নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমার কান্না গুলো... ( গান )

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২



ওই আকাশ কাঁদে দেখো বৃষ্টি হয়ে
এ বাতাস কাঁদে দেখো শিশির হয়ে।।
ও পাহাড় যখন কাঁদে ঝর্ণা ঝরে...
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।

তোমার প্রেমের পরশ নিয়ে
রাঙিয়ে ছিলাম এই মনেরি ঘর,
শত জনমের কষ্ট দিয়ে
ভেঙে দিলে সব করলে পর।।
তোমার ঘরে আজ সুখের আলো
অন্ধ আমি যেনো কালো আঁধারে...
আমার কষ্ট গুলো সব হৃদয়ে জমে
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।

হৃদয় ভাঙার কঠিন খেলায়
ভেঙে গেলে এই মন অন্তর,
তোমার এমন প্রতারণায়
কাঁদতে হবে আমার জীবনভর।।
তোমার মুখে আজ সুখের হাসি
আমার মনোভূমি ভাসে শ্রাবণে...
আমার কষ্ট গুলো সব হৃদয়ে জমে
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।
ওই আকাশ..... (ঐ)


আমার কান্না গুলো সব হৃদয়ে জমে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন।

নিজের খালি গলায় গেয়েছি সুর ধরে রাখতেই। গানবাজনা আমার ভালো লাগে। তাই শিল্পীদের গান মুখস্থ করে গাই একা একা। গান আমার মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম। সেই ভালো লাগা থেকেই আমার চেষ্টা। আমি গান সম্পর্কে তেমন কিছুই জানি না। সুরও বুঝি না। তবে ভালো লাগে গান। তাই লেখি।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: দারুন আপনার এই গান,,,,,,,,,,,,,,,,,,খুব ভালো লাগল।সেই তো মানুষ যে গান ভালোবাসে।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা জেনে আমার চেষ্টা সার্থক দিদি।

আমি গানে কাঁদি গানে হাসি গানেই প্রকাশ করি মনের ভাব। গানই আমার জীবনের প্রথম ভালোবাসার সেতু। তাই তো গান ভুলে থাকতে পারিনা।

মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম দিদি। প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা সবসময়।

২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে।

ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুজ্বীকে পেয়ে আমার ব্লগ বাড়ি আলোকিত হলো।

আপনার কাছে প্রশংসিত হয়ে আমার চেষ্টা পূর্ণতা পেলো।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়। প্রেরণা হয়ে থাকবেন।
শুভেচ্ছা জানবেন গুরু

৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

উম্মে সায়মা বলেছেন: এ লেখাটি খুব সুন্দর হয়েছে। আপনার লেখার সত্যিই উন্নতি হচ্ছে। গান লেখা চলুক নয়ন ভাই। ++

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

প্রশংসিত হয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত হলাম আপু। দোআ করবেন যেনো আরও ভালো ভালো গান বাঁধতে পারি। আমার চেষ্টা থাকবে আপু। আপনাদের প্রেরণা আমার আগামী দিনের পথ দেখাবে।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গানের বুলবুলি গায়বেনা এ কেমন করে হয়!
লিখবেন। কারোর ভাল লাগা আর না লাগা নিয়ে পরোয়া করবেন না। যদি একজন ও শুনে মনে করবেন আপনার গান কারোর শ্রুতিতে বাজে।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে সাহস পেয়েই গান প্রকাশ করতে উৎসাহি হয়েছি ভাই। কেউ শুনুক আর না দেখুক আমি লেখবো গাইবো, লেখবোই। দোআ করবেন ভাই আমার জন্য। আমার চেষ্টা থাকবে ভালো করার, বাকি আপনাদের দোআ আর আল্লাহর কৃপা।

আপনাকে পেয়ে খুব আনন্দিত ভাই। পাগলখানায় সকালেই আপনাকে দিয়েছিলাম এই গানটি। আপনাকে জ্বালাবো এরকম মাঝেমধ্যেই।
শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
শুভকামনা রইল ভাই।

৫| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫

ধ্রুবক আলো বলেছেন: কষ্টগুলো ঝেড়ে ফেলে দিতে হয় ।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই ঠিক বলেছেন, কষ্ট গুলো ঝেড়ে ফেলে দিতে হয়। সেজন্যই গানে কবিতায় সুরে কষ্টগুলো ঝেড়ে কিছুটা সুখ পাই।

আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার , মনে সাহস নিয়ে এগিয়ে চলুন । অনেক শুভ কামনা রইল ।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক সাহস ও প্রেরণা দিয়ে গেলেন ভাই।
আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল ভাই।
ভালোবাসা হয়ে থাকবেন সবসময়।

৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৮

শূন্যনীড় বলেছেন: গানে গানে ভরে থাকুক আমর শূন্যনীড়

গানে লাইক সোজা প্রিয়তে

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল মন্তব্যে ভাই। এতদিন সাহস ছিল না গান প্রকাশ করতে। আপনাদের উৎসাহ আমাকে সাহসী করছে।

প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়

৮| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

ওমেরা বলেছেন: ভাইয়া fantastic গেয়েছেন ।ধন্যবাদ

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহ পেয়েছি আপু।

প্রেরণা হয়ে থাকবেন সবসময়। শুভকামনা জানবেন।

৯| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক আবেগ দিয়ে গানটা গাওয়া ++++

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি একদম নতুন লেখা, সুরও আজকেই শেষ হয়েছে। আরও দরদ হবে মনে হয়। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভাই। আপনার প্লাসগুলো চেষ্টাকে সার্থক করে গেল। দোআ করবেন ভাই।

প্রেরণা হয়ে থাকবেন ভাই। শুভকামনা জানবেন।

১০| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,

ওভার অল ভালো হয়েছে!:)


সামনের দিকে সুরের দিকে আরো একটু যত্নবান হলে ভাল হবে!

আপনার গানের গলাটা কিন্তু দারুন!:)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সুর কথা একদমই নতুন। আর আমি সুরের দিকে একদমই অজ্ঞ। যেটুকু পেরেছি তা কেবল আমার চেষ্টা ইচ্ছা আর মনের আবেগটুকুর প্রতিফলন। গানটি আরও বেশি বেশি গাইতে পারলে সুর আরও ভালো হবে।

আপনার কাছে ভালো লেগেছে জেনে অতি উৎসাহিত হয়েছি ভাই। দোআ করবেন। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন প্রিয় কবি ভাই।

১১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওই আকাশ কাঁদে দেখো বৃষ্টি হয়ে
এ বাতাস কাঁদে দেখো শিশির হয়ে।।
ও পাহাড় যখন কাঁদে ঝর্ণা ঝরে...
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।
অনেক সুন্দর হয়েছে

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে, উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল।

১২| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হলাম আপু। প্রেরণা হয়ে থাকুক ভালো লাগাটুকু।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.