি আঁকেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহারে, আপনার মনে কত্ত সহমর্মিতা, যদি তারও থাকতো!!!
না থাকলেও সমস্যা নেই, আমি খুঁজি না আর তার কাছে কিছু, মনের কথা কাগজে লিখে উড়িয়ে দেই, ঘুরতে থাকে সামুর পাতায়। এটুকুই।
শায়মা আপুর চিত্রসজ্জা খুব সুন্দর, আসলে যার গুণ থাকে সবদিক থেকেই প্রকাশ পায়, গুণ যে চাপা থাকে না। আমার কাছে শায়মা আপুর অার্ট করা ছবিগুলো ভালো লাগে, তাই একটা নিজের কাছে রেখে দিলাম।
আপনার আন্তরিক সহমর্মিতায় আমি মুগ্ধ আপু। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনার প্রশংসাটুকু আমার কাছে প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা জানবেন সবসময়
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
কষ্টে ভরা প্রহর গুলো একলা বসে ঘরে,
ভাবছি বন্ধু একটি-বার খুঁজল না আমারে!
পরাণ আমার বানে ভাসে বন্ধুরে না দেখে,
কেমন করে বলো সখি থাকে আমায় ভুলে!
.........কষ্টের কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ভাই, ধন্য আমি। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।
হ্যা ভাই, কিছুকিছু কষ্ট মনের গহীনে থেকেই যায়। যা কখনো প্রকাশ করা হয় না। নীরব যন্ত্রণা হয়ে সবসময় পুড়ায়। কবিতাটি সেরকমই ভাবপ্রকাশ।
ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও হ ভাই ফাস্টফুড!!! আমার খুব প্রিয়। তৃপ্তির সাথে উপভোগ করলাম।
ভালোবাসা ভাই, ভালোবাসা সবসময়।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মতো গুণি কবি'কে আমার কবিতায় মন্তব্যের ঘরে পেয়ে অত্যন্ত আনন্দিত, উৎসাহিত। আমার দুর্বল মনের সাহস সরূপ আপনার আগমন। শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
প্রশংসাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা জানবেন প্রিয় সুলেখিকা।
আমি আপনার G+ অনেক কবিতাই পড়তাম। এখন তেমন যাই সেখানে।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল । শুভ কামনা রইল কবি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার জন্যও শুভকামনা ভাই।
ভালো লাগা টুকু আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই বলে রাখি আমি এই বিশ্বাস রাখি যে যিনি আমার কবিতায় সমালোচনা করার স্কোপ থাকা সত্ত্বেও সমালোচনা করেন না তিনি চাননা যে আমি ভালো কবি হয়ে উঠি!
এই কবিতাটিতে সমালোচনা করার প্রচুর স্কোপ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় সবাই সেটা এড়িয়ে গেছে!!
নাঈম জাহাঙ্গীর নয়ন আপনার এবং আমার আমাদের সবারই সীমাবদ্ধতা আছে! তবে আমাদের চেষ্টা থাকা উচিৎ সে সীমাবদ্ধতা কাটিয়ে আমাদের কবিতা সংখ্যায় নয় বরং মানে উন্নত হোক!
অনেক অনেক শুভকামনা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার মতো আমারও ভালো লাগে যখন কেউ আমাকে ভুল ধরিয়ে দেয়, আমি তাতে আন্তরিকতা খুঁজে পাই, সাথে ভুলটুকু শুধরে নিতে পারি।
আমি ভাই নতুন ব্লগে, মাত্র ছয়মাস পার হইছে। আমার লেখার আগ্রহটা এখানে এসেই। উৎসাহটা বেড়েছিল কিছু বড় ভাই খুব সুন্দর পরামর্শ দিতেন, আমার লেখার আগ্রহ বাড়ার কারণও এটাই। যেখানে শুদ্ধি হওয়ার ব্যবস্থা আছে সেখানে আমার আগ্রহ বাড়ারই কথা।
লেখার মান বোঝার মতো অবিজ্ঞতা আমার মাঝে এখনো আসেনি। তাই বুঝতে পারিনা তেমন, কোনটা ভালো হচ্ছে, কোনটা মন্দ। তবে লেখছি প্রতিদিনই। এটাও জানিনা যে প্রতিদিন পোষ্ট দিলে ব্লগে পোষ্টের সংখ্যা বাড়ছে, তাতে সমস্যা হতে পারে। আপনার মন্তব্য শুনেই বুঝতে পারলাম যে প্রতিদিন না পোষ্ট করাই ভালো।
ভালই হলো জেনে, নয়তো আজ সারাদিনে আরেকটা কবিতা শেষ করেছি, ভাবছিলাম ব্লগে পোষ্ট করবো রাত্রে। ভালই হলো, জেনে।
আপনারা আমার শ্রদ্ধার পাত্র সামুতে। আমার ভুলগুলো বা আরও ভালো করার পরামর্শ এভাবেই দিবেন এমনটা সবসময় প্রত্যাশা থাকে, থাকবে।
ভালোবাসা জানবেন ভাই।
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ভাষা ও ছন্দ কবিতায় রবিন্দ্রনাথ বলেছেন
যেদিন হিমাদ্রিশৃঙ্গে নামি আসে আসন্ন আষাঢ়,
মহানদ ব্রহ্মপুত্র আকস্মাৎ দুর্দাম দুর্বার
দুঃসহ অন্তরবেগে তীরতরু করিয়া উন্মূল
মাতিয়া খুঁজিয়া ফিরে আপনার কূল-উপকূল
তাই কবিতার ভাব যখন আসে তাকে রোধিবে কে
সেকি ভাষা ও ছন্দ ও মাত্রার কথা তখন ভাবে
তাই তাঁর ভাষা ও ছন্দ কবিতার শেষ দিকে বলেন:
নারদ কহিলা হাসি, “সেই সত্য যা রচিবে তুমি,
ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি
তাই ভায়া লিখে যাও মনে যা চাহে তাই , একদিন বড় কবি
হবে এ বাসনা জানাই । সকলেই বড় মাপের কবি হোক
এটাই মনে প্রাণে চাই । সকল পাঠকের সুচিন্তিত মতামত
আমলে নিলে ভাল হবে কবির নীজেরই ।
শুভ কামনা রইল
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় নিরাশ হয়েছিলাম যে প্রতিদিন পোষ্ট করছি একটি করে তা হয়তো সামু কর্তৃপক্ষ ভালো চোখে দেখবেন না! আপনার মন্তব্য আমার নিরাশার মাঝে আশার প্রদীপ হয়ে এলো। আমার লেখতে ভালো লাগে, তাই লেখি। অবশ্য এই ভালো লাগাটা আমার সামুতে এসেই।
গুণগত মান বিচারের অবিজ্ঞতা আমার এখনও হয়নি ভাই। লেখা শেষ করার আনন্দে পোষ্ট করি সামুতে এসে। আমার চেষ্টা ছিল (আশাও বলতে পারেন) প্রতিদিন একটা করে কবিতা লিখবো যতদিন সময় পাই। কিন্তু, আজ মনে হলো আমার এমনটা প্রত্যাশা ভুল ছিল!
আপনার মন্তব্য আমাকে সবসময় কিছুনা কিছু শিক্ষা দিয়ে যায়। আজও শিখলাম। হয়তো আজই বড় প্রেরণা পেলাম, সাহসী করে তুললো। যেটুকু সংকোচ ছিল মনে সেটুকু কেটে গেলো।
আমি কাজের ফাকে শুধু শব্দ খুঁজি, নতুন একটা বিষয় খুঁজি, নতুন একটা কবিতা শেষ করার চেষ্টা করি। যা আমার 'কবিতা আর আমি' কবিতায় প্রকাশ করেছিলাম। আমার কবিতা লেখা আর কবিতা প্রেম সম্পর্কে।
সামন্য একটা চাকরি করি, যেটুকু কাজের ফাকে সময় পাই এখন কবিতা লেখার জন্যই কল্পনার রাজ্যে ঘুরি। কিন্তু যখন লেখা শেষ হয়, তখন প্রকাশ করতে ব্যাকুল হয়ে পড়ি। আর প্রকাশটা ফেসবুকের চেয়ে সামুতে করতেই উৎসাহ বেশি, (যদিও ফেসবুকে লাইকের সংখ্যা বেশি থাকে) কারণ, সামুতে কতটুকু ভালো হয়েছে লেখা সেটা বোঝা যায়, আবার ভুল হলেও শুদ্ধ করা যায় বড় ভাইদের পরামর্শ জেনে।
আসলে কি প্রতিদিন একটা করে পোষ্ট করলে সামু কর্তৃপক্ষ বিরক্ত হবেন ? আমার কেন জানি এই প্রশ্নটা কয়েকদিন যাবত ভাবাচ্ছে।
আপনার আগমনে আমি সবসময় সাহস খুঁজে পাই। প্রেরণা হয়ে থাকবেন আগামীর পথে।
আপনার জন্যও শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় ভাই।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
শুভেচ্ছা রইল ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিও গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।
আপনার আন্তরিকতায় ধন্য আমি।
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১
শামীম সরদার নিশু বলেছেন: (ছবিটি প্রিয় শায়মা আপুর নিজস্ব আর্ট করা)
আমার মাথায় ঢুকছেনা এটা কি আর্ট করা নাকি ফটোশপের কারসাজি।
জানাবেন একটু।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা তো শায়মা আপুই বলতে পারবেন, ভাই।
আমি আপুর কথা বিশ্বাস করেছি, আমার কাছে আর্ট করাই মনে হয়।
আমার লগ্ন কবিতায় একটা ছবি লোড করেছিলাম। সেটাও আর্ট করা ছিল। কিন্তু ছবি দেখে মনে হয় একদম জীবন্ত। তাই আমি বিশ্বাস করি, চিত্রশিল্পী তাদের তুলিতে একটা ছবিকে জীবন্ত করে দিতে পারেন। এটা হতেও পারে।
আপনার মন্তব্যে ভালোবাসা রইল। জানতে চাওয়া ও পাওয়া সবসময় ভালো, আন্তরিকতার প্রকাশ। আমি তাই মনে করি।
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮
শামীম সরদার নিশু বলেছেন: আমি মূল পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার।
তবে অনেক আফসোস করি এই কারনে যে একজন আর্টিস্ট যদি হতে পারতাম।
আর্ট জগতটা আমার পাশাপাশি, অনেক ইচ্ছা হয় কিছু আর্ট করার কিন্তু পারিনা।
শুধু গ্রাফিক্সই যা পারি এই আর কি?
তবে মূল কথা হলো আমি কখনো চেষ্টাই করিনি আর্ট করার।
হ্যা এটা মানতেই হবে আর্টিস্টরা একটি চিত্রকে জ্বলন্ত করে ফুটে তুলতে পারে।
আর্টিস্টদের সবসময় সম্মান করি। আমার রুমমেট একজন আর্টিস্ট (সমবয়সী) আমি তাকে বস বলেই ডাকি।
নিজের চোখের সামনে যখন একটি চিত্রকে বাস্তরূপে ফুটিয়ে তোলে আমি অবাক না হয়ে পারিনা।
সত্যি তাদের অসাধারণ ক্ষমতা।
আর্টিস্টদের কাছে আমরা গ্রাফিক্স ডিজাইনাররা কিছুই না।
তবে ইদানীং আর্টিস্টদের প্রতিভাকে প্রকাশ থেকে বঞ্চিত করা হচ্ছে।
সরকারকে এই দিকটা খেয়াল করা অনেক জরুরী।
আসলে watermark টা যেভাবে ফুটে উঠেছে তা একজন বড় মাপের আর্টিস্ট ছাড়া ফুটে তোলা অনেকটা কঠিন।
সেই দিক থেকে বলছি শায়মা আপু কিন্তু বড় ধরণের একজন আর্টিস্ট।
সত্যি অসাধারণ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার কর্মপরিচয় পেয়ে। আপনার পেশার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা জানবেন। আমি কোন কর্মতেই পারদর্শী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আসলে ব্যর্থতা সবকিছুতেই ব্যর্থতার ছাপ রেখে যায়। তবে একটা চাকরি করছি। ভালো চলছি আপনাদের দোআ'য়। এখানেও আমি দক্ষতার সাক্ষর রাখতে পারিনি, এর মূলেও ব্যর্থতা। যাক সেসব কথা। ব্যর্থতাকে জয় করেই চলছি ১৭ বছর। বাকি জীবনটা এভাবে কাটাতে পারলেই আমি কৃতজ্ঞ মহান আল্লাহ্'র কাছে।
শায়মা আপু আর্ট শিক্ষা নিয়ে একটা টিউটোরিয়াল পোষ্ট দিয়েছেন। এতে তাঁর অবিজ্ঞতা সবার সাথে শেয়ার করেছেন। ছবিটি আমি সেই পোষ্ট থেকেই নিয়েছি অনুমতি সমেত। কবিতাটি লিখে ভাবছিলাম কোন ছবিটা দেই, পরে শায়মা আপুর আর্ট করা নিয়ে পোষ্টির কথা মনে পড়তেই সোজা তাঁর কাছে অনুমতি চাই ছবিটি প্রকাশ করার জন্য। আমি অনুমতি পেয়ে খুশি হই। কৃতজ্ঞতা স্বরূপ শায়মা আপুর নামটা ছবিতে লিখে দেই।
সত্যিই অসাধারণ আর্ট করেন তিনি। আপনিও ওনার নিক এ গিয়ে দেখে আসতে পারেন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা রইল।
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন
কাল রাতে যখন আপনার প্রতি উত্তরটা দেখলাম তখন আপনাকে কিছুটা হতাশ মনে হয়েছে। তবে সত্যি বলতে কি আমি আপনাকে একেবারেই হতাশ করতে চাইনি( আপনাকে হতাশা ছুঁয়ে যাকে জানলে ঐ মন্তব্যটাও করতাম না)। আমি কেবল চেয়েছি আপনার শব্দ নির্বাচনের জন্য আর একটু সচেতনতা! হয়তো আমার মন্তব্যটা পুরোপুরি ক্লিয়ার ছিল না।
প্রতিদিন কবিতা পোস্ট করায় আমি কিন্তু কোন সমস্যা দেখছি না। প্রতিদিন পোস্ট করা যাবে না সামুর এমন কোন নীতিমালার কথাও আমি শুনিনি।
আপনার প্রতি অনেক অনেক শুভকামনা!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, শুধু আপনার মন্তব্য পেয়ে নয়। আমিই নিজে নিজে কয়েকদিন ভেবেছি ব্যাপারটা, যে আমার প্রতিদিনই পোষ্ট হয়ে যাচ্ছে, সেটা কোনো প্রকার সমস্যা হয় কিনা। আপনার মন্তব্য আমাকে কোনপ্রকার নিরাশ করেনি ভাই। আমিতো কয়েকদিন ধরেই ভাবছিলাম সেটা। দেখন, একুশ আমার কবিতাটা লিখেছিলাম একুশ তারিখে দেবো বলে, কিন্তু সেদিন শেষ হওয়ার পরই পোষ্ট করার জন্য ব্যাকুল হয়ে যাই, আর দুদিন আগেই পোষ্ট করে দেই।
আমি নিরাশ নই ভাই, একটু সংকোচ নিজের মনেই ছিল, সেটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল আপনার এই মন্তব্যে। নিজের অপরাধবোধটুকুও দূর হল।
আমি সবসময় আপনাদের কাছে উপদেশ আশা করি, তাতে আমারই মঙ্গল সেটা না বোঝর মতো বোকা আমি নই। আমি চাই সবসময়, কেউ আমার ভুলটুকু ধরিয়ে দিক। আমার শ্রদ্ধা বেড়ে যায় সেরকম আন্তরিক মন্তব্যে।
আজ কোনো কবিতা লিখতে চেষ্টা করিনি ভাই। তবে আপনার কাছে সাহস পেয়ে ভাবছি দেখি একটা শুরু করবো, বিষয়বস্তু ভাবতে শুরু করে দিয়েছি এই মন্তব্য লিখতেই।
আমার মনে হয় কবিতা লেখার প্রতি একটা নেশাই হয়ে গেছে।
ভালোবাসা জানবেন ভাই সবসময়
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
শুরু টা ভালো ছিল .........