নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| অন্তরে অসুখ ||

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯


যে মুখে আমি দেখি অনন্ত পূর্ণিমা,
হাসিতে ভরে ওঠে আমার দুকূল ;
ওচোখে কেবল প্রেম ভালোবাসা,
নিত্য দেখেছি তাতে ছিল না ভুল।

হাসির শব্দে বয়ে যেতো ঝর্ণাধারা,
মুখের মধু-শব্দমালায় ছড়াতে মায়া;
ভেসে ওঠতো চাঁদ ওই বাঁকা ঠোটে,
আমার মন বাগানের সুবাসিত ফুল।

আজ তোমার মন আকাশ অশান্ত,
সর্বত্রই যেনো ঘন মেঘ আর ঝঞ্ঝা;
শ্রাবণ হয়ে ভাসাবে হৃদয়ের প্রান্ত,
দেখে কেমনে রবে শান্ত মন মোর।

আজ স্তব্ধ চারিধার অতৃপ্ত ভাবনা,
কেনো আজ ও'মনে এমন বিষণ্ণতা;
কেন'বা তোমার বুকে এমন দাহন,
কিসের এত কষ্টে ভরা হৃদয় কোণ!

বিশ্বাস কর, তোমার চিন্তিত মুখ,
আকাশের মতো উদার চোখ দুটি;
যখন দেখি স্থির করুণ সে চাহনি,
বিস্মিত করে তুলে অন্তরে অসুখ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ভাবুক কবি বলেছেন: চমৎকার লিখেছেন

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে ভাই।

ভালো থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন।

২| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


সবুজ পাতা ক্রমেই রং বদলায়, বকুল একদিন ঝরে যায়, সব পাখী নীড় ফেলে আকাশ উড়ে

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধু ভালোবাসা হারায় না ভাই, কেবল ভালোবাসার মানুষটিই হারায়।

আপনার মন্তব্যে ভালো লাগা জানবেন ভাই।
ভালোবাসা সবসময়।

৩| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ প্রেমের কবিতা ভাই



আজ স্তব্ধ চারিধার অতৃপ্ত ভাবনা,
কেনো আজ ও'মনে এমন বিষণ্ণতা;
কেন'বা তোমার বুকে এমন দাহন,
কিসের এত কষ্টে ভরা হৃদয় কোণ!"- ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে উৎসাহিত হয়েছি ভাই। প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকবে আমার আগাম জীবনে।
দ্বিতীয়বার এসে সুন্দর মন্তব্য করায় কৃতজ্ঞতা জানবেন।

ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল।

৪| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: দাহন না দহন, ভালো লাগা রইলো।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দহন, দাহন তো একই মনে করেছিলাম তাই দিয়েছিলাম। ভুল হলে চেঞ্জ করে নেবো।

ভালো লাগা জেনে প্রেরণা পেয়েছি। এভাবেই অনুপ্রেরণা দিয়ে যান সবসময়।
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু।
ভালোবাসা সবসময়।

৫| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নাগরিক কবি বলেছেন: অন্তরের অসুখ কি বেশি ভাই?
একমাত্র ব্যর্থ প্রেমিকই সফল প্রেমের কবিতা লিখতে পারে, একথা কি আপনার জানা আছে? ;)

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অন্তরের অসুখ সবসময় অন্যান্য অসুখের চেয়ে বেশি কষ্টদায়ক হয়।

না ভাই, জানা নাই আমার।
লেখা কেমন হয়েছে, ভালো মন্দ কিছুই বলেন নি।

শুভকামনা আর ভালোবাসা জানবেন সবসময়।

৬| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শূন্যনীড় বলেছেন: চমৎকার হয়েছে কবি +++++

ভালোবাসা থাকুক সবসময়

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসায় উৎসাহিত হয়েছি ভাই। প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে।

আপনিও ভালো থাকুন। ভালোবাসা সবসময়।

৭| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ধ্রুবক আলো বলেছেন: অন্তরে অসুখ দূর করে ফেলুন,

লেখা ভালো লেগেছে +++

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সামু পাতা পেয়ে অনেকটা সুস্থতা অনুভব করছি। পরামর্শ পেয়ে কৃতজ্ঞতা রাখছি।

লেখা ভালো লেগেছে জেনে উৎসাহিত ও আনন্দিত হয়েছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন।

৮| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন: অন্তরে অসুখ খুব খারাপ নাঈম জাহাঙ্গীর নয়ন । এটা আপনাকে মানসিক ভাবে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলে । যত দ্রুত সম্ভব এই অসুখের চিকিৎসা করে সুস্থ হয়ে উঠুন :)
+

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়েছেন ভাই।
আমার অন্তরের ওষুধ সামু পাতাতে অসুখ শেয়ার করা, তাই করছি। মনের না বলা কথাগুলো বলতে পারাই এই অসুখের বড় ওষুধ।

আন্তরিকতায় কৃতজ্ঞতা জানবেন। মন্তব্যে প্রেরণা পেয়েছি। প্রেরণা হয়েই থাকুন সবসময়।
শুভকামনা জানবেন

৯| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি ভাই। আপনার মন্তব্য আমাকে সবসময় সাহসী করে দিয়ে যায় ভাই।

প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
ভালোবাসা জানবেন।

১০| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি শেষের প্যারা একটু দেখে নিয়েন।
চোখে সাগর থাকে, চোখকি অাকাশের মতো হয়।
জানা নেই অামার।

সুন্দর হয়েছে।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি প্রিয়ার চোখে আমার দুনিয়া দেখি ভাই। আমার ভুবনে প্রিয়ার ভালোবাসা সবসময় আকাশের মতো নীল ছড়াক এমনটাই কামনা। চাইনা প্রিয়ার চোখ সাগরের মতো জলে ভরে ওঠুক।

আপনার মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
আপনার মন্তব্যে অান্তরিকতার স্পর্শ পাইছি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন।

১১| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাগরিক কবি বলেছেন: হা হা হা, প্রেমে ব্যর্থ হয়েছেন তাই সার্থক কাব্য হয়েছে ;)

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ও বোঝেছি ভাই। প্রেমে ব্যর্থ হয়েছি, কিন্তু ভালোবাসায় আমি সার্থক ভাই। হারিয়েছি বলেই হয়তো ভালোবাসা এখনো বেঁচে আছে।

দ্বিতীয়বার এসে বুঝিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাই।
ভালোবাসা সবসময়।

১২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:০০

অতৃপ্তনয়ন বলেছেন:


বিশ্বাস কর, তোমার চিন্তিত মুখ,
আকাশের মতো উদার চোখ দুটি;
যখন দেখি স্থির করুণ সে চাহনি,
বিস্মিত করে তুলে অন্তরে অসুখ।"- ভালোবাসা কবি, শুধুই ভালোবাসা।

সুন্দর কবিতা দিয়েছেন ভাই, ভালোবাসা এমনই হওয়া উচিৎ। ভালোবাসার মানুষের চোখ আকাশের মতোই উদারতা দেখায় ভালোবাসার মানুষের প্রতি।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আমাকে প্রেরণা দিবে ভাই।

হ্যা ভাই, আমার কাছে প্রিয়ার চোখ আকাশের মতোই। আমার চোখে সাগর থাকতে পারে, কিন্তু প্রিয়ার চোখ আমাশের মতোই উদার শুষ্কতায় থাকুক সবসময় এমনটাই কাম্য আমার।

মন্তব্যে অনুপ্রাণিত ভাই।
ভালোবাসা জানবেন সবসময়।

১৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




হুমমমমমমমমমমমম ভয়ঙ্কর অসুখই বটে !

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আগমনে ধন্য হয়েছি ভাই। কৃতজ্ঞতা জানবেন।

হ্যা ভাই, অন্তরের অসুখ সবসময় ভয়ংকরই হয় একটু হাহাহা। সামু পাতা সেই অসুখের মহৌষধ। এখনে লিখেই সেই অসুখের উপষম হচ্ছে ভাই।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।

১৪| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩৫

ওমেরা বলেছেন: অন্তরকে লাইফব্য় সাবান দিয়ে ধুয়ে ফেলুন সব অসুখ সেরে যাবে ।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে আন্তরিকতার ছোঁয়া পাইলাম আপু।
সামুতে লিখে লিখে অন্তর পরিষ্কার করছি আপু। এই ওষুধে কাজ হচ্ছে বেশ। দোআ করবেন একটু।

মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা আপনার জন্য

১৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:০৩

নেয়ামুল নাহিদ বলেছেন: ক্রমিক উন্নয়ন :)
নয়ন ভাই, আমার কবিতার বইটা কিছু ব্লগারকে শুভেচ্ছা কপি দিতে চাই, কিন্তু কিভাবে। এ বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু তেমন রেসপন্স পাইনি :(
কোনভাবে সহযোগিতা করতে পারলে ইমেইলে জানাবেন - [email protected]
যারা কবিতা ভালোবাসে তাদেরকে দিতে চাই, আমি চেষ্টা করবো বইটা পরের মেলা পর্যন্ত না রাখার। পরের মেলায় অন্যকিছু নিয়ে আসবো :)

০২ রা মার্চ, ২০১৭ রাত ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমাকে একটা দিতে পারেন, আমি মনোযোগ সহকারে পড়বো, অনেক কিছু শিখবো।

আমি মফস্বল শহরে থাকি, সমস্যা এখানেই। আমার বাড়ি শেরপুর, চাকরির পোষ্টিং নেত্রকোনা।
এখন কিভাবে বইটা পেতে পারি সেটা এখন আমাকে ভাবাচ্ছে ভাই।

আপনার বই শুভেচ্ছা কপি পাবো এমনটা ভাবতেই আনন্দিত হচ্ছি।

১৬| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লেগেছে কবি +

তারাতারি অন্তরের অসুখ সারিয়ে ফেলুন। B-)

০২ রা মার্চ, ২০১৭ রাত ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে ধন্য হলাম ভাই। প্লাসটি আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সবসময়।

ভালোবাসা জানবেন ভাই।
আল্লাহ্ আপনার মঙ্গল করুক।

১৭| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর লিখেছেন
বিশ্বাস কর, তোমার চিন্তিত মুখ,
আকাশের মতো উদার চোখ দুটি;
যখন দেখি স্থির করুণ সে চাহনি,
বিস্মিত করে তুলে অন্তরে অসুখ।


শুভেচ্ছা রইল

০২ রা মার্চ, ২০১৭ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আগমন সবসময় আমার আশীর্বাদ স্বরূপ ভাই।
আপনার প্রশংসা আমার কাছে প্রেরণা হয়ে থাকবে ভাই।

আপনার জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল।
শুভকামনা সবসময়।

১৮| ০২ রা মার্চ, ২০১৭ রাত ২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই কী ব্যাপার কবিতাতো দিন কি দিন সুন্দর হচ্ছে। আর তার জন্য শুভেচ্ছা না দিলে হয়। তবে ঘরের মানুষ। কম করে দিলাম। ভাল থাকবেন।

০২ রা মার্চ, ২০১৭ রাত ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের দোআ আর ভালোবাসা আমার প্রেরণার উৎস ভাই। আপনার আগমনই আমার অনেক পাওয়া, তার ওপর এত সুন্দর মন্তব্য। এ যে আন্তরিকতার উত্তম দৃষ্টান্ত ভাই। হ্যা ভাই, ঘরের মানুষ হয়েই থাকবেন আমার আগামী দিনগুলিতে আশীর্বাদ হয়ে।

আপনিও ভালো থাকবেন, শ্রদ্ধার সাথে ভালোবাসা জানবেন সবসময়।

১৯| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

মোস্তফা সোহেল বলেছেন: অন্তরের অসুখ এত সহজে সারে না তবুও কামনা করি আপনার অন্তরের অসুখ দ্রুত সেরে উঠুক।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানাই ভাই আপনার আন্তরিক মন্তব্যে।
অন্তরের অসুখ ভাই সবারই কম বেশি আছে, আমারও আছে কিছুটা। আপনার এমন প্রত্যাশা থাকলে অসুফ খুব দ্রুতই সেরে যাবে।

ভালোবাসা জানবেন ভাই। শুভকাড় সবসময়।

২০| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

হাতুড়ে লেখক বলেছেন: আমার ভালো লাগে নাই। হয়তো কুকুরের পেটে ঘি হজম হয়না! :D

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, আপনার কুকুর হতে হবে না। কারণ, আমি ঘি দিতে পারিনি। আমার লেখার মান ভালো না আমিও জানি। আমি প্রফেশনাল লেখক নই। তাই ভালো লাগা না লাগায় অনুভূতি সমান।
তবে আপনার শেষ লাইনটি না লেখলেও পারতেন।

আপনার মতামত জেনে ভালোই লাগলো, কারণ, আমাকে আরো ভালো করার তাগিদ দিবে এই মন্তব্য।

২১| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন

কবিতার মান কিন্তু বেড়েছে!


পরেরটার জন্য শুভকামনা!:)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই।

একটু বাড়ানোর জন্য চেষ্টা থাকে, কিন্তু পেরে ওঠছি না ঠিকঠাক। দোআ করবেন, যেন পারি একটু ভালো করতে।

২২| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

শ্রাবন আচার্য্য বলেছেন: ভালো লাগল

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগলো দাদা।

শুভেচ্ছা জানবেন। প্রথম পাইলাম তাই অভিনন্দন।

২৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম আপু।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

অনেক অনেক ভালোবাসায় শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.