নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| বিরহবিধুর ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

সময় যেনো স্থির ঠায় দাঁড়িয়ে,
কিছু নেই নিশ্বসিত শব্দ ছাড়া,
চারিদিকে শূন্যতল, নীরবতা
উম্মুক্ত বাতায়ন, বিরহবিধুর।
স্তম্ভিত দৃষ্টি দূর আকাশে-
বিরহিত হৃদয়ের প্রতিচ্ছবি
ভাসছে চোখে প্রতিক্ষণ।
দূর দিগন্তরেখা ছাপিয়ে আজ
মেঘ গুলো মেখেছে শুভ্রতা,
কোন জল নেই, সুদৃষ্ট সুদূর।
তোমা বিরহে চৈত্রিক মনোভূমি,
ফাগুন শুষ্কতায় শ্রাবণ প্রতীক্ষিত
এচোখে কোনো জল নেই, বিস্মিত
দুঃসহ শূন্যতায় ঘেরা উদাস দুপুর।

ছাপিয়ে দিগ ঘন বরিষণ ভাসিত শ্রাবণ,
দুঃসহ বিরহ কষ্টেসৃষ্টে ঝঞ্ঝাট হিয়া;
বাসনাপূরণে তরবারি বিদ্রোহানল,
বৈষম্যহীন ভৈরবীরাগ সমাহরণ।
উম্মুক্ত মম হৃদয় স্মরণে বিষ্ণুপ্রিয়া,
এ'প্রেমের তৃষিত বান খর অবিচল;
প্লাবিত মনোভূমি দেখো গো সুনয়না,
ঘোর অন্ধকার মহাপ্রলয়ের পূর্বক্ষণ।

তোমার প্রেম স্পর্শ, সুখপূর্ণ লগন
সুনীল আকাশ স্বপ্নিল রাত্রিদিন
এ'মনে সুখোদয় প্রেমময় শিহরণ।।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লাগলো, ভালোবাসা রেখে গেলাম :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি ভাই।
ভালোবাসা পেয়ে আনন্দে উদ্বেলিত।

আপনার এই প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।
অনেক অনেক ভালোবাসা আপনাকেও।
শুভকামনা জানবেন সবসময়।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

blogermassud বলেছেন: সুন্দর লিখেছেন কবি ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথম আসায় অভিনন্দন রইল, আন্তরিক শুভেচ্ছা।

আমি ভাই, কবি না, আমার লেখাগুলো সবই আমার মনের ভ্রান্ত ধারণা মাত্র। মনের না বলা কথাগুলোই প্রকাশ করার চেষ্টা করছি এভাবে।

আপনার আন্তরিক মন্তব্য আমাকে উৎসাহিত করেছে ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

শূন্যনীড় বলেছেন: ভালোবাসর আকাঙ্ক্ষা মহাপ্ররলয়ের পূর্বক্ষণ ++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধু মহাপ্রলয় নয় ভাই ভালোবাসা পেতে দ্রোহীও।

প্লাস গুলো প্রেরণা হয়ে থাকবে ভাই।
ভালোবাসা হয়ে থাকুন সবসময়।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

অতৃপ্তনয়ন বলেছেন: ভালোবাসা রেখে গেলাম কবিতায় +++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা পেয়ে ধন্য আমি ধন্য আমার চিন্তাভাবনা

প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে ভাই।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: শুরুটা ভাল ছিল! তবে শেষের দিকে কাঠিন্য বাড়ার সাথে সাথে ভালোলাগায়ও কমতি এসেছে!:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই।

আপনাদের মন্তব্য সবসময় আমার সাহস বাড়িয়ে যায়।

নিচের দিকে ভেবেছি একটু ছন্দময় করে তুলতে। সেখানেই বিরহ আর ভালোবাসা বোঝাতে একটু কেমন যেন হয়ে গেল।

দোআ করবেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭

শূন্যনীড় বলেছেন: বোঝেছিলাম ভাই, ভালোবাসা খোলা তরোয়াল হয়ে আছে...

ভালোবাসা সবসময়

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, ভাবুক হৃদয়ের কল্পনায় কতকিছু ভাসে...।


ভালোবাসা হয়ে থাকুন সবসময় ♥

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

তোমার জন্য মিনতি বলেছেন: কবিতা ভালো লাগলো ভাই
এতকঠিন ভালো না, সহজেই থাকুন। আমরা সাধারণ পাঠক।

আপনার জন্য শুভকামনা রইল কবি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লাগায় প্রেরণা পেলাম ভাই। উৎসাহিত করে গেলেন। অনুপ্রাণিত হলাম সন্দর পরামর্শ পেয়ে।

কই ভাই, এত কঠিন তো হয়নি, সহজবোধ্য কিছু শব্দ সঙ্গে আছে তো।
আপনার পরামর্শ আমার মনে থাকবে ভাই।
ভালোবাসা জানবেন

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় +++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে কবিতায় প্লাস পেয়ে আনন্দিত ও উৎসাহিত।

প্রেরণা হয়ে থাকুন ভাই।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার সুন্দর ছন্দ মালা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির মুখে প্রশংসা পেয়ে ধন্য আমি ধন্য কবিতা।

দ্বিতীয় স্টেপ এ ভাবলাম একটু ছন্দ থাকুক। তাই সেটুকু নতুন ছন্দময় করতে চেয়েছি। ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবি চৌধুরী ভাই।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

নাগরিক কবি বলেছেন: ভাই আমার নিকের নামটা চেঞ্জ করমু কেমনে বলতে পারেন? হুদাই আমি কবি নাম এ নিক খুলছি একক্ষান কবিতাও আজও লিখতে পারলাম না। সেখানে আপনার এত সুন্দর কবিতা পরে আমি বড়ই ঈর্ষানিত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসাইলেন ভাই!!!!
আমার সস্তা কবিতা দেখেও যদি ঈর্ষা হয় তো গুণি লেখকদের কবিতা পড়ে কি করবেন!!!

আপনার নিক কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আমি মনে করি এটিইথাকুক, যদিও নাম চেঞ্জ করার পদ্ধতি আমি জানিনা। আপনার মনে চারলাইন আসলেও লিখে রাখুন। লিখতে লিখতেই শব্দ দেখবেন আপনাকে ডাকছে কবিতা সাজানোর জন্য।

আপনি কিন্তু যথেষ্ট ভালো লেখেন জানি। প্রতিদিন লিখতে থাকুন। আপনি আমার চেয়েও সুন্দর অবশ্যই লিখতে পারবেন। শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য আমাকে উৎসাহ প্রেরণা দিয়ে গেল। যা অনুপ্রাণিত করবে আগামীর পথে।
মুগ্ধতা রইল ভাই।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:

"ছাপিয়ে দিগ ঘন বরিষণ ভাসিত শ্রাবণ,
দুঃসহ বিরহ কষ্টেসৃষ্টে ঝঞ্ঝাট হিয়া;
বাসনাপূরণে তরবারি বিদ্রোহানল,
বৈষম্যহীন ভৈরবীরাগ সমাহরণ।
উম্মুক্ত মম হৃদয় স্মরণে বিষ্ণুপ্রিয়া,
এ'প্রেমের তৃষিত বান খর অবিচল;
প্লাবিত মনোভূমি দেখো গো সুনয়না,
ঘোর অন্ধকার মহাপ্রলয়ের পূর্বক্ষণ। "

-এই অংশটুকুর বুনন আলাদা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে পেয়ে সবসময় আমার লেখা পূর্ণতা পায়, আজও পেল।

যে অংশ দিয়েছেন সে অংশের বুনন ছন্দ ধরে, বিরহিত সময়ে মনের ধরণ আর প্রিয়া কাঙ্ক্ষিত মনের ভালোবাসার বিশ্বাস-জোরই বোঝাতে চেয়েছি। জানিনা কতটুকু পেরেছি।

আর শেষের তিন লাইন মনের সকল বিষণ্ণতা দূর হয়ে যাওয়ার মাধ্যম বুঝাতে চেয়েছি।

আপনার মন্তব্যে ভালোবাসা রাখছি প্রিয় সমালোচক ভাই। শুভকামনা জানবেন সবসময়।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



বিরহবিধুরতার কান্না প্রথমে হাল্কা ধারায় পরে অঝোর ধারায় চারদিক অন্ধকার করে এসেছে ।
হুমমমমমম........... সহ ব্লগার চাঁদগাজী ঠিকই ধরেছেন । বুননে ওখানে একটু জামদানী কারূকাজ ।

জটিল মনে হলেও ভালো লাগলো ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের আগমনে আমি এজন্যই সাহস খুঁজে পাই। আপনাদের মন্তব্য আমাকে খুব বেশি প্রেরণা দেয়। আনন্দিত হই, উৎসাহ পাই নতুন আরেকটা লিখতে।

হ্যা ভাই, প্রথমে সাধারণ মাঝখানে অসাধারণ শেষে পূর্ণতা দিতে চেয়েছিলাম। মাঝখানটায় একটু জটিল হয়েছে ছন্দময় করতে। কোন উদাস দুপুরে প্রিয়া বিরহ কতটা কাবু করে, কতটা বিশ্বাসে প্রিয়া কামনা করে সেটাি বোঝাতে চেয়েছি।

আপনার ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা রাখছি।
আমার শ্রদ্ধা আর ভালোবাসা গ্রহণ করবেন।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

মোস্তফা সোহেল বলেছেন: আমি জটিল কবিতা কম বুঝি তার পরও ভাল লেগেছে। কেন ভাল লেগেছে সেটি বলা কিন্তু সব সময়ই কঠিন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশি জটিল তো না ভাই! মাঝের স্টেপটা একটু কঠিন মনে হয়, আসলে দুএকবার পড়লেই খুব সোজা হয়ে যায়।
শূন্যতায় ঘেরা কোন উদাস দুপুরে বিরহিত হৃদয়ের ভাবটাই প্রকাশ করতে চেয়েছিলাম ভাই। আমার কাছে গদ্যময় কবিতাই ভালো লাগে, তবুও কেমন যেনো এটা হয়ে গেল।

ভালো লেগেছে সেটুকুই আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সবসময়।

ভালোবাসা হয়ে থাকুন সবসময়। শুভকামনা জানবেন।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা কবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উচ্ছসিত ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

মাঝেমাঝে আপনি আমাকে কবি বানিয়ে দেন, আমার আনন্দ যেমন হয়, তেমন লজ্জাও লাগে। আমি কবি হওয়ার যোগ্য নই, হতে পারবো কিনা তাও সন্দেহ। তবে আপনাদের এমন উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে।

কৃতজ্ঞতা জানবেন ভাই। মন্তব্যে আমি প্রীত হয়েছি।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

আরণ্যক রাখাল বলেছেন: কিছু কিছু শব্দ আমি আগে শুনেছি বলে মনে হচ্ছে না। যেমন- বিরহিত, নিশ্বসিত, দিগ। অভিধানে খুঁজতে হলো।
কবিতায় একটা আদিম ভাব আছে। অনেক শব্দ আছে যা ব্যবহার করা হয় না।
সব মিলিয়ে ভাল লাগেনি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ মতামত পেয়ে ধন্য হয়েছি ভাই। সবার কাছে সবকিছু ভালো নাও লাগতে পারে। সত্য কথাটা বলে গেলেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। যাতে কোন সময় ভালো লাগাতে পারি তেমন চেষ্টা করবো।

বিরহিত' - বলতে আমি বিরহকেই বুঝিয়েছি, আমি প্রিয়ার শূন্যতা অনুভব করেছি, প্রিয়া কাছে না থাকাতে কষ্ট পাচ্ছি। যে যেমনটা বোঝে।

নিশ্বসিত' -এর পরে আছে শব্দ 'নিশ্বসিত শব্দ' - এখানে নিজের নিশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই নেই, শূন্যতা, নীরব। খুব নীরব। যে যেমনটা বোঝে শান্তি পায়।

দিগ'- বলতে দিক, চারিদিক, বোঝাতে চেয়েছি।
এই শব্দগুলি অনেক আমি দেখেছিলাম হয়তো কোন কবিতায় বা গানে এমনটাই হবে।

আমি তো ভাই কবিও না, লেখকও না। মনে যা আসে তাই লেখি। কারো ভালো লাগলে ভালো লাগে না ভালো লাগলেও কষ্ট পাই না। কেউ ভুলটা ধরিয়ে দিলে শুধরে নিতে পারি এটুকুই।

আপনার মতামত আমাকে আরও সতর্ক থাকতে সাহায্য করবে শব্দ নির্বাচনে। সেজন্য আপনার প্রতি শ্রদ্ধা রাখছি।
ভালো থাকবেন, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.