নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

এ\'বড় কষ্ট সাধন

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮



মনের অমৃত রূপ ভালোবাসা স্বর্গীয় প্রেমে,
সুখস্বপ্ন ছায়া রূপেই বিচরণ মন থেকে মনে;
এ'বড় কাঙ্ক্ষিত পাওয়া জোরে কভু না মিলে,
আত্মার আত্মীয় পাবে কেবলই ভালোবেসে।

ভালোবাসা কারো আশা কারো বা রয় দুরাশা,
কারো স্বপ্ন কারো বা স্বপ্ন ভাঙার কঠিন খেলা;
কষ্টের ঢেউ চেপে বুকে হাসি মুখেই পথচলা,
শ্রাবণ চোখে প্রেম তুলিতে স্বপ্নের ছবি আঁকা।

ভালোবাসা এক অদৃশ্য বন্ধন হৃদয়ের সাথে,
শত কষ্ট শত বেদনায় এই বাঁধন নাহি টুটে;
ঝড়ঝাপটা কভু না ডরে রাখে প্রেম অন্তরে,
তাই তো পুড়ে মানুষের হৃদয় প্রেম আগুনে।

পুড়ে পুড়ে নাকি খাঁটি হয় প্রেম ভালোবাসা,
নিঃশেষ পরিণামে প্রেমই একটু বাঁচার আশা;
হৃদয় পোড়ায়ে প্রেমের নামে দুঃখকে পোষা;
দুঃখের সাগরে সুখ নামক ভেলায় ভেসে চলা।

ভালোবেসে সুখ! হয়েছিল কি কোন কালে!!
সুখের আশায় ভালোবেসে অন্তর শুধুই পুড়ে,
সামান্য সুখ কিছু যদিও থাকে কষ্টের ভাঁজে;
এ'বড় কষ্ট সাধন দুঃখ জীবনের বাঁকে বাঁকে।


( আমি জানি, আমার লেখায় ঘি মিশাতে পারিনা। তাই কারো ঘি মনে করার কোন প্রয়োজনীয়তা নেই। আমার লেখা আমার ব্যক্তিগত সম্পদ, আপনার সামন্য ভালো লাগায় এই সম্পদের সার্থকতা। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, এ আমার মনের কথা।)

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৩

অপ্‌সরা বলেছেন: ভালোবাসা ভালো নয় এতে জগৎ সংসারের অনেক অনেক কাজের ক্ষতি হয়!!!!!!!!! :) :) :)

বানান ঠিক করো ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!! দরকারে বিজ্ঞ অভিজ্ঞ মানুষদেরকে দেখাও!!!!!!! :)

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য আমি প্রিয় আপুকে পেয়ে। এত চেষ্টা করি তবুও ভুল থেকে যায় বানানে! কি যে করি আপু!!!

ভালো কাজের ক্ষতিই করে না শুধু অনেক অনেক মনের ক্ষতিও করে সমান তালে। তবুও মানুষ ভালোই বাসে!!

বিজ্ঞ জনের সন্ধানী আপু, কোন বড় ভাই এসে বানানগুলো একটু বুঝিয়ে দিলে ধন্য হবো।

শুভকামনা জানবেন আপু....♥

২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা। একটা লাইকও দিলাম।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লাইক পেয়ে ধন্য হলাম প্রিয় কবি।

প্রশংসাটুকু আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সবসময়।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
শুভকামনা রইল প্রিয় কবি....♥

৩| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

ইউনিয়ন বলেছেন: কবিতা ভাল হয়েছে। দু'চার জন আড়ালে আবডালে সমালোচনা করে যা ভাল দিক। সমালোচনা না করলে পরিপক্ক হওয়া যায় না।

কবিতায় লাইক........

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিরাশার মাঝে আশার আলো হয়ে এলো আপনার মন্তব্য। আমি কৃতজ্ঞ ভাই। আপনার মন্তব্য আমাকে কেবল উৎসাহিতই করেনি, সাহসীও করেছে।

লাইক পেয়ে ধন্য হলাম ভাই। ভালোবাসা হয়েই থাকবেন আগামীর পথে। শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

ওমেরা বলেছেন: ভালবাসায় শুধু কষ্ট আসে তবু ভালবাসা সবার জীবনেই আসে একটা সময়ে কোন না কোন ভাবেই ।হয়ত সেটা সময়েরই দোষ ।

ঘি দেন নাই তাতে কি ভাইয়া বিষ তো আর দেন নাই যে খেলে মরে যাব!!

অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না আপু, বিষ আমি দেইনা কোনো সময়। আমার সবকিছুই ভালোবাসার সৃষ্টি। কারো কারো কাছে আবার সামান্য তিক্ত হতে পারে, সেজন্যই বলা। আমি জানি, তারা আমার কাছে আরও ভালো চায়, আমি দিতে পারিনা! তাই কেউ কেউ কষ্ট পায়।

সময়ের কিছুটা দোষ থাকে ভালোবাসায়, তবে সবারই মনের গুপ্ত আশা ভালোবাসা। এবড় কষ্ট সাধন, সবাইকে দেয় না ধরা! কেবল ভালোবাসাতেই থাকে ভালোবাসা।

আপনার সুন্দর মন্তব্যে আমি পেয়েছি আন্তরিকতার ছোঁয়া। সবসময় পাশে থাকুন হয়ে ভালোবাসা আর প্রেরণা।
শুভকামনা জানবেন সবসময়।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হলাম ভাই আপনার প্রশংসা পেয়ে। এ প্রেরণা হয়ে থাকুক আমার আগামীর পথে।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:২০

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রইল কবি +++++

এভাবেই চাই অবিরত, যেন না হারাই।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হইছি ভাই। এই উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকুক সবসময়।

দোআ করবেন ভাই, আমি হারাতে চাই না।
শুভকামনা জানবেন।

৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালোই হয়েছে, চেষ্টা চালিয়ে যান আরোও উন্নতি হবে।
বেশি করে বই পরবেন বড় লেখকদের বই পরবেন।

শুভ কামনা।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার পরামর্শ আমি উপদেশ হিসেবে মনে রাখবো সবসময়। দোআ করবেন।

প্রশংসিত হয়ে উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আমার আগামীর পথে।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
ভালোবাসা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা আপনার জন্য।

৮| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

অনবদ্য কাব্য গাঁথা দেখেছি যে এক
ছুটে চলে অবিরত না হয়ে মন্থর
ছুঁয়ে যায় সে কবিতা পাঠক অন্তর
যে কাব্যিক মুগ্ধতায় হৃদয় আপ্লুত।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন কি এক
মোহজালে বেঁধেছেন পাঠকে বিস্তর
অবরুদ্ধ যারা সব না পেয়ে নিস্তার
আপনার বস ছায়ে হয়েছে আবৃত।

কেন জানি কবি পানে আকুল এমন
জনে জনে জনগনে নিরন্ত আত্মায়,
হয়তবা তাই হয় আমার এ মন
কবি ভক্ত অফুরান অন্তর যা চায়।
কেটেকুটে অকাব্যের কন্টক জঙ্গল
নয়নেরা হোক তবে সাহিত্য সম্বল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ প্রিয় কবি!!!!!
বড় অসাধারণ আপনার সনেট গুণ।
কিভাবে আপনাকে পূঁজি!

আপনার কষ্টের এই পরিশ্রম চিন্তা ভাবনার কোন তুলনা হয় না প্রিয় চৌধুরী ভাই। আপনার লেখার প্রতি শ্রদ্ধা আর আপনার প্রতি ভালোবাসা যেন অটুট থাকে এই তো মোর কামানা।

দোআ করবেন শুধু আপনার এই ভালোবাসার আশীর্বাদ আমি যেন পূর্ণ করতে পারি।
কৃতজ্ঞতা জানবেন ভাই। আমার প্রেরণা আর ভালোবাসা হয়ে থাকবেন সবসময়।

সুন্দর একটা সনেট উপহার দেওয়ায় কৃতজ্ঞ, অভিনন্দন।

৯| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: বরাবরের মত সুন্দর লিখেছেন ভাইয়া। :)

দ্বিতীয় স্তবকের দুইটা লাইনে কারো বা 'কারবা' হয়ে আছে।

শুভেচ্ছা। :)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হয়েছে জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

ঠিক করে নিয়েছি ভাই। আপনার আন্তরিক মন্তব্যে ভালোবাসা জানবেন।

আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।

১০| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে আগের একটি লেখায় বলেছিলাম লেখায় বানান ভুল বেশি হলে একটি সুন্দর লেখা তার সৌন্দর্য হারায়।
যেহেতু বেশি কবিতা পোষ্ট দেন তাই লেখা গুলিতে শব্দ তো কম হয় , তাই পোষ্ট দেবার আগে ভাল করে রিভিই দিবেন।
আমারও লেখায় প্রাই ভুল হয় আসল কারন হিসেবে দেখেছি তাড়াহুড়ো বেশি করি। ভাল থাকুন কবি।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার কথা স্মরণে থাকে ভাই, চেষ্টাও করি। তবুও লেখার পর পোষ্ট করতে ব্যাকুলতা দেখি আমার মধ্যে, এটা সত্যি খুব খারাপ।

কিছু ভুল না জেনেই হয়। ধরতেই পারিনা কোনটা সঠিক বানান, আর কিছু সময় লাইনের সামঞ্জস্যতা রক্ষা করতে একার আকার ভুল হয়ে যায়। এই পোষ্টেও 'কারবা' হয়েছিল লাইন সামঞ্জস্যতা রক্ষা করতেই। পরে শোভন ভাই বলাতে ঠিক করে দিয়েছি।

দোআ করবেন ভাই, যেন আপনাদের মতো সুন্দর লেখা আমিও লিখতে পারি।

আপনার এই আন্তরিকতা আমাকে প্রেরণা হয়ে উৎসাহিত করবে সবসময়।

১১| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

শূন্যনীড় বলেছেন: কষ্টে পাওয়া ভালোবাসাই মানুষ মনে রাখে ভাই।
সহজে পাওয়া ভালোবাসার মহত্ত্ব বোঝে না অনেকেই।

কবিতায় ভালোবাসা রইল ভাই।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, একদম ঠিক বলেছেন ভাই, সহজেই পাওয়া ভালোবাসার মর্যাদা অনেকেই রাখতে পারেনা।

কবিতায় ভালোবাসা পেয়ে উৎসাহ পেলাম। প্রেরণা হয়ে থাকুন সবসময়।

আপনার প্রতিও আমার ভালোবাসা জানবেন সবসময়।

১২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ঘি মাখানো একটা লেখা চাই, অনেক দিন হয় ঘি মাখানো একটা লেখা চেখে দেখি না :-B

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা পারিনা ভাই,
আমি আগেই বলে দিয়েছি, আমি ঘি মাখাতে পারিনা লেখায়। তবে অনেকেই হয়তো পারে ভাই।

দোআ করবেন ঘি মাখানো না হোক, এমনি যেন লেখে যেতে পারি। স্বীকৃতি দরকার নেই, একটু পরামর্শ দিবেন তাতেই আমার প্রেরণা।

ভালোবাসা জানবেন ভাই। শুভকামনা সবসময়।

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

blogermassud বলেছেন: ভালো লাগলো,, 8-|

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে থাকুন সবসময়।

প্রথম মন্তব্যে শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকবেন, শুভকামনা

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন নয়ন ভাই।
বানানে সমস্যা হলে অভিধান দেখে নিতে পারেন। গুগলেও দেখতে পারেন। কিছুদিন একটু কষ্ট করলেই আশা করি আর তেমন সমস্যা হবেনা।
বেলায়<ভেলায়। ঠিক করে নিলে ভালো হয়।
শুভ কামনা।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হল লেখা। আপনার আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি আপু। ঠিক করেই প্রতিউত্তর লেখছি।

হ্যা আপু, গুগলেই দেখতে হবে, আমার বেশি ভুল হচ্ছে বানানে। ভুল ধরিয়ে দেয়ায় মুগ্ধতা আর কৃতজ্ঞতা জানবেন।

প্রেরণা হয়ে থাকবেন আপু। শুভকামনা সবসময়।

১৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:২৮

নাগরিক কবি বলেছেন: যদিও কবিতা আমি বুঝি না -তবে পড়তে আমার ভালো লেগেছে। মনের ভিতর ভাব জেগেছে... ;)

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। এটুকুই উৎসাহিত করবে আমাকে। প্রেরণা হয়েই থাকুন ভাই।

ভাব থাকা ভালো মনে, ভাবেই মানুষ বেঁচে থাকে।

১৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৮

টুনটুনি০৪ বলেছেন: আপনি কবিতাতে অনেক এগিয়েছেন। শুভ কামনা রইল।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে পেয়ে কবিতা আমার ধন্য হলো। এতেই আমার প্রেরণা, যা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় প্লাস নয়ন ভাই। তবে আজকাল একটু বেশি ব্যাস্ত মনে হচ্ছে শুধু লেখা লেখিতে নাকি নানান কাজে ফেসে আছেন। দেখাই পাইনা।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, একটু ব্যস্ত ছিলাম। তিনদিন আগে বাড়ি গেছিলাম, গতকাল আসছি। তাছাড়া অফিসিয়ালি কাজে একটু ব্যস্ত সময় গেছে। এখন অবশ্য ব্যস্ততা মোটামুটি শেষ। তবুও নেটে বেশিক্ষণ থাকতে পারছিনা। হোন্ডা চালিয়ে আসছি তো তাই কেমন যেন একটু ঠাণ্ডাবোধ করছি।

আপনার খোঁজখবর নেয়ায় ভালো লাগলো ভাই। আগামী কাল থেকে নেটে থাকবো বেশিরভাগ সময়। কথা হবে ইনশাল্লাহ্। একটা গান লিখে সুর করেছি, আবার গেয়েছিও কোনরকম। সেটা আপনাকে না শুনালে আমার ভালো লাগছে না। কাল শোনাবো।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ ভোর ৫:১৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল হয়েছে । ইদানিং বানান নিয়ে সকলের সচেতনতা
বাড়ছে বলে মনে হয় । বানানের একক কোন নিয়ম এখনো হয়নি,
যার কাছে যেমন মনে হয় তিনি সেভাবেই দেখেন , তবে
কিছু শব্দ আছে যেগুলি সর্বজন স্বীকৃত ,সেগুলিতো মানতেই হয়।
অনলাইন বাংলা স্পেলিং চেকারেও কিছুটা বিভ্রান্তি ছড়াচ্ছে।
বানান ভুলের বিষয়টা আমার লিখাতেও বেশি হয় । বর্ণের বিষয়টা
সংস্কার হলে বানান প্রমাদগুলি অনেকটাই কমে যেত ।

কবিতার বিষয়ে করা অনুরোধটা মনে আছে ।
এই বিষয়ে আমার বিজ্ঞতা না্‌ই বললেই চলে ।
তবে নীচের লিংকটা ফলো করে দেখে
http://www.edpdbd.org/uap/bangla/বাংলা-ছন্দ
নিতে পারেন কিছুটা উপকার হলেও
হতে পারে । একটি বিষয় জানা থাকলেও
বার বার পড়তে অসুবিধা নাই বরং ভালই হয় ।

শুভেচ্ছা রইল ।



০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, বানান একটু সমস্যাই হচ্ছে আমার। বেশিরভাগ ক্ষেত্রে ো ে ু ঁ এগুলো ভুল হচ্ছে। অনেক সময় ইচ্ছায়ও হচ্ছে। লাইন শব্দ প্রশস্ত মিল রাখতেই হয় জেনে। আর বাকি গুলো না জেনেই হয়। বানান সচেতন ভাইদের সহযোগিতায় তা পরে ঠিক করে নিচ্ছি। ভালই।

হ্যা ভাই, বাংলা ছন্দ পেজটি দেখবো। সমস্যা হবে না। আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি ভাই। শ্রদ্ধা জানবেন সবসময়। আমার কতদিন আগের একটা আবদার মনে রেখেছেন জেনে কৃতজ্ঞ না হয়ে কেমনে পারি। ভালোবাসা জানবেন ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুক।

শুভকামনা রইল সবসময়।

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো হয়েছে +

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে জেনে উৎসাহিত হলাম ভাই।

প্রেরণা হয়ে থাকুক ভালো লাগাটুকু।
শুভকামনা সবসময়।

২০| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখে যান অবিরত

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন আপু । আপনাদের প্রেরণা আমাকে উৎসাহিত করে প্রতিটি লেখায়।

প্রেরণা হয়ে থাকবেন আপু। আমি কান বন্ধ করে লিখেই যাবো।

অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল প্রিয় কবির প্রতি।

২১| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

শুভকামনা ।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো জেনে ভালো লাগলো আপু। এটুকুই আমার প্রেরণার উৎস হয়ে থাকবে।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.