নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
তুমি কত দূরে - আমায় একা করে
সীমানা ছাড়িয়ে গেলে যে হারিয়ে।।
আছো কতই সুখে তুমি আজ,
বড় বেশি মনে পড়ে তোমায় প্রিয়া।।
তুমি কত দূরে - আমায় একা করে....
নীরব দুপুরবেলায় আজও তোমায় ভেবে
চোখের জলে কেন আমার এবুক ভাসে...।।
তুমি জানো না বোঝ না কত দুঃখে,
মন মাঝে আমার আজও আগুন জ্বলে।।
তুমি কত দূরে - আমার একা করে...
পূবাল হাওয়া কোন বিকেল বেলায়
চেয়ে দূর দিগন্তে তোমারি প্রতীক্ষায়...।।
বসে থাকি আশায় দেখো মন ভাসে,
তুমি ছিলে শোভা আমার এই হৃদয়ে।।
তুমি কত দূরে - আমায় একা করে...
আমি গরীব ছিলাম তাই দুঃখ পেলাম
ভালোবাসার দামে কষ্ট কিনে নিলাম...।।
যেনো আর কিছু নেই ভালোবাসা বলে,
সবই ব্যর্থ আমার এখন টাকার কাছে।।
তুমি কত দূরে - আমায় একা করে....
গান:- তুমি কত দূরে....
কথা ও সুর :- নাঈম জাহাঙ্গীর নয়ন
সুর ধরে রাখতেই খালি গলায় গেয়েছি গানটি। পাগলের পাগলামি সামু পাতায় থাকুক। আপনাদের ভালো লাগলে ভালো লাগবো, না লাগলেও থাকবোই এখানে। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। পড়া ও শোনার জন্য কৃতজ্ঞতা জানবেন।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে। আমি গানের মতোই লিখেছি। সুরটাও দিয়ে দিয়েছি নিচের লিঙ্কে। একবার শোনার আমন্ত্রণ করছি।
আপনার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানবেন। আপনার মতো করেও গাইতে পারেন, কোন সমস্যা নাই। আমি কেবল আমার সুরটাই দিয়েছি।
আপনার মন্তব্য আমাকে প্রেরণা দিয়ে গেল ভাই।
ভালোবাসা সবসময়।
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:০৭
নাগরিক কবি বলেছেন: তবে আপনিওতো গেয়েছেন। সেটার ভিডিও আপলোড দেন। দেখি কি করা যায়?
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার সুর খালি গলায় গেয়ে দিয়েছি লিঙ্কে।
গতকালই সুর করে গেয়েছি, গানটি দুদিন আগেই লিখেছিলাম বাড়ি যাওয়ার পথে।
আপনি কিছু একটা করবেন জেনে আনন্দিত হয়েছি ভাই।
এটুকুই প্রেরণা হয়ে থাকবে আমার।
শুভকামনা রইল।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১৫
নাগরিক কবি বলেছেন: আচ্ছা। শুনবো। তবে এখন পেট পূজা করে আসি আগে।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই অবশ্যই পেট পূঁজা আগে। আমিও খেতে যাবো এখন।
শুনবেন জেনে ভালো লাগলো। ভালোবাসা সবসময়।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানের সুরটা নিজের খালি গলায় তুলে দিয়েছি পোষ্টের লিঙ্কে। এখানেও ক্লিক করে শুনতে পারেন
আমি কোন প্রফেশনাল কিছু নই, নিজের চেষ্টা আছে তারই প্রেক্ষিতে এই গানটি প্রকাশ। ভালো লাগলেই আমার চেষ্টার সফলতা।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানের লিঙ্ক খুঁজে পেতেই মন্তব্যটি সবার জন্য
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর গান +
আরো সুন্দর করে গানের সুর করে ফেলুন ।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর জেনে উৎসাহিত হয়েছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
সুর করে গেয়ে দিয়েছি খালি গলায়। আর পারিনি, এখন আপনাদের পরামর্শের উপর নির্ভরশীল গানটি।
শুভেচ্ছা জানবেন।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭
ধ্রুবক আলো বলেছেন: কবি গাঁনও গান। জানাছিলো না!!
আপনার প্রতিভা উজ্জ্বল, কাজে লাগান অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
শুভ কামনা রইলো, সবসময়।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান ছোট সময় গাইতাম ভাই শিল্পীদের গান মুখস্থ করে, প্রশংসিতও হতাম। উৎসাহও পেয়েছি, কিন্তু গান শিখার সুযোগ হয় নি কখনো। সবার জীবনে সবকিছু হয় না!
দোআ করবেন ভাই। আপনাদের উৎসাহ প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়। কৃতজ্ঞতা রইল আপনার মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়। ভালোবাসা হয়ে থাকবেন ভাই।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কবি +++++
নতুন মাত্রা যোগ করে দিলেন ভাই। আমি মুগ্ধ আপনা গানে।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি ভাই। প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে সবসময়।
নতুন মাত্রা না ভাই, এটাই আমার প্রথম মাত্রা ছিল। এখন তার ছিড়ে গেছে সব সুরের। মাঝেমধ্যে জালাই করার চেষ্টা করি হয় না।
আপনাদের এরকম উৎসাহ প্রেরণা সবসময় সবকিছু করতে আগ্রহি করবে সবাইকে, আমাকেও করে।
শুভকামনা জানবেন সবসময়।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১২
গেম চেঞ্জার বলেছেন: এত দুঃখ কেন!
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরান কথা মনে পড়ে ভাই!! তখন দুঃখের বাঁধ ভেঙে যায়, মনোভূমি ভাসিয়ে বেরিয়ে আসে সামু পাতায়।
প্রিয় কবি ভাইকে পেয়ে আমার ব্লগ বাড়ি ধন্য হলো, আমি অনুপ্রাণিত। প্রেরণা হয়ে থাকবেন ভাই। আপনার আগমনে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: চমৎকার।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত করে গেলেন আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল আপনার জন্য।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খালি গলায় গাইলেও গানটি ভালো লাগলো। আপনার কী গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে? চর্চা অব্যাহত রাখুন।
ধন্যবাদ ভাই নয়ন।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুজীকে পেয়ে আমার গানটি পূর্ণতা পেল। আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারিনি, খুউব দৌড়ে ছিলাম কয়েকদিন। আজ আড্ডা ঘরে গিয়েই জানতে পারি আপনার জন্মদিন গত হইছে দুইদিন। ৬৩ তে স্বাগত জানাই। আগামী দিনগুলো ভালোবাসায় ভরে থাকুক আপনার মনের আঙিনা জুড়ে।
না, আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। একবার শিল্পকলায় ভর্তি হয়েও থাকতে পারিনি এক সপ্তাহর বেশি। আমার ভাগ্যের দোষ না থাকলেও কর্মের কিছু দোষ আছে তাতে।
এখন কোন সুযোগ হয় না চর্চা করার মতো। গান শুনি একা একা গুনগুন করে গাই এই যা।
আপনার ধন্যবাদ আমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে।
শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৯
ওমেরা বলেছেন: আমার প্রিয় একজন মানুষের কন্ঠের খুব মিল খুজে পেলাম আপনার কন্ঠের সাথে ।খুব ভাল লাগল আপনার গান অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগায় আমার প্রেরণা খুঁজে পেলাম। আপনার প্রশংসা আমাকে আগামী দিনগুলিতে অনুপ্রাণিত করবে।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিরন্তর।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: আরে ভালো তো !!! ভালো হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব বেশি উৎসাহিত করে গেলেন ভাই। আপনার উচ্ছসিত প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে চেষ্টায়।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা সবসময়।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই অভিন্দন ব্লগে তিন গুনে গুনান্বিত প্রতিভার জন্য। আমি আড্ডাঘরের লিঙ্ক থেকেই শুনেছি।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাই। আপনার উৎসাহ পেয়েই আমার এই গানের সৃষ্টি। আপনার প্রেরণা আমাকে সাহসী করেছে এই গান বাঁধতে।
গানটি শুনেছেন জেনে আনন্দিত হয়েছি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভ হোক আপনার পথচলা।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিরিক।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুণী লেখকের প্রশংসা পেয়ে গানটি ধন্য হয়েছে। আপনাদের ভালো লেগেছে এটুকুই আমার সফলতা।
আপনার এই প্রশংসাটুকু আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সবসময়।
আপনার জন্য ও আপনার উপন্যাস গুলোর জন্য সবসময় শুভকামনা জানবেন।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গলা এমন একটি জিনিষ তা যেন মিরাকল। সবার গলায় গান হয়না সব পাখী যেমন কুহু কুহু তানে প্রকৃতি মাতোয়ারা করতে পারেনা তেমনি সব মানুষের গলায় সবাইকে মুদ্ধ করতে পারেনা। আপনার গলা মাসাল্লাহ মনমুগ্ধকর সুর আছে। যদি গানের কোন উস্তাদের সহযোগিতা নিতে পারতেন তাহলে আপনি প্রতিষ্ঠিত হতে পারতেন। তারপরেও আপনার প্রতি অনুরোধ চিত্র বিনোধনের জন্য হলেও গান রেওয়াজ করে যাবেন। আমাদে লিঙ্ক দিবেন শুনে মুগ্ধ হবো।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা পাইলাম ভাই, এ পরামর্শ না, আমার প্রতি ভালোবাসা।
আমি আগেও গান লিখেছি, গেয়েছিও নিজে নিজে, কিন্তু কাউকে শোনাতে সাহস করিনি। আমার সব সাহস আপনার কাছ থেকে পাওয়া।
গানবাজনা আমার জীবনেরই একটা অংশ ছিল। খুব স্বাদও ছিল গান গাওয়ার। কিন্তু, কোন ওস্তাদের কাছে তালিম নেওয়ার মতো সুযোগ আমার হয়নি। যখন সুযোগ ছিল তখন কাজে লাগাতে পারিনি।
আমার নতুন কোন গান বাঁধতে পারলেই আপনাকে শোনাবো প্রথম। লিঙ্ক তো অবশ্যই দিবো। আমি জেনেছি অাপনি ভালো গান করেন, নিজে হারমুনিয়াম বাজান, সুর সাধন করেন।
আমার জন্য দোআ করবেন ভাই। আমি আরও অনেক গান লিখতে চাই। আমার সব না বলা কথাগুলো গানে গানেই প্রকাশ করতে চাই।
ভালোবাসা জাবেন সবসময়।
১৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৯
১৭| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ২:৫০
উম্মে সায়মা বলেছেন: বাহ খুব সুন্দর লিখেছেন তো! গান টা ও শুনলাম।
শুভ কামনা নয়ন ভাই
০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান শুনেছেন জেনে ভালো লাগলো। প্রশংসাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে।
অনেক অনেক ভালোবাসা আপু। আপনার জন্যও শুভকামনা সবসময়।
১৮| ০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: স্বাগতম গীতিকার
০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই মন্তব্যে আসায়। দোআ করবেন ভাই।
প্রেরণা হয়ে থাকবেন।
শুভ সকাল জানবেন ভাই।
১৯| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন , চলার পথ প্রসস্থ হোক । শুভ কামনা ।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই।
ভালো লিখেছি জেনে ভালো লাগছে। উৎসাহিত ও আনন্দিত হয়েছি। অাশীর্বাদ টুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রাখছি। মুখময় হয়ে ওঠুক আপনার আগামীর প্রতিটি দিনক্ষণ।
২০| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগলে করে যান সমস্যা কি? কারো ক্ষতি না করে নিজের ভালোলাগা গুলোকে সফল করতে পারাটা সত্যিই মজার ।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি যা লেখি তাতে কারো ক্ষতি হওয়ার কথা না। আমার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নাই, আমি তেমন ভালো কিছু লিখতে পারিনা। তবুও লেখি ভাই লেখার স্বাদে। মনের ইচ্ছা, কষ্ট বেদনা সুখ সবই লেখার মধ্যে। অনেকেই আমার অলেখাগুলো সহ্য করতে পারেননা হয়তো। আমি কিছু মনে করিনা, লিখে যাই নিজের মতো করে। আপনাদের ভালোবাসাতেই আমি ধন্য, আর কারো ভালোবাসার প্রয়োজন দেখি না।
আপনার মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে ভাই। আপনারাই আমার প্রেরণার উৎস। ভালোবাসা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন ভাই।
২১| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই তৃপ্তিকর ভাই। কৃতজ্ঞতা জানবেন।
ভালোবাসা হয়ে থাকবেন সবসময়।
২২| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সকল দুঃখের অবসান হোক । ভাল থাকবেন কবি।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা পাইলাম ভাই। ভালোবাসা হয়েই থাকবেন সবসময়।
আপনিও ভালো থাকুন সবসময়। শুভকামনা রাখি।
২৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার প্রিয় কবি আপুর কাছে প্রশংসা পাওয়া সবসময় সৌভাগ্যের। আমার লেখার আগ্রহের মূলে আপনার গুগলি একাউন্ট। সেখানে আপনার কবিতা পড়তাম আমি।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮
বিলিয়ার রহমান বলেছেন: লেখার হাত ধীরে ধীরে উন্নত হচ্ছে!
গানের গলাটাও মন্দ না!
আপনার জন্য শুভকামনা!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানের গলাটা ভালো লেগেছে জেনে সাহস বাড়লো ভাই।
একটু উন্নতি করতে পারছি এটা আপনার আন্তরিক উৎসাহ, প্রেরণা'র জন্যই।
আপনার জন্যও শুভকামনা রইল প্রিয় কবি।
ভালোবাসা সবসময়।
২৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: আমি চাইলেই আপনাকে বলতে পারি অনেক ভালো লিখেছেন!
কিন্তু এতে আরো ভালো করার তাড়ণাটা হয়তো কমে যাবে। সে জন্যই প্রশংসাটা রয়ে সয়ে করা !
অনেক অনেক শুভকামনা!
ও হ্যা আমি কিন্তু কবি গোছের কেউ নই! কবি সে অনেক দুরের পথ!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি বোঝতে পারি ভাই। আপনাদের আগমনেই আমার বড় প্রেরণা। সময় নষ্ট করে মন্তব্য করে যাওয়াটা আমি সৌভগ্যের মনে করি। আমি অনুপ্রাণিত হই তাতে।
আপনি কবি ভাই। কবি হওয়ার সব গুণই আপনার মাঝে আছে। আপনার লেখা দেখেই অনুপ্রাণিত হই ভালো করার।
দোআ রইল ভাই, দূরের সেই দুর্গম পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছে যান। শুভকামনা সবসময়।
২৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: সুরটা ভালো লেগেছে। গাওয়া ভালো হয়েছে। তবে লো পিচে আরেকটু ভালো করতে হবে।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় লেখকের আগমনে ধন্য হল আমার ব্লগবাড়ি। শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানবেন।
সুর গাওয়া ভালো লাগায় আমি আনন্দিত হয়েছি। আমি আসলে ভাই গানের সুর তাল লয় কিছু বুঝি না, কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাও নিতে পারিনি। শিল্পীদের গান মোবাইল, ক্যাসেটে শুনেই মুখস্থ করে গাই একা একা। এই গানটিও লেখা সেরকম থেকেই। যেমনটি সুর এসেছে সেরকমভাবেই লিখেছি। সুর ধরে রাখতেই রেকর্ড করে রেখেছি। দোআ করবেন, যেনো আরও লিখতে পারি। তারপর তো আপনাদের পরামর্শ পাবোই।
অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।
আপনার পরামর্শ আমার কাছে উপদেশ হিসেবেই থাকবে।
শুভকামনা জানবেন
২৭| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
নীলপরি বলেছেন: পড়লাম ও শুনলাম । খুব ভালো লাগলো ।
শুভকামনা ।
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়া ও গানটি শোনার জন্য কৃতজ্ঞতা রইল।
মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকুক।
শুভকামনা জানবেন আপু।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
নাগরিক কবি বলেছেন: এইটা দিয়ে সুন্দর একটা গান হবে। আমার যন্ত্রটা মিস্ত্রি ফিরায় দিলে আমি এইটা দিয়া একটা গান বানামু
খুবই সুন্দর- সুন্দ্রীয়