নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

গ্রাম্য-কিশোর

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০১


হাসি ভরা মুখ কথায় মিশুক চেনে জনে জনে,
বাড়ি বাড়ি ঘুরে ফেরে পাড়াগাঁয়ে সমান তালে।
ভয় নেই নির্ভয়ে কথা বলে তার উঁচু থাকে বুক,
সহজসরল বচনে বেড়ে ওঠা সে গ্রাম্য-কিশোর।

সারাদিন ছোটাছুটি নেই কোন স্বস্তি চলন কাজে,
ঝড়বৃষ্টির শ্রাবণ দিনেও থাকবেনা ঘরের কোণে।
জুটিয়ে খেলার সাথী কাদাজলে চলবেই হলুস্থুল,
যতো বাঁধাই থাকুক এখেলায় কভু হবে না ভুল।

বাবা-মায়ের শাসন কভু পারেনা তাদের দমাতে,
সুখ যতো গাঁয়ের সেপথে মাড়াতে আর খেলাতে।
বৈশাখী মেলা অষ্টমী বিকেলের সে'মজা হাডুডুর
মনে পড়ে আজো কিশোর স্মৃতিময় সে মুগ্ধ দুপুর।

ধূলো-বালি মাখা গাঁয়ের আঁকা বাঁকা মেঠো পথে,
নিত্য-দিনের যাওয়া আসায় সে মুগ্ধ মাটির ঘ্রাণে।
গানবাজনা আর লেখা-পড়া সেথায় গ্রামের স্কুল,
ভালোবাসা আর মনুষ্যত্ব গড়ে তুলাই লক্ষ্য মূল।

মমতায় ঘেরা পাড়া প্রতিবেশীর হৃদয়ের বন্ধনে,
ঝগড়া ফেসাদ কলহেও তার ভালোবাসা না টুটে।
ভাব-আবেগে থাকে সদা আনন্দ উল্লাসে মশগুল,
নয়নের বড়স্বাদ ফিরে পেতে সেই গ্রাম্য-কিশোর।


মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা।

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে সাহস পেলাম আপু। বড্ড নিরাশায় ছিলাম। গতকাল রাত্রে লিখে শেষ করেছিলাম। ব্লগে দেবো কি দেবো না ভাবছিলাম। সবশেষে দিয়েই ফেললাম অবিতাটি।

প্রেরণা দিয়ে গেলেন আপু। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সবসময়।

২| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৪

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো গ্রাম্য কিশোর +++++

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগলো ভাই। প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা সবসময়।

৪| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২

নাগরিক কবি বলেছেন: গ্রাম্য কিশোরের প্রতি ভালবাসা

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি গ্রাম্য কিশোর জীবনকে ভালোবেসেই লিখেছি।

বড বেশি মনে পড়ে যখন কোন কিশোরকে দেখি খেলা করছে, আনন্দ উল্লাসে মাতছে। খুউব মিস করি তখন।

ভালো থাকবেন। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।

৫| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মোটামুটি আগের চেয়ে একটু উন্নতি করতে পারলেই আমার সফলতা ভাই। আপনার প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়। শুভ সন্ধ্যা।

৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩

কালীদাস বলেছেন: কবিতার টপিক এবং প্রকাশ ভঙ্গীটা সহজ এবং সুন্দর :) পড়ার সময় কয়েকটা পয়েন্টে ছন্দের উঠানামা লক্ষ্য করলাম মনে হল। আর শব্দ চয়নটা আরও ভাল করতে পারতেন।
ক্যারি অন :)

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লক্ষ্য ছিল গ্রামের কিশোর সময়কে মনে করা। ঠিকঠাক পারিনি হয়তো।

ছন্দের ওঠানামা হয়েছে একটু। আমি আসলে লাইন গুলো মিলাতেই মনোযোগী বেশি ছিলাম, ছন্দের দিকে তেমন মনোযোগী ছিলাম না। তাছাড়া ছন্দ তাল আমি তেমন বুঝিই না ঠিকমতো।

হ্যা দাদা, আরও কয়েক ঘন্টা ভাবলে আরও ভালো কিছু শব্দের জোগাড় হয়েই যেতো। চেষ্টা করি একটু ভালো করতে, তবুও বেতাল হয়ে যায়। দোআ করবেন দাদা।

৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১৩

ওমেরা বলেছেন: ফেলে আসা দিনগুলো আমায় যেপিছু টানে --------- কিন্তু ফিরে যাওয়ার কোন উপায় নেই ভাইয়া ।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ঠিকই বলেছেন আপু, ফেলে আসা দিন পিছু ডাকে কিন্তু সে দিনগুলো আর আসবে না ফিরে। আমি আবার যদি কিশোর হই তবুও পাবো না সেই দিনগুলো। এখন মানুষের মধ্যে আগের মতো ভালোবাসা আর নাই!

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইল সবসময়।

৮| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যস্ততম সময়েও ছোট ভাইটারে মনে রেখেছেন সেজন্য কৃতজ্ঞতা রইল।

কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহিত হয়েছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভেচ্ছা জানবেন।

৯| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: এমন কবিতা পড়লে সেই ছোট বেলায় ফিরে যেতে ইচ্ছে করে।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছোটবেলার স্মৃতি গুলো মাঝেমধ্যে খুব বেশি মনে পড়ে ভাই। এমন ছবি দেখলে এক্কেরে কিশোর সময় গুলি চোখে ভেসে ওঠে। সত্যি ভাই খুব অনুভব করি ছেলেবেলার গ্রামের স্মৃতি গুলো।

মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই।

১০| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা পেয়ে ধন্য হলাম ভাই। প্রেরণা হয়ে থাকুক ভালো লাগাটুকু।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লেগেছে +


আরো ভালো করতে হবে ।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই। চেষ্টা আমার থাকবে।

প্রেরণা হয়ে থাকবেন হে প্রিয় কবি।
শুভকামনা সবসময়।

১২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



চোখ এড়িয়ে যায়নি আপনার গ্রাম্য-কিশোরদের এই হাসি ভরা মুখের কবিতা খানি । সময় পাইনি আলাদা সময় বের করে হৃদয়ের বন্ধনে বাঁধা এই কবিতায় মন্তব্য করতে ।

গাঁথুনি দূর্বল হলেও ভেতরের সৌন্দর্যটুকু যথেষ্ট জোরালো ।

আর ছবিটিতে আমার নামটি উৎকীর্ন করেছেন বলে উল্লসিত হওয়ারই কথা । কিন্তু ছবিটি যে আমার তোলা নয় ! তাই .......

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটি আমি আপনার পোষ্ট থেকে নিয়েছিলাম ভাই। তাই ভাবলাম আপনার নামটাই থাকুক। খুব সুন্দর একটা মুহূর্ত আটকানো ক্যামেরায়। যেদিন ছবিটি দেখেছিলাম সেদিনই ভেবেছিলাম গ্রাম্য কিশোর সময়ের আমার হাস্যোজ্জল সময়গুলি।

আপনার ভালো লেগে কিছুটা সেটুকুই আমার সফলতা ভাই। আমি চেষ্টা করি ভালো করতে কিন্তু সবসময় ঠিকঠাক হয়ে ওঠে না।

সময় করে মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রাখছি। প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা সবসময়।

১৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

বিলিয়ার রহমান বলেছেন: ভালোই হয়েছে!:)

এই পোস্টের পরে একটা গান পোস্ট করেছিলেন!!!

সেটিতো দেখছি না!

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে মোটামুটি সেটুকুতেই প্রেরণা পেয়েছি ভাই।

এই পোষ্টের পর আজকেই একটা পোষ্ট দিয়েছি গান, সেটা আছে তো ভাই। ফেসবুকে নতুন আরেকটা গান আছে আজকে পোষ্ট দেয়া। সেই গানটি ২০০২-৩ এ লেখা ছিল সুরও, আগে গাইনি, সেটাও আজকেই গেয়েছি। সেটি এখনো সামুতে দেইনি। তবে একটা আড্ডা পোষ্টের কমেন্টে দিয়েছি গানটি।

ভাই, মাঝেমধ্যে আপনারে পাইলে শান্তি পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.