নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| মনের রাণী ||

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮


স্বর্ণকমল অঙ্গ লতায় তার চক্ষু ভরা মায়া,
কাজল কালো ওই চোখে ভালোবাসার ছায়া।
মনভরে যায় দেখে তারে হাসিমুখে কলসি কাঁখে
রোজ দুপুরে আমার তরী যখন ভিড়ে সেই ঘাটে।

রুদ্র জিলিক রূপের আগুন দেখে না'পাই দিশা,
হৃদয় থাকে ঘাটেই পড়ে তাই তো ফিরে আসা।
কত আশা মনের ঘরে বলবো কথা হৃদয় খোলে,
ভুলেও যদি বন্ধু আমার একটু সময় বসে পাশে।

বলবো কি আর দুঃখের কথা মনের কতো ব্যথা,
এতো দিনেও বুঝলোনা সে আমার যাওয়া আসা।
দেখে আমায় একটু হাসে চোখ পড়ে যখন চোখে,
বুকের সাথে খালি কলস ধরেই থাকে শক্ত করে।

হয় তো বুঝে একলা মনে আমার চোখের ভাষা,
দেয়না বোঝতে আমায় কিছু হয়তো বুঝে খোদা।
রূপ কুমারীর রূপ সাগরে আমি বুঝি যাচ্ছি ডুবে,
হোক'না মরণ যদিনা সে টেনে তুলে হাতটি ধরে।

হও যদি গো মনের রাণী আমি হবো রাজা
ভালোবাসা দেবো তোমায় যেন বাধ্য প্রজা।
নিশি জেগে প্রতি রাতে চন্দ্রালোকে ভাসবো সুখে,
অমানিশা অন্ধকারে জোছনা রবেই আমার ঘরে।

------------------------
ধিকিধিকি অন্তর জ্বলে...। (গান)

আমার বুকের ভিতরে, অন্দর কঠোরে,
ভালোবেসে রেখেছি যাকে,
হৃদয় খুলিয়া বিছানা করিয়া
রাখিয়াছি যতন করে।।
আজ বিরহের আগুনে, একাকী গোপনে
দিবানিশি অন্তর শুধু জ্বলে...
জ্বলে শুধু অন্তর জ্বলে
ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।

তোমাকে আমি ভালোবাসি
আমার অন্তর দিয়ে,
জীবন মরণে তোমাতেই আমি
রয়ে যাবো মিশে।।
আজ মনের বাসরে, তোমারি কারণে
অন্তর আমার কেঁদে মরে...
জ্বলে শুধু অন্তর জ্বলে
ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।

চন্দ্র তারা বনের লতা
সাক্ষী করে তুমি,
আমার চোখে চোখ রাখিয়া
বলতে তোমারি আমি।।
আজ ভুলিয়া সে কথা, অন্যের ঘরে গেলা
ভাবতেই চোখ দুটি জলে ভরে....
জ্বলে শুধু অন্তর জ্বলে
ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।
আমার বুকের......ঐ

গান:- ধিকিধিকি অন্তর জ্বলে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

গানটি প্রায় ষোলো বছর আগে লেখা। তখনো গেয়েছি এই সুরেই। ২০০০ সালে আমার প্রথম হারানো ব্যথা ভরা অনুভবে গানটি লেখা প্রিয় মানুষটির নামেই। গতকাল সুরটাকে ধরে রাখতে নিজের গলায় রেকর্ড করে রাখলাম। থাকুক স্মৃতিগুলো, যেন হারিয়ে না ফেলি।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


আমি কলসী আর কলসীর মালিককে দেখে নিই কিছুক্ষণ!

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কলসির মালিকটা একটু অন্যরকম। তবুও ভালো লাগা রেখে দিলাম কেটেছেটে। পুরোটা দিলে তো ...!!!

ভালো লাগলো মন্তব্যের ঘরে পেয়ে।

ছবিটা খারাপ হলে ক্ষমা করবেন।

২| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


কালী দাসের মেঘদূতে এ রকম রমনীদের আঁকা ছবি দেখে ভীষণ উতলা হয়েছিলাম; আজ, আবার অনেক যুগ পরে

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, মেঘদূত এর ছবি আর সকুন্তলা'র ছবিগুলোও ভালো লাগার মতো। এই ছবিটা ঠিক কোন জায়গার আমি বলতে পারবো না। নেট সার্চে পেয়েছিলাম। পুরো ছবি ব্লগে বিরক্তিকর হবে, তাই কেটে দিয়েছি। ছবিটি আমাকে মুগ্ধ করেছে তাই রেখে দিলাম অন্তত কিছু অংশ।

চিত্র শিল্পীর হাতে অনেক জাদু থাকে!!!

৩| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



বেশ নয়ন কাড়া ছবি ও হৃদয় হরন কবিতা ।

আর একটু যত্ন নিতে হবে কবিতায় বা পদ্যে । ঘসতে বা মাজতে হবে বারবার। লিখে বারেবারে পড়তে হবে । তাড়াহুড়োর কিচ্ছু নেই । সময় নিয়ে লিখুন , দেখবেন ভরা কলসির মতো লেখাগুলো ছলাৎ ছলাৎ করছে ।
আশা করি এমন বলায় অপরাধ নেবেন না । কারন , প্রশংসা আগেভাগেই আমাদের সৃজনশীলতাকে গুটিয়ে রাখে ।

তবে গানখানি ভালো হয়েছে । মিউজিক কই ?

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই, অপরাধ বলছেন কেন! এ আমার সৌভাগ্য মনে করি। আমাকে সবসময় ভালো করার পরামর্শ দিবেন, আমি উপদেশ হিসেবে মনে রাখবো। আমি এরকম মন্তব্য সবসময় শ্রদ্ধার চোখে দেখি, আন্তরিকতা খুঁজে পাই। ভালো লাগে।

(সেদিন এক বড় ভাই মন্তব্য করেছিলেন "কবিতা ভালো লাগেনি। হয়তো কুকুরের পেটে ঘি হজম হলো না।" ভালো লাগেনি সেটুকু সবসময় মেনে নেয়া যায় শ্রদ্ধাভরে, কিন্তু আমার লেখার জন্যে কেউ কুকুর হলে আমার বিষণ কষ্ট লাগে।)

আসলে ভাই, আমি ব্লগস্পটে প্রথম লেখি। লেখা শেষ হলে সামুতে পোষ্ট করার জন্য কেমন যেনো অতিরিক্ত আগ্রহী হয়ে পড়ি। কবিতাটি আজই শেষ হয়েছে। পড়েছি কয়েকবার, কিন্তু কয়েক জায়গায় একটু বেতাল মনে হয়েছে। তবুও কোনো শব্দ মিলাতে পারলাম না, পরে এমনিতেই পোষ্ট করে দিলাম।

আপনার মন্তব্য আমি সবসময় এরকম আশা করি। আমার শিখার পর্যাপ্ত ইচ্ছা আছে ভাই। আপনাদের কাছেই শিখবো সবসময়।

গানটি ভাই সুর ধরে রাখতেই খালি গলায় রেকর্ড করেছি। আমার সব গানই খালি গলায় রেকর্ড করা কেবল সুর ধরে রাখাই উদ্দেশ্য। বাদ্যযন্ত্র পাবো কই ভাই! সবার ভাগ্যে সবকিছু হয় না! লেখি তাই ধরে রাখার চেষ্টা। গানটি শুনেছেন জেনে ভালো লাগলো, উৎসাহিত হয়েছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।

৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে কাব্য।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই।

প্রথম আসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।

প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভকামনা রইল।

৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২২

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ও গান দুটোই ভাল লাগল ।
চাদগাজী ও আহমেদ জী এস ভাই এর
এর কথাগুলো খুবই প্রনিধানযোগ্য ।

কবিতায় সফলতা আসুক
এ কামনা রইল ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি ভাই। মন্তব্যে এসে প্রেরণা দিয়ে গেলেন। আগমী দিনগুলোতে অনুপ্রাণিত হবো।

হ্যা ভাই, চাঁদগাজী ভাই ও আহমেদ জী এস ভাই এর কথা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। মনে রাখবো ও চেষ্টা থাকবে সে মতো।

আপনার আশীর্বাদ পাওয়া সৌভাগ্য মনে করছি।

শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময়।

৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল নয়ন ভাই।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম প্রিয় ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রইল কবিতা গানে

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগলো ভাই, ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইল।

৮| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: আপনি দেখি অনেক কিছুই লিখতে পারেন। গান, কবিতা, গল্প।

কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে যে!

আর লেখার সময় তাড়াহুড়ো না করার জন্য অনুরোধ থাকল।

শুভকামনা।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমাকে প্রেরণা দিয়ে যায় দাদা।

লিখতে চেষ্টা করি সবই দাদা, ভালো করার চেষ্টা করি ঠিকঠাক পেরে ওঠিনা। বানান আর টাইপো সমস্যা চেষ্টা করি দূর করতে, অনেকবার পড়ি লেখার পর, তবুও ভুল রয়েই যায়। চেষ্টা করি, করবো দাদা।

অনুরোধ নয় দাদা, আদেশ হিসেবে মনে করি আপনার পরামর্শ। আমি আন্তরিকতা খুঁজে পাই এমন মন্তব্যে।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: উপরের ছবিটা অন্য ছবি হলে ভাল হতো

কবিতা গান সুন্দর

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপু, উপরের ছবিটা আমি কেটে ছোট করে দিয়েছি। খুব পছন্দের এই ছবিটা, তাই বেশিরভাগ কেটে একটু রেখেছি।

কবিতা গান ভালো লাগা জেনে উৎসাহিত আপু। প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা সবসময়।

১০| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: ছবি কবিতা দু'টাই ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত। দোআ করবেন প্রিয় কবি।

শুভকামনা জানবেন।

১১| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: আমি ও জী এস ভাই এর সাথে একমত !!
পরের কবিতায় নিশ্চয়ই মন খুলে উপভোগ করতে পারব ।

অনেক অনেক শুভ কামনা :)

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিও একমত আপু, চেষ্টাও করি তবুও ভুল টুকু থেকেই যায়। দোআ করবেন, আমি চেষ্টা করবো।

অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন

১২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে নয়ন ভাই। বানানের দিকে একটু খেয়াল রাখবেন। শুভ কামনা

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে উৎসাহিত হয়েছি আপু।

চেষ্টা করি বানান গুলো ঠিকঠাক হয়ে ওঠছে না! আমার চেষ্টা থাকে, থাকবে, দোআ করবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুনলাম, গানটা হয়তো আহামরি কিছু নয়। তবু আপনার প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা। তবে সব থেকে বড় কথা হলো আবেগ দিয়াই গেয়েছেন।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি শুনেছেন জেনে আনন্দিত হয়েছি ভাই। আমি অাসলে গানের ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারিনি। আমার ইচ্ছা কেবল গান শুনে মুখস্থ করে নিজে নিজেই গাওয়া। সেই থেকেই লেখার চেষ্টা। সুর ধরে রাখতেই খালি গলায় গেয়ে রাখা। সুর ভুলে যাইতো সেজন্য সংরক্ষণ করা।

ভালো লাগলো ভাই, মন্তব্য পেয়ে।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.