নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
না দেখে একদিন বলতে না পারলে কথা-
আকাশ যেন পড়তো ভেঙে মাথায়,
হন্নে হয়ে খুঁজতে আমাকে, করতে দেখা
চোখের সামনে যাকেই পেতে পরিচিত,
তাকেই আকুতি ভরা চোখে বলতে,
তোমরা কি দেখেছো আমার নয়ন'কে...?
চোখের চাহনিতে থাকতো কালো মেঘেরঘটা,
যেন অল্প বাতাসেই ঝরবে বৃষ্টি, অবিরত।
বড় উদাসী হয়ে ঘুরতে, হয়তো কাঁদতে,
হারিয়ে যেতো তোমার মনের স্থিরতা।
একদিন পর দেখা হতেই ছলছল চোখে বলতে
কোথায় ছিলে এতদিন...বলো'তো...!
কার সাথে ঘুরেছো-
কেন পুড়িয়েছো আমাকে বিরহানলে...?
কত যে কষ্ট...কত যন্ত্রণা আর
কত যে ব্যাকুলতা তোমাকে দেখার!
তা'কি তুমি বুঝো না....!
আমাকে না দেখে কেমনে ছিলে তুমি...!
আজও চোখে ভাসে তোমার সেই ব্যাকুলতা,
ভালোবাসায় সেই মগ্নচৈতন্য চাহনি...
মায়ায় ভরা ও'চোখে থাকতো প্রেমের শূন্যতা।
ভিজে ওঠে আজও দু'চোখের কোণা অনুভবে,
তখন একবুক দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে
মনের সকল ঝঞ্ঝা, একটাই যেন প্রশ্ন-জিজ্ঞাসা,
তুমি কি সেই মিনতি....?
যে আমার পথচেয়ে প্রতীক্ষার প্রহর গুনতো,
একদিন না দেখেই যেন হয়ে যেতো পাগলি!
প্রতিক্ষণ মনের ঘরে আমারি ছবি আঁকতো,
যার অমিত-প্রেমে সারাক্ষণ এই মন ভাসতো।
তুমি কি সেই মিনতি...?
নাহ! তমি সে নও...!
সেই মিনতি মরে গেছে...!
সে অন্যের বুকে মাথা রাখতে পারেনা কখনো!
এরচেয়ে যে তার মরণ ভালো, সে বলেছিলো।
সে আছে আমার অনুভূতিশীল ইন্দ্রীয়তে মিশে,
আমার মনের ঘরে বড়ই যতনে তার বসবাস!!
এতটা বেঈমান নয়- যে মিনতি আমার ছিলো,
আমি রোজ তাকে দেখি...
কথা বলি রোজ তার সাথে....।
সে যে বড্ড বেশি ভালোবাসে আজও এই আমাকে....
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, ঠিক কইছেন।
প্রেমে শুধু জ্বালা।
ভালো থাকবেন সকলেই। ভালোবাসা হয়ে থাকুন আমি যাই!!!!!
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
শূন্যনীড় বলেছেন: কই যাবেন ভাই!!!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কই যামু বলতে, চলেই গিয়ে ছিলাম। ফেসবুক লিঙ্কে ক্লিক করতেই এখানে নিয়ে এল। আপনাদের মন্তব্যের জবাব দিতেই আবার চলে এলাম।
ভালোবাসা হয়ে থাকুন সবসময়।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে +
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে প্রেরণা দিয়ে গেলেন ভাই।
আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।
শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
এ কথাগুলো দিয়ে সুন্দর একটা গান বানিয়ে ফেলুন। শুনতে খুব ভালো লাগবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখবো ভাই। দোআ করবেন। আপনার উৎসাহ আমাকে সবসময় প্রেরণা দেয়।
গান আমার আছে ভাই কয়েকটা। নিজের সুর করা। গেয়েছিলাম একসময়। এখন আর গাওয়া হয় না। চেষ্টা করবো ভাই, আবার কয়েকটা গান বাঁধবো নতুন করে নতুন সুরে।
ভালোবাসা জানবেন সবসময়। প্রেরণা হয়ে থাকুন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
শায়মা বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় মানুষের কিছু বলতে হয় না, আগমনেই সুখ সমৃদ্ধি পূর্ণতা।
যাক, কিছু শুনতে না পারলেও মনে রেখেছেন দেখে উচ্ছসিত, আনন্দিত আমি।
শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য সবসময়।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর !
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বাগত জানাইলাম শুভেচ্ছা জানিয়ে। প্রথম পাইলাম আমার বাড়ি তাই অভিনন্দন।
সুন্দর আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।
ভালোবাসা সবসময়।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
আহা রুবন বলেছেন: ভাল লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম রুবন ভাই।
প্রেরণা থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন ভাই।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১
অরুনি মায়া অনু বলেছেন: কখনো কখনো ভালবাসা সময়ের তালে তালে বদলে যায়। নির্মম হলেও তা সত্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে ভালোবাসা বদলায় না আপু। বদলায় মানুষের মন। মন তখনই ভালোবাসাকে উপেক্ষা করে, যখন মনের ভিতরে লোভের পরিমাণ বেড়ে যায়। আমি এটুকুই মনে করি।
আমি ভালোবাসার মানুষটিকেই হারিয়েছি, ভালোবাসা হারাই নি এমনটাই মনে হয় আমার।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে নতুন লিখতে।
প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা সবসময়।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন:
তুমি কি সেই মিনতি....?
যে আমার পথচেয়ে প্রতীক্ষার প্রহর গুনতো,
একদিন না দেখেই যেন হয়ে যেতো পাগলি!
প্রতিক্ষণ মনের ঘরে আমারি ছবি আঁকতো,
যার অমিত-প্রেমে সারাক্ষণ এই মন ভাসতো।
তুমি কি সেই মিনতি...? ------
এতো কঠিন প্রশ্ন!!!! ভাল লাগলো কবিতাখানি।
শুভকামনা ---
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেছে বেছে ভালো কথাটুকুই তুলে এনেছেন। কৃতজ্ঞতা জানবেন। আপনার ভালো লাগা আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে।
এটা মোটেও কঠিন প্রশ্ন না, কারণ, সবগুলোই সত্যি। যার উদ্দেশ্যে প্রশ্ন গুলো সে মেনে নিতে বাধ্য যে সে সেই না। যদি সেই হয়, তাহলে ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। আমার মিনতি আমার মাঝেই আছে সবসময় ভালোবাসা হয়ে।
সুন্দর মন্তব্য পেয়ে লেখাটুকু পূর্ণতা পেলো। প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা সবসময়।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৩
ওমেরা বলেছেন: বাস্তবতা অনেক সময় অনেক কিছু মেনে নিতে বাধ্য করে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, বাস্তবতা অনেক সময় মানুষকে মৃত্যুর মুখেও দাঁড় করিয়ে দেয়। আর এটা তো প্রেম ভালোবাসা। কয় জনেই বা আজকাল ভালোবাসা খুঁজে। সবাই তো স্বার্থ খুঁজে বেড়ায়। এই স্বার্থ খোঁজার ব্যাপারে যে শুধু মেয়েরা এগিয়ে তা কিন্তু না। স্বার্থের দৌড়ে ছেলেরাও অনেক ক্ষেত্রে এগিয়ে। মেয়েদের স্বার্থের পিছন দৌড়ানোর হয়তো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে, কিন্তু ছেলেদের কোন কোন সময় স্বার্থান্ধ হয়ে থাকার তেমন কোন যুক্তিই খুঁজে পাওয়া যায় না।
ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল প্রতিটি মানুষের অন্তরে।
আপনার সুন্দর মন্তব্য আমার ভালো লেগেছে। বাস্তবতা আমাদের মেনে নিতেই হয়।
ভালোবাসা জানবেন ভাই। শুভ সকাল।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৬
উম্মে সায়মা বলেছেন: আসলে জীবন বোধহয় এমনই হয়। যে আজ বলে একজন কে ছাড়া বাঁচবেনা সে কাল অন্য একজন কে নিয়ে সুখে জীবন কাটায়।
ভালো লাগল কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহিত অনুপ্রাণিত। আপনার উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকবে।
একদম সত্য কথা বলেছেন আপু। আমরা মনের খুঁশিতে অন্যকে প্রতিশ্রুতি দেই, নিজেও নিজের সাথে প্রতিশ্রুত থাকি। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আন্তরিক থাকি না, তাইতো অন্যের কাছে দেওয়া কথা রাখতে পারিনা।
আমিও বলেছিলাম, তাকে ছাড়া বাঁচবো না, মরে যাবো। কিন্তু কতসুন্দর বেঁচে আছি, নিজেও সংসার করে যাচ্ছি দিব্যি। বেঁচে তো আছিই জীবনের নিয়মে, কিন্তু মনটা হয়তো রোগা হয়ে গেছে। যদিও সবকিছুই চলছে তবুও কিছুর যেনো অভাব থেকেই গেছে। সে তো দিব্যি সুখে দিন কাটাচ্ছে, মাঝেমধ্যে এটি এতদিন পর আমাকেও মাঝেমধ্যে সুখি করে। ভাবি, ভালই তো, আমি তো তার সুখই চেয়েছিলাম, ও তা পেয়েছে, আমার মানসিক কষ্টের চেয়েও ওর সুখে থাকাটা বেশি গুরুত্ববহন করে আমার কাছে।
স্বার্থ মানুষের ভালোবাসার মানুষ হয়তো কেড়ে নেয় ঠিকই, কিন্ত, ভালোবাসা কেড়ে নিতে পারেনা। সেখানেই ভালোবাসার সার্থকতা।
ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল মানুষের অন্তরে।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
শুভ সকাল।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: তোমাকে ছাড়া বাঁচব না ,এটাই মনে হয় সব থেকে মিথ্যা কথা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, এটি সর্বাধিক মিথ্যা প্রমাণিত। অামিই প্রমাণ। দিব্যি বেঁচেই আছি। অথচ প্রতিটি চিঠিতে 'তোমাকে ছাড়া বাঁচবো না' কথটি উল্লেখ থাকতো প্রায়। সাক্ষাতে তো মুখেই বলা হতো, শুনতামও তার মুখে। অথচ, এখন দুজনই সুখী!!! বড়ই আশ্চার্য্য মনে হয় নিজের কাছে, অবাক হই ভাবলে, আমি সে কতটা মিথ্যেবাদী!!! অনেকেই!
শুভ সকাল ভাই। শুভকামনা রইল।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবির জন্য শুভকামনা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অাগমনে ধন্য হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১
অতঃপর হৃদয় বলেছেন: ভালোবাসা রইল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি ভাই। অনেক অনেক প্রেরণা লেগে আছে এ ভালোবাসায়। আমি উচ্ছসিত। এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করবে সামের দিনগুলোতে।
কৃতজ্ঞতা জানবেন।
অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা সবসময়।
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫
নীলপরি বলেছেন: সে যে বড্ড বেশি ভালোবাসে আজও এই আমাকে.... --
অপূর্ব । কবিতায় ++
অনেক শুভকামনা রইলো ।
ভালো থাকবেন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পূর্ণতা দিয়ে গেলেন আপু। প্রশংসাটুকু আমার আগামীর পথে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে।
অনেক অনেক ভালোবাসা জানবেন।
শুভকামনা সবসময়।
ফুলের মতো সৌরভ ছড়াক আপনার প্রতিটি প্রহর সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক।
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: মোটামুটি ভাল!
পরেটার জন্য শুভকামনা!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা সরূপ পাইলাম আপনার মন্তব্য। আমার বড় প্রেরণার উৎস আপনি।
চেষ্টা করি ভাই, একটু মানসম্মত করে তুলতে, পারছিনা। তবে চেষ্টা আমার থাকবে সবসময়। যদি একটু উন্নতি করতে পারি সেটিই আমার সফলতা। দোআ করবেন ভাই।
ভালোবাসা জানবেন সবসময় হে প্রিয় কবি।
শুভহোক আপনার দিনগুলি।
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
নাগরিক কবি বলেছেন: আপনার নয়নে ধূলা ঢুকছে। তাড়াতাড়ি ঢাকা ওয়াসা থেকে এক বালতি পানি নেন। তবে পানিতে ভেজাল আছে আগেই বলে দিচ্ছি। চোখটা ধুইয়্যা ফেলান। কান্নাকাটির কাম নাই
তবে কবিতা কিন্তু ভাল লাগছে, আপনার জন্য খারাপ লাগতেছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাহাহাহা কান্নাকাটি কই করলাম ভাই!!! এহনও কি আর কান্নাকাটি করার বয়স আছে ভাই ...? এহন হইলো কবিতার শেষ লাইন দেখেন।
কবিতা ভালো লাগায় মজা লাগতাছে। আমার জন্য খারাপ লাগতাছে শুনে আন্তরিকতা পেয়ে কাঁইন্দা দিছি।
♥♥♥♥♥♥♥♥♥♥
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
নাগরিক কবি বলেছেন: কান্দেন। বুড়িগঙ্গায় পানি কম পরছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুড়িগঙ্গা আমার চোখের পানি ধারণ করার ক্ষমতা রাখে না। তাই আর এখন কাঁন্দি না।
মনে খুব ফুর্তি ফুর্তি লাগছে !!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
শূন্যনীড় বলেছেন: দারুণ প্রেম দারুণ জ্বালা